Priyo Manikchari - প্রিয় মানিকছড়ি

Priyo Manikchari - প্রিয় মানিকছড়ি আমাদের প্রিয় মানিকছড়ির ইতিহাস ঐতিহ্য দেশের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্যেশ্য।
(3)

টানা বর্ষণে মানিকছড়ির তিনটহরী বাজার হতে পূর্ব তিনটহরী মুসলিমপাড়া-লেমুয়া সড়কের কালভার্টের বেহাল দশা! ভোগান্তিতে যাতায়কারী...
22/08/2024

টানা বর্ষণে মানিকছড়ির তিনটহরী বাজার হতে পূর্ব তিনটহরী মুসলিমপাড়া-লেমুয়া সড়কের কালভার্টের বেহাল দশা! ভোগান্তিতে যাতায়কারীরা।

সূত্র- Manikchari Barta

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।ছবি- মানিকছড়...
22/08/2024

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

ছবি- মানিকছড়ি বার্তা

২১শে আগষ্ট ২০০৪! দিবাগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী নামারপাড়াস্থ নিজ বাড়ি থেকে সাংবাদিক কামালকে অ'স্ত্রের মু...
22/08/2024

২১শে আগষ্ট ২০০৪!
দিবাগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী নামারপাড়াস্থ নিজ বাড়ি থেকে সাংবাদিক কামালকে অ'স্ত্রের মুখে তুলে নিয়ে বাড়ির অদূরে নির্জন জঙ্গলে নিয়ে নি'র্মম ও নৃশংসভাবে জ'বাই করে হ'ত্যা করা হয়।

সাংবাদিক কামাল তৎকালীন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং আজকের কাগজ ও ইউএনবি উপজেলা প্রতিনিধি ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে রাখুক।

আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি জেলার উদ্যোগে খাগড়াছড়ি সদরে বন্যা কবলিত মানুষের মাঝে খাবার বিতরন কর্মসূচি।
21/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি জেলার উদ্যোগে খাগড়াছড়ি সদরে বন্যা কবলিত মানুষের মাঝে খাবার বিতরন কর্মসূচি।

অন্তর্বর্তী কালীন সরকারের পার্বত্য অঞ্চল থেকে স্থান পেয়েছে "সুপ্রদীপ চাকমা"
10/08/2024

অন্তর্বর্তী কালীন সরকারের
পার্বত্য অঞ্চল থেকে স্থান পেয়েছে "সুপ্রদীপ চাকমা"

প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে...
10/08/2024

প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই।

কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।

আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার। 🙏🇧🇩

- লিটন কুমার দাস

দীর্ঘ সময় পরে আজ ৭ আগষ্ট খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকছড়ি উপজেলা কার্যালয়। উৎফুল্ল নেতাকর্মীরা। এসময়ে শাহাদত বর...
07/08/2024

দীর্ঘ সময় পরে আজ ৭ আগষ্ট খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকছড়ি উপজেলা কার্যালয়। উৎফুল্ল নেতাকর্মীরা। এসময়ে শাহাদত বরণকারী বীর ছাত্রদের নিয়ে স্মৃতিচার করেন দায়িত্বশীল গন।

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮ Deadline: 8 Aug 2024🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে...
29/06/2024

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮

Deadline: 8 Aug 2024

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩৩৮টি
👉 আবেদন শুরুঃ ১ জুলাই ২০২৪
👉 আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৮ আগস্ট ২০২৪

বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদের নিয়োগ বিজ্ঞপ্তি।

সন্তু লারমা। দুই যুগ ধরে প্রতিমন্ত্রীর মর্যাদা ও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা নিয়ে চলছেন।  মজার বিষয় হইলো, সন্তু লারমা...
21/02/2023

সন্তু লারমা। দুই যুগ ধরে প্রতিমন্ত্রীর মর্যাদা ও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা নিয়ে চলছেন।

মজার বিষয় হইলো, সন্তু লারমা কখনই বাংলাদেশের কোন জাতীয় দিবস পালন করেন না। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, কোন জাতীয় দিবসই তিনি পালন করেন না।

এবারেও একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে যাননি। এ নিয়ে গণমাধ্যমে কোন আলোচনা সমালোচনা হতে দেখা যায় না। কেউ প্রশ্ন তোলে না বাংলাদেশের প্রতিমন্ত্রী মর্যাদা নিয়ে কিভাবে সে দিবস গুলোতে সন্মান জ্ঞাপন করে না!

প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করেও দুই যুগ ধরে সরকারি সুবিধা ভোগ করে যাচ্ছে।

আহারে বাংলাদেশ!

উপজেলা মডেল মসজিদ, মানিকছড়ি।Courtesy- Tazul Islam
16/01/2023

উপজেলা মডেল মসজিদ, মানিকছড়ি।

Courtesy- Tazul Islam

স্ত্রীর হাতে মার খেয়ে জিডি করলেন আরজে কিবরিয়া!কক্সবাজার বেড়াতে গিয়ে ছেলে ও নিজেকে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধ...
12/01/2023

স্ত্রীর হাতে মার খেয়ে জিডি করলেন আরজে কিবরিয়া!

