Naya Bangla 24

Naya Bangla 24 We Are Deliver The Best in Breaking News, Live Coverage And Segments Your Favorite "Naya Bengla 24" News Shows.

Are Available in The YouTube Channel Regular Update News.

শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে জয়পুরহাটে, সবাইকে ছিন্ন মূল মানুষের পাশে দাঁড়ানো আহ্বান।
11/12/2024

শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে জয়পুরহাটে, সবাইকে ছিন্ন মূল মানুষের পাশে দাঁড়ানো আহ্বান।

শুভ সকাল
09/12/2024

শুভ সকাল

07/12/2024

জাকের পার্টির দাওয়াতি মাহফিল চলছে ,আয়োজনে জয়পুরহাট জেলা জাকের পার্টি

07/12/2024

মাওলানা ভাসানীর জীবন দর্শনের আলোচনা সভায় দেশের গান।

শুভ সন্ধ্যা
27/11/2024

শুভ সন্ধ্যা

দুর্গাদহ কলেজের ছাত্র চিনতে পেরেছেন সবাই
26/11/2024

দুর্গাদহ কলেজের ছাত্র চিনতে পেরেছেন সবাই

26/11/2024
19/11/2024

আনিসুর হ*ত্যা* মামলার আসামি নওগাঁ থেকে গ্রেফতার।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

গতকাল সোমবার ( ১৮ নভেম্বর) নওগাঁ জেলা শহরের চকএনায়েত মাস্টারপাড়া এলাকা থেকে কাউনিয়া থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৪৪৭/৩২৪/৩২৬/ ৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক হত্যা মামলার এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ আলভী (২৩), পিতা-শরিফুল ইসলাম সুমন এবং ০৩ নং আসামী ঝুমুর বেগম (৩৭), পিতা-শহাজাহান ফরাজী, উভয় সাং-চর আবদানী, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ৩০/০৯/২০২৪ তারিখে ২৩৪৫ ঘটিকায় জনৈক আনিচুর রহমান (৪১) এর বসত বাড়ির ঘরের সামনে উঠানের উপর পূর্ব শত্রুতার জের ধরে অন্যান্য বিবাদীরাসহ ০১ নং আসামী আলভী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আনিচুরকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার পেটের বাম পাশে আঘাত করলে আনিচুর গুরুতর কাটা রক্তাক্ত যখম অবস্থায় চিৎকার করতে থাকেন। স্বামীর ডাক চিৎকারে স্ত্রী সোনিয়া বেগমসহ অন্যান্য সাক্ষীগণ সেসময় ভিকটিম আনিচুরকে উদ্ধার করতে গেলে আসামীরা পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ ভিকটিম আনিচুরকে গুরুতর কাটা রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য দ্রæত শেবাচিম হাসপাতাল, বরিশাল এ ভর্তি করেন। ভিকটিম আনিচুর এর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিম আনিচুরকে ঢাকা মেডিক্যাল কলেজ এ প্রেরণ করেন। পরবর্তীতে ০৪/১০/২০২৪ তারিখে ভিকটিম আনিচুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ এ চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মৃতের স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে কাউনিয়া থানা, বরিশাল এ একটি হত্যা মামলা দায়ের করেন। কাউনিয়া থানা, বরিশাল মেট্রোপলিটন এ হত্যা মামলা রুজুর পর কাউনিয়া থানা কর্তৃক রিক্যুইজিশন মূলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় আসামী আলভী ও ঝুমুরকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮/১১/২০২৪ তারিখ রাত্রীবেলা নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চকএনায়েত মাস্টারপাড়া এলাকা হতে আসামী আলভী ও ঝুমুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাউনিয়া থানা, বরিশাল এ হস্তান্তর করা হয়েছে।

18/11/2024

জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার হলেন রোজা।

জয়পুরহাটে আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট ২০২৪ সৃজন ২ অনুষ্ঠিত হয়েছে এতে উত্তরবঙ্গের আটটি ক্লাব অংশগ্রহণ করেন,  বগুড়া কাব...
17/11/2024

জয়পুরহাটে আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট ২০২৪ সৃজন ২ অনুষ্ঠিত হয়েছে এতে উত্তরবঙ্গের আটটি ক্লাব অংশগ্রহণ করেন, বগুড়া কাবাডি দল চ্যাম্পিয়ন ও নীলফামারী কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট আয়োজনে উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।
16/11/2024

আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট আয়োজনে উত্তরবঙ্গ কাবাডি ক্লাব।

13/11/2024

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি, জয়পুরহাটঃ ১২ নভেম্বর, ২৪

জয়পুরহাটের কালাই উপজেলার বালাইট মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী আনছার (৫২)। তিনি কালাই আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার মোটরসাইকেল নিয়ে কালাই থেকে নিশ্চিন্তার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আনছার নামের ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বোনের বাড়ি যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।

06/11/2024

অভিনেত্রী শমী কায়সার উত্তরা থেকে গ্রেপ্তার

02/11/2024

জয়পুরহাট সদর থানাধীন দোগাছি ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রামে পুকুরদখল কে কেন্দ্র করে হিন্দু-মুসলিমদের মধ্যে বিবাদের জেরে বাদির থানায় এজাহার দায়েরের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার মামলা নং-১/৪৭৯ তারিখ-০১/১১/২৪ খ্রি. ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/ ৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ মূলে মামলা রুজু করা হয়। এজাহারে অভিযুক্ত ০৪ (চার) জন এবং অজ্ঞাতদের মধ্যে ০২ (দুই) জন আসামীসহ মোট ০৬ (ছয়) জনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে পুলিশ সুপার, জয়পুরহাটের প্রেস রিলিজ :

16000 হাজার নং থেকে 2024 এর শহীদদের তথ্য সংগ্রহ চলছে।
01/11/2024

16000 হাজার নং থেকে 2024 এর শহীদদের তথ্য সংগ্রহ চলছে।

01/11/2024

জয়পুরহাটে ২৪ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু
# # # # # # # # # # # # # # # # # #৳৳৳৳৳৳৳৳৳৳
জয়পুরহাট প্রতিনিধি, ৩১ অক্টোবর:
জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণীর শিক্ষার্থী শিশু সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সিহাব জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানার ছেলে ও জয়পুরহাট সরকারি টেকনিক্যাল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজ সিহাবের সন্ধান পেতে আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সিহাবের বাবা সোহেল রানা ও মা লাকি বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সিহাবের নানা আব্দুস সালাম, দুই খালা সেলিনা আক্তার ও পারু আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিহাবের বাবা ও মা লিখিত বক্তব্যে জানান, তাদের একমাত্র সন্তান সিহাবকে লেখাপড়ার সুবিধার্থে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাসে রেখে লেখাপড়া করাচ্ছিলেন।

এ অবস্থায় গত ৭ অক্টোবর রাত ১২ টার পর সিহাব কাউকে কিছু না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে তারা জেনেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সংবাদ সম্মেলনে বুক চাপড়িয়ে আহাজারি করে লাকি বেগম বলেন , " আমার একটাই ছেলে সিহাব, আপনারা আমার বাবাকে আমার বুকে এনে দেন। "

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। অচিরে শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

31/10/2024

জয়পুরহাটে বিএনপি র দুই পক্ষ একই স্থানে কাউন্সিল সমাবেশ ডাকায় প্রশাসনের কাল জয়পুরহাট শহরের 144 ধারা জারি।

Address

Joypurhat
Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naya Bangla 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share