Ashahadi's Dairy

Ashahadi's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashahadi's Dairy, Magazine, Gazipur.

আগামীকাল আসছে,,,,,,
16/10/2021

আগামীকাল আসছে,,,,,,

Lovely Wife👰🖊️:Ariyan Ahammed Mahin (পিচ্চি লেখক) পর্ব ;৭তারপর মাহিন ও ঘুমিয়ে গেল।সকালে ঘড়ির এলাম বাজচ্ছে তারও মাহিন ঘুম...
13/06/2021

Lovely Wife👰

🖊️:Ariyan Ahammed Mahin (পিচ্চি লেখক)

পর্ব ;৭

তারপর মাহিন ও ঘুমিয়ে গেল।সকালে ঘড়ির এলাম বাজচ্ছে তারও মাহিন ঘুম থেকে উঠচ্ছে না। মায়া এসে গোসল শেষ করে রুমে এসে দেখে মাহিন এখনো ঘুমাচ্ছে। মায়া ভাবেচ্ছে, মনে মনে,,,,,,

★★মায়াঃ মনে হয়,কাল এতরাত পর্যন্ত কাজ করছে তাই এখনো ঘুম ভাংচ্ছে না।ডাক দিব। না থাক যদি কিছু মনে করে।না যা,মনে করার করবে তার তো অফিসে যেতে হবে।

তারপর মায়া আর কিছু না ভেবে মাহিন কে ডাক দিচ্ছে,,,,,,

★★মায়াঃ এই যে আপনি শুনচ্ছেন।উঠুন।আপনার অফিসে যাওয়ার,সময় হয়ে গেছে।উঠুন,,,,,

★★মাহিনঃ হুমহহহহ,,,,,কি হয়েছে এত সকাল সকাল ডাকছেন কেন? (ঘুমের মধ্যে,)

★★মায়াঃ আপনি অফিসে যাবেন না?

★★ মাহিনঃ হুম যাবো তো,,, কয়টা বাজে এখন?

★★মায়াঃ ৯ টা বাজতে গেল।

★★মাহিনঃ কিইইইই😱😱😱।

★★মায়াঃ জি।

★★মাহিনঃ আগে ডাকতে পারলেন না।

★★মায়াঃ আমি তো আপনাকে অনেকক্ষন ধরেই ডাকছি।কিন্তু আপনি তো উঠেন নি।

★★মাহিনঃ ও হয়েছে। সরেন আমি রেডি হয়ে নি।

তারপর,মাহিন রেডি হতে গেল।দৈর্ঘ ৩০ মি,পর মাহিন রেডি হয়ে নিচে আসতে লাগলো আর তখনি মিম এর সাথে দেখা।

★★মিমঃ ভাইয়া।

★★মাহিনঃ কত টাকা লাগবে?

★★মিমঃ আচ্ছা তুই বুঝলি কিভাবে আমার টাকা লাগবে।

★★মাহিনঃ তোর ডাক শুনেই বুঝে গেছি। এখন তারাতাড়ি বল কত টাকা? আমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে।

★★মিমঃ বেশি না মাএ ২০০০ টাকা।

★★মাহিনঃ কি করবি ২০০০ টাকা দিয়ে?

★★মিমঃ ফ্রন্ডদের সাথে আজ একটু চিল করব।

★★মাহিনঃ ওকে এই নে।

★★মিমঃtnq so much bro.....

★★মাহিনঃ most wlc,,, my dear sister,,,,

★★মিমঃ ও আচ্ছা ভাইয়া,,,,,,

★★মাহিনঃ আবার কি হল?

★★মিমঃ কালকে রাতে তুই ভাবির সাথে খেয়েছিলি?

★★মাহিনঃ না,,,,আমি তো অফিসে খেয়ে এসেছিলাম।
কেন কি হয়েছে?

★★মিমঃ ভাবি তোর সাথে খাবে বলে সে আমাদের সাথে রাতে খায়নি।

★★মাহিনঃ কি বলিস?

★★মিমঃ হুম।

★★মাহিনঃ ওকে তুই যা,,,,, আমার দেরি হয়ে যাচ্ছে।

তারপর মাহিন তারাতাড়ি করে অফিসে চলে গেল,,,,,,,,,,,,,,

Waiting for next part,,,,,

চলবে,,,,,,,,,

কিছু মনে করবেন না।অনেক দিন পর গল্পটা দিলাম তো তাই একটু ছোটো হয়ে গেল। nex গল্প টা বড় করে দিব। ইনশাআল্লাহ।

(বিঃদ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহাফেজ 💖💖💖💖

Lovely Wife👰🖊️Ariyan Ahammed Mahin (পিচ্চি লেখক)🥳পর্ব ৬ তারপর মেয়েটি ঘুমেয়ে গেল,,, আমিও ঘুমিয়ে পরলাম।সকালে ঘুম ভাঙ্গল, আ...
04/03/2021

Lovely Wife👰

🖊️Ariyan Ahammed Mahin (পিচ্চি লেখক)🥳

পর্ব ৬

তারপর মেয়েটি ঘুমেয়ে গেল,,, আমিও ঘুমিয়ে পরলাম।

সকালে ঘুম ভাঙ্গল, আজ ঘুমটা একটু তারাতাড়ি ভাঙ্গল। উঠে দেখি যে মেয়েটি নেই,,,ভাবলাম হয়ত বাথরুমে গেছে,,,,
পরে তাকিয়ে দেখি বাথরুম ফাকা কেউ নেই,,তাহলে মনে হয় নিচে গেছে।

তারপর আমিও ফ্রেস হয়ে নিচে গেলাম,,নিচে আসতেই দেখি সবাই আমার জন্য খাবার টেবিলে বসে নাস্তা করছে,, আমি বসতেই,আব্বু বলল,,,

★★আব্বুঃ কিরে তুই আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলি,,,,,,আজ কোন দিকে সূর্যটা ওঠেছে,,,,,

★★আমিঃ না এমনি তেই ঘুম ভেঙ্গে গেল।তাই আর কি,,,,

তারপর আম্মা মেয়েটিকে বলল,,,,

★★আম্মাঃ মা মায়া সবাইকে নাস্তা দাও।

★★মেয়েটি মনে মায়াঃ জি আম্মা দিচ্ছি।

তারপর মায়া,সবাইকে নাস্তা দেওয়া শুরু করল,, সবাইকে দেওয়া শেষ করে আমাকে দিলো,,,,

তারপর নাস্তা শেষ করে উপরে চলে গেলাম।

কিছুক্ষন পর আব্বু ডাক দিলো,,,,

আমিও গেলাম,,,,,

★★আমিঃ আব্বু আমাকে ডাকছো?

★★আব্বুঃ হুম,,,,শুন তোকে আমি আজ একটা দায়িত্ব দিব,,,,আশা করি তুই করবি।

★★আমিঃ হুম করব,,, তুমি বলো।

★★আব্বুঃ আমি চাই তুই এবার আমার অফিস সামলা।

★★আমিঃ না মানে আব্বু কি পারব এত বড় অফিস সামলাতে।।

★★আব্বুঃ অবশ্যই পারবি তুই, তোর উপর আমার বিশ্বাস আছে।আর আমি এখন থেকে আর অফিস যাবো না।

★★আমিঃ কি বলছো,,, কেন?

★★আব্বুঃ আমার এখন বয়স হয়েছে,, তাই এখন আমি অবসর। তকে এখন থেকে আমার পাওয়ার দিয়ে দিলাম।তুই আমার চেম্বারে বসবি।

★★আমিঃ আমি আর কিছু বললাম না।কিন্তু থেকে জয়েন করব!

★★আব্বুঃ আগামীকাল থেকে,, আমি মেনেজারকে সব বলে দিচ্ছি,, ওনি সব রেডি করে রাখবে।

★★আমিঃ ওকে আব্বু

তারপর নিজের রুমে গেলাম,,,

রুমে যাওয়ার আগে একবার দেখলাম, মায়া আম্মুর চুলে তেল দিয়ে দিচ্ছে।আর কত গল্প করছে,দেখে খুব ভালোই লাগলো।

তারপর রুমে চলে গেলাম।বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছিলাম।

এভাবেই সারাটা দিন চলে গেল।

পরের দিন,, সকালা সকাল উঠলাম ঘুম থেকে,, কারন আজকে আমার আফিস join করতে হবে। তারপর রেডি হয়ে নিচে গেলাম,নাস্তা করে আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে গেলাম।

আজকে আমার খুব ভালো লাগছে।কারন আজকে আমার জীবনের fast job,

তারপর অফিসে পৌছালাম।দেখি যে কত লোক আমার জন্য ফুল হাতে দারিয়ে আছে।

যে দেখছে সেই হ্যান্ডসেপ করছে আর বলছে Wlc mr.Mahin.