কক্সবাজার বেড়াতে গিয়ে ছেলে ও নিজেকে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া। বৃহস্পতিবার বিকালে তিনি এই জিডি করেন।

বিস্তারিত কমেন্ট বক্সে-

09/01/2023

তারিখঃ ০৮/০১/২০২৩ খ্রিঃ
সতর্কবার্তাঃ
মানিকছড়ি থানা এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ, মানিকছড়ি থানা, মহোদয়ের নাম ব্যবহার করে মানিকছড়ি থানা এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে হুমকি-ধামকিসহ বিকাশে টাকা চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।
যদি এ ধরনের কোন ফোন কল বা মেসেজ আপনাদের নিকট আসে কিংবা কোন মাধ্যমে নগদ অর্থ দাবি করে আপনারা দিবেন না এবং সাথে সাথে অফিসার ইনচার্জ, মানিকছড়ি থানা মহোদয়কে সরাসরি অথবা মোবাইল ফোনে অবহিত করার জন্য অনুরোধ করা গেল।
বিষয়টি অতীব জরুরি।
অনুরোধক্রমেঃ
অফিসার ইনচার্জ, মানিকছড়ি থানা।

07/01/2023

আজ শেখ কামাল যুব গেমসে রামগড় উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে মানিকছড়ি উপজেলা ফাইনালে পৌছে গেলো!

সবাইকে অভিনন্দন!

04/01/2023

মানিকছড়ির গাড়িটানায় টিকা নেওয়ার পর শিশুর মৃত্যু!! এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

খালি মুখে "হ্যাপি নিউ ইয়ার" বললেই আগামী বছরটা আমার আপনার জন্য সুখকর হয়ে যাবে, এটি মনে করাটা নিতান্তই পটকা ফোটানো ছেলেম...
01/01/2023

খালি মুখে "হ্যাপি নিউ ইয়ার" বললেই আগামী বছরটা আমার আপনার জন্য সুখকর হয়ে যাবে, এটি মনে করাটা নিতান্তই পটকা ফোটানো ছেলেমানুষী।

বিগত বছরটা যদি সত্যিই ভালো না গিয়ে থাকে,
বিগত বছরে যা যা করেছিলাম, নতুন বছরেও যদি সেই একইধারা চলমান থাকে,
বিগত বছরের সালতামামি নিয়ে যদি এক মুহূর্ত চিন্তা করার সুযোগ না হয়,
আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন, এবারের নিউ ইয়ার আমার গতানুগতিক বাক্য ব্যয়ে "হ্যাপি" হবার কোন কারণ নেই। কথাটি আমার জন্যেও প্রযোজ্য।

ইনশাআল্লাহ, বছরের প্রথম দিনটিতে,
☑️সবার আগে বিগত বছরের ব্যর্থতার হালখাতা নিয়ে বসব,
☑️সারা বছর প্রাপ্তির তালিকা করে শুকরিয়া আদায় করবো আর
☑️অপ্রাপ্তির পেছনে কারণ ও নিজের দায়টুকু খুঁজে বের করার চেষ্টা করব।

সবাই মিলে, একে অপরের দোয়া ও শুভকামনার মাঝে ডুবে থাকতে চাই। 🤲🤲২০২৩ সালের অনাগত ৩৬৫ দিনের অর্জন নিয়ে, সবাই মিলে যেন হাসিমুখে ৩১শে ডিসেম্বরে পৌঁছাতে পারি।

শুভকামনা নতুন বছরে। 💐
শুভকামনা নিরন্তর। ❤️❤️

31/12/2022

স্যারের কথাগুলো আমাদের হৃদয় ছুয়েছে।

ভিডিও: মানিকছড়ি বার্তা- Manikchari Barta

30/12/2022
29/12/2022

মানিকছড়ি কালাপানি (স্কুলপাড়া) এলাকায় এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু। বিস্তারিত কমেন্টে.....

আর মাত্র ২ দিন........মানিকছড়িতে আয়োজিত প্রথম বারের মতো সেমিনারটি শুরু হতে যাচ্ছে  আগামী ২৪ শে ডিসেম্বর রোজ  শনিবার সকাল...
21/12/2022

আর মাত্র ২ দিন........
মানিকছড়িতে আয়োজিত প্রথম বারের মতো সেমিনারটি শুরু হতে যাচ্ছে আগামী ২৪ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ঃ০০ টা থেকে

স্থানঃ উপজেলা টাউন হল মানিকছড়ি, খাগড়াছড়ি।

বিস্তারিত নিচে দেওয়া আছে...

মানিকছড়ির শিক্ষার্থীদের জন্য সু-খবর!
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ক ফ্রী সেমিনার!!!

