Lokman Hossain

Lokman Hossain আপন ঘরেই যে পর,
সে-ই-তো যা-যা-ব-র।

‘’কিছু অনুভূতিতে তোমাকে চায়, কিছুকথা তোমাকে বলার অনেক ইচ্ছে হয়,অজানা এক বাধায় অনুভূতি গুলোতোমার ছোঁয়া পায় না, শুকনো...
28/04/2023

‘’কিছু অনুভূতিতে তোমাকে চায়, কিছু
কথা তোমাকে বলার অনেক ইচ্ছে হয়,
অজানা এক বাধায় অনুভূতি গুলো
তোমার ছোঁয়া পায় না, শুকনো ফুলের
মতো কোন এক পৃষ্ঠার ভাজে কিছু
অনুভূতি আজও তোমাকে পাওয়ার
এক অবাস্তব স্বপ্ন নিয়ে অপেক্ষা করে!

“নন মেট্রিক কোন ব্যাপার না। জ্ঞানী লোক সবাই নন মেট্রিক। এই ধর রবীন্দ্রনাথ, নজরুল। আরে আমিও তো নন মেট্রিক।”- বাকের ভাই......
14/04/2023

“নন মেট্রিক কোন ব্যাপার না। জ্ঞানী লোক সবাই নন মেট্রিক। এই ধর রবীন্দ্রনাথ, নজরুল। আরে আমিও তো নন মেট্রিক।”- বাকের ভাই...😁
হুমায়ূন আহমেদ ❤
(কোথাও কেউ নেই)

কাঠফাটা রোদে পুড়ছে বাহির পুড়ছে ভিতর.....
14/04/2023

কাঠফাটা রোদে
পুড়ছে বাহির পুড়ছে ভিতর.....

গ্রামের পথঘাট আকাবাকা ছোট এই রাস্তাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। খোলা হাওয়া রাস্তার পাশে সবুজ মাঠ গাছপালা গাছ সহ সবকি...
14/04/2023

গ্রামের পথঘাট আকাবাকা ছোট এই রাস্তাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। খোলা হাওয়া রাস্তার পাশে সবুজ মাঠ গাছপালা গাছ সহ সবকিছু মিলে সুন্দর একটি পরিবেশ

11/09/2021

ভেটেরিনারি ডাক্তার আবশ্যক
-----------------------
# পদ সংখ্যা : ০২ জন
-----------------------
শিক্ষাগত যোগ্যতা
----------------
# ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন
# ডিপ্লোমা ইন ভেটেরিনারি মেডিসিন
-----------------
# বয়স: ২৫ থেকে ৪০ বছর
# কর্মস্থল : উত্তরা, উত্তরখান, ঢাকা-১২৩০।

# বেতন : আলোচনা সাপেক্ষ
============
# যোগাযোগ ঃ 01762-683012

Success - সফলতার অর্জনের জন্য একটানা লেগে থাকা, সহ্য করার ক্ষমতা, মেনে নেওয়া, পাশ কাটিয়ে যাওয়া, দৃঢ় সংকল্প থাকা।এলোন মাস...
30/08/2021

Success - সফলতার অর্জনের জন্য একটানা লেগে থাকা, সহ্য করার ক্ষমতা, মেনে নেওয়া, পাশ কাটিয়ে যাওয়া, দৃঢ় সংকল্প থাকা।

এলোন মাস্কের উক্তি -

নিয়োগ বিজ্ঞপ্তি :-
20/08/2021

নিয়োগ বিজ্ঞপ্তি :-

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
16/08/2021

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█**রোববার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলা
30/07/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**রোববার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলা

আমাদের দেশের ফায়ার সার্ভিস আধুনিক করা উচিত এবং কর্মীদের প্রশিক্ষণ জন্য উন্নত দেশ গুলোর দিকে ফলো করা উচিত।বিশেষ করে আধুনি...
09/07/2021