তারপর মেনেজার আমার চেম্বারটা দেখিয়ে দিল।

বসে বসে ফাইল চেক করছি,,আরও অনেক কিছু।।এভাবে কাজ করতে করতে রাত হয়ে গেল, তারপর বাড়ী ফিরলাম,,,,

বাড়ীতে পৌছাতে পৌঁছাতে রাত প্রায় ১২ টা বেজে গেল,,তারপর ড্রাইভারকে গাড়ী পার্কিং করতে বলে চলে এলাম।

বাড়ীতে ঢুকতেই দেখি মায়া আমার জন্য টেবিলে বসে বসে অপেক্ষা করছে,,,

আমি বাড়ীতে ঢুকতেই ও বলে উঠলো,,,,,

★★মায়াঃ আপনি ফ্রেস হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি।

★★আমিঃ না মানে আমার খিদে নেই,,আমি খেয়ে এসেছি।

★★মায়াঃ ও আচ্ছা । (

মায়া মেয়েটি ভাবছিল একসাথে দুজনে খাবে কিন্তু মাহিন নাকি খেয়ে এসেছে।তাই মায়াও আর খেল না।রুমে চলে আসলো।

মায়াকে দেখেই মাহিন বলল,,,

★★মাহিনঃ কি হলো আপনার খাওয়া শেষ।

★★মায়াঃ জি আমার খাওয়া শেষ।

★★মাহিনঃ ও আচ্ছা।

তারপর মাহিন পোশাক পাল্টে শুয়ে ছিল।আর তখন মায়া বলল,,,,

★★মায়াঃ কেমন কাটলো আপনার আজকের দিন অফিসে।

★★মাহিনঃ খুব ভালো

তারপর মায়া আর কিছু বলল না,,,, শুয়ে পরল।কিছুক্ষন পর মাহিন ও ঘুমুয়ে পরলো।

চলবে,,,,

জানি না গল্পটা কেমন হয়েছে,,,,,আশা করি ভালোভাবে লিখতে পেরেছি।

বিঃদ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ ❤️❤️❤️

Lovely Wife👰🖊️ Ariyan Ahammed Mahin(পিচ্চি লেখক)🥳পর্ব  ৫ আজকে আমার বিয়ে আমার কোনো ইচ্ছা নেই।শুধু আব্বুর ইচ্ছা পূরনের জন্...
01/03/2021

Lovely Wife👰

🖊️ Ariyan Ahammed Mahin(পিচ্চি লেখক)🥳

পর্ব ৫

আজকে আমার বিয়ে আমার কোনো ইচ্ছা নেই।শুধু আব্বুর ইচ্ছা পূরনের জন্য বিয়েটা করা।

আরও অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে,,এভাবে অনেক কিছু ভাবতছি,,,,

হঠাৎ আম্মাু এসে দাড়ালো আমার সামনে,,,

আর বলল,,,,,

★★আম্মুঃ কিরে বাবা তুই এখনো রেডি হস নি,,,

★★আমিঃ এই তো আম্মু সবেমাএ ঘুৃৃম থেকে ওঠে ফ্রেস হয়ে নিচে আসলাম।

★★আম্মুঃ কি বলিস,,আজ তোর বিয়ে সকাল সকাল ওঠবি তা না তুই ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করলি,,,,,,যা আর এখানে দাড়িয়ে না থেকে,,নাস্তা করে রেডি হো,,,,

★★আমিঃ আচ্ছা ঠিক আছে,,,,

তারপর আম্মু চলে গেল,,আমিও নাস্তা করার জন্য গেলাম,,,,

নাস্তা শেষ করে, রুমে গিয়ে রেডি হলাম,,,,,

তারপর আমাকে নিচে নিয়ে গেল,,,

তারপর মেয়ে বাড়ী চলে গেলাম,,।

সবাই আমাকে দেখে বলছে এই বর এসে গেছে।

তারপর মেয়েকে নিয়ে এসে কাজি বিয়ে পরিয়ে দিলো।

তারপর মেয়েকে, মেয়ের বাবা আমার হাতে তুলে দিল।

তারপর করও অনেক কিছু করা লাগলো,,,( যা আমি নিজে জানি না, কারন আমি তো আর আসলে বিয়ে করিনি যে জানবো😁😁। থাক এখন গল্পে আসা যাক,,,,,

তারপর বাড়ী চলে আসলাম,,বউকে সবাই রুমে নিয়ে গেল,,,,,

আমি ছাদে একা একা বসে আছি,,,আর ভাবছি মনির কথা,,,,ভাবতে ভাবতে রাত প্রায় ১১ঃ২০ বাজে,,তাও বসেই আছি,

এমন সময় ভাবি এসে পিছন থেকে ডাক দিল,,,,,

★★ভাবিঃ আরে ভাই তুমি এখানে,কি করছো, একা একা বসে,,,তোমার বউ তো ওখানে রুমে একা একা বসে আছে,যাও রুমে

★★আমিঃ না মানে ভাবি, একটু খারাপ লাগছিল তো তাই এখানে বসে ছিলাম।

★★ভাবিঃ ভালো লাগছে না দেখে তুমি এখানে বসে থাকবা,,,,আজ তোমার বাসর রাত ওখানে যাও সব ঠিক হয়ে যাবে।😁

★★আমিঃ তুৃমিও না ভাবি,খালি দুষ্টুমি কর,,

★★ভাবিঃ হুম করবোই তো,তুমি আমার ১০ টা না ৫ টা না ১ মাএ দেবর, তোমার সাথে করব না তো কার সাথে করব শুনি।

★★আমিঃ এটাই বিপদ,,,,

★★ভাবিঃ হয়েছে হয়েছে,এখন যাও মেয়েটি ওখানে এখনো একা একা বসে আছে। যাও

★★আমিঃ হুম যাচ্ছি।

তারপর ছাদ থেকে নিচে এলাম।এসে নিজের রুমে ঢুকার সময় ভাবি বলে উঠলো,,,,,,

★★ভাবিঃ রাতে বিড়াল ঠিকভাবে মাইরো কিন্তু ( বলেই মুচকি হাসি দিয়ে চলে গেল)..

★★আমিঃ হায় রে দুঃখ এমনি মনটা খারাপ এরা সবাই দেখি আমাকে নিয়ে মজা করছে,( মনে মনে বললাম ।

তারপর রুমে ঢুকলাম,,ঢুকেই দরজা টা লাগালাম,

দরজা লাগানোর শব্দে মেয়েটি একটু লড়েচড়ে বসলো,

আমি কাছে যেতেই আমাকে সালাম করল,,,,

তখন আমি বললাম,,,,,,

★★আমিঃ দেখুন আপনাকে আমার কিছু বলার ছিল,,

★★মেয়েটি(কারন আমি তার নাম জানি না তাই মেয়েটি লিখলাম।

★★মেয়েটিঃজি বলুন,

★★আমিঃ আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনে হয়ত আপনি একটু অবাক ও ততে পারেন, কিন্তু আমার কিছু কারার নেই।

★★মেয়েটিঃ মানে ঠিক বুঝলাম না

★★আমিঃ আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারব না,,

মেয়েটি কথা শুনার সাথে সাথে একটু অবাক হয়ে গেল আর বলল,,,,,

★★মেয়েটিঃ কেন জানতে পারি?

