খুলনাপিডিয়া - KhulnaPedia

খুলনাপিডিয়া - KhulnaPedia Khulnapedia | খুলনা পিডিয়া – খুলনা পিডিয়া। সর্বসাধারনের জন্য উন্মুক্ত খুলনার সামগ্রিক তথ্য ভান্ডার

30/07/2022

Where is the loadshedding in Khulna today? For the good of the country, the government has taken the step of shedding this load. Load shedding of our Khulna division is going on.

28/07/2022

যে সব সিনেমা হলে “হাওয়া” মুক্তি পাবে,
নীচে সেগুলোর তালিকা দেয়া হলো…..
নিজ দায়িত্বে টিকেট কেটে “হাওয়া” দেখুন।

খবরে প্রকাশ ”হাওয়া”র টিকিট নাকি হাওয়া হয়ে যাচ্ছে…..

বি:দ্র: এখন পর্যন্ত নিজের পরিবার পরিজনের হাতেও একটা টিকেট তুলে দিতে পারিনি !!!
হায়রে “হাওয়া”…..!!!
এবার সবার সাথে আমার সম্পর্ক নষ্টের মূল কারন হবে “হাওয়া”….
এ কষ্ট আমি কোথায় রাখি!!!

27/07/2022
27/07/2022

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল-১
এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী মহা বৃষ্টিবলয়।
সময়সূচি : ২৭ শে জুলাই হতে ৭ ই আগস্ট ২০২২ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।

বেশি সক্রিয় : ২৯ শে জুলাই হতে ৪ ঠা আগস্ট পর্যন্ত।
মহা বৃষ্টি বলয় ঢল-১ একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয়। সুতরাং ঢল-১ চলাকালীন সময়ের ভেতরে দেশের সকল এলাকায় চাহিদা পূরণের মতো বৃষ্টির সম্ভাবনা আছে, যেহেতু ঢল-১ একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
নোটঃ ঢল-১ চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র বজ্রপাত হতেপারে।

নাম : মহা বৃষ্টিবলয় ঢল-১
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

নোট : বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে সবসময় আপনার এলাকায় বৃষ্টি থাকবে না। তবে বেশি আক্রান্ত এলাকায় বেশি সময় বৃষ্টির সম্ভাবনা আছে।

সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ। সবচেয়ে কম আক্রান্ত খুলনা বিভাগ। মাঝারি আক্রান্ত : রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।

বিবরন : এই বৃষ্টি বলয়টি ২৭ শে জুলাই হতে ০৭ ই আগস্ট পর্যন্ত দেশের সকল স্থানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি ঘটাতেপারে।
তবে সবচেয়ে বেশি হতে পারে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে।
আকাশ মূলত মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য বেশি আক্রান্ত স্থানে।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বেশিরভাগ সময়েই।

মেঘের গতিপথ : এক এক সময় এক এক দিকে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে।

বৃষ্টি বলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং দেশের উপকূলীয় এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ও দেশের বাকি এলাকাতেও মোটামুটি চাহিদা পূরণের মত বৃষ্টির সম্ভাবনা আছে।

নোট : বৃষ্টিবলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতেপারে। এছাড়া মধ্যাঞ্চল এর নদী অববাহিকায়ও সাধারণ মানের বন্যার আশঙ্কা থেকে যায়।

বৃষ্টিবলয় "ঢল-১" চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না।
ঢল-১ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর স্বাভাবিক থাকতেপারে।
ঢল-১ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন বেশি পাওয়া যাবেনা।

আসুন একনজরে দেখেনেই, ঢল-১ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

Dhaka 220mm
Rangpur 500mm
Rajshahi 200mm
Mymensingh 450mm
Sylhet 550mm
Khulna 150mm
Barishal 220mm
Chittagong: 250mm

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
সিলেট। ৬২০+
সুনামগঞ্জ। ৭০০+
হবিগঞ্জ। ৪৫০+
মৌলভীবাজার। ৪৮০+

