12/02/2023
এক নজরে জয়পুরহাট জেলা
সাধারণ তথ্যঃ
অবস্থানঃ
উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত। দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা। পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা। পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত।
জেলার আয়তনঃ
৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার।
মোট উপজেলার সংখ্যাঃ
০৫ টি।
মোট পৌরসভার সংখ্যাঃ
০৫ টি। (০২ টি ‘ক’ শ্রেণী, ০২ টি ‘খ’ শ্রেণী ও ০১ টি ‘গ’ শ্রেণী)
মোট ইউনিয়নের সংখ্যাঃ
৩২ টি।
মোট গ্রামের সংখ্যাঃ
৯৮৮ টি।
মোট মৌজার সংখ্যাঃ
৭৬২ টি।
মোট লোকসংখ্যাঃ
৯,৫০,৪৪১ জন। (৪,৭৭,৭২৩ জন পুরুষ, ৪,৭২,৭১৮ জন মহিলা)
(২০১১ শুমারী অনুযায়ী)
জনসংখ্যার ঘনত্বঃ
৯০৪ জন প্রতি বর্গ কিলোমিটারে
মোট ভোটার সংখ্যাঃ
৬,৪০,১৭৭ জন (৩১৬,৩৮৯ জন পুরুষ এবং ৩২৩,৭৮৮ জন নারী)।
সংসদীয় আসন সংখ্যাঃ
০২ টি। (৩৪- জয়পুরহাট-১, ৩৫-জয়পুরহাট-২)
সুগার মিলঃ
০১ টি
খনিজ সম্পদঃ
চুনা পাথর ও কয়লা
নদীর সংখ্যাঃ
০৪ টি
(ক) ছোট যমুনা: জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা
(খ) তুলসী গঙ্গা: জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা
(গ) চিরি নদী: জয়পুরহাট সদর উপজেলা ( চকবরকত ইউপি)
(ঘ) হারাবতি নদী:- পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলা
ডাকঘরঃ
৭৭ টি (০১ টি প্রধান ডাকঘর, ০৪ টি উপজেলা ডাকঘর, ০২ টি সাব ডাকঘর ও ৭০ টি শাখা (ইডি) ডাকঘর
আঞ্চলিক সড়কঃ
৪২ কি:মি:
সীমান্তঃ
৩৫.১ কি:মি:
মোট রেললাইনঃ
৩৮.৮৬ কি:মি
ফায়ার সার্ভিস স্টেশনঃ
০৫ টি (জেলা সদরে-২ টি ও পাঁচবিবি উপজেলায়-১ টি
খাদ্য ভান্ডার
০৭ টি (সদর -০১ , ক্ষেতলালে -০১ , আক্কেলপুরে -০২ , পাঁচবিবিতে -০১ ও কালাই- ০২
পেট্রোল পাম্প
০৬ টি। (সদরে ০২ টি, ক্ষেতলালে ০১ টি, পাঁচবিবিতে ০১ টি, কালাই-এ- ০১ টি, আক্কেলপুরে ০১ টি
থানা ও ফাঁড়ির সংখ্যাঃ
০৭ টি। (০৫ টি থানা, ০২ টি ফাঁড়ি)
বিজিবি (BGB) ক্যাম্পের সংখ্যাঃ
০১ টি
শিক্ষার হারঃ
৬৪%