আমি তারপর সব কথা গুলো বললাম।

মেয়েটি শুনে তারপর বলল

★★মেয়েটিঃ তা এগুলো আমাকে আগে বলেন নি কেন।

★★আমিঃ আমি আপনাকে আগে বলতে পারি নি কারন আমার আব্বুর ইচ্ছাটা আমি পূরন করতে চেয়ে ছিলাম,আর এই ইচ্ছাটা পূরন করার জন্যই আপনাকে আমার বিয়ে করা।

★★মেয়েটিঃ আপনি আপনার বাবাকে বলতে পারতেন।

★★আমিঃ আমি বলছিলাম,কিন্তু আব্বু এমনিতেই অসুস্থ তাই তাকে আর কষ্ট দিতে চাই নি।
আর আপনি plz একথা গুলো বলবেন না কউকে,,

মেয়েটি চুপচাপ কোনো কথা নেই তার মুখে।
তারপর আমি ঘুমুয়ে পরলাম,,,,,,,

ও মেয়েটির পরচয় টাই তো আপনাদের দেওয়াই হলো না,,,,মেয়েটির নাম মায়া, দেখতে বেশ সুন্দর। গায়ের রং ফর্সা আর ইত্যাদি ইত্যাদি।

ও অনেকে আবার বলবেন যে মেয়েটি যখন খুব সুন্দর তা হলে তাকে বউ হিসেবে মেনে নিচ্ছি না কেন,আরে ভাই তাকে নিয়েই তো গল্প তাই একটু নাটক করা গল্পে।

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

চলবে,,,,,,

বিঃদ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার,দৃষ্টিতে দেখবেন।
আর গল্পটা কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ ❤️❤️

Lovely Wife 👰🖊️Ariyan Ahammad Mahin (পচ্চি লেখক)🥳পর্ব ৪,,,,,তারপর আমি আব্বুর কথায় রাজি হলাম।আব্বু ও খুশি,, বাড়ীর সবাইও খ...
25/02/2021

Lovely Wife 👰

🖊️Ariyan Ahammad Mahin (পচ্চি লেখক)🥳

পর্ব ৪,,,,,

তারপর আমি আব্বুর কথায় রাজি হলাম।

আব্বু ও খুশি,, বাড়ীর সবাইও খুশি, আর তাদের খুশি দেখে আমিও খুশি।

কিন্তু কেউ জানে না যে, আমার এই খুশির মাঝে লুকিয়ে আছে অনেক কষ্ট,,,,,,

আমি শুধু মনির কথা ভাবছিলাম,,,খুব মনে পরছিলো ওকে।।৷

অনেকক্ষন এভাবে ভাবতে ভাবতে,,,,,

আব্বু ডাক দিলো,,,,,

★★আব্বুঃ মাহিন,,,,,

★★আমিঃ জি আব্বু,,

★★আব্বুঃ এই দেখ মেয়েটার ছবি,,,,,🖼️।

★★আমিঃ থাক আব্বু,,, মেয়ে টিকে আর দেখতে হবে না,,,,

★★আব্বুঃ কেন?

★★আমিঃকারন আমি জানি যে তোমার পছন্দ করা মেয়ে টি অসুন্দর হতে পারে না।

এ কথা শুনে আব্বু একটু হাসলো,আর বললল,,,,,

★★আব্বুঃ তারপরও একটু দেখ তি

★★আমিঃ না আব্বু দেখতে হবে না।।

★★আব্বুঃ তাহলে কি আমি বিয়ের দিন তারিখ ঠিক করব।

★★আমিঃ ওকে করো।

তারপর একটা হাসি দিয়ে রুম থেকে চলে এসে,নিজের রুমে গেলাম।

রুমে এসে মন টা খারাপ করে বসে বসে মনির সাথে কাটানো দিন গুলোর কথা মনে করলাম।

এ কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরেছি তার ঠিক নেই।

রাতে আার ঘুৃম ভাঙ্গে নি,,,,,

সকালে ঘুম থেকে ওঠে,, ফ্রেস হয়ে নিচে গেলাম,,,,

গিয়ে দেখি সবাই,,,,খুব আন্দিত।

তারপর খাবার টেবিলে গিয়ে নাস্তা করে নিলাম।

নাস্তা শেষে,, আব্বু ডাক দিলো,,,,

আমি আব্বুর কাছে গিয়ে বললাম,,,,,,,

★★আমিঃ আব্বু আমাকে ডেকেছো????

★★আব্বুঃ হে, ডেকেছি,,,এদিকে আসো।

তারপর আব্বুর কাছে গিয়ে বসলাম,,

তখন আব্বু বলতে শুরু করল,,

★★আব্বু ঃআমি ভাবছি,আগামী ৩ দিন পর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করছি,,,,,।তুমি কি বল?

★★আমিঃ ঠিক আছে আব্বু তুমি যা ভালো বুঝ,তাই কর।

তারপর আমি চলে আসলাম,,,৷ ,,,,,,,

বাহিরে গিয়ে একটু হাটাহাটি করলাম,,,,,

দোকানে বসে বসে 🚬সিগারেট খেলাম।

বাড়ী ফিরতে ফিরতে সন্ধা হয়ে গেল।

তারপর বাড়ীতে গিয়ে,,,

ফ্রেস হয়ে,,,Diner করলাম,।

তারপর খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম,,,।

মনিকে একটু miss করছিলাম।তাই মনিকে একটা ফোন দিলাম,,,,

রিং হচ্ছে,৷ ,৷

রিসিভ হতেই,,,,

★★মনিঃ কিরে বান্দর,, কি খবর তোর?

★★আমিঃ এইতো কোনো রকম।তোর?

★★মনিঃ হুম আমিও তোর মতো আছি কোনো রকম।

★★আমিঃ ও।

★★মনিঃহুম।

★★আমিঃ কি করছিস?

★★মনিঃ এই তো বসে আছি।তুই?

★★আমিঃ আমিও রে।ও হে যে কারনে তোকে ফোন করা,,, আগামী ২দিন পর আমার বিয়ে

★★মনিঃ কি ( একটু খুশি হয়ে)

★★আমিঃ হুম তোকে কিন্তু আসতে হবে।

★★মনিঃ নারে দোস্ত আমি তো আসতে পারব না।

★★আমিঃ কেন,

★★মনিঃ এখন কি করে আসি বল,,,,,,, পরে ঠিকই আসবো।

★★আমিঃ সত্যি তো

★★মনিঃ হুম।

এভাবে অনেক কথা বলার পর লাইন কেটে দিয়ে শুয়ে পরলাম।।

এভাবেই দিনকে দিন চলে যাচ্ছে।

বিয়ের দিন ও চলে এসেছে।

আজ কে আমার বিয়ে সারা বাড়ী হৈ চৈ।

সবাই কতই না খুশি।

কিন্তু এই দিকে আমি কষ্টে আছি।আমার কোনো ইচ্ছাই নাই বিয়ে করার।শুধু আব্বুর ইচ্ছে পূরনের জন্য বিয়ে করা।

💛💚💙💚💙💛💚💚💛💚💚💛💚💛💚💚💚💛💛💛💛💙💙💙💙💙💙💙💙💙💛💛💙💛💙💛💙💛💚💛💚💚💛💛💛💚💙💛💙💙💛💙💛💚💚💛💚💛💚💛💚💚💚💚💚💚💚💚💚💚💛💚💛💚💙❤️❤️❤️💚💜

চলবে,,,,,,,,,

Waiting for next part..............

বিঃদ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর গল্পটা কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ❣️

আল্লাহাফেজ 💙💙💙

Lovely wife 👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) পর্ব ৩,,,,,,, এভাবেই আমার মনি কে খুব ভালোলাগে,,,,ওকে আমি ভালোবেসে ফেল...
25/02/2021

Lovely wife 👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)

পর্ব ৩,,,,,,,

এভাবেই আমার মনি কে খুব ভালোলাগে,,,,ওকে আমি ভালোবেসে ফেলেছি কিন্তু কক্ষনো মনিকে বলি নি,,,,,,

আর মনি আমাকে just best friend ভাবে,,,,,,

তারপর আমিও আবার মনিকে ফোন দিলাম,,,,

রিং হচ্ছে,,,, রিসিভ হতেই,,,,,ওপাশ থেকে বলা শুরু হলো,,,,,,,,,

★★মনিঃ ওই কুত্তা,, তোরে কয়টা ফোন দিছি,,,,বাংলাদেশে 🇧🇩 গিয়ে আমাকে ভুলে গেছিস তাই
না।(একটু রেগে গিয়ে বলল কথা গুলো😡)

★★আমিঃ হয়েছে একটু দম নে,,,,,,শোন দোস্ত আমি আসলেই জানতাম না যে তুই ফোন দিছিস,,, আমি বাহিরে ছিলাম,,বাড়ীর সবার সাথে আড্ডা দিচ্ছিলাম,,,,ফোন রুমে আছিলো,তাই তোর ফোন রিসিভ করতে পারি নি,,।এখন রুমে এসে দেখি তুই ফোন দিছিস তাই আমি তোকে ফোন দিলাম।

★★মনিঃও আচ্ছা,,, ঠিক আছে।

★★আমিঃ হুম,,,,

★★মনিঃ আংকেলের খবর কি তাই বল,,,এখন কেমন আছে সে?