আমাদের দেশের ফায়ার সার্ভিস আধুনিক করা উচিত এবং কর্মীদের প্রশিক্ষণ জন্য উন্নত দেশ গুলোর দিকে ফলো করা উচিত।

বিশেষ করে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা উচিত।
কারখানায় আগুন লাগলে একটি বিষয় কমন পাওয়া যায়, কারখানার গেট বন্ধ থাকায় কর্মচারীরা বের হতে পারেনি। এটি কেমন কথা! জরুরি বের হবার পথ কেন বন্ধ থাকবে! এভাবে পুড়িয়ে মানুষ মারার কি মানে! হে আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন। আল্লাহ সবাই হেফাজত করো

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী** সরকারি-...
30/06/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█

** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি
**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী
** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে
**স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে
** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক
** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা
** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে

26/06/2021

ইন্টারভিউ দেওয়ার পরে করণীয়
১। ইন্টারভিউ যখন শেষ, তখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কি আমাদের কাছে কিছু জানার আছে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা উত্তর দেই, না। এটা আমাদের একটা কমন ভুল। “না” উত্তরটি দেয়ার সাথে সাথে আপনি কিন্তু পরবর্তী যোগাযোগের সকল রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আপনি রিক্রুইটারের কাছে জানতে চাইতে পারেন, কোম্পানির বেতন, পলিসি, সুযোগ সুবিধা সম্পর্কে।
২। এরপর হাসিমুখে বলতে পারেন, “তাহলে স্যার কবে থেকে জয়েন করতে হবে?” ইন্টারভিউ বোর্ডে উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম মনোভাব তৈরি হবে, আপনার ভিন্ন রকম এই অ্যাপ্রোচে। তবে, এরকম স্মার্ট অ্যাপ্রোচে যাওয়ার আগে ইন্টাভিউয়ারের মানুসিকতা বুঝতে চেষ্টা করুন। এছাড়া আপনি কবে নাগাত ফলাফল জানা যাবে সেটা জিজ্ঞেস করতে পারেন।
৩। “স্যার, আমি যে কোন কাজ করতে পারবো, আমার ব্যাপারটা একটু দেখবেন।” অথবা, “স্যার, আমি ফ্যামিলি নিয়ে খুব সমস্যায় আছি, চাকরীটা আমার খুব দরকার” এরকম কথা বলে শেষ করলে হবে না। নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। অন্তত এভাবে বলুন, “আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে” অথবা, “আশাকরি, আপনাদের সাথে অচিরেই মিলেমিশে কাজ করতে পারবো”
৪। ইন্টারভিউ শেষে যিনি ইন্টারভিউ নিলেন, তার একটা কার্ড চেয়ে নিন।
৫। কোন কারনে যদি বুঝতে পারেন যে এই চাকরীটি আপনার হচ্ছে না, তাহলে সুযোগ বুঝে ইন্টারভিউয়ারের ফিডব্যাক নিন। আপনার ভুলগুলো জেনে নিন। তারা আপনাকে আপনার ভুল নিজ থেকে জানিয়ে দিবে এমনটা আশা করবেন না। এটা তাদের কাজ না। আপনাকে ফারদার কল করেনি, তার মানে আপনার চেয়ে বেটার কাউকে পাওয়া গেছে।
৬। বাসায় পৌছে ইন্টারভিউয়ারকে “থ্যাংক ইউ” মেইল দিন। এই ধরনের মেইলগুলোতে কি লিখবেন? আপনি এভাবে লিখতে পারেন, “আমি আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে পেরে অত্যন্ত আনন্দিত (ইন্টারভিউ ডেট ও কোন পোস্টের জন্যে ইন্টারভিউ দিয়েছেন সেটা উল্লেক করুন)। ইন্টারভিউ থেকে আপনি কি কি শিখেছেন এরকম দুইটি পয়েন্ট উল্লেখ করুন। এরপর নিজের সবল দিকগুলো দিয়ে কিভাবে আপনি কোম্পানির উন্নতি করতে পারবেন ২-৩টি বাক্য লিখুন। শেষে গিয়ে পুনরায় কল পাওয়া বা সিলেক্টেড হওয়ার আশাবাদ জানিয়ে মেইল শেষ করুন।” মোট ৪ প্যারায় ৭-৮টি বাক্য লিখবেন।
৭। সামাজিক কোন গনমাধ্যমে ইন্টারভিউ খারাপ হলে কোন বাজে কমেন্ট করবেন না। এতে করে আপনার সাথে যারা পরিচিত, তারা আপনাকে আর রেফার করবে না। ধরুন, আপনি এসিআইতে ভাইভা দিয়েছেন। ভালো হয়নি, যাচ্ছে তাই লিখে পোস্ট দিলেন। আপনার ফেসবুকেই রয়েছে স্কয়ারের কেউ একজন। সে কি আপনাকে আর জীবনেও রেফার করবে? ভেবে দেখুন, গীবত বাজে জিনিস। নিজের ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল, মনে রাখবেন।
৮। ইন্টারভিউ দেওয়ার পর আমরা আর ফলোআপ করি না, এটা আমাদের মস্ত বড় ভুল। ফলো আপই যদি না করবেন, তাহলে গিয়েছিলেন কেন?
৯। বার বার ফোন দিয়ে রিক্রুইটারকে বিরক্ত করবেন না। এক সপ্তাহ পরে, থ্যাংক ইউ মেইলের নিচে, একটি ফলো আপ মেইল ড্রপ করতে পারেন। একটি মেসেজ দিতে পারেন।
১০। ইন্টারভিউ যারা দিতে গিয়েছে, তাদের সাথে পরিচিত হোন, তাদের কার্ড নিন, নম্বর নিন। নিজের সম্পর্কে তাদের জানান। তাদের মাধ্যমে আপডেট জানতে পারবেন। তাদের মাধ্যমে নতুন সুযোগও তৈরি হতে পারে।
রুমে ঢোকার সময়ের ইম্প্রেসান ও বের হবার সময় ইম্প্রেসান খুবই গুরুত্বপূর্ণ। হাসিমুখে বের হন। আপনার হাসিমুখ ও স্কিলের এমন একটা ইমেজ ইন্টারভিউ রুমে দিয়ে আসুন, আপনাকে যেন তারা নিতে বাধ্য হয়।

