Khagrachhari Comedy

Khagrachhari Comedy সত্যের সন্ধানে

বিচার হবে কি.??
01/10/2024

বিচার হবে কি.??

পাহাড়ে এত উন্নয়ন চাই না। এতো উন্নয়ন দিয়ে কি করবো, যদি পেট বাঁচাতে না পারি। যেখানে জুম চাষ করে আমাদের পেট বাঁচে সেখানে অর...
01/09/2024

পাহাড়ে এত উন্নয়ন চাই না। এতো উন্নয়ন দিয়ে কি করবো, যদি পেট বাঁচাতে না পারি। যেখানে জুম চাষ করে আমাদের পেট বাঁচে সেখানে অর্ধেক জায়গা তো রাস্তায় কেড়ে নিলো।😢

এক জুম চাষীর আর্তনাদ

21/08/2024
"খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন থেকে সম্ভাব‍্য প্রথম সরকারি মেডিকেল কলেজে চান্স পেলেন রিমি ত্রিপুরা"নাম রিমি ত্রি...
04/09/2022

"খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া
ইউনিয়ন থেকে সম্ভাব‍্য প্রথম সরকারি
মেডিকেল কলেজে চান্স পেলেন রিমি ত্রিপুরা"

নাম রিমি ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা সদরের
ভাইবোনছড়া ইউনিয়স্থ ২৩৯নং জোরমরম
মৌজার প্রত‍্যন্ত বিরাশিমুড়া পাড়া তে তার জন্ম।
পিতা মাতার সর্বকনিষ্ঠ সন্তান সে। ছোটবেলায় মা
কে হারায়। তারপর খাগড়াছড়ির খাগড়াপুর
দিদিদের বাড়ি থেকে বড় হওয়া। শিক্ষা জীবনে সে
প্রথমে এলাকার একমাএ সরকারি প্রাথমিক
শিক্ষা প্রতিষ্টান জোরমরম সরকারি প্রাথমিক
বিদ‍্যালয়ে ভর্তি হয়। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা
করে জোরমরম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে।
ছোট্ট থেকে পরিক্ষার ফলাফলে সকল শ্রেণি থেকে
প্রথম অর্জন করে সে। তারপর খাগড়াপুর দিদিদের বাড়িতে থেকে খাগড়াপুর সরকারি প্রাথমিক
বিদ‍্যালয়ে ভর্তি হয়। পিএসসি পরিক্ষায় জিপিএ
৫ অর্জন করে। এরপর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকেও জেএসসি ও এসএসসি তে গৌরবের সাথে আবারও জিপিএ ৫ অর্জন হয়।
তারপর খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি হন। সেখানেও পরপর জিপিএ ৫ সাফল্যের সাথে অর্জন করে। স্বপ্ন তার মেডিকেলে পড়ার। তাই মেডিক্যাল পরিক্ষায় অংশগ্রহণ করে। মেডিকেল পরিক্ষায়ও সাফল্যের সাথে পাস করে। বর্তমানে সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস(সম্মান) রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয় ।

রিমি ত্রিপুরা এগিয়ে যাবে, এগিয়ে যাক 🖤

© BBhaibonchara NewsNBhaibonchara News

01/09/2022

চশমা পরা মেয়ে গুলো সহজে প্রেমে পড়ে না 🤓🥴

কারণ তারা চশমা দিয়ে ছেলেদের ভবিষ্যৎ দেখতে পায়🤐

পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা জনাব মোহাম্মদ আবদুল আজিজ এর পুলিশ হেডকোয়াটার্স  ঢাকায় বদলি জনিত বিদায়ে জেলা পুলিশের ঐ...
24/08/2022

পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা জনাব মোহাম্মদ আবদুল আজিজ এর পুলিশ হেডকোয়াটার্স ঢাকায় বদলি জনিত বিদায়ে জেলা পুলিশের ঐতিহ্যগত আয়োজন।

20/08/2022

- কখনো কারো priyo মানুষ হতে পেরেছেন! 🙂💔

প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা আর নেইখাগড়াছড়ি খবং পড়িয়া কৃতি সন্তান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
17/08/2022

প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা আর নেই

খাগড়াছড়ি খবং পড়িয়া কৃতি সন্তান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ(৭০) চাকমা স্যার দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে
আজ সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা মহান গুণীজনকে হারালাম😥 তিনি দেশের বিভিন্ন প্রতিষ্টানে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত বাবু ড. প্রদানেন্দু চাকমার পারলৌকিক সদ্গতি কামনা করছি।