★★আমিঃ আব্বু আগের থেকে এখন একটু ভালোই আছে।

★★মনিঃ ও

★★আমিঃ হুম। তারপর বল এখন কি করছিস?

★★মনিঃএই তো তোর সাথে কথা বলছি,,,,তুই

★★আমিঃ আমিও।

★★মনিঃ ও,, Diner করছিস?

★★আমিঃ হুম করছি।তুই?

★★মনিঃ হুম,,,

এভাবে আরও কথা বললাম,,,,,

তারপর,,

★★মনিঃ ওকে তাহলে এখন ঘুমা।good night 😪

★★আমিঃ ওকে good night 😪2

তারপর ফোন কেটে দিলাম।।

কিছুক্ষন একটু Facebooking করলাম।

তারপর ঘুমিয়ে পরলাম।

সকালে ঘুৃম ভাঙ্গল মিম এর কথা তে,,,,

★★মিমঃ ভাইয়া ওঠ।তারাতাড়ি।

★★আমিঃ হুম ( ঘুমে ঘুমে বললাম)

★★মনিঃ ভাইয়া ওঠ না।

★★আমিঃ কেন কি হয়েছে এত সকালে এসে বিরক্ত করছিস কেন?

★★মিমঃ এখন সকাল,,,দুপুর হতে চললো,আর সে সকাল বলছে,,,,ওঠ না,,,

তারপর ওঠে বসলাম,আর বললাম,,

★★আমিঃ কি হয়েছে বল,,,,

★★মিমঃ আব্বু তোকে ডাকছে,।

★★আমিঃ কি আগে বলবি না,,

তারপর বিছানা থেকে ওঠে ফ্রেস হওয়ার জন্য বাথরুমে
চলে,গেলাম।

প্রায় ২০ মি.পর ফ্রেস হয়ে নিচে গেলাম।

নিচে গিয়ে দেখি আব্বু আম্মু আরও অনেকেই খাওয়ার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে।

তারপর আমি গিয়ে টেবিলে বসে নাস্ত করলাম।

নাস্তা শেষে। দেখি ডক্টর এসেছে,,,

ডক্টর এসে আব্বুকে চেকআপ করলো।

চেকআপ শেষে ডক্টর বললো,,,,

★★ডক্টরঃ আর কোনো ভয় নেই,,,কিন্তু একটা সমস্যা আছে?

তখন আম্মু বলল,,

★★আম্মুঃ কি সমস্যা,, ডক্টর?(একটু মন মরা মুখ নিয়ে)..

★★ডক্টরঃ সে রকম কিছু just আপনরা ওনাকে কষ্ট বা চিন্তিত রাখবেন না। নাহলে কিন্তু আবারও হার্ড অ্যাটাক হতে পরে।

তারপর ডক্টর চলে গেল।

কিছুক্ষন পর সবাই চলে গেল,,আমিও যাব তখন হঠাৎ আব্বু আমাকে ডাক দিল,,,,,

★★আব্বুঃ মহিন,,,,

★★আমিঃ জি আব্বু,,,

★★আব্বুঃ তুই একটু এখানে বস না।

তারপর আমি খাটের এক পাশে বসলাম।।

★★আব্বুঃ বাবা আমার একটা কথা রাখবি?

★★আমিঃ কি কথা আব্বু বলো আমি অব্যশই রাখবো।

★★আব্বুঃ আমার ছোট বেলার ব্ন্ধু রফিক,, তাকে আমি কথা দিয়েছিলাম,যে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। বাবা মেয়েটা খুব সুন্দর,,,, খুব ভালো। আমি চাই তুই তাকে বিয়ে করে আমার ঘরের বৌমা বানা।

এ কথা শুনা মাএ আমি অবাক,,মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সড়ে গেছে।

আমি তখন আব্বুকে বললাম,,,,,,

★★ আমিঃ কি বলছো আব্বু এসব।আমি তোমার এ ইচ্ছা পূরন করতে পারবো না,৷ তুমি আমাকে অন্য কোনো কিছু আবদার করো আমি তা সাথে সাথে পূরন করব।কিন্তু এ বিয়েটা করতে পারব না।কারন আমি অন্য কাউকে ভালোবাসি।

★★আব্বু চুপ চাপ কোনো কথা বলছে না আমার সাথে।

★★আমিঃ কি হলো আব্বু কথা বলছ কেন?

★★আব্বুঃ তোকে আমার আর কিছুই বলার নাই,,, তুই
এখন যা।

তারপর আমি সেখান থেকে চলে আসলাম।

নিজের রুমে,,।তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলাম।

এটা কি ঠিক হলো,আমি আব্বুর মনে কষ্ট দিয়ে ফেলাম।এটা আমি কি করলাম।

কিন্তু আমার আর কি করার ছিলো,,,আমিও তো মনি কে ভালেবাসি।
এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরলাম তার ঠিক নাই।

ঘুম থেকে ওঠে দেখি ৫ টা বাজে,

ফ্রেস হয়ে নিচে গেলাম।

গিয়ে দেখি সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না।

আমি আম্মুকে গিয়ে বললাম,,,,,

★★আমিঃ আম্মু কি হয়েছে, সবার

★★আম্মুঃ চুপ চাপ কোনো কথা নেই।

★★আমিঃকি হয়েছে আমাকে কেউ কিছু বলবে,একটু plz,

তারপর আম্মু ওঠে এসে বলল,,,,,,

★★আম্মুঃ তোর আব্বু তোকে সকালে কি বলছিল যে তুই তোর আব্বুর মনে কষ্ট দিছিস।

★★আমিঃ মানে,,, কি হয়েছে তাই বলো,,,,

★★আম্মুঃতোর আব্বু ঐ যে সকালে সকালে নাস্তা করছে,,, এখনো কিছু খায়নি,,,,ওষুধ ও খায়নি।

★★আমিঃ কি বলছো,,,,,,

তারপর আমি তারাতাড়ি করে আব্বুর রুমে গেলাম, আর বললাম,,,,,

★★আমিঃ আব্বু কি হয়েছে তোমার,,,,

★★আব্বুঃ কি হবে আমার,কিছুই হয়নি,

★★আমিঃ তাহলে খাওয়া দাওয়া করছো না ওষুধ ও খাচ্ছো না

★★আব্বুঃএমনি আমার ভালো লাগছে না আমি খাব না।আর তুই এখান থেকে যা আমাকে একটু একা থাকতে দে।(মন খারাপ করে কথা গুলো বললো)

★★আমিঃ তাই না।আমি যাবো আগে তুমি খাও তারপর আমি যাবো।

★★আব্বুঃ আমি খাবো না।

★★আমিঃ ওকে তুমি আমার ওপরে রাগ করছো তো।ওকে তুমি যা বলছো আমি তাতে রাজি।আমি তোমার পছন্দ করা মেয়েটিকেই বিয়ে করব।

★★আব্বুঃ কি সত্যি। (একটু খুশি হয়ে 😊).

★★আমিঃ হুম,,,এখন আগে খাও তারাতাড়ি।

তারপর আব্বুর রাগ ভাঙ্গিয়ে আসলাম।

আমি আব্বুকে খুব ভালোবাসি,,,, আর এখন তার কোনো কথা না শুনলে সে কষ্ট পাবে। আর ডক্টর বলছে তাকে কোনো প্রকর কষ্ট দেওয়া যাবে না।তাই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আব্বুর পছন্দ করা মেয়েটিকে বিয়ের জন্য রাজি হলাম।।

বাড়ীর সবাই ☺ খুশি। তাই আমিও খুশি।

চলবে,,,,,,,,৷

Waiting for next part,,,,,,,,,,,,,,,,

বিঃ দ্রঃ গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ 💞💞

Lovely Wife👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) 🥳পর্ব ২তারপর গাড়ী থেকে নেমে যা দেখলাম তা দেখেই তো আমি অবাক,,,দেখি যে ব...
25/02/2021

Lovely Wife👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) 🥳

পর্ব ২

তারপর গাড়ী থেকে নেমে যা দেখলাম তা দেখেই তো আমি অবাক,,,

দেখি যে বাড়িতে লোক জন আমার জন্য অপেক্ষা করছে,,,,

আমার ছোট বোন এসেই আমাকে বলল

★★ছোট বোনঃ ভাইয়া কেমন আসিছ( জড়িয়ে ধরে বলল)

আমিও একটা চুমা দিয়ে বললাম,,

★★আমিঃ আলহামদুলিল্লাহ ভালো,,, আছি তুই?

