আমাদের কথা - Amader Kotha

আমাদের কথা - Amader Kotha সাধারণ শিক্ষার্থীদের মনের ভাব ও অসাধ?

১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিব...
15/03/2024

১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করছি।

ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এ তথ্য জানিয়েছেন।

08/10/2022

আলতাদিঘী,
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান।



05/10/2022
29/08/2022

জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জয়পুরহাট সরকারি কলেজে স্নাতক (পাস) কোর্সের শিক.....

25/07/2022

জয়পুরহাট স্টেশনে শিক্ষার্থীদের প্রতিবাদ

11/07/2022

পাঁচুরচক এলাকা থেকে সরাসরি...

09/07/2022
জয়পুরহাটে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
04/05/2022

জয়পুরহাটে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: ০৪ মে, ২০২২

জয়পুরহাটের ধারকী-হিচমী সড়কের হিচমী বাজার এলাকায় সিএনজি রিকশার চাপায় মিতু আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিতু জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের ভিডিও ব্যবসায়ী আবু হাসানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের পর বানিয়াপাড়াস্থ শশুড় বাড়ী থেকে মা, ভাই, ভাবীসহ ৫ জনকে নিয়ে একটি অটো রিকশা যোগে গৃহবধূ মিতু তার বাবার বাড়ী পাঁচবিবিতে যাওয়ার জন্য রওয়ানা দেয়।

পথিমধ্যে ধারকী-হিচমী সড়কের হিচমি মাষ্টার পাড়া এলাকায় অটোরিকশা থেকে পড়ে যায় মিতু। এ সময় সামনের দিক থেকে আসা একটি সিএনজি রিকশা তাকে সজোরে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার আধাঘন্টা পরই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

- সাহিদুল ইসলাম সবুজ, জয়পুরহাট।

11/01/2022

নির্বাচন অফিসে গিয়ে উধাও, এক মাস ধরে নিখোঁজ সিপিবি নেতা | CPB Missing

ডেঙ্গু এডিস মশা বাহিত গ্রীষ্মকালীন একটি রোগ। এটি সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দে...
23/08/2021

ডেঙ্গু এডিস মশা বাহিত গ্রীষ্মকালীন একটি রোগ। এটি সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। সাধারণত দুই থেকে সাত দিনের মধ্যে ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। এ সময় রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে।...

https://amaderkotha24x7.wordpress.com/2021/08/23/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad/

ডেঙ্গু এডিস মশা বাহিত গ্রীষ্মকালীন একটি রোগ। এটি সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর....

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী রহিদুল ইসলাম রনি ব্লাড ক্যান্সারে...
23/08/2021

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী রহিদুল ইসলাম রনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি তার এই ‌জটিল রোগ ধরা পড়ে। রনিকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসাপতালে স্থানান্তর করা হয়েছে। রনির চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে টাকার অভাবে বাড়িতে বিনাচিকিৎসায় দিন কাটছে রনির। ৩০ লক্ষ টাকা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তার চিকিৎসার অর্থ সংগ্রহে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। …...

https://amaderkotha24x7.wordpress.com/2021/08/23/first-page-print-editor-ru212883/

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী রহিদুল ইসলাম রনি ব্লাড ...

চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে
22/07/2021

চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে

দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প। চামড়া এবং চামড়ার তৈরী অধিকাংশ সা.....

শ্রমজীবী ক্যান্টিন৪র্থ দিননতুনহাট বাজারছাত্র ইউনিয়ন জয়পুরহাট।
18/04/2021

শ্রমজীবী ক্যান্টিন
৪র্থ দিন
নতুনহাট বাজার
ছাত্র ইউনিয়ন জয়পুরহাট।

চট্টগ্রামে শ্রমিক হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন, পুলিশি বাধার অভিযোগ | bartabazar.com
17/04/2021

চট্টগ্রামে শ্রমিক হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন, পুলিশি বাধার অভিযোগ | bartabazar.com

চট্টগ্রামের বাঁশখালীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ৫ শ্রমিক হত্যার প.....

পাঁচুরচক ও হিচমি খুলি পাড়া এলাকায় চাষ করা হয়েছে বিভিন্ন জাতের তরমুজ। | bartabazar.com
10/04/2021

পাঁচুরচক ও হিচমি খুলি পাড়া এলাকায় চাষ করা হয়েছে বিভিন্ন জাতের তরমুজ। | bartabazar.com

জয়পুরহাট শহরের পাঁচুরচক ও হিচমি খুলি পাড়া এলাকায় এবারে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের তরমুজ। পাঁচুরচক এলাকার মৃত আব...