13/08/2022

Song❤️❤️

"ভাইরাল হওয়া মহিলাটির সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন ৫ং ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সুজন চাকমা ও সংরক্...
13/08/2022

"ভাইরাল হওয়া মহিলাটির সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন ৫ং ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সুজন চাকমা ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি 'বাসন্তী চাকমা' প্রদান করেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ।"
-
সকালে বাড়িতে ছিলাম। হঠাৎ ০৯টা ৩০মিনিট নাগাদ আমাদের '৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ' এর সুযোগ্য চেয়ারম্যান আমার শ্রদ্ধাবর 'সুজন চাকমা' কাকার ফোন। রিসিভ করতেই বললেন, গতকাল ভাইরাল হওয়া যে মহিলাটি সন্তান বিক্রি করতে বাজারে গেছিলো তাঁর বাড়িতে যাবো। কাজ না থাকলে চলে এসো। আমি এক মুহূর্ত দেরি না করে রওনা দিলাম। ভাইবোনছড়া বাজারে পৌঁছামাত্র চেয়ারম্যান কাকা বিকাশে টাকা পাঠিয়ে বললেন, মহিলাটি(সোনালী চাকমা, ডাকনাম, রূপালী চাকমা) ও তাঁর সন্তান রামকৃষ্ণ চাকমার জন্য কিছু নতুন জামা কাপড় ও চাল এক বস্তা কিনে নিয়ে আসো। আমি তড়িঘড়ি বাজার হতে কিনে পাকুজ্যাছড়ি গ্রামে পৌঁছাতেই দেখলাম সেখানে চেয়ারম্যান কাকা অনেক আগেই উপস্থিত। অতঃপর চেয়ারম্যান কাকা, মংসানু মারমা দাদা, আমি ও গ্রামের কয়েকজন মুরুব্বি সাথে নিয়ে মহিলাটির বাড়িতে গেলাম।
ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহিলাটির বাড়ি ও বাড়ির আশপাশ সবকিছু ঘুরে ঘুরে দেখেন। মহিলাটির পারিবারিক অবস্থা অত্যান্ত নাজুক। বসবাস করেন গোয়াল ঘর সংলগ্ন বারান্দায়। তাও তাঁর ছোট ভাইয়ের দেয়া গোয়াল ঘরের বারান্দা। চেয়ারম্যান কাকা মহিলাটির জন্য নগদ অর্থ, চাল এক বস্তা, নতুন জামা, কাপড় দিয়ে সহায়তা প্রদান করেন। তাঁর সন্তানকে একটি সরকারি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেন। সেই সাথে চেয়ারম্যান কাকার মারফত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারও সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান 'সুজন চাকমা' মহিলাটির বাড়ি পরিদর্শের কিছু মুহূর্ত পরে আরো পরিদর্শন করতে আসেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য 'বাসন্তী চাকমা' এমপি। তিনি মহিলাটির পারিবারিক খোঁজখবর নেন। সেই সাথে চাল ০৬ বস্তা, ডাল, তেল, লবন, নতুন জামা কাপড়সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া মাননীয় এমপি মহোদয় মহিলাটিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের আশ্বাস।

লেখা ও তথ্য © Stalin Chakma
https://www.facebook.com/100009266308513/posts/3250793318572846/

স্বপ্নের পদ্মাসেতু❤️❤️❤️ধন্যবাদ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি
25/06/2022

স্বপ্নের পদ্মাসেতু❤️❤️❤️
ধন্যবাদ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি

04/04/2022

খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির মানিকছড়িতে ২নং বাটনাতলী ইউনিয়ন ডাইনছড়ি পশ্চিম পাড়া(লালটিলা) নূর আলম বাড়ি থেকে উদ.....

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে -"প্রধানমন্ত্রী কার্যালয় অভিমূখে পদযাত্রা"৬ এ...
04/04/2022

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে -

"প্রধানমন্ত্রী কার্যালয় অভিমূখে পদযাত্রা"

৬ এপ্রিল ২০২২
জমায়েত : সকাল ৯ ঘটিকা,টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এমন স্যার প্রতিটা স্কুলে দরকার 🤣🤣
02/04/2022

এমন স্যার প্রতিটা স্কুলে দরকার 🤣🤣

24/03/2022

পাঙ্কা পাঙ্কা পাঙ্কা হলো মন/ পার্কি চাকমা

পাহাড়ের-বন-পাহাড়িদের-হাতেই-নিরাপদ
22/03/2022

পাহাড়ের-বন-পাহাড়িদের-হাতেই-নিরাপদ

পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের প্রধান দেবাশীষ রায়। মানবাধিকার, পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রত.....

