Mouchak Scout School & College Short Stories

Mouchak Scout School & College Short Stories This magazine is a platform where you can share your memories and experiences of student life

27/11/2023

পড়াশোনার জন্য আরেকটা ব্রেন লাগবে এটা বিয়ের চিন্তায় ভরে গেছে 🥹

চিল 😌
18/09/2023

চিল 😌

09/09/2023

স্কাউটে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী 🌚

পোলাপান সব নষ্ট হইয়া যাইতাছে
04/09/2023

পোলাপান সব নষ্ট হইয়া যাইতাছে

28/06/2023

ঈদ-উল-আযহার পবিত্র দিনে আমরা যেন আমাদের সকল ত্রুটি-বিচ্যুতি ত্যাগ করি এবং হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের চেতনা মনে রাখি। সবার পরিবারের সাথে আনন্দময় ও সুন্দর ঈদ কাটুক। ঈদ মোবারক!

Confession no.(5)Name:  Rabby RayhanClass : xiFrom: chena kewআপনাকে চিনি ক্লাস 9 থেকে অনেক ফাজিল ছিলেন । তারপর অনেক দিন ...
22/05/2023

Confession no.(5)
Name: Rabby Rayhan
Class : xi
From: chena kew

আপনাকে চিনি ক্লাস 9 থেকে অনেক ফাজিল ছিলেন । তারপর অনেক দিন আপনাকে দেখি নাই । একদিন আগে আমি আপনাকে দেখলাম আপনারা অনেক এ মিলে আড্ডা দিচ্ছিলেন , তখন আমি পড়া শেষ করে বাসায় যাচ্ছিলাম । আপনি নাকি রিলেশন পছন্দ করেন না । তারপর আমার একটু খারাপ লাগে তবে মন কে বুঝিয়েছি যে সময় হইলে তো কিছু না কিছু হতে পারে তাই এটা confession দিলাম যাতে আপনি এটা জেনে রাখতে পারেন ।
আর ফ্রেন্ড রিকোয়েস্ট টা একসেপ্ট করেন । অনেক দিন ধরে দিয়ে রাখছি ।

আন্যের পেজ এর ছবি ক্রেডিট না দিয়ে নিজের পেজে সংগৃহিত নামে ছেড়ে দেওয়া কামলাদের জানাই মে দিবসের শুভেচ্ছা 😊
01/05/2023

আন্যের পেজ এর ছবি ক্রেডিট না দিয়ে নিজের পেজে সংগৃহিত নামে ছেড়ে দেওয়া কামলাদের জানাই মে দিবসের শুভেচ্ছা 😊

21/04/2023

আমাদের সকল ফলোয়ারকে জানাই ঈদ মুবারক, আর শুধুমাত্র একজন বিশেষ নারী ফলোয়ারকে I LOVE YOU!

"No matter how much I complain about school, I always miss it when I leave."Art Credit : Tasin Islam
18/04/2023

"No matter how much I complain about school, I always miss it when I leave."

Art Credit : Tasin Islam

Avoid this college in Bangladesh ! 🇧🇩 send by : Abu Sayēd Shekh
10/04/2023

Avoid this college in Bangladesh ! 🇧🇩

send by : Abu Sayēd Shekh

08/04/2023

পাখির চোখে স্কাউট ক্যাম্পাস

মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ এস এস সি ব্যাচ ২০২২

ভিডিও পাঠিয়েছে : Ahmed Emon

এসো  দলে দলে স্কাউট এ ভয় নাই 🙁
05/04/2023

এসো দলে দলে স্কাউট এ ভয় নাই 🙁

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে আমরা গভীরভাবে শোকাহত 😞
04/04/2023

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে আমরা গভীরভাবে শোকাহত 😞

29/03/2023

দুদু কলা দিয়ে কালসাপ না পুষে স্কাউট এর মেয়েদের পুষুন। মাঝে মাঝে ভাল্লাগবে।

Confession no.(4)Name:  Tasmim TouriClass : xiFrom: Your heartকি বলব ঠিক ভেবে পাচ্ছিনা 🙂🙂তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সে...
17/03/2023

