খুলনাপিডিয়া KhulnaPedia

খুলনাপিডিয়া KhulnaPedia Khulnapedia | খুলনা পিডিয়া – খুলনা পিডিয়া। সর্বসাধারনের জন্য উন্মুক্ত খুলনার সামগ্রিক তথ্য ভান্ডার

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?পুকুর ধারে লেবুর তলে,থোকায় থোকায় জোনাক জ্বলে,ফুল...
01/08/2024

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই- দিদিও নাই- কেমন মজা হবে!
ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?
কাজলা দিদি - যতীন্দ্রমোহন বাগচী

  with you
18/07/2024

with you

Little Krishna   charcoal works
16/06/2024

Little Krishna charcoal works

AI Charcoal Art
06/06/2024

AI Charcoal Art

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিভিন্ন এলাকা ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে।
27/05/2024

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিভিন্ন এলাকা ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে।

 বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে জন্ম নেয়া ঘূর্ণিঝড়ে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ...
27/05/2024


বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে জন্ম নেয়া ঘূর্ণিঝড়ে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। রেমালের ব্যাপক তাণ্ডবে এবারও বুক চিতিয়ে লড়েছে সুন্দরবন। ঝড়ের সামনে লড়াই করে বাতাসের গতিবেগ অনেকটাই কমিয়ে দিয়েছে এই বন।

27/05/2024

কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “রিমাল” উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ০৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

এস.এস.সি ২০২৪ উত্তীর্ণদের জন্যযারা আজ পরীক্ষায় পাশ করল, ভাল ফল করল, তাদের কেউ জানিয়ে দিক প্রীতিলতা নামের একটি মেয়ে এন্ট্...
16/05/2024

এস.এস.সি ২০২৪ উত্তীর্ণদের জন্য
যারা আজ পরীক্ষায় পাশ করল, ভাল ফল করল, তাদের কেউ জানিয়ে দিক প্রীতিলতা নামের একটি মেয়ে এন্ট্রান্সে (মাধ্যমিকে) ভালো ফল করেছিল..
উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম আর সবার মধ্যে পঞ্চম হয়েছিল। বৃত্তি পেয়েছিল ৮০ টাকা।
বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন মেয়েটি। কিন্তু রেজাল্ট পাননি। প্রশংসাপত্র পাননি। নিজের জেলায় ফিরে গিয়ে শিক্ষকতা শুরু করেন। প্রীতিলতা বাঁশী বাজাতে জানতেন।
প্রীতিলতা কম বয়স থেকে লাঠি ছোরা চালাতে জানতেন। জানতেন কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয়। পড়াতে যাচ্ছি বলে একদিন বাড়ি ছাড়েন। কারণ বাড়িতে থাকলে এনকাউন্টারে মরতে হতো। ইতোমধ্যে এমনও হয়েছে এনকাউন্টারে দলের অন্যেরা মারা গিয়েছে, মেয়েটি তার গুরুর সাথে পানাপুকুরে রাতের অন্ধকারে সাঁতরে প্রাণে বেঁচিয়েছে কোনোক্রমে। ইওরোপিয়ান ক্লাব আক্রমণে তিনি নেতৃত্ব দেন। তারপর পটাশিয়াম সায়ানাইড ক্যাপসুল মুখে ভরে নেন।
ওঁর বন্ধু কল্পনা দত্ত লিখেছিলেন,‘ নিরীহ জীব মারতে পারত না প্রীতি। কিন্তু স্বাধীনতার জন্য প্রাণ দিতে বা নিতে সে সদা প্রস্তুত ছিল।’
অজ্ঞাতবাস থেকে মাকে লিখেছিলেন, “দেশ স্বাধীন করার জন্যে এখনও কন্যারা প্রাণ দেননি। তাদের অনুপ্রেরণা দিতেই তিনি মৃত্যুবরণ করছেন।”
স্নাতক হওয়ার আশি বছর পর বেথুন কলেজ তাকে ডিগ্রি দেয়।
ভালো ছাত্র হওয়া মানেই দেশ-দশ সম্পর্কে উদাসীন হওয়া নয়, আত্মকেন্দ্রিক হওয়া নয়। স্বার্থপর প্যাকেজলোভী কর্পোরেট, গরিবের পকেট কাটা ডাক্তার হওয়া নয়। ভালো ছাত্রের দায়িত্ব বেশি। তার দৃষ্টি প্রসারিত হওয়ার কথা। তার লক্ষ্য বড়। অনেকের জন্য ভাবার দায় তার, তার দিকেই তাকিয়ে আছে নিরন্ন পিছিয়ে পরা নানা ভাবে বঞ্চিত মানুষ। শুভেচ্ছা-সহ এ কথাটা তাদের কে কেউ জানিয়ে দিক..💫🌿

কলমে ✒️ অর্ক দেব
ছবিওয়ালা🖌️কৃষ্ণেন্দু মন্ডল

06/05/2024
06/05/2024

দেশের স্বনামধন্য মিডিয়ামাধ্যম এবং আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে দেশের 5টি রাডারের মধ্যে 4টিই মেয়াদোত্তীর্ণ।

I make this image through Adobe FireFly.
05/05/2024

I make this image through Adobe FireFly.

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা...
02/05/2024

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা...

হিটস্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকুন, সুস্থ থাকুন দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহে অনেক স...
29/04/2024

হিটস্ট্রোক থেকে বাঁচতে
সতর্ক থাকুন, সুস্থ থাকুন

দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহে অনেক সময় হিটস্ট্রোক-এ আক্রান্ত হাওয়ার সম্ভবনা থাকে। আসুন হিটস্ট্রোক এর বিষয়ে নিজে জানি এবং অন্যকে জানাই সেই সাথে হিটস্ট্রোক প্রতিরোধ করে সুস্থ থাকি।

21/03/2024

Prediction
তুমুল বৃষ্টি হতে পারে আজ

14/03/2024

বাংলাদেশসহ বহির্বিশ্বের সর্বশেষ তথ্যের শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, পড়াশোনা, রেজাল্ট, অ্যাস....

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when খুলনাপিডিয়া KhulnaPedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খুলনাপিডিয়া KhulnaPedia:

Share


Other Khulna media companies

Show All