05/06/2021
02/06/2021

Vacancy:
Name of position: Executive (VAT)
Deadline: 10th June
If you are interested, send your resume to: [email protected]
Office location: 487, Gobindopur, Moinertek, Uttarkhan. Dhaka-1230.

30/05/2021

সম্ভাবনাময় ভালো কোম্পানির কিছু অনন্য বৈশিষ্ট্য :-

# প্রতি মাসের সর্বোচ্চ ৫ তারিখের মধ্যে সকল চাকরিজীবীর বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পূর্ণরূপে পরিশোধ করে দেয়।

# কর্মস্থলের সকল টয়লেট সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন (ঝক্ঝকে) রাখা হয়।

# শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাজ/মিটিং করতে বাধ্য করা হয় না এবং সকল সরকারি ও বার্ষিক ছুটি উপভোগ সুনিশ্চিত করা হয়।

# মালিকপক্ষ বেশি টাকা আয়ের লক্ষ্যে নয়, বরং প্রতিষ্ঠানকে সুদীর্ঘকাল শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে রাখার জন্যে একর পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। যেমন : নিয়মিত বইপাঠের সুযোগ তৈরি ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সদা-সচেষ্ট।

# বিক্রি কম হয়েছে কিংবা লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি- এই অজুহাতে কারো TA ও DA কর্তন করা/কমিয়ে দেওয়া হয় না!

