নির্বাচনী সমাচার - Election News Kalai Khetlal Akkelpur

  • Home
  • Joypur
  • নির্বাচনী সমাচার - Election News Kalai Khetlal Akkelpur

নির্বাচনী সমাচার - Election News Kalai Khetlal Akkelpur নির্বাচনী সকল আপডেট নিউজ পেতে পেজে লা?

04/06/2023

নির্বাচনকালীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক!.

বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মোঃ সাহাবুদ্দিন কে মনোনয়ন প্রদান করেছেন। বাংলা...
12/02/2023

বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মোঃ সাহাবুদ্দিন কে মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারা বরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড, রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন।

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী:চেয়ারম্যান -অধ্যক্ষ খাজা সামছুল আলম স্যারসদস্যঃ জয়পুরহাট সদর - রমজান আলী সরদার,...
17/10/2022

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী:

চেয়ারম্যান -অধ্যক্ষ খাজা সামছুল আলম স্যার

সদস্যঃ জয়পুরহাট সদর - রমজান আলী সরদার, পাঁচবিবি -:আবু সাঈদ আল মাহবুব চন্দন,
কালাই - রফিকুল ইসলাম মাষ্টার,
ক্ষেতলাল - মিন্টু শিকদার,
আক্কেলপুর - মাজহারুল আলম লিটন।

সংরক্ষিত: মহিলা -১- সাবিনা চৌধুরী, মহিলা -২-রত্না রশিদ।

জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে আক্কেলপুর   উপজেলা সদস্য পদে  মাজহারুল আনোয়ার (লিটন) নির্বাচিত ।
17/10/2022

জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে আক্কেলপুর উপজেলা সদস্য পদে মাজহারুল আনোয়ার (লিটন) নির্বাচিত ।

03/10/2022

আপডেট

** নির্বাচনী কর্মকর্তারা সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে আঙুলের ছাপ না মিললে ভোটের অনুমতি দেয়ার বিধান রেখে আরপিও সংশোধনের সিদ্ধান্ত; শিগগিরই আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠাবে ইসি।

আগামী ১৭ ই অক্টবর ২০২২  জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীখাজা সামছুল আলম স্যার কেআনারস...
26/09/2022

আগামী ১৭ ই অক্টবর ২০২২ জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী
খাজা সামছুল আলম স্যার কে
আনারস মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন।

আগামী ১৭ই অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে  #অধ্যক্ষ_খাজা_সামছুল_আলম_স্যারের  মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
18/09/2022

আগামী ১৭ই অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে
#অধ্যক্ষ_খাজা_সামছুল_আলম_স্যারের
মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

14/09/2022

৮ জানুয়ারি, ২০২৪
(সোমবার)
জাতীয় সংসদ নির্বাচন!!

অভিনন্দন খাজা সামছুল আলম স্যার নৌকার মাঝি জয়পুরহাট জেলা পরিষদ।
10/09/2022

অভিনন্দন খাজা সামছুল আলম স্যার নৌকার মাঝি জয়পুরহাট জেলা পরিষদ।

আগামীকাল ১০ সেপ্টেম্বর,শনিবার, বিকাল ৪ টায়বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা.....
09/09/2022

আগামীকাল ১০ সেপ্টেম্বর,শনিবার, বিকাল ৪ টায়

বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা...

25/08/2022

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

25/08/2022

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন।

জেলা পরিষদ নির্বাচনের সময় সূচি ঘোষনা করা হয়েছে।
23/08/2022

জেলা পরিষদ নির্বাচনের সময় সূচি ঘোষনা করা হয়েছে।

প্রিয় সহযোদ্ধা/সহকর্মীসালাম/আদাবওরা ভেবেছিল আমাকে জেল হাজতের ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। উনি মনে করেছিলেন,আমি ভয়ে কুঁকড়ে যাবো...
05/08/2022

প্রিয় সহযোদ্ধা/সহকর্মী

সালাম/আদাব

ওরা ভেবেছিল
আমাকে জেল হাজতের ভয় দেখিয়ে দমিয়ে রাখবে।

উনি মনে করেছিলেন,আমি ভয়ে কুঁকড়ে যাবো!
ওরা ভেবেছিলেন,
ওদের ষড়যন্ত্রে পিছু হটবো। মাথা নোয়াবো!
৬৪ দিন কেন, ৬৪ বছর জেল হাজতে রেখেও
আমাকে কেউ পিছু হটাতে পারবে না।
একবারও ভাবলেন না আমি কার কর্মী?

আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী।
বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি।
শৈশব থেকে আজ অবদি মার-হাঙ্গামা,জেল-হাজত,আন্দোলন, মিছিল-মিটিং ও সংগ্রামের সাথেই আমার জগৎ সংসার।

জেল-হাজত,মামলা-হামলা আমার সয়ে গেছে!
রক্তের সাথে মিশে গেছে।
আমি কখনোই অন্যের তৈরি জমিতে ইমারত গড়িনি।

লাগাতার লড়াই, আন্দোলনে
আমার রাজনৈতিক মাটি হয়েছে পাথরের চেয়েও শক্ত। সেই পাথরের তৈরি
ঢিলা থেকেই একদিন উড়বে জয়ের নিশান।

হাজারও মানুষ আমাকে প্রশ্ন করেছে,
কি হিংসা ও ঘৃণার রাজনীতি তাই না,
এম'পি নির্বাচন করতে চেয়েছেন আর
ওমনিই আপনার পুরনো মামলাগুলো জেগে উঠলো?
ভাই আপনাকে এতোটা ভয় পেলো?
অনেক প্রশ্নের উত্তর আমি দেই নি!
এবার পালে বাঘ পড়েছে।
এবার ত্যাগী ও পোড়খাওয়া কর্মী সমর্থকরা সঠিক সমস্যার জায়গাটি চিহ্নিত করে বাস্তববাদী হয়েছে।

খতিয়ান,দাগ,পর্চা জনতা এবার ঘাটতি শুরু করেছে।

কুঁড়ে ঘর থেকে কার কত সম্পত্তি হয়েছে,
কার কোথায় অট্টালিকা আছে
জনগণ এবার জানতে চায়!
বক্তৃতার মধ্যে তিনি নিজের বিজ্ঞাপন করেন।

নিজেকে মহান করে দেখানোর চেষ্টা করেন।
নিজের বক্তৃতা শুনতে শুনতে তিনি এতই মোহিত হয়ে যান যে, সেই বক্তৃতার মাঝেই হাততালি দিয়ে ওঠেন। যেন নিজেই নিজেকে বাহবা দিচ্ছেন।
তিনি বলতে ভালোবাসেন, শুনতে নয়।
যারা কাচের ঘরে বসে ঢিল মারেন
তাঁদেরকে অনুরোধ করবো,আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন,উত্তর খোঁজে পাবেন।

কি হাস্যকর তাই না! চালুনি সুচের ছিদ্রান্বেষণে মাতে।
অঢেল টাকা পয়সা খরচ করে বালুচরে
যে প্রাসাদ গুলো নির্মাণ করেছেন তা ধ্বংস হয়ে যাবে।
শুধু সময়ের অপেক্ষা।
স্বীয় কৃত ভ্রান্তিই হবে পতনের মূল কারণ। ঈনশাল্লাহ!

আজ বাবার কবরের পাশে দাঁড়িয়ে টের পেলাম,
চোখ দুটো ছলছল, লোনতা জলে ঠোঁট ভিজে যাচ্ছে।
ওরা ভেবেছিল, আমাকে জেল হাজতের ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। উনি মনে করেছিলেন,
আমি ভয়ে কুঁকড়ে যাবো! না ভাই!
আমি যে বীর মুক্তিযোদ্ধা
গোলাম রসুল চৌধুরীর সন্তান!
ইয়েস, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল চৌধুরীর সন্তান কাঁদবে কেন রে! অবসর তুই উঠে দাঁড়া।

দ্বন্দ্ব
13/05/2022

দ্বন্দ্ব

***হুইপ স্বপনকে নিয়ে অশোভন বক্তব্য, জয়পুরহাটে আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবিজয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পা...
13/05/2022

***হুইপ স্বপনকে নিয়ে অশোভন বক্তব্য, জয়পুরহাটে আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে নিয়ে অশোভন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় তাঁরা গোলাম মাহফুজ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন জরুরি সভা ডাকে। ওই সভা থেকে গোলাম মাহফুজ চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী। ওই সভায় বক্তব্য দেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি, আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, কাউন্সিলর সাদেকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। ওই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বক্তব্য দেন। তিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলেন। এটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাঁরা জেলা আওয়ামী লীগের কাছে গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

