27/07/2022
ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল-১
এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী মহা বৃষ্টিবলয়।
সময়সূচি : ২৭ শে জুলাই হতে ৭ ই আগস্ট ২০২২ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।
বেশি সক্রিয় : ২৯ শে জুলাই হতে ৪ ঠা আগস্ট পর্যন্ত।
মহা বৃষ্টি বলয় ঢল-১ একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয়। সুতরাং ঢল-১ চলাকালীন সময়ের ভেতরে দেশের সকল এলাকায় চাহিদা পূরণের মতো বৃষ্টির সম্ভাবনা আছে, যেহেতু ঢল-১ একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
নোটঃ ঢল-১ চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র বজ্রপাত হতেপারে।
নাম : মহা বৃষ্টিবলয় ঢল-১
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
নোট : বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে সবসময় আপনার এলাকায় বৃষ্টি থাকবে না। তবে বেশি আক্রান্ত এলাকায় বেশি সময় বৃষ্টির সম্ভাবনা আছে।
সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ। সবচেয়ে কম আক্রান্ত খুলনা বিভাগ। মাঝারি আক্রান্ত : রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।
বিবরন : এই বৃষ্টি বলয়টি ২৭ শে জুলাই হতে ০৭ ই আগস্ট পর্যন্ত দেশের সকল স্থানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি ঘটাতেপারে।
তবে সবচেয়ে বেশি হতে পারে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে।
আকাশ মূলত মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য বেশি আক্রান্ত স্থানে।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বেশিরভাগ সময়েই।
মেঘের গতিপথ : এক এক সময় এক এক দিকে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে।
বৃষ্টি বলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং দেশের উপকূলীয় এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ও দেশের বাকি এলাকাতেও মোটামুটি চাহিদা পূরণের মত বৃষ্টির সম্ভাবনা আছে।
নোট : বৃষ্টিবলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতেপারে। এছাড়া মধ্যাঞ্চল এর নদী অববাহিকায়ও সাধারণ মানের বন্যার আশঙ্কা থেকে যায়।
বৃষ্টিবলয় "ঢল-১" চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না।
ঢল-১ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর স্বাভাবিক থাকতেপারে।
ঢল-১ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন বেশি পাওয়া যাবেনা।
আসুন একনজরে দেখেনেই, ঢল-১ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।
Dhaka 220mm
Rangpur 500mm
Rajshahi 200mm
Mymensingh 450mm
Sylhet 550mm
Khulna 150mm
Barishal 220mm
Chittagong: 250mm
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
সিলেট। ৬২০+
সুনামগঞ্জ। ৭০০+
হবিগঞ্জ। ৪৫০+
মৌলভীবাজার। ৪৮০+
রংপুর, ৪৫০+
দিনাজপুর, ৪২০+
ঠাকুরগাঁও। ৪০০+
পঞ্চগড় ৬০০+
নীলফামারী ৫৫০+
লালমনীরহাট। ৫৬০+
কুড়িগ্রাম। ৫৮০+
গাইবান্ধা ৩৯০+
জয়পুরহাট। ৩৫০+
নওগাঁ ২৭০+
বগুড়া ২৮০+
চাঁপাইনবাবগঞ্জ। ২২০+
রাজশাহী ২০০+
নাটোর। ২৪০+
সিরাজগঞ্জ। ৩০০+
পাবনা ২৬০+
খুলনা(উত্তর), ১৫০+
খুলনা(দক্ষিণ), ২৫০+
সাতক্ষীরা(উত্তর) ১৪০+
সাতক্ষীরা(দক্ষিণ) ২৪০+
বাগেরহাট(উত্তর) ১৬০+
বাগেরহাট(দক্ষিন) ২৪০+
যশোর, ১৪০+
নড়াইল। ১৫৫+
মাগুরা ১৬০+
ঝিনাইদহ। ১৫০+
চুয়াডাঙ্গা ১৪০+
মেহেরপুর। ১৪৫+
কুষ্টিয়া ১৮০+
বরিশাল, ১৭৫+
পিরোজপুর। ১৭০+
ঝালকাঠি ২০০+
পটুয়াখালী ১৯০+
বরগুনা ১৮০+
ভোলা ২০০+
চট্টগ্রাম, ২৫০+
ফেনী ২৫০+
লক্ষ্মীপুর ২৫০+
চাঁদপুর। ২০০+
কুমিল্লা ২৩০+
ব্রাহ্মণবাড়িয়া ২৫০+
খাগড়াছড়ি ১৭০+
রাঙ্গামাটি ১৬০+
বান্দরবান। ১২০+
কক্সবাজার। ১৫০+
নোয়াখালী, ২৮০+
ঢাকা ২০০+
গোপালগঞ্জ। ১৭০+
মাদারীপুর। ১৭০+
শরিয়তপুর ১৭৫+
ফরিদপুর। ১৬০+
রাজবাড়ী ১৭০+
মানিকগঞ্জ। ১৯০+
মুন্সীগঞ্জ। ১৮০+
নারায়ণগঞ্জ। ১৯০+
নরসিংদী ২০০+
গাজীপুর। ২১০+
টাঙ্গাইল। ২৩০+
কিশোরগঞ্জ। ২৮০+
ময়মনসিংহ। ৩৫০+
জামালপুর। ৪০০+
শেরপুর। ৪৩০+
নেত্রকোনা ৫৪০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১৭০ মিলিমিটার।
এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঢল-১ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।
ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ
Bwot weather.
আপডেট : আপডেট : ২৬ শে জুলাই রাত ১০ টা বেজে ২০ মিনিটে।
চিত্র : Bangladesh Weather Observation Team- BWOT.