Fâlguñi Çhôwdhûry

Fâlguñi Çhôwdhûry I am Muslim,
Allah is my Rob ,
Namaj is my care,
Quraan is my life
"insha'Allah"jannat is my home,

আসসালামু আলাইকুম আপনাকে Fâlguñi Çhôwdhûry পেইজে স্বাগতম •আমাদের Fâlguñi Çhôwdhûry পেইজেটি একটি রোমান্টিক পেইজে, আপনাদের ভালো লাগা নিয়ে আমাদের পেজে কাজ করা। •আপনাদের অনুভূতি গুলো আমাদের Fâlguñi Çhôwdhûry পেইজে মেসেজ বা কমেন্ট বক্সে জানাতে পারেন। •আমাদের Fâlguñi Çhôwdhûry পেইজের পোস্ট প্রতিদিন টাইম লাইনে পেতে লাইক ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ

24/10/2023

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়া'লা বলেন,
"আমি জ্বীন ও মানবজাতিকে কেবল
আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি"!
(সূরা আয যারিয়াতঃ৫৬)

24/10/2023

🦋 ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ 🦋
🖤
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸
🖤

-"𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺..🖤🌸

-"𝗦𝗮𝘆 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"-😊🌻

23/10/2023

◼️আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গনিতের খেলা..

আল্লাহর কসম এই আযানের এই তথ্যগুলো পড়ার পর আপনি বাকরুদ্ধ হবেন আর আল্লাহর উপর আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ..

১। আযানের ১ম শব্দ হল আল্লাহ এবং শেষ শব্দ ও হল আল্লাহ। এর মানে আল্লাহই শুরু এবং আল্লহই শেষ..

২। আযান শব্দটি পবিত্র কুরআনে সর্বমোট রয়েছে ৫ বার। আর আমাদের প্রতিদিন নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করি...

৩। আযানের মধ্যে সর্বমোট শব্দ হল ৫০ টি। আর আল্লাহ মিরাজের সময় হযরত মুহাম্মাদ (সঃ) কে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন।
পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। আর সহীহ হাদিস বলে একজন ব্যাক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সাওয়াব দিবেন..

৪। আযানের মধ্যে সর্বমোট ১৭ টি ভিন্ন অক্ষর রয়েছে.
আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল ১৭ রাকাত..

ফজর ২ + জোহর ৪ + আসর ৪ + মাগরিব ৩ + এশা ৪

মোট ১৭ রাকাত...

৫। আযানের মধ্যে সবচেয়ে ব্যাবহৃত শব্দ হল ( আল্লাহ)
আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আযানে আছে মোট ৪৭ বার, লাম অক্ষরটি ৪৫ বার এবং হা অক্ষরটি ২০ বার...

সুতরাং ৪৭+ ৪৫ + ২০ = ১১২...
আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হল সূরা ইখলাস। যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন।

23/10/2023

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে পড়ার ১০টি উপকার

১)আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২)রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।

৩)রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।

৪)মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।

৫)আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

৬)৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।

৭)৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।

৮)জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হজার দরজা থাকবে।

৯)২০০০ রাকাআত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।

১০) যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে জানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক। আমিন
★★★
[রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারীঃ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭
সংগৃহীত


22/10/2023

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন___
“কারো অপরাধ ক্ষমা করার কারণে,
আল্লাহ ক্ষমাকারীর সম্মান ও ইজ্জত বাড়িয়ে দেন।”
সুবহানাল্লাহ 🌸🖤

(মুসলিম: ২৫৮৮; তিরমিযী হা: ২০২৯)


21/10/2023

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
যারা চুলের মধ্যে কালো রঙ করে তারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘ্রানও পাবে না!!
আবু দাউদ - ৪২১২

21/10/2023

-জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে নামাজ
(সহীহ্ মুসলিম --২৬৩)

-আলহামদুলিল্লাহ ☺️

21/10/2023

তোমরা শীতকালে যে ঠাণ্ডা এবং গ্রীষ্মকালে গরম অনুভব করে থাকো তা জাহান্নামের শ্বাস-প্রশ্বাসের কারণে।

📖 সহীহ্ মুসলিম, ১২৯০
🔹হাদিসের মান: সহীহ

#

21/10/2023

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন___
“কারো অপরাধ ক্ষমা করার কারণে, আল্লাহ ক্ষমাকারীর সম্মান ও ইজ্জত বাড়িয়ে দেন।”
সুবহানাল্লাহ 🌸🖤

(মুসলিম: ২৫৮৮; তিরমিযী হা: ২০২৯)


20/10/2023

আল্লাহ বলেন,,
যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবো।
(সূরা-ইব্রাহিম-আয়াত-০৭)
. আলহামদুলিল্লাহ

19/10/2023

বেশি বেশি "আলহামদুলিল্লাহ " পড়ুন
আলহামদুলিল্লাহ
মীজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম
দু'আ
(তিরমিজী-৪৬২)

19/10/2023

রাসূল ﷺ বলেন যে ব্যক্তি মিশুক, সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী। জাহান্নাম তার জন্য হারাম।!

