Minhazul Islam Liton

Minhazul Islam Liton 'আমার কোন বন্ধু নেই
যার কাছে নিজেকে ভেঙেচুরে
খুচরো পয়সার মতো জমা রাখতে পারি'

জীবন মানে নিরন্তর ছুটে চলা...পদে পদে বাধা বিপত্তি... বাঁকে বাঁকে স্বার্থপর দের সাথে দেখা, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্...
12/10/2023

জীবন মানে নিরন্তর ছুটে চলা...
পদে পদে বাধা বিপত্তি...
বাঁকে বাঁকে স্বার্থপর দের সাথে দেখা,
প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া,
ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া,
কঠিন সংগ্রাম সীমাহীন কষ্ট, তবুও তুষ্ট,
বাঁচতে হবে এগিয়ে যেতে হবে,
...এই তো জীবন।

যাচ্ছে তো আলহামদুলিল্লাহ।

............................. বাস্তবতা💘

Go far in search of new life............

10/10/2023

Netherlands vs New Zealand World Cup 2023 6th Match Full Highlights 2023 | NZ vs NED

সময়ের ব্যবধানে নাকি প্রায় প্রতিটি মানুষ'ই বদলে যায়! কিন্তু, আমি এ কথায় বিশ্বাসী নই। আমার কাছে মনে হয় সময়ের ব্যবধানে মানু...
30/09/2023

সময়ের ব্যবধানে নাকি প্রায় প্রতিটি মানুষ'ই বদলে যায়! কিন্তু, আমি এ কথায় বিশ্বাসী নই। আমার কাছে মনে হয় সময়ের ব্যবধানে মানুষ বদলায় না, বদলে যায় এক জনের সাথে অন্যজনের সম্পর্কের ভীত'টুকু।

আজ যে আপনাকে কথা দিচ্ছে সারাজীবন পাশে থাকার! কাল সে মানুষটি'ই প্রয়োজন ফুরিয়ে গেলে ভাব ধরবে অচেনার, এটাই স্বাভাবিক চিত্র, কেউ কারো নয়।

এসেছি একা যাব একা...
মাঝখানে শুধু তোমার আমার আপন পরের এতো যোগ-বিয়োগের খেলা।

জীবনের ভালো সময়ে...
পরিজনের শেষ নাই।
দুঃ'খে'র সময় আপন জনেরাও অচেনা হয়ে রয়।

দিনশেষে সবাই একা, একাই চড়তে হবে শে'ষ গাড়িতে। টিকেট যে কে'টে রেখেছি, গাড়ি আসলেই উঠতে হবে। অ'পেক্ষা শুধু সময়ের।

তবুও ক্ষনিকের এই দে'হের ভালো ম'ন্দ নিয়ে, এতো যু'দ্ধ, কো'লাহল, নৈ'রা'জ্য, ঠ'কা'নো আর প্রিয় মানুষটিকে পোশাকের ন্যা'য় পরিবর্তন করা।

শেষ হিসাবের খাতায় তাই, প্রায় সবার'ই যোগের নয় বিয়োগের পাল্লাই ভারি হয়।

26/09/2023
ঠকতে ঠকতে একসময় বোকা মানুষটিও জেনে যায় যে, তাকে কতোটা ঠকানো হয়েছিলো!
25/09/2023

ঠকতে ঠকতে একসময় বোকা মানুষটিও জেনে যায় যে, তাকে কতোটা ঠকানো হয়েছিলো!

বিনা কারণে যারা তোমার জীবনেদুঃখের গল্প তৈরি করেছে!তুমি তাদের অভিশাপ দিতে হবে না-তোমার নীরবতাই যথেষ্ট!
22/09/2023

বিনা কারণে যারা তোমার জীবনে
দুঃখের গল্প তৈরি করেছে!
তুমি তাদের অভিশাপ দিতে হবে না-
তোমার নীরবতাই যথেষ্ট!

তোমার অভিমানের ভাষা-ই,যে কখনো বোঝে না তার কাছে কখনোই কোনো প্র'ত্যা'শা রেখো না। তোমার মন খারাপের কারণ-যে খোঁজে না,তার কাছ...
20/09/2023

তোমার অভিমানের ভাষা-ই,
যে কখনো বোঝে না
তার কাছে কখনোই কোনো
প্র'ত্যা'শা রেখো না।

তোমার মন খারাপের কারণ-
যে খোঁজে না,
তার কাছে মন খা'রা'পে'র কারণ!
কখনো ব্যা'খ্যা করতে যেওনা।