রংপুর, ৪৫০+
দিনাজপুর, ৪২০+
ঠাকুরগাঁও। ৪০০+
পঞ্চগড় ৬০০+
নীলফামারী ৫৫০+
লালমনীরহাট। ৫৬০+
কুড়িগ্রাম। ৫৮০+
গাইবান্ধা ৩৯০+
জয়পুরহাট। ৩৫০+
নওগাঁ ২৭০+
বগুড়া ২৮০+
চাঁপাইনবাবগঞ্জ। ২২০+
রাজশাহী ২০০+
নাটোর। ২৪০+
সিরাজগঞ্জ। ৩০০+
পাবনা ২৬০+

খুলনা(উত্তর), ১৫০+
খুলনা(দক্ষিণ), ২৫০+
সাতক্ষীরা(উত্তর) ১৪০+
সাতক্ষীরা(দক্ষিণ) ২৪০+
বাগেরহাট(উত্তর) ১৬০+
বাগেরহাট(দক্ষিন) ২৪০+
যশোর, ১৪০+
নড়াইল। ১৫৫+
মাগুরা ১৬০+
ঝিনাইদহ। ১৫০+
চুয়াডাঙ্গা ১৪০+
মেহেরপুর। ১৪৫+
কুষ্টিয়া ১৮০+

বরিশাল, ১৭৫+
পিরোজপুর। ১৭০+
ঝালকাঠি ২০০+
পটুয়াখালী ১৯০+
বরগুনা ১৮০+
ভোলা ২০০+

চট্টগ্রাম, ২৫০+
ফেনী ২৫০+
লক্ষ্মীপুর ২৫০+
চাঁদপুর। ২০০+
কুমিল্লা ২৩০+
ব্রাহ্মণবাড়িয়া ২৫০+
খাগড়াছড়ি ১৭০+
রাঙ্গামাটি ১৬০+
বান্দরবান। ১২০+
কক্সবাজার। ১৫০+
নোয়াখালী, ২৮০+

ঢাকা ২০০+
গোপালগঞ্জ। ১৭০+
মাদারীপুর। ১৭০+
শরিয়তপুর ১৭৫+
ফরিদপুর। ১৬০+
রাজবাড়ী ১৭০+
মানিকগঞ্জ। ১৯০+
মুন্সীগঞ্জ। ১৮০+
নারায়ণগঞ্জ। ১৯০+
নরসিংদী ২০০+
গাজীপুর। ২১০+
টাঙ্গাইল। ২৩০+
কিশোরগঞ্জ। ২৮০+
ময়মনসিংহ। ৩৫০+
জামালপুর। ৪০০+
শেরপুর। ৪৩০+
নেত্রকোনা ৫৪০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১৭০ মিলিমিটার।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঢল-১ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ
Bwot weather.
আপডেট : আপডেট : ২৬ শে জুলাই রাত ১০ টা বেজে ২০ মিনিটে।
চিত্র : Bangladesh Weather Observation Team- BWOT.

27/07/2022

Hawa - হাওয়া আসছে ২৯ শে জুলাই সিনেমা হলে!
Film by Mejbaur Rahman Sumon
Produced by Sun Music & Motion Pictures Ltd.
a Facecard Production
Presented by Radhuni
#হাওয়া #হাওয়া২৯জুলাই

27/07/2022

মেয়েদের চোখে তাহসান একজন আদর্শ মানুষ। আমার দেখা বাংলাদেশে আর কোনো সেলিব্রেটির এতটা ফিমেল ফ্যানবেজ নাই, যতোটা এই ভদ্রলোকের আছে।

তারপরও উনার লাইফে কোনো নারী কেলেঙ্কারির ছিটে ফোঁটা নেই। এক তো মিডিয়ার লোক,এতবড় স্টার, ইউনিভার্সিটির প্রফেসর। সব জায়গায় মেয়েদের আনাগোনা। এত সুযোগ থাকার পরও উনার লাইফে প্রেমিকাকে ও বিয়ে পরবর্তী বউকে কোনোদিনও ঠকায় নি।

