Zannat koli

Zannat koli আসসালামু আলাইকুম
সাধারণ উপকরণে সহজে লোভনীয় রেসিপি পেতে আমার পেইজটির সাথেই থাকুন।
(39)

14/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।
cp

Good Morning fanssssssবছরের শুরুতে এভাবে কষ্ট দেওয়ার কি খুবই দরকার ছিলো...তাঁদের জন্য শুভকামনা
04/01/2025

Good Morning fanssssss
বছরের শুরুতে এভাবে কষ্ট দেওয়ার কি খুবই দরকার ছিলো...
তাঁদের জন্য শুভকামনা

27/12/2024

মাওয়ার এক্সপ্রেসওয়ের মর্মান্তিক দুর্ঘটনাটা দেখলাম। প্রাইভেট কারটা পাশের লেনে ঢুকছিল। ড্রাইভার কি মনে করে গাড়িটা ঘুরিয়ে আবার এই লেনে এসে ঢুকলো। কয়েক সেকেন্ড পরই পেছন থেকে বাসের ধাক্কা আর প্রাইভেট কারের সকল যাত্রী নিহত।

বলতে পারেন, ঠিক কোন শক্তি এই ড্রাইভারকে বামে না ঢুকে, ডানে ঢুকতে বললো?

মৃত্যু আর বেঁচে থাকার মধ্যে জাস্ট এক মিটারের ব্যবধান ছিল। কোন সত্তার হুকুমে এই ব্যবধান মিশিয়ে দেয়া হল?

আধা সেকেন্ড আগেও কি এই গাড়ির যাত্রীরা বা বাইকওয়ালা ভেবেছিল এই দুনিয়াতে উনাদের সময় শেষ?

আহ মৃত্যু আমাদের কত কাছে! অথচ আমরা ভাব ধরে আছি যে, মৃত্যু বলতে আসলে কিছুই নেই!

Collected

এই কথাটা এতো মাথায় ঘুরতেছে।হেদায়েত দান করুন আল্লাহ

শীতের সন্ধ্যায় চিংড়ি বড়া....
23/12/2024

শীতের সন্ধ্যায় চিংড়ি বড়া....

২ কেজি মাএ ১০০ টাকা.....চিংড়ির বড়া কার কার পছন্দ???
23/12/2024

২ কেজি মাএ ১০০ টাকা.....
চিংড়ির বড়া কার কার পছন্দ???

😍রেসিপি.. থাই স্যুপ রেসিপি (সবচেয়ে সহজে)       😍উপকরণ..১.ম্যাগি থাই স্যুপ ২ প্যাকেট ২.ডিমের কুসুম - ৩টি ৩.চিংড়ি মাছ - ২০...
16/12/2024

😍রেসিপি.. থাই স্যুপ রেসিপি (সবচেয়ে সহজে)

😍উপকরণ..

১.ম্যাগি থাই স্যুপ ২ প্যাকেট
২.ডিমের কুসুম - ৩টি
৩.চিংড়ি মাছ - ২০০গ্রাম
৪.বোনলেস চিকেন- ২০০গ্রাম
৫.কর্ণ ফ্লাওয়ার - ৩টে.চামচ
৬.থাই আদা- ৪ টুকরা
৭. কাঁচা মরিচ- ৪টি
৮.লেমন গ্রাস- ১/২কাপ যদি থাকে
৯.মাশরুম - ১/২কাপ
১০.টমেটো সস - ১/৪ কাপ
১১.সয়া সস - ৩ টে.চামচ
১২.লবণ স্বাদ মতো
১৩.চিনি- ২টে.চা
১৪..লাল মরিচের গুঁড়ো - ১চা. চামচ
১৫.গোলমরিচ গুড়া- ১চা. চামচ
১৬.লেবুর রস স্বাদমতো
১৭.পানি- ৫ কাপ

😍প্রস্তুতি প্রনালী...

১.প্রথমে একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে ৩টে.চামচ পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
২. এরপর অন্য একটি পাত্রে সব উপকরণ গুলো একে একে দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।।
৩.এবার পানি দিয়ে আরো ভালো মতো মিশাতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে।
৪. সব ভালোভাবে মিশে গেলে মিডিয়াম আচে চুলায় জ্বাল করতে হবে।
৫.কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়।
৬. মিশ্রণটি ঘন হয়ে আসলে গোলমরিচ গুড়া দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

❤️ Pplz follow my Zannat koli page.. For more update..পাশে থাকুন দোয়া রাখুন

14/12/2024

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল, যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান। তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আচরণের মাধ্যমে একটা ইঙ্গিত দিন। একবার জাস্ট আমার মনে হোক, যে আপনি আমাকে ইগনোর করলেন সম্ভবত।
এরপর দেখবেন আপনি নিজেও লাগাতার চেষ্টা করে আমাকে মনে করাতে পারবে না, যে আমি আপনাকে কখনো চিনতাম। আসলেই আমার আর আপনার নাম পরিচয় চেহারা কিছুই মনে থাকবে না।

এখন বড় হয়ে গেছি; মাথার ভেতর আবর্জনা জমাই না।'❤️c

30/11/2024
😜পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়  (দুধ চিতই), গুড়ে মাখামাখি করে...
27/11/2024

😜পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায় (দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।
🤪ছবিতে আবার ডিমকে কোলে মধ্যে নিয়েছে....
কি এক্টা অবস্থা 🥴🥴

26/11/2024

যেখানেই তুমি যাবে,ভেবে নাও তোমার উপস্থিতি সেখানে আনন্দ দিবে কিনা?যদি না দেয়, সেখানে যেও না ©

❤️বরবটি বাটা....❤️উপকরন....১.বরবটি ২.কাঁচা মরিচ ৩.হলুদ৪.লবন ৫.পেঁয়াজ ৬.রসুন৭.সরিষার তেল৮.কালোজিরা ❤️প্রস্তুত প্রনালী... ...
23/11/2024

❤️বরবটি বাটা....

