25/02/2021
Lovely wife 👰
🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)
পর্ব ৩,,,,,,,
এভাবেই আমার মনি কে খুব ভালোলাগে,,,,ওকে আমি ভালোবেসে ফেলেছি কিন্তু কক্ষনো মনিকে বলি নি,,,,,,
আর মনি আমাকে just best friend ভাবে,,,,,,
তারপর আমিও আবার মনিকে ফোন দিলাম,,,,
রিং হচ্ছে,,,, রিসিভ হতেই,,,,,ওপাশ থেকে বলা শুরু হলো,,,,,,,,,
★★মনিঃ ওই কুত্তা,, তোরে কয়টা ফোন দিছি,,,,বাংলাদেশে 🇧🇩 গিয়ে আমাকে ভুলে গেছিস তাই
না।(একটু রেগে গিয়ে বলল কথা গুলো😡)
★★আমিঃ হয়েছে একটু দম নে,,,,,,শোন দোস্ত আমি আসলেই জানতাম না যে তুই ফোন দিছিস,,, আমি বাহিরে ছিলাম,,বাড়ীর সবার সাথে আড্ডা দিচ্ছিলাম,,,,ফোন রুমে আছিলো,তাই তোর ফোন রিসিভ করতে পারি নি,,।এখন রুমে এসে দেখি তুই ফোন দিছিস তাই আমি তোকে ফোন দিলাম।
★★মনিঃও আচ্ছা,,, ঠিক আছে।
★★আমিঃ হুম,,,,
★★মনিঃ আংকেলের খবর কি তাই বল,,,এখন কেমন আছে সে?
★★আমিঃ আব্বু আগের থেকে এখন একটু ভালোই আছে।
★★মনিঃ ও
★★আমিঃ হুম। তারপর বল এখন কি করছিস?
★★মনিঃএই তো তোর সাথে কথা বলছি,,,,তুই
★★আমিঃ আমিও।
★★মনিঃ ও,, Diner করছিস?
★★আমিঃ হুম করছি।তুই?
★★মনিঃ হুম,,,
এভাবে আরও কথা বললাম,,,,,
তারপর,,
★★মনিঃ ওকে তাহলে এখন ঘুমা।good night 😪
★★আমিঃ ওকে good night 😪2
তারপর ফোন কেটে দিলাম।।
কিছুক্ষন একটু Facebooking করলাম।
তারপর ঘুমিয়ে পরলাম।
সকালে ঘুৃম ভাঙ্গল মিম এর কথা তে,,,,
★★মিমঃ ভাইয়া ওঠ।তারাতাড়ি।
★★আমিঃ হুম ( ঘুমে ঘুমে বললাম)
★★মনিঃ ভাইয়া ওঠ না।
★★আমিঃ কেন কি হয়েছে এত সকালে এসে বিরক্ত করছিস কেন?
★★মিমঃ এখন সকাল,,,দুপুর হতে চললো,আর সে সকাল বলছে,,,,ওঠ না,,,
তারপর ওঠে বসলাম,আর বললাম,,
★★আমিঃ কি হয়েছে বল,,,,
★★মিমঃ আব্বু তোকে ডাকছে,।
★★আমিঃ কি আগে বলবি না,,
তারপর বিছানা থেকে ওঠে ফ্রেস হওয়ার জন্য বাথরুমে
চলে,গেলাম।
প্রায় ২০ মি.পর ফ্রেস হয়ে নিচে গেলাম।
নিচে গিয়ে দেখি আব্বু আম্মু আরও অনেকেই খাওয়ার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে।
তারপর আমি গিয়ে টেবিলে বসে নাস্ত করলাম।
নাস্তা শেষে। দেখি ডক্টর এসেছে,,,
ডক্টর এসে আব্বুকে চেকআপ করলো।
চেকআপ শেষে ডক্টর বললো,,,,
★★ডক্টরঃ আর কোনো ভয় নেই,,,কিন্তু একটা সমস্যা আছে?
তখন আম্মু বলল,,
★★আম্মুঃ কি সমস্যা,, ডক্টর?(একটু মন মরা মুখ নিয়ে)..
★★ডক্টরঃ সে রকম কিছু just আপনরা ওনাকে কষ্ট বা চিন্তিত রাখবেন না। নাহলে কিন্তু আবারও হার্ড অ্যাটাক হতে পরে।
তারপর ডক্টর চলে গেল।
কিছুক্ষন পর সবাই চলে গেল,,আমিও যাব তখন হঠাৎ আব্বু আমাকে ডাক দিল,,,,,
★★আব্বুঃ মহিন,,,,
★★আমিঃ জি আব্বু,,,
★★আব্বুঃ তুই একটু এখানে বস না।
তারপর আমি খাটের এক পাশে বসলাম।।
★★আব্বুঃ বাবা আমার একটা কথা রাখবি?