Confession no.(4)
Name: Tasmim Touri
Class : xi
From: Your heart

কি বলব ঠিক ভেবে পাচ্ছিনা 🙂🙂
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছিলো 😶❤️। কিন্তু তোমাকে বলার মত সাহস আমার নেই। তাই ভাবলাম এভাবেই মনের কথাটা প্রকাশ করি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে। জানিনা এটা তুমি কিভাবে নিবে বা তোমার কেমন লাগবে!! জানিনা তোমার লাইফে অন্য কেউ আছে কিনা!! যদি কখনো প্রয়োজন মনে করো আমাকে খুঁজে নিও তোমার আশায় থাকবো প্রিয় ❤️❤️

Confession no.(3)Name:  RatulClass : ex 10From: নাম বলা যাবে না আপনাকে প্রথম স্কুলে শহিদ মিনারের সামনে দেখছি . ৪/৫ দিন দ...
14/03/2023

Confession no.(3)
Name: Ratul
Class : ex 10
From: নাম বলা যাবে না

আপনাকে প্রথম স্কুলে শহিদ মিনারের সামনে দেখছি . ৪/৫ দিন দেখছি কিনতু অনেকদিন ধরে দেখিনা . আপনাকে প্রথম দেখেই ক্রাশ খাইছি এখন তো প্রতিদিন ই দেখতে ইচ্ছা করে. আপনার হাসিটা অনেক সুন্দর. খুব ভালোলাগে আপনাকে দেখলে☺️. প্রথম দেখাতেই ফিদা হয়ে গেলাম😍. আপনি আমাকে চিনবেন না. সবসময় এভাবেই হাসবেন.

ইতি আপনার
নাম বলা যাবে না😁

Confession no.(2)Name:  JuWeLClass : ssc batch 22From: juniorপ্রিয়, আমি জানি তুমি আমায় চেনো কিন্তু তোমার সাথে কথা বলার ...
12/03/2023

Confession no.(2)
Name: JuWeL
Class : ssc batch 22
From: junior

প্রিয়,
আমি জানি তুমি আমায় চেনো কিন্তু তোমার সাথে কথা বলার আমার তেমন সময় হইনি। তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি কিন্তু তোমার সাথে কথা বলতে আমার ভয় করে। আবার আমাদের দেখা হবে কোনো এক নতুন দিনে। আর বেশি কিছু বলবো না তুমি ভালো থেকো আর পারলে আমার সাথে একবার দেখা হলে কথা বলিও

ইতি তোমার ক্রাস
junior

Confession no.(1)Name: Rayhan Class : ssc batch 22From: ochena kewপ্রিয়,তোমাকে যখন প্রথম দেখি তখন এক আন্যরকম ভালোলাগা কা...
07/03/2023

Confession no.(1)
Name: Rayhan
Class : ssc batch 22
From: ochena kew

প্রিয়,
তোমাকে যখন প্রথম দেখি তখন এক আন্যরকম ভালোলাগা কাজ করে। কি বলে শুরু করব বুঝতে পারছি না, তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্কুলের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে। তুমি কি রিলেশন কর নাকি আমি যানি নাহ, তবুও মনের কথা বলতেছি। সামনা সামনি বলতে পারি নাই তাই কোন এক ভাবে বলে দিলাম। ফিউচারে যদি কোন দিন সাহস টা আসে তাহলে সামনা সামনি এসে বলবো তোমাকে। তোমাকে কেন জানি প্রচন্ড ভালোবেসে ফেলেছি। হয়ত কোন একদিন পেয়ে যাবো নয়তো থেকে যাব আড়ালে। যদি পারো খুজে নিও আমাকে।

আনেক ভালোবাসি তোমাকে
ইতি আচেনা কেউ

30/09/2022

আপনার মৌচাক স্কাউট এর স্কুল বা কলেজ জীবনের জানা বা আজানা গল্প পাঠিয়ে দিতে পারেন আমাদের পেজের ইনবক্সে। আমরা আপনার গল্প আমাদের নীল কাগজে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করব।

16/09/2022

আপনি আসলে কে?