06/04/2021

দ্বিতীয় ধাপের লকডাউনে এবারেও আসহায়, দরিদ্র, অবহেলিত মানুষগুলোর মাঝে খাবার বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়ন।

আসহায় এসকল মানুষদের আহার যোগাতে আপনেদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

[ছবিটি গত বছরের]

25/11/2020

অবশ্যয় বিষয়টি ভেবে দেখা উচিত...।

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা | amaderkotha24x7
04/10/2020

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা | amaderkotha24x7

জয়পুরহাটে খাদ্যশস্য (ধান) মজুদ রাখার দায়ে তিন আড়তদার কে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়....

জয়পুরহাটে ছাত্র ইউনিয়ন সম্পাদক ও তার মাকে মারধরের অভিযোগ | amaderkotha24x7
02/10/2020

জয়পুরহাটে ছাত্র ইউনিয়ন সম্পাদক ও তার মাকে মারধরের অভিযোগ | amaderkotha24x7

ছাত্র ইউনিয়ন সম্পাদকে মারধর করার পরে তার পায়ের ক্ষত চিন্হ |ছবি: সংগৃহীত জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্প.....

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ | amaderkotha24x7
02/10/2020

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ | amaderkotha24x7

মানববন্ধন করছে জেলা ছাত্র ইউনিয়ন | ছবি: আমাদের কথা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণসহ সারাদেশে নারী নি.....

11/07/2020
কালাইয়ে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্তদৈনিক আমার সংবাদ | ১৪ জুন, ২০২০
14/06/2020

কালাইয়ে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

দৈনিক আমার সংবাদ | ১৪ জুন, ২০২০

কালাইয়ে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

দৈনিক আমার সংবাদ | ১৪ জুন, ২০২০
ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো পরিবারের ছেলে। করোনা আক্রান্ত হয়ে সেই ছেলে ঢাকাতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় পরিবারের সদস্যদের। এরপর কালাই পৌরসভা এলাকার বাসায় এসে সেই পরিবারের ৩ সদস্য বৌ, মা ও বাবা বসবাস করে।

এদের শরীরে কোন উপসর্গ না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর গতকাল রিপোর্ট আসলে এই পরিবারের ৩ সদস্য'র শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিক আহমদ জেবাল 'গতকাল ঢাকা থেকে জয়পুরহাটের ৩১৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৮টি পজিটিভ। এই ১৮ টি রিপোর্টের ভেতরে কালাইয়ের ৩ জন আক্রান্ত এবং এই ৩ জন একই পরিবারের। কভিড-১৯ শনাক্ত এই ৩ জনকে কিছুক্ষণের ভেতরে গোপীনাথপুর আইএইচটি'র আইসোলেশনে নেওয়া হবে'।

আয়োজন করে চলছে ‘করোনা দেবী’র পূজাজয়পুরহাট লাইভ ডেস্ক | ১৪ জুন, ২০২০
14/06/2020

আয়োজন করে চলছে ‘করোনা দেবী’র পূজা

জয়পুরহাট লাইভ ডেস্ক | ১৪ জুন, ২০২০

আয়োজন করে চলছে ‘করোনা দেবী’র পূজা

জয়পুরহাট লাইভ ডেস্ক | ১৪ জুন, ২০২০
ভারতের কেরালার এক ব্যক্তি প্রতিদিনই ‘করোনা দেবী’র পূজা করছেন। কোল্লাম জেলার অনিলান নামের ওই ব্যক্তি মারণ ভাইরাসকে দেবী হিসেবে উপাসনা করছেন যাতে করোনা যোদ্ধারাা সুস্থ থাকেন। করোনাভাইরাসের থার্মোকলের রেপ্লিকা তৈরি করে তিনি প্রতিদিন পূজা করছেন।

স্থানীয় গণামাধ্যমকে তিনি বলেন, আমি করোনাকে দেবী হিসেবে পূজা করছি। প্রার্থনা করছি যাতে স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, বিজ্ঞানীসহ অন্য করোনা যোদ্ধারা সুস্থ থাকেন। তিনি জানান, সোশাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল করলেও তার কিছু যায় আসে না। লোকজন তাকে উপহাস করে। এটাই তার সচেতনতার বার্তা বলেও তিনি দাবি করেন।

সোশাল মিডিয়ায় অনিলানকে নিয়ে জোর চর্চা চলছে। নেটিজেনরা বলছেন, শুধুমাত্র প্রচারের জন্য তিনি এসব করছেন। অনেকে বলছেন, এটা কেবলই কুসংস্কার। এই বিষয়ে অনিলানের দাবি, সংবিধান মেনেই তিনি করোনা দেবীর পূজা করছেন। তিনি বলেন, আমাদের ৩৩ কোটি হিন্দু দেব-দেবী। সংবিধানে দেওয়া মৌলিক অধিকার থেকেই আমি করোনা দেবীর পূজা করছি।