# কোনো ব্যক্তি একই পদে, একই কর্মস্থলে এবং একই বস-এর অধীনে একই কাজ ৯৯৯ দিনের বেশি করেন না!

# ওপরের দিকে পদ শূন্য হলে হুটহাট বাইরে থেকে বেশি বেতনে কাউকে নিয়োগ দিয়ে সবার মাথার ওপরে না বসিয়ে বরং কর্মরতদের ভেতর থেকেই যোগ্যতমকে উপযুক্ত সুযোগ-সুবিধাসহ পদোন্নতি দেওয়া হয় (১০% ক্ষেত্রে এর ব্যতিক্রম গ্রহণযোগ্য)।

# মালিকপক্ষ বা ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল কর্মীর মতো নির্ধারিত সময়ে অফিসে আসেন ও সময়মতো অফিস ত্যাগ করেন। কাউকে কখনো ওভার-টাইম ছাড়া অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করতে বাধ্য করেন না!

# ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনোই অধীনস্থদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন না।

# সর্বোপরি বিক্রয়শিল্পীদের পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য বিক্রয়বন্ধু’র প্রশিক্ষণ-সেবা গ্রহণ করেন- যা থেকে প্রতীয়মান হয় যে, কোম্পানি অতিশয় কর্মী-বান্ধব!

30/05/2021

:::ছাঁটাই:::

বাংলাদেশ শ্রম আইনের ধারা-২(১১) অনুযায়ী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীতার কারনে মালিক শ্রমিকে ছাঁটাই করতে পারবেন।

বাংলাদেশ শ্রম আইনের ধারা-২০ অনুযায়ী ছাঁটাই করা হয়।

কোন কর্মীকে ছাঁটাই করার পূর্বে লক্ষ্য করতে হবে যে তাহার চাকুরীর বয়স ১ বছর হয়েছে কি না?

কোন কর্মীর চাকুরীর বয়স ১ বছরের কম হলে তিনি ছাঁটাইয়ের জন্য কোন ক্ষতিপূরণ পাবেন না।

চাকুরীর বয়স ১ বছর বা এর বেশি হলে উক্ত কর্মীকে ছাঁটাইয়ের ক্ষেএে ১ মাসে নোটিশ প্রদান করতে হবে বা নোটিশ এর পরিবর্তে ১ মাসের মূল মজুরী প্রদান করতে হবে।

এছাড়াও প্রতি বছরের কাজের জন্য ১ মাস করে মূল মজুরী প্রদান করতে হবে।

ছাঁটাইয়ের ক্ষেএে একটা বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে আর তা হল যিনি সবার শেষে নিয়োগ লাভ করবেন তাকে সবার প্রথমে ছাঁটাই করতে হবে।

আবার ছাঁটাইকৃত কর্মীর পুন:নিয়োগের ক্ষেএে যিনি সবার সিনিয়র তাকে সবার প্রথমে নিয়োগ দিতে হবে যদি একাদিক কর্মী নিয়োগের জন্য আবেদন করেন।

30/05/2021

:::প্রভিডেন্ট ফান্ডের সদস্যপদ কে পাবে না:::

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ৭ প্রকৃতির কর্মী সসদস্যপদ পাবে না।

১. শ্রম আইনের ধারা-২৬৪(৯) অনুযায়ী কোন স্থায়ী কর্মী ব্যতীত অন্য কোন কর্মী পাবে না।

২. বিধি-২৩৭(৬) অনুযায়ী প্রতিষ্ঠানের কোন অংশীদার সদস্যপদ পাবে না।

৩. বিধি-২৩৭(৬) অনুযায়ী কোন মালিক সদস্যপদ পাবে না।

৪. বিধি-২৩৭(৬) অনুযায়ী পরিচালনা বোর্ডের সদস্য সদস্যপদ পাবে না।

৫. ধারা-২৬৪(৯) অনুযায়ী যাদের চাকুরীর বয়স ১ বছরের কম তারা সদস্যপদ পাবে না।

৭. বিদেশি অস্থায়ী কর্মীগন সদস্যপদ পাবে না।

শ্রমিক দিবস নিয়ে আবেগঘন স্ট্যাটাস লিখতে লিখতে হঠাৎ চিৎকার করে উঠল ছেলেটি "ওই শালা সকালে খাস নাই...?রিক্সা জোরে চালাস না...
01/05/2021

শ্রমিক দিবস নিয়ে আবেগঘন স্ট্যাটাস লিখতে লিখতে হঠাৎ চিৎকার করে উঠল ছেলেটি "ওই শালা সকালে খাস নাই...?
রিক্সা জোরে চালাস না ক্যা...?