অভিনন্দন🥰🥰
22/03/2022

অভিনন্দন🥰🥰

৷। মোঃ চাঁন মিয়া, পানছড়ি,খাগড়াছড়ি।। পানছড়ি উপজেলায় স্থগিত হওয়া কেন্দ্র দুটির ভোট গননা শেষে চেয়ারম্যান নির্বাচিত ...

22/03/2022

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী পাইন্দং এলাকায় আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত ও ২ জন আহতের ঘ....

খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দ্রুত ...
06/03/2022

খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি।

ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ‘ততোং’-এর মোড়ক উন্মোচনম্রো ভাষার ব্যাকরণ ততোং–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়...
22/02/2022

ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ‘ততোং’-এর মোড়ক উন্মোচন

ম্রো ভাষার ব্যাকরণ ততোং–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা শহরের উজানীপাড়ায়

কয়েক দিন পরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ম্রো জনগোষ্ঠীর প্রথম ম্রো ভাষার ব্যাকরণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ক্রামাধর্মের প্রধান পুরোহিত লেংয়াং ম্রো আজ বৃহস্পতিবার ব্যাকরণ বইটির মোড়ক উন্মোচন করেন। ম্রো ভাষায় ‘ততোং’ নামে ব্যাকরণ বইটি লিখেছেন ম্রো ভাষার লেখক ইয়াংঙান ম্রো।

সকাল ১০টায় জেলা শহরের উজানীপাড়ায় লেখক ইয়াংঙান ম্রোর বাসভবনে ঘরোয়া পরিবেশে ‘ততোং’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ম্রো গানের শিল্পী ঙানসিং ম্রো, ম্রোভাষা বিশেষজ্ঞ রেংয়ং ম্রো ও নারী অধিকারকর্মী তনপাউ ম্রো।

লেখক ইয়াংঙান ম্রো বলেন, বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের অনুকরণে ম্রো ভাষার ‘ততোং’ লেখা হয়েছে। ক্রামাদি মেনলে ১৯৮২ সালে ম্রো ভাষার বর্ণমালা উদ্ভাবন করেন। কিন্তু এযাবৎ কোনো ব্যাকরণ রচনা করা হয়নি। এ জন্য তিনি ম্রো ভাষার ব্যাকরণ রচনায় সচেষ্ট হন। প্রারম্ভিক উদ্যোগ হিসেবে ‘ততোং’-এ অনেক ভুলত্রুটি থাকতে পারে। চিম্বুক পাহাড়ের পোড়াপাড়ার বাসিন্দা ক্রামাদি মেনলে আশির দশকে ক্রামা নামে ম্রোদের জন্য নতুন একটি ধর্মেরও প্রবর্তন করেছিলেন। ১৯৮৫ সালে ক্রামাদি মেনলের অন্তর্ধান হয়ে যাওয়ার পর তাঁর আর খোঁজ মেলেনি। ম্রোদের বিশ্বাস, তিনি ফিরে আসবেন।

এতদিন ম্রো ভাষার ব্যাকরণ না থাকায় বিভিন্নজন বিভিন্নভাবে বানান, শব্দ প্রয়োগ ও ক্রিয়াপদের ব্যবহার করে আসছিলেন। এতে অনেক সময় একজনের লিখিত রূপ আরেকজনের জন্য বোঝা কঠিন হয়ে যাচ্ছিল।

আলোচক রিংয়ং ম্রো বলেন, ম্রো বর্ণমালা উদ্ভাবনের পর থেকে ভাষার লিখিত রূপের চর্চাও শুরু হয়। কিন্তু ব্যাকরণ না থাকায় বিভিন্নজন বিভিন্নভাবে বানান, শব্দ প্রয়োগ ও ক্রিয়াপদের ব্যবহার করেন। এতে অনেক সময় একজনের লিখিত রূপ আরেকজনের জন্য বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। ইয়াংঙান ম্রোর ‘ততোং’ সেই জটিলতার কিছুটা হলেও সুরাহা করবে। ভাষার পরিশীলিত চর্চায় সাহায্য করবে।