তোমার অ'সু'খ দেখেও যে
বিচলিত হয় না,
তার সেবার পরশ পাওয়ার
ব্যা'কু'ল'তা রেখো না।

অনেক বছর এক সাথে থাকার পরও
হঠাৎ যে আর থাকতে চাইছে না
তাকে জো'র করে ধরে রাখার বৃ'থা চে'ষ্টা
ভু'ল করেও করতে যেওনা।

মনে রেখো!
অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ-
মু'ক্তি পেতে চায় না,
আর একবার যে মুক্তি পেতে চায় তাকে আর কখনো সম্পর্কের বাঁধনে বেঁ'ধে রাখা যায় না।

"মুক্তি চাওয়া মানুষ গুলো কখনোই আর থাকে না"

শুধু সূর্য উঠলেই সকাল হয়না, মনের চোখ খুললেই সকাল হয়। একটি ঘটনা আপনাকে ভাঙতেও পারে আবার ঐ একই ঘটনাই আপনার মনে জেদ তৈরী কর...
17/09/2023

শুধু সূর্য উঠলেই সকাল হয়না, মনের চোখ খুললেই সকাল হয়।

একটি ঘটনা আপনাকে ভাঙতেও পারে আবার ঐ একই ঘটনাই আপনার মনে জেদ তৈরী করতে পারে যে , কেন আমি এদের কথা শোনার জন্য পড়ে থাকবো? কেন এদের ফ্রিতে আনন্দ দিবো ? কেন এদের সুযোগ দিবো আমার হাসি কেড়ে ওরা হাসার ?

সফলতা আসে চিন্তার ভিন্নতায়। সফলতা মানে ব্যর্থতার পর ও নতুনভাবে নিজেকে present করার কঠিন মনোবলে আঁকড়ে থাকা এবং সাফল্য না আসা পর্যন্ত লড়াই করা।

পরবর্তী সকাল দেখার জন্য আপনাকে অবশ্যই একটা রাতের অন্ধকার পার করতে হবে।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবনটি শুধু সুন্দর ইটের গাঁথুনিতে তৈরী হয়নি; সেখানে অনেক ভাঙ্গা ইটের গাঁথুনিও রয়েছে।

যারা দুর্বলতাকে মোকাবেলা করে দুর্বলতাকেই দুর্বল বানিয়ে দিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় সে-ই সফলতার ইতিহাস তৈরি করে।

আপনার আঘাত পাওয়া সেই কালো রাতই ঘুরে দাঁরানোর মূল টার্নিং পয়েন্ট ।

দুধে টক পড়লে সবাই তো নষ্ট দুধ বলে তা ফেলে দেয়, আপনি না হয় সেই দুধে টক মিশিয়ে সুস্বাদু দই বানিয়ে দেখিয়ে দিন, ছানা বানিয়ে ফেলুন। সবই আমাদের মনের ক্রিয়েটিভিটি ।

সকালের শুরুই বলে দেয় দিন আপনার কেমন যাবে। তাই সকালকে special করুন। ওটা শুধুই আপনার।

15/09/2023

লজ্জা পেয়ে মাথা নিচু করে যে-সব জায়গা থেকে সরে আসতে হয়েছে, প্রতিদিনই একটু একটু করে নিজেকে প্রস্তুত করুন যেন সে-সব জায়গায় একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।

মানুষ অভিশাপ দিক বা না দিক!চোখের জল ঠিকই অভিশাপ দেয়,অন্যায়ভাবে কাউকে ঠ'কানোর প্র'তি'শো'ধএকদিন প্রকৃতি ঠিকই নেয়।বিনা দো'ষ...
15/09/2023

মানুষ অভিশাপ দিক বা না দিক!
চোখের জল ঠিকই অভিশাপ দেয়,
অন্যায়ভাবে কাউকে ঠ'কানোর প্র'তি'শো'ধ
একদিন প্রকৃতি ঠিকই নেয়।

বিনা দো'ষে কাঁ'দালে কাউকে
তুমিও কাঁ'দবে একদিন,
মনে রেখো সে কথা!
প্রকৃতি ভুলে না কারো ঋণ।

গোলাকার এই পৃথিবীতে
ঘুরে ফিরে ফিরে আসে সব,
যা করবে তা-ই পাবে
মিছেই এত হা'পি'ত্যে'শের ক'লরব।

লাভের চিন্তায় বিভোর হয়ে
ভাবলেই তো না,
পাপের পাল্লা ভারী করছ
দেখেও দেখলে না।

টাকা-পয়সা, গাড়ি - বাড়ি
পরে রবে সব,
অথচ এসবের জন্যই এত
ঠ'কানো ও ক'লরব।

দুইদিনের ভালো থাকা নিয়ে
কারোরই মাথাব্য'থার নেই অন্ত,
অথচ পারের কড়ি সন্ধানে সবাই
কি চমৎকারভাবেই না শান্ত।

খালি হাতে এসেছ খালি হাতেই যাবে
তবে কেনো এত ঠ'কানোর চেষ্টা?
তোমার কর্মই যে শুধু তোমার সঙ্গে যাবে
তবে কেমন হবে শেষটা?