গোলাম মাহফুজ চৌধুরী গতকালের অনুষ্ঠানে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উদ্দেশে বলেন, ‘আপনার কী ছিল, আজকে কী হয়েছে। আপনি আমাদের কাছে সিগারেট চেয়ে খেতেন। স্বপন সাহেব, আপনাকে কেউ মাইক্রো ভাড়া দিত না। আপনি সেই লোক এখন গাড়ির শেষ নেই। ফ্ল্যাগ লাগিয়ে আসেন। আল্লাহ আপনার ভাগ্যে দিয়েছেন। তাতে অসুবিধা নেই। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বপন সাহেবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেন? স্বপন সাহেব মানুষের সঙ্গে কুকুর-বিড়ালের মতো আচ

27/04/2022

স্ব স্ব জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষ।, বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানদের হাতে আর কোন প্রশাসনিক ও আর্থিক ক্...
17/04/2022

দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষ।, বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানদের হাতে আর কোন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা রইলো না।

05/02/2022

পৌর নির্বাচনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি কে। সভাপতির পদ থেকে অপসারণ করা হবে। বলেছেন কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ

আক্কেলপুর ইউপি নির্বাচনে, দলীয় নয় বিএনপির স্বতন্ত্র প্রার্থী চারটিতে!
14/10/2021

আক্কেলপুর ইউপি নির্বাচনে, দলীয় নয় বিএনপির স্বতন্ত্র প্রার্থী চারটিতে!

নতুন করে মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান আহসান কবির এপ্লব।
13/10/2021

নতুন করে মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান আহসান কবির এপ্লব।

নিয়াজ মোর্শেদ নিউজ
08/10/2021

নিয়াজ মোর্শেদ নিউজ

আসছে ১১ই অক্টোবরগোপিনাথপুর ইউনিয়নঃ আবু সাঈদ জোয়ারদার।রায়কালি ইউনিয়নঃ মোঃ আব্দুর রশিদ মন্ডল।তিলকপুর ইউনিয়নঃ মোঃ সেলিম মাহ...
07/10/2021

আসছে ১১ই অক্টোবর
গোপিনাথপুর ইউনিয়নঃ আবু সাঈদ জোয়ারদার।
রায়কালি ইউনিয়নঃ মোঃ আব্দুর রশিদ মন্ডল।
তিলকপুর ইউনিয়নঃ মোঃ সেলিম মাহমুদ
সোনামুখী ইউনিয়নঃ ডি এম রাহেল ইমাম
রুকিন্দিপুর ইউনিয়নঃ মোছাঃ কামরুননাহার শিমুল

সময় আমাদের অতি মূল্যবান নেয়ামোত. এই নেয়ামোত রক্ষার্থে, কর্মসময় বাড়াতে এবং পরিছন্ন ট্রাফিক জ্যাম মুক্ত আক্কেলপুর পৌরসভা গ...
04/10/2021

সময় আমাদের অতি মূল্যবান নেয়ামোত. এই নেয়ামোত রক্ষার্থে, কর্মসময় বাড়াতে এবং পরিছন্ন ট্রাফিক জ্যাম মুক্ত আক্কেলপুর পৌরসভা গড়ার প্রয়াসে ট্রাফিক মতায়ন এর উদ্দেগ এবং বাস্তবায়ন এর প্রচেষ্টা. সকলের দোয়া কামনায় মেয়র আক্কেলপুর পৌরসভা.

01/10/2021

অাসছে নির্বাচন।
পাশেই থাকুন

আক্কেলপুর উপজেলার ৫ টি ইউনিয়নের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১১ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
29/09/2021

আক্কেলপুর উপজেলার ৫ টি ইউনিয়নের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১১ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আক্কেলপুর পৌরসভার বর্তমান মেয়র জননেতা জনাব মোঃ শহিদুল আলম চৌধুরী পৌরসভার বিভিন্ন রাস্তা পরিস্কার ও পরিচ্ছন্ন কাজে  তদারক...
18/03/2021

আক্কেলপুর পৌরসভার বর্তমান মেয়র জননেতা জনাব মোঃ শহিদুল আলম চৌধুরী পৌরসভার বিভিন্ন রাস্তা পরিস্কার ও পরিচ্ছন্ন কাজে তদারকি করছেন।

বিদায়,নিলেন অবসর চৌধুরী
15/03/2021

বিদায়,নিলেন অবসর চৌধুরী

আক্কেলপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের  শপথ গ্রহণ অনুষ্ঠান
14/03/2021

আক্কেলপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান

আজ শপথ নিতে রাজশাহীর  উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আক্কেলপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণ
14/03/2021

আজ শপথ নিতে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আক্কেলপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণ

Address

Kalai, Khetlal, Akkelpur
Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাচনী সমাচার - Election News Kalai Khetlal Akkelpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies