Iqbal Anik's Vlog

Iqbal Anik's Vlog This is the Official Facebook Vlog page of Allama Iqbal Anik (আল্লামা ইকবাল অনিক)

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যা...
20/10/2024

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।– এ পি জে আব্দুল কালাম

শারদীয় শুভেচ্ছা
10/10/2024

শারদীয় শুভেচ্ছা

আর্ট করেছেন। বাধাই করে আনার পর সেটার সাথে ছবি তুলে মহা খুশি।
08/10/2024

আর্ট করেছেন। বাধাই করে আনার পর সেটার সাথে ছবি তুলে মহা খুশি।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
17/06/2024

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
17/06/2024

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

থেমে থাক আজ কথা সবযত হাহাকার, আশা, কলরবপড়ে রবে সব যত সদ্ভাবপ্রাণ সংহার গেছে হারিয়েদু'হাত তুলে ধরি বাড়িয়েআমি সৃষ্টি, ত...
09/06/2024

থেমে থাক আজ কথা সব
যত হাহাকার, আশা, কলরব
পড়ে রবে সব যত সদ্ভাব
প্রাণ সংহার গেছে হারিয়ে
দু'হাত তুলে ধরি বাড়িয়ে
আমি সৃষ্টি, তাই স্রষ্টায় ভালোবাসি

নিজের ছায়া, মরীচিকা।।চিনতে যদি না পারো। তাই বলি মন বিবেক দিয়ে, নিজেকে আগে চিনো ।।
20/05/2024

নিজের ছায়া,
মরীচিকা।।
চিনতে যদি না পারো।
তাই বলি মন বিবেক দিয়ে,
নিজেকে আগে চিনো ।।

অস্তিত্বের মিছিলেখোলা দেয়ালের ওপারেরক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি।
18/05/2024

অস্তিত্বের মিছিলে
খোলা দেয়ালের ওপারে
রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি।

তুমি আভাস হয়ে আসাহতাশা মুখের হাসি।
17/05/2024

তুমি আভাস হয়ে আসা
হতাশা মুখের হাসি।

ভাল দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে; ”অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও ...
13/05/2024

ভাল দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে; ”অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু..!--সূরা আনফাল: ৭০

যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।--ডেল কার্নেগী।
11/05/2024

যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।--ডেল কার্নেগী।

যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। - বেঞ্জামিন ডিজরেইলি
10/05/2024

যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। - বেঞ্জামিন ডিজরেইলি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে
03/05/2024

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে

আজ পহেলা মে। মহান মে দিবস। আর এই দিনটিকে বলা হয় শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন...
30/04/2024

আজ পহেলা মে। মহান মে দিবস। আর এই দিনটিকে বলা হয় শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩৮তম বার্ষিকী আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাঁদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

কিন্তু আমাদের দেশে এখনও শ্রমিকদের মূল্যায়ন করা হয় না ঠিক মত, নেই সঠিক কর্ম ঘণ্টা। আবার পুলিশ, চিকিৎসক ও সাংবাদিকতা পেশার শ্রমিকের নেই কোন শ্রমঘণ্টা।

চলছে, চলুক
30/04/2024

চলছে, চলুক

জীবন যখন সব দরজা বন্ধ করে দেয়, তখন সেই দরজা ভেঙ্গে ফেলতে হয়।
29/04/2024

জীবন যখন সব দরজা বন্ধ করে দেয়, তখন সেই দরজা ভেঙ্গে ফেলতে হয়।

যুগে যুগে জড় জীব সবেপড়ে রবে নিবিড় অবেলায়ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়।
29/04/2024

যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবিড় অবেলায়
ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়।

রাজধানীর তাপমাত্র খুবই কম।
29/04/2024

রাজধানীর তাপমাত্র খুবই কম।

Address

Rajarhat, Kurigram
Kurigaon
5610

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Anik's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqbal Anik's Vlog:

Videos

Share

Nearby media companies