প্রতি বছর #শ্রমিক_দিবস আসে #শ্রমিক_দিবস যায় , শ্রমিকের দিন পরিবর্তন হয়না , পায় না ঘামের মূল্য।
ধনী আরো ধনী হচ্ছে ,আর শ্রমিকের পোড়া কপাল পোড়াই থাকছে।

বিশ্ব শ্রমিক দিবসে সকল শ্রমজীবী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা,,

#শ্রমিক_দিবস
#মে_দিবস

23/03/2021

ইলেক্ট্রনিক টেকনিশিয়ান
Prome Agro Foods Ltd.
খালি পদ : 02

চাকরির দায়িত্বসমূহ
পি এল সি, সার্কিট বোর্ড , হার্ডওয়্যার মেরামত ও রক্ষনাবেক্ষন ।
মেশিন, মাদার বোর্ড মেরামত ও রক্ষনাবেক্ষন ।
ইনর্ভাটার মেরামত ও রক্ষনাবেক্ষন ।
ডিজিটাল স্কেল মেরামত ও রক্ষনাবেক্ষন ।
ইউ পি এস ও আই পি এস মেরামত ও রক্ষনাবেক্ষন ।
সোলার ইনর্ভাটার মেরামত ও রক্ষনাবেক্ষন ।
চাকরির ধরন
ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
এইচ এস সি / ডিপ্লোমা ইলেক্ট্রনিক্স।
ইলেক্ট্রনিক্স কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অভিজ্ঞতা
সর্বনিম্ন ২ বছর
আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
Electrical technician

আবেদনকারীদের নিম্নলিখিত শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
Food (Packaged)/Beverage, Group of Companies, Plastic/ Polymer Industry

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স ২০ থেকে ৩০ বছর
শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
স্ব-প্রণোদিত হতে হবে, সক্রিয় ও দলকর্মী হতে হবে।
যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
অবশ্যই চাপের মধ্যে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা (উত্তর খান)
বেতন
আলোচনা সাপেক্ষ
সুযোগ-সুবিধাসমূহ
কোম্পানির নীতিমালা অনুসারে।
জবের উৎস
বিডিজবস ডট কম অনলাইন জব পোস্টিং

প্রকাশ তারিখ:
মার্চ ২৩, ২০২১

জবের সংক্ষিপ্ত বিবরণ
প্রকাশ তারিখ: মার্চ ২৩, ২০২১
খালি পদ: নির্দিষ্ট নয়
চাকরির ধরণ: ফুল টাইম
বয়স: বয়স ২০ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তর খান)
বেতন: আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ: এপ্রিল ২২, ২০২১
অ্যাপ্লাই করার আগে পড়ুন
জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই *ছবি থাকতে হবে
আবেদন পদ্ধতি

হার্ড কপি
মানব সম্পদ বিভাগ , ৪৮৭ গোবিন্দপুর , মৈনারটেক, উত্তরখান , ঢাকা- ১২৩০। email :[email protected]

27/02/2021

চাকরির ইন্টারভিউয়ের সময় আপনার কোন কথা কখনই বলা উচিত নয়?