সেমিনারে যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
১.সেমিনারটি সকল স্কুল,মাদ্রাসা,কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত!
২.স্বপ্ন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা!
৩.বিশেষ করে যারা ২০২২-২০২৩ সেশনে বিভিন্ন মেডিকেল, প্রযুক্তি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন!

যা যা জানতে পারবেনঃ
১. বাংলাদেশ ও বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা!
২.পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে!
৩.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে!
৪.ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর আরো অনেক কিছু!

আলোচকবৃন্দ: দেশের স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী!

স্থানঃ স্থানঃ উপজেলা টাউন হল মানিকছড়ি, খাগড়াছড়ি।
তারিখ : ২৪ শে ডিসেম্বর শনিবার
সময় : সকাল ১০.০০ থেকে ১.০০ পর্যন্ত!
"স্বপ্ন নিয়ে জানতে, স্বপ্ন পূরণে পথে চলতে আসুন আপনার সহপাঠীকে নিয়ে"

অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম:
https://forms.gle/RKu5SrwoNCBxvm847 (এটা বাধ্যতামূলক নয়, করে রাখলে আমাদের জন্য সুবিধা হবে)

সেমিনার আপডেটের জন্য ফেসবুক গ্রুপে যুক্ত হোন:
https://www.facebook.com/groups/manikcharisf/members

সেমিনার সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে যোগাযোগঃ
এম.এন.তাহমিদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) 01821787590
রানা দাশ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) 01631150943
রায়হান উদ্দিন (রাজশাহী বিশ্ববিদ্যালয়) 01829-244439
অন্তু দে ( রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) 01871-391432

মানিকছড়ির শিক্ষার্থীদের জন্য সু-খবর!বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ক  ফ্রী সেমিনার!!!HSC পরীক্ষা শেষ, ভাবছেন! এখ...
19/12/2022

মানিকছড়ির শিক্ষার্থীদের জন্য সু-খবর!
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা বিষয়ক ফ্রী সেমিনার!!!

HSC পরীক্ষা শেষ, ভাবছেন! এখন কি করবেন? অথবা দেশের মেডিকেল, প্রযুক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ালেখা করার স্বপ্ন দেখছেন? আপনার আর আপনাদের এই স্বপ্ন পূরণ যাতে কিছুটা হলেও সহজ হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত আপনাদের অজানা সকল প্রশ্নের উত্তর দিতে আমরা আয়োজন করছি "আমরা স্বপ্ন দেখবো, জয় করবো" নামে একটি ফ্রী সেমিনার! যেখানে এসব প্রশ্নের উত্তর দিতে আসছে দেশের স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একঝাঁক শিক্ষার্থী। যেখানে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন সহজেই🤷‍♂️

সেমিনারে যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
১.সেমিনারটি সকল স্কুল,মাদ্রাসা,কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত!
২.স্বপ্ন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা!
৩.বিশেষ করে যারা ২০২২-২০২৩ সেশনে বিভিন্ন মেডিকেল, প্রযুক্তি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন!

যা যা জানতে পারবেনঃ
১. বাংলাদেশ ও বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা!
২.পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে!
৩.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে!
৪.ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর আরো অনেক কিছু!

আলোচকবৃন্দ: দেশের স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী!

স্থানঃ রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি,খাগড়াছড়ি!
তারিখ : ২৪ শে ডিসেম্বর শনিবার
সময় : সকাল ১০.০০ থেকে ১.০০ পর্যন্ত!

"স্বপ্ন নিয়ে জানতে, স্বপ্ন পূরণে পথে চলতে আসুন আপনার সহপাঠীকে নিয়ে"

সেমিনার সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে যোগাযোগঃ
এম.এন.তাহমিদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) 01821787590

রানা দাশ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) 01631150943

রায়হান উদ্দিন (রাজশাহী বিশ্ববিদ্যালয়) 01829-244439

অন্তু দে ( রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) 01871-391432

13/12/2022

মানিকছড়িতে প্রবাসী সাজ্জাদকে গলাকেটে হত্যার দায় স্বীকার করেছে ছোট ভাই মোস্তাফিজ!

অভিনন্দন! মুনতাসির জাহান মাসুদ ম্যাম, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
05/12/2022

অভিনন্দন! মুনতাসির জাহান মাসুদ ম্যাম, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

অভিনন্দন! নবনিযুক্ত জেলা প্রশাসক খাগড়াছড়ি মহোদয়।
05/12/2022

অভিনন্দন!
নবনিযুক্ত জেলা প্রশাসক খাগড়াছড়ি মহোদয়।

কোন দিন না ফেরার চেয়েদেরিতে ফেরা ভালো।
12/10/2022

কোন দিন না ফেরার চেয়ে
দেরিতে ফেরা ভালো।

Address

Chittagong/Khagrachhari
Khagrachari
4460

Telephone

+8801867205120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Manikchari - প্রিয় মানিকছড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Manikchari - প্রিয় মানিকছড়ি:

Videos

Share