❤️উপকরন....
১.বরবটি
২.কাঁচা মরিচ
৩.হলুদ
৪.লবন
৫.পেঁয়াজ
৬.রসুন
৭.সরিষার তেল
৮.কালোজিরা

❤️প্রস্তুত প্রনালী...
১.বরবটি কাঁচা মরিচ হলুদ লবন ও অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

২.পানি শুকিয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার অথবা পাটায় বেঁটে নিতে হবে।

৩.এবার কড়াইয়ে তেল দিয়ে এতে কালোজিরা রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে।

৪.এবার আগে থেকে বেটে রাখা বরবটি ঢেলে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।

৫.এ সময় চুলার আচ অল্প থাকবে।

৬. ভাজতে ভাজতে আঠালো ভাব হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে বরবটি বাটা।

❤️রেসিপি টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।Follow Zannat koli page for more update

নিজেকে হারিয়ে কোন কিছু পাওয়াকে অর্জন বলা যাবে কি???
18/11/2024

নিজেকে হারিয়ে কোন কিছু পাওয়াকে অর্জন বলা যাবে কি???

🥰এখন বাজারে অনেক দেশী আদা পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। এখন কিন্তু বিভিন্ন ভাবে আদা সংরক্ষণ করে রাখতে পারেন দীর...
18/11/2024

🥰এখন বাজারে অনেক দেশী আদা পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। এখন কিন্তু বিভিন্ন ভাবে আদা সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন খেতে পারবেন।
জান্নাত কলি

🥰আদা কুঁচি করে রোদে শুকিয়ে নিতে পারেন।এটা পুরো ১ বছর মান ভালো থাকবে।বিভিন্ন ভর্তা,চা এমনকি পানিতে ভিজিয়ে বেঁটেও নেওয়া যাবে। আদার গুড়ো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আদা শুকিয়ে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন নরমাল ফ্রীজে।আর ফ্রীজে না রাখলে অবশ্যই মাঝে মাঝে রোদে দিলেই এর ঝাঁঝ ও মান ভালো থাকবে।

🥰আদা কুঁচিয়ে বেঁটে ডীপ ফ্রীজে সংরক্ষণ করুন।যেটার মান সব সময় ভালো থাকবে।
আমার সংরক্ষণে পদ্ধতির ছবি নিচে সংযুক্ত করেছি....

🥰ভালো লাগলে এমন পোস্ট পেতে Zannat koli পেইজের সাথে থাকুন।ধন্যবাদ 😍😍
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না...

17/11/2024

কোন প্রাণীর শরীরে শক্তি কম
কিন্তু মুখের শক্তি বেশি! 🤭

অধিকাংশ মানুষ ই বলতে পারবে না এগুলো কি???
15/11/2024

অধিকাংশ মানুষ ই বলতে পারবে না এগুলো কি???

আহা সন্তান,,, শান্তির শব্দ ও কেমন কলুষিত 😭
13/11/2024

আহা সন্তান,,, শান্তির শব্দ ও কেমন কলুষিত 😭

আমার বিয়ের কয়দিন আগেই ২বছর হলো। এই ২বছরে সবসময়-ই দেখেছি আমার শ্বাশুড়ি একটু অসুস্হ হলেই আমার শ্বশুর অস্হির হয়ে যায়। উনাক...
11/11/2024

আমার বিয়ের কয়দিন আগেই ২বছর হলো। এই ২বছরে সবসময়-ই দেখেছি আমার শ্বাশুড়ি একটু অসুস্হ হলেই আমার শ্বশুর অস্হির হয়ে যায়। উনাকে রান্না পর্যন্ত করে দেয়। শ্বাশুড়ির জ্বর/ঠান্ডা হলে নিসংকোচে সেবা করতে থাকে, বেড রেস্ট না করলে বকা শুরু করে দেয়, ঠান্ডা কিছুই ধরতে দেয়না, কাপড়গুলিও ধুয়ে দেয়, অজু করতে গরম পানি করে দেয়।

আবার শ্বাশুড়ি যদি কিছু নিয়ে উনার সাথে মন খারাপ কিংবা রাগ করে তখন তিনি রাগ ভাঙাতে নানারকম প্রশংসা শুরু করে দেয়, নতুবা সেদিন বাসায় ফেরার সময় উনার জন্য পছন্দের খাবার নিয়ে আসে।

ঠিক শ্বশুড়ের অনুকরণ-রুপে পেয়েছি আমার স্বামীকে।(আলহামদুলিল্লাহ)!

তাই বিয়ের সময়ে ছেলেরা যেমন দেখে মেয়ের মা কেমন-কেননা গুরুজনদের ধারণাঃ মেয়েদের মা ভালো হলে মেয়েরা মায়ের মতোই ভালো হয়। কেননা মেয়েরা মায়েদের দেখে অনেক কিছু শিখে।
ঠিক তেমনি আমি মনে করি বিয়ের সময়ে মেয়ের ফ্যামিলিরও এটা যাচাই করা দরকার যে ছেলের বাবা তার স্ত্রীকে কিভাবে ট্রিট করে। কেননা, বাপ-কা-বেটা। বাবার কাছ থেকেও ছেলেরা শিখে। বাবা-ই শেকড়, ভিত্তি।

বাবা বীরপুরুষ হলে সন্তান-ও বীরপুরুষ হওয়াটা স্বাভাবিক।♥️

© তামান্না

Address

Mirpur

Telephone

+8801406673246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannat koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zannat koli:

Videos

Share