★★ছোট বোনঃ তুই আমাকে কেন জানাস নি যে তুই আজকে আসবি?😡

★★আমিঃ oky oky,,, আমার ভুল হয়ে গেছে মহারানী,,আপনি আমাকে যে শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব!

★★ছোট বোনঃ oky শাস্তি পরে দিব,,,

এরমধ্যেই আম্মা এতো,এসেই বলল,

★★আম্মাঃ কিরে তোদের ভাই বোনের কথা শেষ হলো,,,?চল বাবা বাড়ীতে চল।

★★আমিঃ হুম চল।

বাড়ী ঢুকতে ঢুকতে আমার ছোট বোনের পরিচয় টা আপনাদের দেই,,,,

আমার ছোট বোনের নাম হলো মিম,,,সে এখন ক্লাস ১০ এ পরে,,,,,বাড়ীর খুব আদরের,,,,,,

( এখন এটুকুই জানলেই হবে পরে আরও জানবেন)
তারপর বাড়ীর ভিতরে প্রবেশ করলাম,,

বাড়ীতে ঢুকার সাথে সাথে আম্মুকে বললাম,

★★আমিঃ আম্মু, আব্বু কোথায় দেখছি না কেন?

★★আম্মুঃ তোর আব্বু রুমেই আছে,

★★আমিঃ তাহলে আমি আগে আব্বুর সাথে দেখা করে আসি,,,

★★আম্মুঃ আচ্ছা যা,

তারপর আব্বু রুমে গেলাম,,

দেখছি যে আব্বু শুয়ে আছে,,

আমি কাছে গিয়েই

আব্বুর কাছে বসলাম,

তারপর বলতে শুরু করলাম

★★আমিঃ আব্বু, আব্বু ( আছতে করে ডাক দিলাম)

★★ আব্বুঃ হুম কে?

★★আমিঃ আব্বু আমি মাহিন,

★★আব্বুঃ কি মাহিন,,,,বাবা তুই আসছিস,

★★আমিঃ জি আব্বু।

এভাবেই আরোও কথ বার্তা বললাম,,,,

তারপর আব্বু বলল

★★আব্বুঃ যা বাবা, আনেক জার্নি করে এসেছিস,,, এখন গিয়ে ফ্রেশ হও,,,,

★★আমিঃ আচ্ছা আব্বু,,,,

তারপর নিজের রুমে চলে গেলাম,,,,, ফ্রেশ হওয়ার জন্য,।

রুমে গিয়েই তো আমি অবাক,,,, কেন জানেন,,, কারন টা হলো এটাই যে আমার রুম আগে যেরকমটা ছিল আজও ৭ বছর পর সেই রকামওই আছে,।

খুব ভালো লগলো রুমটা দেখে,,,,,

তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম,,,,,

গিয়ে সবার সাথে আড্ডা দিলাম,,,,,রাতে সবার সাথে একসাথে খেলাম,,,,,

এভাবে রাত ১১ পর্যন্ত আড্ডা দিলাম,,,,,,,

তারপর আবারও রুমে চলে এলাম,,,,,

রুমে এসেই দেখি,,, ১৫টা মিসকল আসছে,,,

তাকিয়ে দেখি ফোনটা দিয়ে ছিলো আমার gf মনি,,

ও তো আবার মনির পরিচয় না জানলে বুঝবেন না,,

মনি হলো আমার gf,,

মনি আর আমি লন্ডনে একই আফিসে job করি,,

এভাবেই মনি আর আমার মধ্যে প্রেম হয়ে যায়,,,,,,

চলবে,,,,,,,,,

Waiting for next part,,,,,,,,. ,,,,,,,,,,

আশা করছি গল্পটা কিছুটা হলেও ভালো করে উপস্থাপন করতে পেরেছি,,,,,,,

ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।।

আল্লাহাফেজ 💝💝

Lovely Wife,👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳সূচনা পর্ব,সকালে ঘুমাচ্ছি, এমন সময় ফোন আসলো,,,তাকিয়ে দেখলাম,কে ফোন দি...
25/02/2021

Lovely Wife,👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳

সূচনা পর্ব,

সকালে ঘুমাচ্ছি, এমন সময় ফোন আসলো,,,

তাকিয়ে দেখলাম,কে ফোন দিছে,, দেখলাম আম্মা ফোন দিছে,,

রিসিভ করতেই,,,,,

★★আমিঃ হ্যালো,, আম্মা,,,

★★আম্মাঃকেমন আছিস বাবা,

★★আমিঃ আলহামদুলিল্লাহ ভালো,,,তোমরা সবাই কেমন আছো?

★★আম্মাঃ ভালো না রে বাবা,,,

★★আমিঃ কেন,? কি হয়েছে?

★★আম্মাঃ তোর বাবা,,,খুব অসুস্থ,

★★আমিঃ কিহ,,,

★★আম্মাঃ হুম রে বাবা

★★আমিঃ কি হয়েছে আব্বুর,,

★★আম্মাঃ গতকাল রাতে হার্টঅ্যাটাক করছে,,

★★আমিঃ কি বলছো,,এখন কেমন আছে,,,

★★আম্মাঃএখন একটু ভালো আছে,,,। তুই তারাতাড়ি চলে আয়,, বাবা,

★★আমিঃ হুম আম্মা আমি আজকেই আসছি,,,,

তারপর আমি বললাম,আব্বুকে দেওয়া যাবে,,,

★★আম্মাঃনারে বাবা,,তোর বাবা এখন ঘুমাচ্ছে।

★★আমিঃ ওকে আম্মা,।।

এভাবে আরও কথা হলো,,

তারপর ফোন কেটে দিয়ে,,ব্যাগ গুছাচ্ছি,,,,

ও হে আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়াই হলো না,,,

ব্যগ গুছাতে গুছাতে আপনাদের পরিচয়টা দেওয়া যাক,,,

আমি, আরিয়ান আহাম্মেদ মাহিন,, লন্ডন থাকি,পড়াশোনার জন্য,২ দিন হয়ে গেছে আমার পরিক্ষা শেষ,,

আর আজকে শুনতে পেলাম যে আব্বুর নাকি হার্টঅ্যাটাক হয়েছে,তো আমি আর থাকতে পারলাম না,,,,কারন আমি আমার আব্বু আম্মা কে খুব ভালোবাসি,,,

জানলেনইতো আমার পরিচয়টা,,,,পরে না হয় আরও পরিচয় জানতে পারবেন,,,

ব্যগ ঘুছানো শেষ,, আমিও রেডি,৩০মি, এর মধ্যে এয়ারপোর্টে এ পৌছালাম,,,,

দৈঘ্য ৩ ঘন্টা পর আমি নিজের দেশে,,মানে বাংলাদেশ এ পৌছালাম,,,,

আমি এয়ারপোর্টে থেকে বের হয়ে, দেখি আমার জন্য গাড়ী নিয়ে দাড়িয়ে আছে আমার বড় ভাই,,,

আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো,তারপর গড়ীতে গিয়ে বসলাম,,

★★ভাইয়াঃ কিরে কেমন আসিস,

★★আমিঃ কিভাবে ভালো থাকি বল,আব্বু এই অবস্থা,,,,

এভাবে কথা বলতে বলতে,,বাড়ী চলে আসলাম,,,,

বাড়ী এসেই, গাড়ী থেকে নেমে যা দেখলাম,তা দেখে তো আমি অবাক,,,,,,,,

waiting for next part

চলবে,,,,,,,,,,,

নতুন গল্প তো তাই আর কি একটু ছোট করে দিলাম,,,,,।,,,nxt part টা বড় করে দিব,,,,

গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ 💝💝💝

সিনিয়র বউ 👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳শেষ পর্ব,,,তারপর আম্মা চলে গেল,,,,কিছুক্ষন পর আমিও চলে গেলাম,,,বন্ধুদের...
25/02/2021