~তিরমিজি ২৪৮৮🌸


18/10/2023

রাসূল(ﷺ) বলেছেন,
মুসলমান এর যে কোনো ক্লান্তি,অসুখ,চিন্তা,এমনকি তার 'পায়ে কাঁটাও' লাগে আল্লাহ তা'আলা এর মাধ্যমে তার গোনাহ্ ক্ষমা করে দেন।🌸🖤
সুবহানআল্লাহ

~(সহীহ বুখারী :৫৬৪২)

18/10/2023

"আয়াতুল কুরসি"
আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কইয়্যুম,,লা তা'খুযুহু সিনাতুউ ওয়ালা নাউম,,লাহু মা-ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ্,,মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,,ইয়া'লামু মা বাইনা আইদিহীম ওয়ামা খলফাহুম,, ওয়ালা ইউহিতুনা বিশাই'ইম্মিন ইলমিহী ইল্লা বিমা'শা'আ,, ওয়াছি"আ কুরসীইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্,, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,,ওয়াহুয়াল আলিইয়্যুল আযীম।🖤

পড়া হলে আলহামদুলিল্লাহ।

@

16/10/2023

"যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক। আর যমীন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।"

সূরা-হাক্বাহ্ (আয়াত:১৩-১৪)

14/10/2023

❝ধ্বংস হোক তারা, যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।❞
"নাউজুবিল্লাহ"🥀

(বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)🖤🌸

13/10/2023

মানুষ বলে, যার বাড়ি-গাড়ি আছে সেই সফল!
কুরআন বলে,"যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল।"🖤🤍

আলহামদুলিল্লাহ্ 🌸❣️

[সূরা আশ-শামসঃ ৯]

12/10/2023

রসুলুল্লাহ (স.) বলেছেন,
❝কেউ আমার উপর দরুদ পরলে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষন করেন❞।

[]সুনানে আবু দাউদ :১৫৩০[]

🌻সুবহানআল্লাহ 🌻

11/10/2023

ফজরের দুই রাকাত সুন্নত
নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে,তার থেকে উত্তম
শুকরিয়া
আলহামদুলিল্লাহ

[ সহিহ মুসলিম:-৭২৫]

11/10/2023

◼️ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ স্বামী - স্ত্রী উভয়ে নেককার হলে দুজন একই জান্নাতে থাকবে।

-- জান্নাতে তাদের বয়স হবে। (১৮)

🌸সূরা যুখরুফ-৭০🌸

❤️---আলহামদুলিল্লাহ---❤️

@followers

10/10/2023

কিছু সম্পর্ক আল্লাহ তায়ালা নিজেই নষ্ট করে দেন।
যেনো আমাদের জীবন নষ্ট না হয়ে যায় 🤍।

❝নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী❞

📖~[ সুরা আনফাল-৩০ ]🌼🍂


08/10/2023




💙💙💙💙@followerslguni_chowdhury
08/10/2023

💙💙💙💙

@followerslguni_chowdhury


06/10/2023

আমি বললাম, "প্রিয় জিনিসটি পেলাম না!

আল্লাহ বললেন, "তোমরা এমন জিনিসকে পছন্দ করেছো, যা তোমাদের জন্য অকল্যাণকর" 🖤

📖~[বাকারা-২১৬]

06/10/2023

একটা লোক 😊😊
সূরা পাঠ করছিলো 🥰🥰
সেটাতে লিখা ছিলো.............. 🥰🥰

আউজুবিল্লাহি'মিনাশ শাইতনির রজিম...
বিসমিল্লাহির রহমানির রহিম!

🌺কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!

🌺কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!

🌺কুলহু আল্লাহু আহাদ আল্লা-হুচ্ছামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ!

এই ভাবে সে তিন বার পাঠ করে...........
সম্পূর্ণ একটা কোরআন শরিফ তিলাওয়াত করার সোয়াব লাভ করলো 🥰 আলহামদুলিল্লাহ!

আপনি কি জানেন সেই ব্যক্তিটা কে..?
সেই ব্যক্তিটি আর কেউ নয়.... তুমি নিজেই🥰🖤

Alhamdulillah❤️🤲🤲

05/10/2023

~রাসুল (সাঃ) বলেছেন,

❝যারা চুলের মধ্যে কালো রঙ করে তারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘ্রানও পাবে না❞!!