কখনো ভেবে দেখেছ?
কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে!
লাভের চিন্তা ছাড়া ওসব নিয়ে ভাবার,
সময় কি একটু এ ধারায় পাবে?

লাভের পাল্লায় পা'পের ওজন
করতে জানলে না,
বৃ'থাই তোমার মানব জন্ম
পা'প-পূণ্যের হিসাব ক'ষলে না।

জীবনে ম'রণে ভালো থাকতে চাইলে!
সৎ মানুষ হও,
ম'রে গিয়ে থাকবে বেঁ'চে
ভালো কর্ম করে যাও।

"লাভের পাল্লায় পা'পের ওজন করতে জানলে না"

তোর মধ্যে কেমন জানি আর আগের সেই ভাবটা নেইকোন ভাব?আরেহ্ কিভাবে যে বলি, জানিনা কিন্তু কেমন জানি লাগে এখন... কিছু একটা নেই ...
14/09/2023

তোর মধ্যে কেমন জানি আর আগের সেই ভাবটা নেই

কোন ভাব?

আরেহ্ কিভাবে যে বলি, জানিনা কিন্তু কেমন জানি লাগে এখন... কিছু একটা নেই তোর মধ্যে

আসলে যারা এটা বলে, তারা নিজেরাও জানেনা কি নেই, কেন নেই, কিভাবে নেই

তাদের শুধু মনে হয় কিছু একটা নেই... যদিও মনে করাটা ভুল কিছুনা

পরিবর্তন কিন্তু সবাই মেনে নিতে পারেনা... আবার যাদের জন্য পরিবর্তন আনা হয়, তারা জীবনেই থাকেনা আমাদের

কি আজব! আমরা পরিবর্তন হয়ে যাই, আর অন্যদিক দিয়ে তারা জীবন থেকে চলে যায়

আসলে পরিবর্তন অভিযোগ, অভিমান নিয়ে এলেও... আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়

যেমন... কে জীবনে থাকবে, কে চলে যাবে, কে সাময়িক, কে স্থায়ী আরও কতকিছু

পরিবর্তন অবশ্যই প্রয়োজন... তবে সেটা শুধুমাত্র নিজের জন্য

নাহলে তোর মধ্যে কিছু একটা হারিয়ে গেছে... এমন কথা শুনলে ভালো না লেগে উল্টো খারাপ লাগা শুরু হবে

কিছু মানুষ ভালো কিছু চিন্তাই করতে পারে না।পারলে এরা অন্যের মাথায় বসে ডুগডুগি বাজায় lঅন‍্যের মাথায় বসে আকাশ দেখা যায় কিন্...
13/09/2023

কিছু মানুষ ভালো কিছু চিন্তাই করতে পারে না।পারলে এরা অন্যের মাথায় বসে ডুগডুগি বাজায় l
অন‍্যের মাথায় বসে আকাশ দেখা যায় কিন্তু ছোঁয়া যে যায় না তা বোঝে না।

বিচ্ছেদ জিনিসটা এতটা সহজ না যতটা সহজ ভাবে আপনারা নিচ্ছেন বা আপনারা বলছেন .! ভুলে যাওয়ার কথা আপনারা যে বা যারাই বলছেন আপ...
11/09/2023

বিচ্ছেদ জিনিসটা এতটা সহজ না যতটা সহজ ভাবে আপনারা নিচ্ছেন বা আপনারা বলছেন .! ভুলে যাওয়ার কথা আপনারা যে বা যারাই বলছেন আপনারাও জানেন যে মানুষ ভুলা কতটা কঠিন মানুষকে ভুলে যাওয়া যে কতটা যন্ত্রণাদায়ক.! শারীরিক ক্ষত যে কোন ভাবে সারানো গেলেও হৃদয় বা মনের ক্ষত সারানো খুব অসম্ভব .! আমরা প্রতিটা মানুষই বিচ্ছেদ সামনাসামনি বা মুখোমুখি দাঁড়িয়ে করতে পারি না .! শেষবার যখন আপনি আমি বা আমরা যে কেউ বিচ্ছেদের আগে দেখা করার কথা বলি দেখবেন আপনার প্রিয় মানুষটা বা আপনার ভালোবাসার মানুষটা দেখা করতে চাইবে না .! দেখা করার কথা বললে এড়িয়ে যাবে এমনকি আসবেও না বা দেখা করার প্রসঙ্গ তুললে সে কথায় কান দিবে না .! কারন সে জানে চোখে চোখ রেখে কখনো বিচ্ছেদ ঘটানো যায় না যে কোন সম্পর্কেই .! হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব , আর এই জন্য অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদ হয় শুধুমাত্র চিঠির মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে অথবা একটি মেসেজ বা কারো না কারো মাধ্যমে.! আর তাই বুকের বাম পাশে তীব্র ব্যথা নিয়ে আমরা হাসিমুখে বলে দেই তুমি ভালো থেকো .! সব সময় নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখবেন এতে করে দেখবেন আপনার জীবন সুন্দর এবং সহজ হয়ে যাবে .! এজন্য কারো বিচ্ছেদ হলে হাসি ঠাট্টা বা তার বিচ্ছেদকে হেসে উড়িয়ে দিবেন না তার কষ্টটা বুঝার জন্য হলেও আপনি একবার বিচ্ছেদ ঘটিয়ে দেখবেন যে আসলেই বিচ্ছেদের যন্ত্রণাটা কেমন হয় .!