সিনিয়র বউ 👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳

শেষ পর্ব,,,

তারপর আম্মা চলে গেল,,,,

কিছুক্ষন পর আমিও চলে গেলাম,,,

বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য,

আমি বাইক 🏍️টা নিয়ে গেলাম,কাশেম মামার চায়ের দোকানে,,

গিয়ে দেখি সানি,&আসিক বসে আছে,,,

আমাকে দেখেই ওরা বলা শুরু করে দিল,৷

★★সানিঃ কি দোস্ত, কেমন কাটলো কালকের রাত,,

★★আমিঃ ধুরু সালা চুপ,,,

★★আসিকঃ কেন রে,,,

★★আমিঃ বালের বাসর রাত,,,

★★সানিঃ কেন রে,,, কি হয়েছে,,

তারপর আমি ওদের ঘটে যাওয়া সবটা বললাম,,,

শুনে ওরা তো,,হাসি শুরু করে দিল,,

কিছুক্ষন পর আমি বললাম,

★★আমিঃ ওই তোরা চুপ থাকবি নাকি ওদের একটু উওম মাধ্যম দিতে হবে,,,

তারপর হারামি দুইটার হাসি থামলো,,,

★★আমিঃ ওই সিগারেট 🚬 ধরা,,,

তারপর সিগারেট 🚬 খেলাম,,,এভাবে রাত ১০ টা বাজিয়ে দিলাম,,,

তারপর হারামি দুইটা বাড়ী চলে গেল,,,

আমিও চলে আসলাম,,,

বাড়ী এসেই,,, দেখি বাড়ী গরম,,,

★★আম্মাঃ এত দেরি হলো কেন,,

★★আমিঃ না মানে আম্মা একটু,,

★★আম্মাঃ চুপ,ঘরে বউ থুয়ে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে,,

★★আমিঃsry আম্মা,,

★★আম্মাঃ সরি আমাকে না বলে,,মায়াকে গিয়ে বলগা,, সে তোর উপরে রাগ করে কিছু খাইনি,,,

★★আমিঃকি

★★আম্মাঃ হুম

তারপর রুমে গেলাম,,

গিয়েই দেখি মায়া চুপচাপ, বসে আছে,

আমি গিয়ে চুপচাপ বসলাম আর বললাম,

★★আমিঃ কি হয়েছে আপনার, আপনি খাননি কেন?

★★মায়াঃ তাতে তোর কি

★★আমিঃআমার বউ খায়নি আমার সমস্যা হবেনা,,

★★মায়াঃবউ বলে,, বউকে একটু আদর করে না,,খালি রাগ দেখায়,,,

★★আমিঃ রাগ করব কেন, বলেন, কালকে বাসর রাত ছিল,একটু রোমান্স করতাম,আর আপনি আমাকে সুফাতে, শুয়ালেন,সকালে জড়িয়ে ধরলাম,দৌড়ে চলে গেলেন,তো রাগ করব না,,

★★মায়াঃ তাই বুঝি বাবু,,,ওকে, তুমি চাইলে কিন্তু আজও বাসর রাত করতে পারি,,

★★আমিঃ কি

★★মায়াঃহুম,কেন চলবে না

★★আমিঃ চলবে মানে দৌড়বে,,,

তারপর আর কি ঘরের দরজা,,লাগিয়ে দিলাম,,

তারপর ওর ঠোটের সাথে আমার ঠোট লাগিয়ে লম্বা একটা কিস করলাম প্রায় ১০ মি,

আরও অনেক কিছু,,,,,,,,,,,

এভাবে আমাদের সুখের সংসার চলে যাচ্ছে,, এখন আমাদের একটি ছোট মেয়েও আছে,,,,

THE STORY END,,,,,

dear পাঠক/পাঠিকা,,গল্পটা কেমন লাগলো,,তা অবশ্যই বলবেন,,,,

গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,

আল্লাহাফেজ 💞
&
Good night / শুভরাএি😪😪

সিনিয়র বউ 👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) পর্ব ২৪ তারপর আর কি,, চলে গেলাম সুফাতে,,,ঘুমানোর জন্য, শুয়ে পরলাম, আর ম...
25/02/2021

সিনিয়র বউ 👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)

পর্ব ২৪

তারপর আর কি,, চলে গেলাম সুফাতে,,,ঘুমানোর জন্য,

শুয়ে পরলাম, আর মনে মনে বললাম,

★★আমিঃ ধুরু সালা, নিজের রুম, নিজের খাট আর নিজেই খাটে শুতে পারলাম না,😡😡😡

আরও কিছু আবল তাবল বলতে বলতে ঘুমিয়ে পরলাম।

সকালে ঘুম থেকে ওঠে, হঠাৎ দেখি,,,,,,

মায়া আয়নার সামনে গিয়ে চুল হাসরাছে,,,,,

পরনে একটা নীল শাড়ী,,,আর ও ইত্যাদি ইত্যাদি,,,

আমি চুপে চাপে ওর কাছে গিয়ে পিছন থেকে ওর চুলের সুভাস নিচ্ছি,

তারপর ছট করে ওকে জড়িয়ে ধরলাম,,,,

ও একটু চমকে উঠে, বললো

★★মায়াঃ ওই কি করছিস,,,ছাড় ছাড় আমাকে

★★আমিঃ আমি কি আপনাকে ধরছি,,

★★মায়াঃ তো কাকে ধুরছিস

★★আমিঃ আমি আমার বউকে ধরছি,,👰 😁😁

★★মায়াঃ তাই না,,

★★আমিঃ হুম

★★মায়াঃ ছাড় এখন কাজ করছি দেখছিস না

★★আমিঃ না ছাড়বো না,,,

★★মায়াঃ আমি কিন্তু চিৎকার দিব

★★আমিঃ দেন গা

★★মায়াঃ তাই

★★আমিঃ হুম।

তারপর মায়া হঠাৎ করে বলে উঠলো

★★মায়াঃ ওই যে আম্মা, বলে দৌড়

★★

আমি ওকে ছেড়ে দিয়ে

★★আমিঃ কই আম্মা,???

★★মায়াঃ😁😁😁মিথ্যা কথা বলছি,,

★★আমিঃ😡😡😡

★★মায়াঃ😁😁😁

তারপর মায়া নিচে চলে গেল,,,,

আমিও ফ্রেস হওয়ার জন্য বাথরুমে গেলাম,,,

দৈর্ঘ ২০ মি,পর রেডি হয়ে নিচে চলে গেলাম,,,,

নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে,,

★★আব্বুঃ এত সময় লাগে আসতে,,

★★আমিঃ আব্বু একটু দেরি হয়ে গেল,,,,

★★আব্বুঃ ওকে, তারাতাড়ি বস,,

তারপর টেবিলে বসলাম,,,

তখন আম্মা বলল

★★আম্মাঃ মায়া সবাইকে দাও,,

★★মায়াঃ জি আম্মা

তারপর সবাই কে একে একে করে নাস্তা দিল,,

এবার আমাকে দিতে আসলো,

★★আমিঃ থাক আমি নিয়ে খাচ্ছি, দিতে হবে না,,,,

এ কথা শুনেই আম্মা বলল,

★★আম্মাঃ এ আবার কি কথা,,,মায়া তুমি দাও

তারপর দিল,,

তারপর খেলাম,

খাওয়া দাওয়া শেষ করে,,,, রুমে চলে গেলাম,,

তারপর মায়াও আসলো,,,

এসেই বলা শুরু করলো,,,,

★★মায়াঃ নিচে আমার সাথে এইরকম ব্যবহার করলি কেন,,,

★★আমিঃ চুপ 🤭🤭

★★মায়াঃ কিরে চুপ কেন,

★★আমিঃ আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না,,,,,

★★মায়াঃ কি,,,, তাই

★★আমিঃ হুম।

তখন মায়া আম্মাকে ডাক দিলো,,,

কিছুক্ষন পর আম্মা এলো,,

★★আম্মাঃ কি হয়েছে, বউমা,

★★মায়াঃ আম্মা ও আমার সাথে কথা বলছে না,,,( আমাকে দেখিয়ে দিয়ে বলল)।

★★আম্মাঃ কেন,,, কি হয়েছে, আবার,,,

★★মায়াঃ জানি না তো,,

★★আম্মাঃ কি হয়েছে রে মাহিন,,

★★আমিঃ কই কিছু হয়নি তো।।

★★আম্মাঃ তাহলে মায়ার সাথে কথা বলছিস না কেন।

★★আমিঃ এমনি আম্মা একটু মজা করলাম, ওর সাথে,,,,

★★আম্মাঃ ও আচ্ছা, তাহলে তোরা থাক আমি যাই,,,,

তারপর আম্মা চলে গেল,,,,,,

চলবে,,,,,,,,,,,

Waiting for last part,,,,,,,,,

dear পাঠক/ পাঠিকা,,, জানি গল্প দিতে খুব দেরি হয়ে গেছে। কেউ কিছু মনে করবেন না,,, একটু সমস্যা ছিল তাই তারাতাড়ি দিতে পারি নি,,,,,।