(আবু দাউদ - ৪২১২)


05/10/2023

~বৃষ্টি দেখলে দো’আ 🌧️

❝আল্লা-হুম্মা সয়্যিবান নাফি’আন❞
অর্থাৎ-হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন.!!🖤🌸🌧️

-📖[বুখারী, (ফাতহুল বারীসহ) ২/৫১৮]


05/10/2023

রাসূল (সা.) বলেন,
‘মানুষ যখন মিথ্যা কথা বলে,
তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়।’

(তিরমিজি : ১৯৭২)

03/10/2023

আবু হুরায়রা (রা. ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান এর উপর আর এক মুসলমান এর পাঁচটি হক আছে ।
1. সালামের জবাব দেওয়া.
2. হাঁচির জবাব দেওয়া.
3. দাওয়াত কবুল করা.
4. অসুস্থ হলে দেখতে যাওয়া.
5. জানাযায় অংশগ্রহণ করা.
(বুখারী, হাদিস : 1240,,মুসলিম, হাদিস : 2162)

02/10/2023

'মানুষ বলে, যার বাড়ি-গাড়ি আছে সেই সফল।
কুরআন বলে, যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল।’

[সূরা আল-শামসঃ ৯]

02/10/2023

নামাজ এমন একটি ইবাদত যা মানুষের আত্মা এবং শরীর দুইটাকেই সুস্থ রাখে
🌼 আলহামদুলিল্লাহ 🌼

30/09/2023

★>যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ-
১. গালাগালি করা।
২. হিংসা রাখা।
৩. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।
৪. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৫. মা বাপের উপর কথা বলা।
৬. নামাজের পর দোয়া না করা।
৭. দাঁড়িয়ে পানি পান করা।

উপকারী কয়েকটি কথাঃ-
১/যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো।

২/যদি মুখের ওজ্জল্যতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।

৩/যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করো।

৪/যদি শরীরের সুখ পেতে চাও তাহলে রোজা রাখো।

৫/ যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে ইস্তেগফার পড়ো। যদি ঘরে বরকত চাও তাহলে দরুদ শরিফ পড়ো।

৬/যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।

৭/যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে দোয়া করো।

আল্লাহ পাক আমাদেরকে ভাল থাকা ও ভাল কাজের তাওফীক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামীন🤲

29/09/2023

~যারা বেশি বেশি সালাম বিনিময় করে তারা জান্নাতি😍
[মুসলিম শরীফ:- ১০০]

Assalamualaikum 🤗

28/09/2023

,,,,,,,,,,,,,🌿আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ 🌿,,,,,,,,,,,,

🌺🌿ফজরের সালাতের ১০টি ফজিলত...........🌿

🌺🌿এগুলো জানার পর কারো আর
ফজর সালাতে গাফেলতি,🌿অলসতা আসবেনা...🌺🌿 ইনশাআল্লাহ্🌺🌿

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!🌺🌿
🌿__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১)🌿

২.রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।🌺🌿
🌿__(সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪)🌿

৩.রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।🌺🌿
🌿__(বুখারী-মুসলিম)🌿

৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 🌿
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!🌺🌿
🌿__(সহিহ মুসলিম-১০৯৬)🌿

৫. রাসূল (সাঃ) বলেছেন, " যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।🌺🌿
🌿__(আবু দাউদ --৪৯৪,,,,তিরমীযি)🌿

৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।🌺🌿
🌿__(বুখারী-৫৭৩)🌿

৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।🌺🌿
🌿__(সহিহ মুসলিম ৬৩৪) 🌿

৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।🌺🌿
🌿(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)🌿

৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।🌺🌿
🌿__(জামে তিরমিজি - ৪১৬)🌿

১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।🌺🌿
🌿__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)🌿

🌺🌿সুবহানআল্লাহ......🌿
আল্লাহর আমাদের উপরোক্ত সব নিয়ামতের
ভাগীদার করুন।🤲🤲

🤲আ-মীন ইয়া রব্বী কারীম🤲


28/09/2023

-ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে!

- অবশ্যই তুমি পাবে,যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু!!

[ সূরা,আনফালঃ-৭০]🌼🖤

28/09/2023

রাসূল ( সা : ) বলেন : যে অন্যের দোষ গোপন রাখবে - দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার দোষ গোপন রাখবে !

-মুসলিম ( ২৬৯৯ )

27/09/2023

আজকাল কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে.!

বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে,টেবিলের ওপর রাখা গ্লাসের পানি আপনা-আপনি আপনার মুখে এসে ঢুকবে না,উঠে বসুন,গ্লাস হাতে নেন,পানি পান করুন,ভাগ‍্যের ওপরে ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করুন.!

চেষ্টা আমার পক্ষ থেকে,আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে,আমার চেষ্টার দৌড় যেখানে শেষ হবে,আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হবে,তার জন্য আমাকে সব সময় চেষ্টা করে যেতে হবে,আর চেষ্টা করলে একদিন না একদিন পূর্ণতা আসবেই,ইনশাআল্লাহ,কেননা,আল্লাহ তো বলেই দিয়েছেনঃ-

اَمۡ لِلۡاِنۡسَانِ مَا تَمَنّٰی ۫ۖ
মানুষ যা চায়,তাই কি পায়?
[আন-নাজম-২৪]

وَاَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی ۙ
এবং মানুষ তাই পায়,যা সে চেষ্টা করে.!
[আন-নাজম-৩৯]

26/09/2023

❝সূরা ফাতিহা পড়ার পর যখন তোমাদের কেউ আমিন বলে, আর আসমানে ফেরেশতারাও আমিন বলেন, তারপর উভয়ের আমিন যদি মিলে যায় তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ!❞❤️

[সহিহ বুখারী, ৭৮১]🌸

#হাদীস

Address

Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fâlguñi Çhôwdhûry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share