1. আপনার পূর্ববর্তী চাকরি সম্পর্কে বদনাম করবেন না।

আপনি আগে কোথাও চাকরি করে এসেছেন বা এখনও করছেন তা শুনলে অবশ্যই প্রশ্নকর্তারা জানতে চাইবেন আপনি কেন ঐ চাকরিটি ছেড়ে এসেছেন বা আসবেন। আপনার আগের চাকরিটি আপনার যতই খারাপ লাগুক না কেন, ভুলেও সে চাকরি সম্পর্ক নেগেটিভ কোনো কথা বলবেন না। একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। এক্ষেত্রে আপনার নিজের সমস্যা তুলে ধরতে পারেন। পূর্ববর্তী চাকরি সম্বন্ধে বাজে মন্তব্য করলে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা ধরে নেন যে আপনি কাজের প্রতি শ্রদ্ধাশীল নন এবং আপনি এই চাকরীটিও ছেড়ে দেবার সময় অন্য জায়গায় এর বদনাম করবেন।

2. আপনি বর্তমানে কি করছেন - এ প্রশ্নের উত্তরে বলবেন না যে আমি কিছুই করছি না।

আপনি যদিও সদ্য পড়াশোনা শেষ করে চাকরীর জন্য বসছেন তথাপিও এধরণের প্রশ্নের উত্তরে সরাসরি "আমি কিছুই করি না" বলাটা ঠিক নয়। ভাইভা বোর্ডে যারা বসেন তারা এরকম সোজাসাপ্টা উত্তর পছন্দ করেন না বা তারা কিছুই না করাটাকে বাঁকা চোখে দেখেন। আপনি বলতে পারেন, আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি বা মাস্টার্স করছি পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আপনি বেশ সিনিওর হয়ে গেছেন। কোথাও চাকরি পাচ্ছেন না। তারপরও বলবেন না যে আমি কিছুই করছি না। কিছুটা মিথ্যার আশ্রয় নিতে পারেন। তবে সেটিকে ঢাকার জন্য উপযুক্ত জোরালো জবাব তৈরী করে রাখবেন অবশ্যই। তা না হলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে।

3. প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করবেন না।

মনে রাখবেন আপনি এসেছেন ইন্টারভিউ দিতে। তাদের ইন্টারভিউ নিতে নয়। আপনাকে কোনো প্রশ্নে করলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে মারবেন না। হ্যাঁ, যদি তারা আপনাকে প্রশ্ন করার সুযোগ দেয় তবে ভিন্ন কথা।

4. ইন্টারভিউতে চাকরীর সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন না।
আপনারা আমাকে কত টাকা বেতন দিবেন? সপ্তাহে কতদিন ছুটি পাব? বছরে কতটি বোনাস পাব? এধরণের প্রশ্ন করার জায়গা ইন্টারভিউ বোর্ড নয়। চাকরীর সার্কুলারে এসব তথ্য দেওয়া থাকে। প্রয়োজনে ঐ প্রতিষ্ঠানে চাকরী করে এমন কারও কাছে থেকে এসব জেনে নেওয়া যাবে।

5. সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কিছু বলা থেকে বিরত থাকবেন।

যতই আপনি সরকারের কর্মকান্ডে বিতৃষ্ণা হয়ে গালিগালাজ করুন না কেনো, সেটা পেটের মধ্যেই রাখবেন। ভাইভা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের কাজ কর্মের সরাসরি বিরোধিতা করবেন না।