আজকে গল্প শেষ করে দিব,,,,,,রাতে শেষ পর্ব পারবেন,,,,,,,,।

গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ 💕💕

সিনিয়র বউ👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳পর্ব ২৩ তার পর গিয়ে গাড়ীতে বসলাম,,বসে বসে ভাবছি আজকে মঙ্গলবার সবার মঙ্গল...
25/02/2021

সিনিয়র বউ👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳

পর্ব ২৩

তার পর গিয়ে গাড়ীতে বসলাম,,

বসে বসে ভাবছি আজকে মঙ্গলবার সবার মঙ্গল হয় আর আমার অমঙ্গল হচ্ছে ( আসলে আজ মঙ্গলবার না গল্পে মঙ্গলবার) আম্মা যে মেয়ের সাথে আমাকে বিয়ে
দিবে সে তো আমার জীবন কয়লা করে দিবে,,,,,,এরকম আরও নানারকম কথা আমার মনের ভিতরে ঘুরছে।

আমি ভাবছি, এরকম সময় গাড়ী থামলো,,আর সানি বললো,,

★★সানিঃ দোস্ত চলে আসছি তো নাম গাড়ী থেকে,

★★আমিঃ কি চলেও আসছি,,

তারপর আর কি নামলাম,,,,,,

নামতেই অনেক গুলো মেয়ে মহিলা আসলো,,তার মধ্যে আবার মায়ার মাও ছিল, আমাকে মিষ্টি আরও কিছু খাওয়ালো,

খাওয়ারপর ভিতরে প্রবেশ করলাম,আব্বু মায়ার বাবার সাথে কথা বলছে,, সানি &আসিক আমার পাশে বসে আছে,,,,

কিছুক্ষন পর খাওয়া দাওয়া করে বসিয়ে রাখছে আমাকে,,,,

আর ওদিকে মায়াকে সাজাচ্ছে,,,

১ ঘন্টা পর মায়াকে নিয়ে এল,,,

৩০,মিনিট এর মতো সময় লাগলো বিয়ের জন্য যা যা করতে হয়,,,,,, অবশেষে বিয়ে হয়ে গেল,,,

এখন বিদায় এর সময়,,,,,,

সময় কান্নাকাটি,,,,

কান্নাকাটি শেষ করে মায়াকে গাড়ীতে বসাল,

তারপর মায়ার বাড়ী থেকে আমাদের বাড়ীর জন্য রওনা হলাম,,,,

১ঘন্টা পর বাড়ীতে পৌছালাম,,,

বাড়ীতে পৌছাতেই,,, আম্মাকে সালাম করলাম,

★★আম্মাঃ থাক মা, তোমার জায়গা আমার পায়ে না আমার বুকে,,,

তারপর মায়াকে আমার রুমে নিয়ে গেল

আমিও একটু সানি আর আসিক এরসাথে ছাদে গিয়ে
একটু আড্ডা দিলাম, আড্ডা দিতে দিতে ১১ টা বেজে গেল,,,

তখন আসিক বললো.........

★★আসিকঃ দোস্ত তোর এখন যা দরকার, মায়া একা একা বসে আছে,,

★★সানিঃ আসিক ঠিক বলছে তুই এখন যা,,,

★★আমিঃ আচ্ছা তোরা যখন বললি তাহলে যাই,,,,

★★আসিকঃ দোস্ত রাতে বিড়াল ঠিকভাবে পারিস কিন্তু,,,,

★★আমিঃ ওকে,,,

তারপর বুকে ১০০ কেজি সাহস নিয়ে রুমে গেলাম,,,,

রুমে ঢুকার আগে একটু কেমন যেন লাগছিল,,,,

সব সহস যেন মাটি হয়ে গেল,,,,,

তখন ভাবছিলাম ভিতরে যাবো কি না,,,,,

ভাবতে ভাবতে প্রায় ১২ টা বেজে গেল,,,

এর মধ্যে সানি আর আসিক হাজির ,,,,

আমাকে দেখেই ওরা বলল......

★★সানিঃ কিরে এখনো রুমে ঢুকিস নি,,,

★★আমিঃ নারে দোস্ত কেমন যেন লাগছে

★★আসিকঃ ঐ ব্যাটা তুই কি মেয়ে নাকি যে কেমন কেমন লাগছে

★★সানিঃ দোস্ত তুই খুব সাহসি, তোর কোনো ভয় নাই,,, আজকের রাতটা খুব বিশেষ রাত যা তুই ভিতরে,,,, আরও কিছু কথা বললো,,,,

শুনেই আবার আমার মধ্যে সাহস চলে এলো এখন আর ১০০ কেজি সাহস নেই নি এবার ১০০০কেজি সাহস নিয়েই রুমে ঢুকলাম,,,,

রুমে ঢুকতেই দেখি মায়া খাটের এক কোনে বসে আছে আর game খেলছে।

আমাকে দেখেই,,,, একটু নরা চরা দিয়ে বসলো,,

আমি কাছে যেতেই বলে উঠলো

★★মায়াঃ এত দেরি হলো কেন, আমি একা একা ঘরে বসে আছি তার ঠিক আছে।

★★আমিঃ না মানে আসলে,, সানি আর আসিক এর সাথে আড্ডা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে,,,,

★★মায়াঃ তাই বলে এত দেরি

★★আমিঃ sry আমার ভুল হয়ে গেছে,,,

★★মায়াঃ ঠিক আছে।।

হঠাৎ মায়া বলে উঠলো

★★মায়াঃতুই সিগারেট🚬 খাইছিস কেন

★★আমিঃ কই নাতো

★★মায়াঃ মিথ্যা বলসিস কেন,,,

★★আমিঃ আসলে একটু খাইছি

★★মায়াঃ ভালো, করছিস তোর শাস্তি আছে, তুই আজকে ছুফাতে শুভি

★★আমিঃ না আমি নিচে শুতে পারি না,,,

★★মায়াঃ না পারলে নাই সুফাতে শুতে হবে,,,

বলেই একটা বালিশ আর কম্বল দিল,,,,,,

আমি ও শুয়ে পরলাম,,,,,

হঠাৎ সকালে ঘুম ভঙ্গিতেই দেখি,,,,,,,,,

চলবে,,,,,,,,,

Waiting for next part

গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।

আল্লাহাফেজ💕
৷ &
Good Night/ শুভরাএি😪

সিনিয়র বউ 👰🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳পর্ব ২২তারপর একটু Facebooking করলাম,প্রায় ২০ পর শুরার জন্য তৈরি হলাম।ফো...
25/02/2021

সিনিয়র বউ 👰

🖊️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক)🥳

পর্ব ২২

তারপর একটু Facebooking করলাম,প্রায় ২০ পর শুরার জন্য তৈরি হলাম।ফোনটা 📲 রেখেদিলাম।

রাতে আর মায়ার সাথে কথা হলো না,

সকালে ঘুম ভাঙ্গল আম্মার ডাকে,

★★আম্মাঃ মাহিন, মাহিন বাবা উঠ

★★আমিঃ হুমমমম ( ঘুমের মাঝে কি আবল তাবল বললাম)

★★আম্মাঃ ওঠ

★★আমিঃ হুম উঠছি

★★আম্মাঃ ওঠছি না, এখনি ওঠ

★★আমিঃ কেন এত ডাকছো,একটু পরে উঠি

★★আম্মাঃ আজ যে তোর বিয়ে কিছু মনে আছে

ও হো আজ তো আমার বিয়ে কিছুই তো মনে নাই,আপনাদের কিন্তু দাওয়াত দিলাম, সবাই কিন্তু মনে করে আসবেন, সাথে করে কিন্তু ঐটাও বুঝছেন নাকি বুঝেন নাই।অনেকে আছে নাও বুঝতে পারে, তাদের উদ্দেশ্য আবার বললাম ঐটা মানে gift আর কি, আনতে কিন্তু ভুইলেন না,

★★আম্মাঃ ঐ মনে মনে কি বলছিস 😡😡(একটু রেগে গিয়ে)

★★আমিঃ না আম্মা কিছু না

★★আম্মাঃ আচ্ছা তারাতাড়ি উঠ (এবলেই চলে গেল)