পৃথিবীতে আজ অবধি যারা মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছায় দিসে, সে অবতার হোক বা কোনো কবি, সাহিত্যিক বা আর্টিস্ট - সবার শিক্ষার মধ্যে একটা কথা কমন। এই কথায় সবাই জোর দিসে। তারা বলে গেসে know thyself। নিজেকে জানো। এই কথা নতুন না। অনেকেই অনেকখানে শুনসেন। কিন্তু এই কথার প্রকৃত অর্থ আসলে কী?

'নো ম্যানস ল্যান্ড' হচ্ছে দুইটা দেশের বর্ডারের মধ্যবর্তী একটা জায়গা। যে জায়গার উপর কোনো দেশেরই অধিকার নাই। এই জায়গার কোনো পরিচয় নাই। নাম নাই। বাংলায় যারে বলে অনিকেত প্রান্তর। মানুষ হিসেবে আমরা এক একজনের কাছে এক একরকম। সত্যি বলতে দ্বিধা নাই, আমাদের সবার আলাদা আলাদা মুখোশ আছে। পরিবারের কাছে আপনি একরকম। বন্ধুদের কাছে আপনি এক রকম। প্রেমিক/প্রেমিকার কাছে একরকম। বৌ/জামাইয়ের কাছে একরকম। সমাজের কাছে একরকম। দিনশেষে আপনি আপনার ঘরে এসে সব মুখোশ খুলে যখন বিছানায় শোন বা বসেন, যখন আপনার আশে-পাশে আর কেউ থাকে না, তখন আপনি হয়ে উঠেন আপনি। এই আপনি তখন হয়ে যান অনিকেত প্রান্তর, বা নো ম্যানস ল্যান্ড। এখানে আপনার কোনো মুখোশ পড়ার প্রয়োজন হয় না। কারণ এখানে জাজমেন্টের ভয়নাই। এখানে আপনাকে অপছন্দ করার কেউ নাই। তাই অভিনয় বা মুখোশ পড়ারও কোনো প্রয়োজন নাই।

মানুষ প্রচন্ড স্বার্থপর একটা প্রাণী। সে সবকিছু করে নিজের জন্য। প্রিয়জনের মৃত্যুতে আপনার যখন বুক ভেঙে কান্না আসে, কেনো আসে? কারণ এই মানুষের অনুপস্থিতিতে আপনার বাঁচতে কষ্ট হবে। সে মারা গেছে, কষ্টের প্রধাণ কারণ কিন্তু এটা থাকে না। আপনি তাকে মিস করবেন। তার অস্তিত্বের যে অভ্যস্ততা আপনার মাঝে তৈরি হয়েছে, সেই অভ্যস্ততা কাটতে সময় লাগবে। প্রেমিক প্রেমিকার 'তোমাকে ছাড়া আমি বাঁচবোনাও' অনেকটা এমন। এখানে আপনার অপার ভালোবাসা নেই। আছে অভ্যস্ততা। সে বিহীন বাস্তবতায় অভ্যস্ত হতে আপনার সময় লাগবে দেখেই আপনার কষ্ট হয় তাকে ছাড়তে। ঠিক এই কারণেই মানুষ একলা বাঁচতে পারে না। তার সঙ্গ লাগে। পরিবার লাগে। বেঁচে থাকার উদ্দেশ্য লাগে।

