"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"
"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️
[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।
cp
দুস্তুু #fbteareels #zannatkoli #fbreels #fbviralreels #reelviral #reelsviralシ #fb #reel #reelsfb #funnyreels
ভয় পেয়েছি #reelsvideoシ #zannatkoli #fbteareels #reelsfbシ #reelviral #fbreels #fbviralreels #koliflower #fulkopirecipe #winter
তাকে আগে শেখাতাম এখন সে শেখায় 😎
বিবেক কে সবসময় পাত্তা দেওয়া ঠিক না
অনেক কাজে লাগবে #reelsvideoシ #fbteareels #zannatkoli #reelsfbシ #fbviralreels #fbreels #reelviral #ginger
কিছু কিছু মানুষ বলবে এগুলো আমি খাই না
কারো বাসায় বেড়াতে গেলে ১ কেজি মিষ্টির চেয়ে ২ ডজন ডিম নিয়ে যাবো।ডায়াবেটিস বাড়ানোর চেয়ে শক্তি বাড়ানো ভালো,,,,কি বলেন বন্ধুগন
অনেক চেষ্ঠা করেও নাড়ুর আসল কালার আনতে পারিনি।।।ভিডিওর মাঝে ১ সেকেন্ডের জন্য আসল কালার এসেছিল পরে দেখলাম....স্কীনসট
রৌদ্দুর #reelsvideoシ #fbteareels #zannatkoli #fbviralreels #reelsfbシ #reelviral #fbreels