19/11/2024
আনিসুর হ*ত্যা* মামলার আসামি নওগাঁ থেকে গ্রেফতার।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
গতকাল সোমবার ( ১৮ নভেম্বর) নওগাঁ জেলা শহরের চকএনায়েত মাস্টারপাড়া এলাকা থেকে কাউনিয়া থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৪৪৭/৩২৪/৩২৬/ ৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক হত্যা মামলার এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ আলভী (২৩), পিতা-শরিফুল ইসলাম সুমন এবং ০৩ নং আসামী ঝুমুর বেগম (৩৭), পিতা-শহাজাহান ফরাজী, উভয় সাং-চর আবদানী, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ৩০/০৯/২০২৪ তারিখে ২৩৪৫ ঘটিকায় জনৈক আনিচুর রহমান (৪১) এর বসত বাড়ির ঘরের সামনে উঠানের উপর পূর্ব শত্রুতার জের ধরে অন্যান্য বিবাদীরাসহ ০১ নং আসামী আলভী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আনিচুরকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার পেটের বাম পাশে আঘাত করলে আনিচুর গুরুতর কাটা রক্তাক্ত যখম অবস্থায় চিৎকার করতে থাকেন। স্বামীর ডাক চিৎকারে স্ত্রী সোনিয়া বেগমসহ অন্যান্য সাক্ষীগণ সেসময় ভিকটিম আনিচুরকে উদ্ধার করতে গেলে আসামীরা পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ ভিকটিম আনিচুরকে গুরুতর কাটা রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য দ্রæত শেবাচিম হাসপাতাল, বরিশাল এ ভর্তি করেন। ভিকটিম আনিচুর এর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিম আনিচুরকে ঢাকা মেডিক্যাল কলেজ এ প্রেরণ করেন। পরবর্তীতে ০৪/১০/২০২৪ তারিখে ভিকটিম আনিচুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ এ চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মৃতের স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে কাউনিয়া থানা, বরিশাল এ একটি হত্যা মামলা দায়ের করেন। কাউনিয়া থানা, বরিশাল মেট্রোপলিটন এ হত্যা মামলা রুজুর পর কাউনিয়া থানা কর্তৃক রিক্যুইজিশন মূলে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় আসামী আলভী ও ঝুমুরকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮/১১/২০২৪ তারিখ রাত্রীবেলা নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চকএনায়েত মাস্টারপাড়া এলাকা হতে আসামী আলভী ও ঝুমুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কাউনিয়া থানা, বরিশাল এ হস্তান্তর করা হয়েছে।