6. কোন ধর্মীয় গোষ্ঠী কিংবা সংখ্যালঘুদের আঘাত করে কিছু বলবেন না।

শুধু চাকরীর বোর্ড কেনো, এ ধরণের মনোভাব সর্বদাই পরিহার করা উচিত।

24/02/2021

একজন আত্মবিশ্বাসী ব্যক্তির আচরণ কেমন?
১. তিনি সর্বদা নিজের মনের সাথে কথা বলেন।

২. চোখে চোখ রাখতে লজ্জা পান না।

৩. কাজে কর্মে উদ্যমী হন।

৪. তিনি কি করছেন সে ব্যাপারে স্পষ্ট ধারনা রাখেন।

৫. ছোট খাটো কথায় বিভ্রান্ত হন না।

৬. চারপাশের মানুষকে সর্বদা অনুপ্রানিত করেন।

৭. যা কিছুই করেন না কেন তৎপর থাকেন।

৮. কোন কিছু অন্যকে বিশ্বাস করানোর মত যোগ্যতা রাখেন।

৯. যেকোন পরিস্থিতি যৌক্তিকভাবে সামলাতে পারেন।

১০. তার শরীরী ভাষা অন্যদের কাছে তাকে নির্ভরযোগ্য করে তোলে।

১১. অন্যরা তাকে নিয়ে কি ভাবছে তা দ্বারা প্রভাবিত হন না। তিনি শুধু তাই করেন যা তার কাছে যথার্থ মনে হয়।

১২. তিনি তার দায়িত্বকে গুরুত্বের সাথে নেন এবং তা সুচারুরুপে সম্পন্ন করেন।

১৩. সর্বদা ইতিবাচক মানসিকতা রাখেন।

১৪. ক্ষুদ্র ব্যাপারে সময় নষ্ট না করে নিজের উন্নতির জন্যে কাজ করেন।

১৫. সর্বদা হাস্যোজ্জল থাকেন।

24/02/2021

সাইকলজিক্যাল কিছু হ্যাক বলবেন কি?
১। কেউ যদি আপনাকে শত্রু মনে করে, বা দূরত্ব বজায় রাখে। আপনার যে কোন সমস্যায় তার সাহায্য চান। মানুষ সাধারণত বন্ধুতে পরিণত হয় যখন আমরা তাদের থেকে সহায়তা নেই।

২। জুতা এবং বেল্টের রং এক রাখার চেষ্টা করুন, এটা পারসোনালিটি গ্রো করে।

৩। কার সাথে দেখা হলে তার পায়ের দিকে লক্ষ্য করুন। যদি তার মুভমেন্ট আপনার দিকে থাকে তার মানে সে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। যদি আপনার দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও তার পা আরেক দিকে থাকে তার মানে হচ্ছে সে আপনার থেকে কেটে পরতে চাইছে।

৪। নতুন কার সাথে পরিচয় হওয়ার সময়, সে নিজের নাম বলার সাথে সাথে নামটা নিজেও বলুন। নাহয় কিছুক্ষণ পরেই ভুলে যাবেন কি নাম শুনেছিলেন।

৫।ধরুন, কয়েকজন একসাথে বসে আড্ডা দিচ্ছেন, হঠাৎ মজার কোন বিষয় উঠলো/ঘটলো; সবাই একসাথে হেসে উঠলেন। হাসার পর আপনি সবার আগে ওইখানে উপস্থিত ব্যক্তিদের মাঝে যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তার দিকেই তাকাবেন।

মাতৃভূমি-মাতৃভাষাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক।যাদের রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা, সেই মহান ভাষা শহীদদের প্রতি...
20/02/2021

মাতৃভূমি-মাতৃভাষা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অমর হোক।

যাদের রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা, সেই মহান ভাষা শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।

"Job Vacancy"
18/02/2021

"Job Vacancy"

09/02/2021

National Sales Manager (Plastic Division)
Prome Agro Foods Ltd.
Vacancy
Not specific

Job Responsibilities
Plan, develop and execute innovative annual marketing plans to establish a growing brand in order to achieve overall sales targets in terms of volume, revenue and profitability of Company's products (Plastic Division)
To ensure consistent and sustainable growth through efficient management of overall sales operations by providing necessary strategic input, implementing strategic decisions and performing necessary periodic follow-up and evaluation.
Give sales feedback, address different opportunities with improvement area and set individual's target.
Finds ways to sell products in the market.
To ensure that Sales Forces are getting proper coaching, guidelines, motivation and support to the respective DSM, ASM & SPO
Achieve organizational goal by achieving month to month given target through sincere efforts and leadership skills.
All the above experience should be focus on the plastic product instance as Onetime disposable item of Cup, Glass, Bowl, Plate, Bottle, Jar, CSD Cap, varieties item of Ice cream cup etc.
Employment Status
Full-time