প্রেম বলুন বা বিয়ে পরবর্তী সম্পর্কে তিনি ছিলেন অনড়। সম্পর্ককে কতটা সম্মান করলে? এত সুযোগ সুবিধা থাকার পরও একটা মানুষ এত ক্লিন ক্যারেক্টারের হতে পারে ভাবুন তো একবার!
প্রতিকূল পরিস্থিতিতে নিজের কাছের মানুষের বিশ্বাস বাজি রাখাটা শিখুন উনার কাছ থেকে।

চাইলেই যেকোনো ধরণের বাজে পরিস্থিতিতে নিজেকে লয়াল রাখা যায়। সেটা ও আমাদের উনার কাছ থেকে শেখা উচিত!

এতটা ভালোবাসার পরও উনার সংসার টেকে নি। বিচ্ছেদে মোড় নেয়।
বিচ্ছেদের পরও উনি উনার ওয়াইফকে কটাক্ষ করে কথা বলেনি। খুঁত ধরা, দোষ খোঁজা নিয়ে পড়ে থাকেনি।

অথচ হলুদ সাংবাদিক এর দল মুখোরুচক শিরোনামের জন্য হাজারো প্রেশার করেও মুখ দিয়ে উনার প্রাক্তন স্ত্রীর নামে কিছুই বলাতে পারেনি। প্রতিটা বার তিনি হয়তো ভেবেছে তার সাথে সংসার করা মানুষটার কথা। কখনোই অসম্মান করেন নি। বরঞ্চ উনিই সবার আগে বলেছে;

"সবচে বড় পরিচয় সে আমার বাচ্চার মা, আমি কোনো ভাবেই তাকে নিয়ে কিছু বলতে পারিনা। সে যেমনই হোক!"

কি দারুণ কথা একবার ভাবুন তো। এমন সুন্দর করে ক'জনই বা বলতে পারে!

এরপর উনার এক্স ওয়াইফের একের অধিক আপত্তিকর ছবি ইন্টারনেটে ভাইরাল হলো। ভিন্ন ধর্মী একজনের সাথে বিয়ে ও হলো। উনি চাইলেই তখন কত কিছু বলতে পারত, যেহেতু বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে।

কিন্তু তখন ও তিনি কিছুই বলেনি তার সম্পর্কে। সবার উত্তর তিনি একদিনে দিয়েছেন "একদিন এই বেইলী রোডে কত ভিজেছি রিক্সায়, আজ তুমি নেই and I don't care"

উনার কিন্তু সুযোগ ছিল উনি বিচ্ছেদের সময় যতটা অপমানিত হয়েছে দেশের মানুষের সামনে, সেটার প্রতিশোধ নেওয়া। কিন্তু তা করলো না! এমন ভাব করলো, ডাজন্ট কেয়ার!

একজন তাহসান মানে বিশ্বাস, সম্মান, ও আত্মসম্মানের ফুল প্যাকেজ।

Respect for🙏💞
Tahsan Khan 💝🤍

27/07/2022

Hawa - হাওয়া Notebook with Badge
By Sevendaysnotes

আজ থেকে Hawa - হাওয়া মিলবে Sevendaysnotes
-এর সবগুলো অনলাইন-অফলাইন প্লাটফর্মের স্টোরে।

Daraz Online Shopping - https://www.daraz.com.bd/shop/sevendays/
rokomari.com - http://bit.ly/sevendaysnotes-Rokomari-com
foodpanda - Sevendays
Othoba.com - https://www.othoba.com/sevendays
PriyoShop.com - https://priyoshop.com/sevendays-notes
Horek Peaks - https://www.daraz.com.bd/shop/horek-peaks/
Jatra-a journey into craft -
2nd floor, 60. Kemal Ataturk Avenue, Banani. 1213 Banani Model Town, Dhaka
Pathak Shamabesh Publications -
278/3 (1st Floor) Katabon, Elephant Road, Dhaka - 1205
Café Aaurhi -
1/B Green Square (Level 1a), Road-08, Gulshan-01, Dhaka-1212

Sevendaysnotes Store -
Shop - 54, Basement,
Concord Emporium,
Katabon, Dhaka - 1205
Phone - +88 01711975964
[email protected]

Instagram: https://www.instagram.com/sevendaysnotes/

Grab your HAWA notebook.