★★আমিঃ কি কথা আব্বু বলো আমি অব্যশই রাখবো।
★★আব্বুঃ আমার ছোট বেলার ব্ন্ধু রফিক,, তাকে আমি কথা দিয়েছিলাম,যে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। বাবা মেয়েটা খুব সুন্দর,,,, খুব ভালো। আমি চাই তুই তাকে বিয়ে করে আমার ঘরের বৌমা বানা।
এ কথা শুনা মাএ আমি অবাক,,মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সড়ে গেছে।
আমি তখন আব্বুকে বললাম,,,,,,
★★ আমিঃ কি বলছো আব্বু এসব।আমি তোমার এ ইচ্ছা পূরন করতে পারবো না,৷ তুমি আমাকে অন্য কোনো কিছু আবদার করো আমি তা সাথে সাথে পূরন করব।কিন্তু এ বিয়েটা করতে পারব না।কারন আমি অন্য কাউকে ভালোবাসি।
★★আব্বু চুপ চাপ কোনো কথা বলছে না আমার সাথে।
★★আমিঃ কি হলো আব্বু কথা বলছ কেন?
★★আব্বুঃ তোকে আমার আর কিছুই বলার নাই,,, তুই
এখন যা।
তারপর আমি সেখান থেকে চলে আসলাম।
নিজের রুমে,,।তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলাম।
এটা কি ঠিক হলো,আমি আব্বুর মনে কষ্ট দিয়ে ফেলাম।এটা আমি কি করলাম।
কিন্তু আমার আর কি করার ছিলো,,,আমিও তো মনি কে ভালেবাসি।
এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরলাম তার ঠিক নাই।
ঘুম থেকে ওঠে দেখি ৫ টা বাজে,
ফ্রেস হয়ে নিচে গেলাম।
গিয়ে দেখি সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না।
আমি আম্মুকে গিয়ে বললাম,,,,,
★★আমিঃ আম্মু কি হয়েছে, সবার
★★আম্মুঃ চুপ চাপ কোনো কথা নেই।
★★আমিঃকি হয়েছে আমাকে কেউ কিছু বলবে,একটু plz,
তারপর আম্মু ওঠে এসে বলল,,,,,,
★★আম্মুঃ তোর আব্বু তোকে সকালে কি বলছিল যে তুই তোর আব্বুর মনে কষ্ট দিছিস।
★★আমিঃ মানে,,, কি হয়েছে তাই বলো,,,,
★★আম্মুঃতোর আব্বু ঐ যে সকালে সকালে নাস্তা করছে,,, এখনো কিছু খায়নি,,,,ওষুধ ও খায়নি।
★★আমিঃ কি বলছো,,,,,,
তারপর আমি তারাতাড়ি করে আব্বুর রুমে গেলাম, আর বললাম,,,,,
★★আমিঃ আব্বু কি হয়েছে তোমার,,,,
★★আব্বুঃ কি হবে আমার,কিছুই হয়নি,
★★আমিঃ তাহলে খাওয়া দাওয়া করছো না ওষুধ ও খাচ্ছো না
★★আব্বুঃএমনি আমার ভালো লাগছে না আমি খাব না।আর তুই এখান থেকে যা আমাকে একটু একা থাকতে দে।(মন খারাপ করে কথা গুলো বললো)
★★আমিঃ তাই না।আমি যাবো আগে তুমি খাও তারপর আমি যাবো।
★★আব্বুঃ আমি খাবো না।
★★আমিঃ ওকে তুমি আমার ওপরে রাগ করছো তো।ওকে তুমি যা বলছো আমি তাতে রাজি।আমি তোমার পছন্দ করা মেয়েটিকেই বিয়ে করব।
★★আব্বুঃ কি সত্যি। (একটু খুশি হয়ে 😊).
★★আমিঃ হুম,,,এখন আগে খাও তারাতাড়ি।
তারপর আব্বুর রাগ ভাঙ্গিয়ে আসলাম।
আমি আব্বুকে খুব ভালোবাসি,,,, আর এখন তার কোনো কথা না শুনলে সে কষ্ট পাবে। আর ডক্টর বলছে তাকে কোনো প্রকর কষ্ট দেওয়া যাবে না।তাই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আব্বুর পছন্দ করা মেয়েটিকে বিয়ের জন্য রাজি হলাম।।
বাড়ীর সবাই ☺ খুশি। তাই আমিও খুশি।
চলবে,,,,,,,,৷
Waiting for next part,,,,,,,,,,,,,,,,
বিঃ দ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।
আল্লাহাফেজ 💞💞