Educational Requirements
Master of Business Administration (MBA) in Major in Marketing
Experience Requirements
At least 5 year(s)
The applicants should have experience in the following area(s):
Marketing, Sales

The applicants should have experience in the following business area(s):
Plastic/ Polymer Industry

Additional Requirements
Age 35 to 45 years
Only males are allowed to apply.
Minimum 07 years of experience in sales, specially one time used (disposable) items.
Job Location
Dhaka
Salary
Negotiable
Compensation & other benefits
As per company Policy.
Job Source
Bdjobs.com Online Job Posting.

Published on:
January 31, 2021

Read Before Apply
*Photograph must be enclosed with the resume.
Apply Procedure

Application Deadline: February 28, 2021
Company Information
Prome Agro Foods Ltd.
487, Gobindapur, Uttarkhan, Moinartek, Dhaka.
Web: www.prome.com.bd
Business: Consumer Goods, Beverage, Plastic, School & College, Resort & Convention Center.

Brand ManagerProme Agro Foods Ltd.VacancyNot specificJob ResponsibilitiesDevelop brand strategy, including the setting o...
09/02/2021

Brand Manager
Prome Agro Foods Ltd.
Vacancy
Not specific

Job Responsibilities
Develop brand strategy, including the setting of style guides, brand guidelines, brand vision and value proposition for short as well as long term
Plan and execute of all communications and media actions on all channels, including online and social media
Carry out market research in order to keep up to date with customer trends, as well as trying to predict future trends
Develop strategies and manage marketing campaigns across print, broadcast and online platforms to ensure that products and services meet customers' expectations and to build the credibility of brands
Analyze the success of marketing campaigns and create reports accordingly and assess ROI
Supervise advertising, product design and other forms of marketing to maintain consistency in branding
Organize events such as product launches, exhibitions and photo shoots.
Employment Status
Full-time

Educational Requirements
Master of Business Administration (MBA) in Marketing
With good academic record preferably from public university or reputed private university.
Experience Requirements
At least 10 year(s)
The applicants should have experience in the following area(s):
At least 05 years experience flowing area, FMCG Sales & Marketing

Additional Requirements
Age 28 to 40 years
Only males are allowed to apply.
Effective communication and interpersonal skills
Should have strong analytical & problem-solving skills
Must have the ability to work under pressure
Good computer and presentation skills
Report writing skills in English (Bengali would be appreciated)
Planning and budgeting skills
Job Location
Dhaka (Uttar Khan)
Salary
Negotiable
Compensation & other benefits
Mobile bill, Provident fund, Gratuity
Salary Review: Yearly
Festival Bonus: 2 (Yearly)
Others are as per the Organization's Policy
Job Source
Bdjobs.com Online Job Posting.

Published on:
February 4, 2021

Read Before Apply
Company Address:
Corporate Office, Prome Agro Foods Limited
487,Moinartek, Uttarkhan, Dhaka.
Easy Way to Find the Location: First come to Abdullahpur Bus Stand, Go to the East side of the road, and find an Easy bike/Auto to go to Moinertek,
*Photograph must be enclosed with the resume.
Apply Procedure

Application Deadline: March 4, 2021
Company Information
Prome Agro Foods Ltd.
487, Gobindapur, Uttarkhan, Moinartek, Dhaka.
Web: www.prome.com.bd
Business: Consumer Goods, Beverage, Plastic, School & College, Resort & Convention Center.

Bdjobs.com is one of the most trusted online source for job opportunities. Apply for your desired job, get career advice and improve your skill through trainning

Never Give Up
28/01/2021

Never Give Up

Address

Kurigram Sadar Kurigram
Kurigaon
KURIGRAM5600

Telephone

+8801765235812

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lokman Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lokman Hossain:

Videos

Share