04/09/2024
প্রসঙ্গ: জাতীয় সংগীত, পরিবর্তন অনিবার্য
------------------------------------------
বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ রদের জন্য লেখা এটা একটা পূজার সংগীত!!!
বাংলাদেশ ও মুসলমানদের চেতনার পরিপন্থী একটি পূজার সংগীত!!! স্তবকে স্তবকে শিরকি চেতনা বিদ্যমান আছে। অথচ সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। কোন মুসলিম শিরক করতে পারেন না। তাই নতুন করে জাতীয় সংগীত নির্বাচন করা উচিত।
আজব ব্যাপার! রবি ঠাকুর ভদ্রলোক একজন হিন্দু। ভারতের স্বার্থে লেখা শিরকি চেতনার এ কবিতা কি করে বাংলার মুসলিমদের জাতীয় সংগীত হয় বুঝে আসে না।
বাংলাদেশের মানুষে মানুষে বিভক্তির মূল উৎস এই সংগীত!!!
আমি বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তন চাই।
আপনি?
শায়েখ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।