পৃথিবীর বুকে এই 'মানুষ' অনেক বড় একটা নাম। মানুষের একইসাথে ভালো এবং শয়তান হওয়ার ক্ষমতা আছে। মানুষ চাইলেই পৃথিবীকে সুন্দর করতে পারে। আবার চাইলেই ধ্বংস করে দিতে পারে। অনেকে এখানে বলতে পারেন আমার বেঁচে থাকার উদ্দেশ্য আমার পরিবার, আমার সন্তান। আপনার পরিবারকে ভালো রাখা, সন্তানকে ভালো রাখা অবশ্যই একটা উদ্দেশ্য। কিন্তু ওই যে বললাম, মানুষ স্বার্থপর প্রাণী; ঠিক এ কারণেই মানুষের বাঁচতে হলে তার একান্তই নিজস্ব কিছু লাগে। দিনশেষে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি যখন আপনার অনিকেত প্রান্তরে, যেখানে আপনার পরিবার, বন্ধু, সন্তান বা সমাজের সামনে কোনো মুখোশ পড়ার প্রয়োজন পড়ে না, ঠিক সে সময় আপনি কে? আপনার পরিচয় কী? সেখানে আপনার একান্ত নিজস্ব কিছুটা কী?

ঠিক এখানেই বুঝতে পারা যায় মহামানবদের মহান বানী নিজেকে জানো'র সংজ্ঞা। এসময় কারও পরিচয়, সে একজন আর্টিস্ট, পলিটিশিয়ান, ড্রিমার, মিউজিশিয়ান, লেখক বা হয়তো খুব সিম্পল একজন সাধারণ মানুষ। ধরা যাক, আপনার পরিবার আর নাই। সন্তান নাই। কিচ্ছু নাই। সব জাগতিক অবলম্বন শেষ, তখন আপনার বাঁচার উদ্দেশ্য তাহলে কি থাকবে?

আমার উদ্দেশ্য থাকবে তখন লেখা। আমি জীবনে বেশ কয়েকবার সিলিং ফ্যানের সাথে ফাঁস টাঙায় ফিরে আসছি। কারণ মনে হইসে, আমার অনেক গল্প লেখার আছে। আমি চাই আমার লেখা দিয়ে পৃথিবীতে ভালোবাসা নেমে আসুক। এই পৃথিবী সুন্দর হয়ে যাক। আমার এই এতটুকু গুণের শক্তি কিন্তু উপেক্ষা করার মতো না। আমার বন্ধু রাফসানের এই অনিকেত প্রান্তরের পরিচয় ছিলো মানুষকে হাসানো। সে লোকজনকে হাসানোর এক অদ্ভুত ক্ষমতা নিয়ে আসছিলো। আমার বন্ধু রাব্বির ছিলো সে কুত্তা পছন্দ করে। ওর মনে হইসে ও মরে গেলে এই কুকুরগুলারে দেখার কেউ থাকবে না। এই কথা বলার কারণ এইটাই যে আপনি মানুষকে হাসাতে পারেন বা কুত্তারে খাওয়ান, এটাও আপনার বাঁচার একটা অবলম্বন হইতে পারে।

"মানুষ মূলত একা " কথাটা এতো হালকা না। মানুষের আসলেই কেউ নাই। আমরা প্রচন্ড ইন্ডিভিজুয়াল প্রাণী। আপনার কি করতে ভালো লাগে, কোন জিনিসটা একান্তই আপনার, বেঁচে থাকার জন্য এটা খুঁজে বের করার আসলেই খুব দরকার।

শুনতে হয়তো কঠিন মনে হবে। কিন্তু বিষয়টা এতো কঠিনও না। একদিন হুট করে বাসা থেকে বের হয়ে যান। নিরুদ্দেশের পথে হাঁটা দেন। কমলাপুরে গিয়ে একটা র‌্যান্ডম ট্রেনে উঠে পড়েন। কিংবা বাসস্ট্যান্ডে উঠে কোনো বাসে। আপনার ভিতরে কি আছে একটু খুঁজে বের করার চেষ্টা করেন।

দেখবেন, জীবনের অন্যরকম একটা মানে খুঁজে পাবেন।

Address

Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Mouchak Scout School & College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mouchak Scout School & College Short Stories:

Videos

Share

Category