পূজায় অংশ নেওয়ার জন্য কাউকেই ডাকছেন না বলে জানিয়েছেন অনিলান। করোনা দেবীর পূজা করলেও অনিলান মন্দির, মসজিদ ও অন্য উপাসনাস্থান খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধী। তিনি জানান, বাড়িতেই পূজা-প্রার্থনা করা যায়। তিনি বলেন, ভাইরাসকে এখনো কাবু করা যায়নি। এই পরিস্থিতিতে ধর্মীয় স্থান খুলে দিলে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে।

এর আগে ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সাধারণ মানুষকে মহামারি থেকে দূরে থাকতে করোনা দেবীর উপাসনা করতে দেখা গেছে। আসামেরও কয়েকটি এলাকায় নারীরা করোনা দেবীকে সন্তুষ্ট করার জন্য প্রার্থনা করেছেন।

ম্যানেজার দিশার আত্মহত্যার পর সুশান্তের আত্মহত্যা, প্রশ্ন জনমনেবিনোদন ডেস্ক | ১৪ জুন ২০২০
14/06/2020

ম্যানেজার দিশার আত্মহত্যার পর সুশান্তের আত্মহত্যা, প্রশ্ন জনমনে

বিনোদন ডেস্ক | ১৪ জুন ২০২০

ম্যানেজার দিশার আত্মহত্যার পর সুশান্তের আত্মহত্যা, প্রশ্ন জনমনে

বিনোদন ডেস্ক | ১৪ জুন ২০২০
গেল ৮ জুন মুম্বাইয়ের মালাডে মালবনী এলাকায় একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। আর আজ (১৪ জুন) দিশার মৃত্যুর মাত্র ৫ দিন পর শোনা গেল মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত।

জনপ্রিয় তরুণ অভিনেতার মৃত্যুতে বলিউডে এখন শোকের ছায়া। তবে কেউ কেউ দুজনের আত্মহত্যার সঙ্গে যোগসূত্র খুঁজছেন।

দিশার মৃত্যুর পরে তার বাড়ি থেকে কোনও সুইসাইড-নোট পায়নি পুলিশ। ফলে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। প্রেমিক রোহন রায় এবং বন্ধুদের সঙ্গে ডিনারের পর আচমকাই বড় কাচের জানলার কাছে চলে যান দিশা। কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সুশান্ত সিং রাজপুত ছাড়াও অভিনেতা বরুণ ধাওয়ানের ম্যানেজার ছিলেন দিশা। অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও কৌতুক শিল্পী ভারতী সিং এর ম্যানেজার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন দিশা সালিয়ান। তাই বলিউডে হঠাৎ করে দিশার মৃত্যুতে নেমে এসেছিল শোকের ছায়া। আর এবার সুশান্তের মৃত্যু ভাবতেই পারছেন না কেউ।

‘মহেন্দ্র সিং ধোনি আনটোলড স্টোরি’ নায়ক ঠিক কেন আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছে না কেউই। তবে পুলিশের পক্ষ এখনও এই মৃত্যু নিয়ে কিছু বলা হয়নি। ঘটনায় স্তব্ধ বলিউড।

জানা গেছে, ডিপ্রেশনের চিকিৎসা চলছিল সুশান্তের। তার ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে খবর।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে যায় তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।

বলিউডে ছিল সুশান্তের শক্ত অবস্থান। শেষবার 'ছিছোড়ে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

11/05/2020

পাবনা সদরের একদন্ত গ্রামের ফইজুন খাতুন ব্যাংকে এসেছিলেন বয়স্ক ভাতা তুলতে। মেয়াদ পূর্ণ না হওয়ায় টাকা পাননি তিনি। কিন্তু তাঁর ঘরে নেই খাবার। তাই তিনি মার্কেটে ঢুকে সাহায্যের আবেদন করতে থাকেন।

- রবিউল শপিং কমপ্লেক্স, পাবনা
- ছবি: হাসান মাহমুদ, প্রথম আলো

21/04/2020

  জয়পুরহাট প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় জয়পুরহাট জেলায় ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিত ....

18/04/2020

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সরকারি ১৪ বস্তা চালসহ রানা (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকক....

05/04/2020

  জয়পুরহাট প্রতিনিধি:মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় ঘরে থাকতে বলা হয়েছে । এর প্রভাবে কাজ হারিয়...

06/03/2020

Address

Joypur

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কথা - Amader Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের কথা - Amader Kotha:

Share