23/11/2024
❤️বরবটি বাটা....
❤️উপকরন....
১.বরবটি
২.কাঁচা মরিচ
৩.হলুদ
৪.লবন
৫.পেঁয়াজ
৬.রসুন
৭.সরিষার তেল
৮.কালোজিরা
❤️প্রস্তুত প্রনালী...
১.বরবটি কাঁচা মরিচ হলুদ লবন ও অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
২.পানি শুকিয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার অথবা পাটায় বেঁটে নিতে হবে।
৩.এবার কড়াইয়ে তেল দিয়ে এতে কালোজিরা রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
৪.এবার আগে থেকে বেটে রাখা বরবটি ঢেলে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।
৫.এ সময় চুলার আচ অল্প থাকবে।
৬. ভাজতে ভাজতে আঠালো ভাব হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে বরবটি বাটা।
❤️রেসিপি টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।Follow Zannat koli page for more update