''''''বিচ্ছেদ কেবল তিন অক্ষরের একটি শব্দ নয় .!
যেদিন তুমি বিচ্ছেদের যন্ত্রনায় কাতরাবে সেদিন বুঝবে আসলে এই তিন অক্ষরের যন্ত্রণাটা কেমন হয় .!!

লেখায়: প্রিন্স আবির 🌸

খুব নোংরা জলকে কিন্তু ফিল্টারেওপরিশোধন করা যায় না,,,সেরকম খুব খারাপ মানুষদেরও ভালোবেসেপরিবর্তন করা যায়নাযাদের শিক্ষার ...
10/09/2023

খুব নোংরা জলকে কিন্তু ফিল্টারেও
পরিশোধন করা যায় না,,,
সেরকম খুব খারাপ মানুষদেরও ভালোবেসে
পরিবর্তন করা যায়না
যাদের শিক্ষার গোড়াতেই গলদ,
কাউকে সম্মান করাটা
যে মানুষ শিখতেই পারেনি,,,,,
এদের থেকে মানসিক এটাচম্যান্ট সরিয়ে আনুন,
না হলে নিজেরই ক্ষতি

কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে।তারা একা খায়, একা ঘুমায়, একা ঘুরতে যায়, একাই কথা বলে।খুব ভালো নয় বিষয়টা।তবুও এ...
04/09/2023

কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে।
তারা একা খায়, একা ঘুমায়, একা ঘুরতে যায়, একাই কথা বলে।
খুব ভালো নয় বিষয়টা।
তবুও এইসব মানুষকে আমি সম্মান করি।
কারো উপর নির্ভর না করে বেঁচে থাকতে পারে। ভালোবাসা, সম্পর্ক, পরিবার নিয়ে মাথাব্যথা নেই। কেউ থাকলে সম্পর্ক, নয়তো একাকী। বৈচিত্র এদের টানে না। টানতে পারেও না। খুব শক্ত করে মনটাকে বেঁধে তামার কলসিতে মুখ বন্ধ করে রেখে দেয়। কেউ কেউ এসে বাজিয়ে দেখে। ভিতর থেকে শব্দ ও আসে। কিন্তু কেউ কথা বলে না। শব্দ না বললে, মানুষের আভভাবে অন্যে পাগল ভাবে।
একা মানুষ গুলো একরকম পাগল।
খেতে পেলে খায়, নয়তো ঘুমিয়ে থাকে। রাতে ঘুমিয়ে গেলে তাদের খিদে পায় না। ঘুমিয়ে রাত পার করে সকালে আবার কাজ। খিদের জ্বালা টুকু ভালোবাসা ভুলিয়ে দেয়। ওরা পথ চলে।
আবার একা থাকে, একা ঘুমায়।
শব্দ করে কাঁদে একমাত্র ভোররাতে।
সম্পর্কের মানুষগুলো তখন একে অপরের মধ্যে মত্ত।
তখন ওরা কাঁদতে থাকে। চিৎকার করে নয়। অল্প আর ধীরে। কেউ শুনতে পায় না। শুনতে দেওয়া হয় ও না। আমি তাদের গল্প লিখতে চাই। তাদের চিনতে ও চাই। তাদের মতো হতেও চাই।
হারতে যাদের ভয় নেই তারাও একদিন হারিয়ে ফেলে, জানো তো?

---Minhazul Islam Liton 🍁

Address

Rangpur
Kurigaon

Alerts

Be the first to know and let us send you an email when Minhazul Islam Liton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minhazul Islam Liton:

Videos

Share