Description:
Hawa - হাওয়া Notebook (SN202207168)
Describe notebook SN202207168
1. Sevendays Notes made for you.
2. Cover Painting: "Artwork - Aabir Khalid and Typography - Sabyasachi Mistry".
3. Cover: White art card 300 gsm with an artful blend of 4 color print and matt finished & round cutting.
4. Innards: Cream white 80 gsm fine paper.
5. Bound: Wire staple by stitch master.
6. Size: W-5.4 in x H-8.4 in.
7. Page: 40 pages, 80 leaves.
8. Price: 150 Tk. 2.00 USD.
*Especially: Easily separate from any single page because every page is the Perforation.

27/07/2022
হাওয়া আপনার কাছের প্রেক্ষাগৃহে আসিতেছে 29 জুলাই 2022
27/07/2022

হাওয়া আপনার কাছের প্রেক্ষাগৃহে আসিতেছে 29 জুলাই 2022

বাংলার আকাশে বাতাসে বহিছে হাওয়া। হাওয়া হলো বাংলাদেশের সাড়াজাগানো থ্রিলারধর্মী চলচিত্র। চলচিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর...
23/07/2022

বাংলার আকাশে বাতাসে বহিছে হাওয়া। হাওয়া হলো বাংলাদেশের সাড়াজাগানো থ্রিলারধর্মী চলচিত্র। চলচিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। সান মিউজিক এবং মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসিরউদ্দিন খান, সোহেল মন্ডল, রিজভী রিজুসহ আরো অনেকে। এই চলচিত্রটির ট্রেইলার গত ৭ই জুন ইউটিউবে প্রচারিত হয়েছে।

Hawa | Hawa is the stirring movie is sada sada kala kala

দৈনন্দিন জীবনের চলতি খবরাখবর নিয়ে এলো খুলনাপিডিয়া। গ্রাম-বাংলা তথা শহরাঞ্চলের তাৎক্ষণিক ঘটে যাওয়া সত্য খবর নিয়ে বিশাল এক...
17/07/2022

দৈনন্দিন জীবনের চলতি খবরাখবর নিয়ে এলো খুলনাপিডিয়া। গ্রাম-বাংলা তথা শহরাঞ্চলের তাৎক্ষণিক ঘটে যাওয়া সত্য খবর নিয়ে বিশাল এক তথ্য সমৃদ্ধ এই খুলনাপিডিয়া। আমরা চেষ্টা করবো প্রতিটি খবর যেন প্রাঞ্জল এবং সাবলিল ভাষায় হয় এবং আমাদের খবরগুলি সঠিকভাবে যাচাই-বাছাইপূর্বক অনলাইনে পোষ্ট করা হয়।

15/06/2021

Doremon and Sizuka er biye
12/06/2021

Doremon and Sizuka er biye

View of Sundarban
10/06/2021

View of Sundarban

02/06/2021
Khulnapedia Logo
02/06/2021

Khulnapedia Logo

20/03/2021

আমার নিউজ সাইট এর জন্য একটি লোগো দরকার, লোগো টি খুলনা base হতে হবে। নিউজ সাইট এর মত লোগো, সম্পূর্ণ বাংলায় হবে। সাথে একটি ট্যাগ লাইন দিতে পারেন।

18/02/2021

I want a Creative Logo designer who's can make a creative Logo for my website. KhulnaPedia is a classified directory base website.

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when খুলনাপিডিয়া - KhulnaPedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খুলনাপিডিয়া - KhulnaPedia:

Share


Other News & Media Websites in Khulna

Show All