প্রধান অতিথি ও ক্রামাধর্মের প্রধান পুরোহিত লেংয়াং ম্রো বলেন, ম্রো ও অন্য যেকোনো জনগোষ্ঠী ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন করে টিকে থাকে। এ জন্য ভাষার গুরুত্ব অনেক বেশি। আর ভাষাচর্চার জন্য দরকার ব্যাকরণ। সেই প্রেক্ষাপটে ইয়াংঙান ম্রোর ‘ততোং’ ম্রো জনগোষ্ঠীর ভাষা উন্নয়নের নতুন ইতিহাসের সূচনা করেছে।

সুত্রঃ প্রথম আলো

রামগড় উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসা থে...
20/02/2022

রামগড় উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসা থেকে শনিবার রাত ১০টার দিকে মো. ইব্রাহিম (৩৫) নামের ওই যুবককে আটক করা হয় বলে রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান।

নিহত ৬০ বছর বয়সী রুমা বেগম ওই এলাকার আব্দুল জলিলের স্ত্রী ছিলেন।

ওসি বলেন, বৃহস্পতিবার বকাঝকা করে ইব্রাহিমকে তার মা ঘর থেকে বের করে দেয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইব্রাহিম বাড়িতে ফিরে আবার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। ঘটনার সময়ে কেউ বাড়িতে ছিলেন না। এক পর্যায়ে ইব্রাহিম তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে রুমা বেগমের নাক, মুখ ও মাথা থেঁতলে যায়।
অতিরিক্ত রক্তক্ষরণে রুমা বেগমের মৃত্যু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারা অবস্থায় ইব্রাহিমকে আটক করেন।এ সময়য়ে তার পরনের পোশাকে রক্তমাখা ছিল।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থী যারা জয়ী হয়েছেন ...
08/02/2022

বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থী যারা জয়ী হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের হাত ধরে আগামী ৫ বছর উপজেলার দুর্গম ইউনিয়নগুলো উন্নয়নের ছোয়া পাবে এই আশা করছি।

★ ইউপি চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে যারা জয়ী হয়েছেন-

১) বাঘাইছড়ি ইউনিয়নে- জনাব অলিভ চাকমা
২) মারিশ্যা ইউনিয়নে- জনাব আপন চাকমা

৩) খেদারমারা ইউনিয়নে- জনাব বিল্টু চাকমা
৪) আমতলী ইউনিয়নে- জনাব মজিবর রহমান

৫) সারোয়াতলী ইউনিয়নে- জনাব ভুপতি রঞ্জন চাকমা
৬) রূপকারী ইউনিয়নে- জনাব জ্যাসমিন চাকমা

৭) বঙ্গলতলী ইউনিয়নে- জনাব জ্ঞান জ্যোতি চাকমা
৮) সাজেক ইউনিয়নে- জনাব অতু লাল চাকমা।
#বাঘাইছড়ি #নির্বাচন #২০২২

05/02/2022

গত ৭ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ সকাল ১১.৩০ ঘটিকায় ঢাকার জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরি...

খাগড়াছড়ির গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ বিশুদ্ধ মহাথের ভান্তেকে হত্যাকারী সন্দেহে রূপায়ন চাকমা নামে একজনকে...
04/02/2022

খাগড়াছড়ির গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ বিশুদ্ধ মহাথের ভান্তেকে হত্যাকারী সন্দেহে রূপায়ন চাকমা নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে কমলছড়ি গ্রামের ইন্দ্র কুমার চাকমার মেয়ের জামাই ও দীঘিনালা জোড়া ব্রিজ এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে। সে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ জানান, নিহত বিশুদ্ধা মহাথের ভান্তের ব্যবহৃত সিম ব্যবহার করছিল আটক রূপায়ন চাকমা। তাই তাকে ভান্তের হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে আটক হয়।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে।

http://www.dainikkhagrachari.com/Thana_News/36172

 #চট্টগ্রাম_প্রেস_ক্লাবে_মানববন্ধন  #দলে_দলে_যোগ_দিনখাগড়াছড়ি সদর ধর্মসুখ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদস্ত বিশুদ্ধ...
02/02/2022

#চট্টগ্রাম_প্রেস_ক্লাবে_মানববন্ধন
#দলে_দলে_যোগ_দিন

খাগড়াছড়ি সদর ধর্মসুখ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদস্ত বিশুদ্ধা মহাথের মহোদয়কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা ও জুম্ম চাদিগাং সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষুর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে-
আগামী ৪ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ২ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়েছে। এতে আপনারা দলে দলে যোগদান করে উক্ত মানববন্ধনকে সাফল্য মন্ডিত করুন।

Address

Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachhari Comedy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share