দেখলেনি তো আপনারা, আপনাদের দাওয়াত দিতে গিয়ে আমার বকা খেতে হলো আম্মার কাছ থেকে।

আচ্ছা বাদ দেওয়া যাক, মূল গল্পে আসি,,,,,

তারপর ফ্রেস হতে গেলাম,

প্রায় ৩০ মি. পর. ফ্রেস হয়ে বের হলাম,

তারপর নিচে গেলাম, গিয়ে দেখি কত আয়োজন সারা বাড়ী হৈ চৈ,

তারপর আব্বু ডাক দিল,,,,,,,

★★আব্বুঃ মাহিন

★★আমিঃ জি আব্বু

★★আব্বুঃ নাস্তা করছ

★★আমিঃ না করি নি করব

★★আব্বুঃতাহলে করে নাও গিয়ে

★★আমিঃ আচ্ছা

তারপর নাস্তা শেষ করলাম,

তারপর ঘরে বসে বসে আমি আর হারামি দুইটা আড্ডা দিলাম,,,,,

এভাবে ১১ টা বেজে গেল,,,

আম্মা ডাকছে,,,,

★★আম্মাঃ মাহিন

★★আমিঃ কি আম্মা

★★আম্মাঃ এই নাও

★★আমিঃ কি এটা

★★আম্মাঃ শেরওয়ানী, এটা পরে রেডি হয়ে আস

★★আমিঃ হুম।

★★সানি&আসিকঃ আন্টি আমাদের টা কই?

★★আম্মাঃ তোদের টা তোদের রুমে রাখা আছে

★★ সানি& আশিকঃ আচ্ছা আন্টি

তারপর আম্মা চলে গেল, সানি আর আসিক ও চলে গেল,আমিও রেডি হওয়ার জন্য চলে গেলাম,

প্রায় ১ ঘন্টা পর রেডি হয়ে বের হলাম,

তারপর সবাই রেডি হয়ে এলো,,,,,

তারপর আমাকে আমার ফুফাতো বোন শিখিয়ে দিল

★★ফুফাতো বোনঃ মাহিন মামিকে বল, মা আমি তোমার জন্য বউমা আনতে যাচ্ছি,

★★আমিঃ আচ্ছা

তারপর আম্মাকে বললাম

★★আমিঃ আম্মা আমি তোমার জন্য বউমা আনতে যাচ্ছি

★★আম্মাঃ কিছুই বললো না,শুধু আমাকে কপালে একটা চুমা দিল।

তারপর গাড়ীতে গিয়ে বসলাম,,

চলবে,,,,,,,,

কিছুমনে করবেন না, আজকে গল্পটা ছোট হয়ে গেল,কেউ কিছু মনে করবেন না plz,।
গল্পে ভুল এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর গল্পটা কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না,,,,,।

আল্লাহাফেজ💞💕
&
Good Night /শুভ রাএি😪😪😪😪

সিনিয়র বউ 👰🖋️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) 🥳পর্ব ২১তারপর হারামি দুইটা কে নিয়ে বাহিরে গেলাম।বাহিরে গিয়েই একটা দোকান...
25/02/2021

সিনিয়র বউ 👰

🖋️আরিয়ান আহাম্মেদ মাহিন (পিচ্চি লেখক) 🥳

পর্ব ২১

তারপর হারামি দুইটা কে নিয়ে বাহিরে গেলাম।

বাহিরে গিয়েই একটা দোকানে গিয়ে ৩ জন সিগারেট খেলাম।

এভাবে প্রায় ১ ঘন্টার মতো বাহিরে সময় কাটালাম।তারপর বাড়ীর দিকে রওনা দিলাম। বাড়ীতে ঢুকতেই আম্মার অবস্থান,

আম্মার সেই বাংলা ভাষণ।

★★আম্মাঃ এত সময় বাহিরে কি করলে।

★★আমিঃ আসলে আম্মা একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল।

★★আম্মাঃ কি এমন কাজ শুনি

★★আমিঃ না মানে ইয়ে

★★আম্মাঃ কিয়ে বল

★★,আমিঃ কিছুই না, এমনি বসে ছিলাম,

★★আম্মাঃ ও আমি তো জানি,১ ঘন্টা তুই বাহিরে বসে ছিলি,😡😡তোর সময় গ্যান কিছুই নেই 😡 ( রেগে গিয়ে কথাগুলো বলল,আসলে আমার আম্মা কিন্তু এখনো আমাকে বকা দেয়,এই যে এখন গল্প লিখছিলাম, আম্মা তখনো আমাকে একটু বাংলা ভাষণ দিল😁😁আমার কাজ হলো এক কান দিয়ে শোনা আর অন্য কান দিয়ে বের করে দেয়া😁😁

মূল গল্পে আসা যাক,

★★আমিঃ oky my dear mom sry, আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে।

★★আম্মাঃ it’s oky , এখন যা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুই তোর রুমে গিয়ে রেডি হয়ে আয়,আর হে তোর ঘরে দেখবি তোর পোশাক রাখা আছে ওগুলো পরবি,

★★আমিঃ আচ্ছা

তারপর আমার রুমে চলে আসলাম, তারপর পোশাক দেখতে লাগলাম,দেখেই তো আমি অবাক কারন পোশাক গুলো আর পোশাক না গুলো হচ্ছে লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি, দেখেই তো আমার মাথা ঠিক নাই, তারপর আম্মাকে ডাক দিলাম

★★আমিঃ আম্মা আম্মা,

আম্মা এসেই,

★★আম্মাঃকি হয়েছে, এত চেচাচ্ছিস কেন,

★★আমিঃ চেচাবো না কেন, এগুলো কি ( পোশাক গুলো দেখিয়ে বললাম)

★★আম্মাঃ কেন তুই দেখচ্ছিস না এগুলো কি,

★★আমিঃ এগুলো আমার পরতে হবে

★★আম্মাঃ হুম

★★আমিঃ কিন্তু আমি তো এগুলো পরতে পারি না,(আসলেই আমি লুঙ্গি পরতে পারি না) 😁😁

★★আম্মাঃ পরতে পারি না বল্লে হবে না, তোর পরতেই হবে,( এবলেই চলে গেল)

এখন কি করি,তারপর হারমি দুইটা কে ফোন দিলাম,

রিং হচ্ছে, রিসিভ করেই

★★সানিঃ কি হয়েছে বল

★★আমিঃদোস্ত কই তোরা

★★সানিঃ নিচে আছি কেন

★★আমিঃ দোস্ত তোরা তারাতাড়ি আমার রুমে আয়,

★★সানিঃ কিন্তু কেন তাই তো বল,

★★আমিঃ খুব দরকার

★★সানিঃ oky তুই ২ মি.বস আমি ৫ মিনিটে আসছি 😁😁😁

কিছুক্ষন পর হারামি দুইটা আসলো,

★★সানিঃ কিরে হয়েছে বল

★★আমিঃ দোস্ত আমার একটা help করবি তোরা

★★আসিকঃ কি help

★★আমিঃ আম্মা বলল যে লুঙ্গি পরতে

★★আসিকঃ তো কি পর

★★আমিঃ আরে সালা আমি যদি লুঙ্গি পরতেই পারতাম তাহলে কি তোদের ডাকতাম,

★★সানিঃ কি তুই লুঙ্গি পরতে পারিস না

★★আমিঃ না 😔

একথা শুনার,সাথে সাথে হারামি দুইটা হাসতে শুরু করে দিল,

★★আমিঃ ঐ তোরা থামবি নাকি তোদের উওম মাধ্যম দিতে হবে। 😡

★★সানিঃ oky oky

তারপর আমাকে লুঙ্গি পরিয়ে দিলো, তারপর আম্মা ওদেরও আমার মতো লুঙ্গি পরতে বলল,

তারপর ওরাও লুঙ্গি পরলো,

এরমধ্যে আসিক বলে উঠলো দোস্ত চল আমরা একটু লুঙ্গি ড্যান্স দেই,

তারপর আসিক লুঙ্গি ড্যান্স গান সারলো আমরা একটি নেচলাম,

তারপর মায়ার ফোন ভিডিও ফোন দিছে

রিসিভ করেই

আমি তো ওকে দেখে অবাক

হলুদ একটা শাড়ী, মাথায় ফুল আর অনেক কিছু,

এরপর মায়া বলল

★★মায়াঃ কিরে আমাকে কেমন লাগছে

★★আমিঃ খুব খুব

★★মায়াঃ tnx

★★আমিঃ কি বলছি জানেন না যেনেই tnx.

★★ মায়াঃ কেন তুই কি বলছিস

★★আমিঃ আমি বলছি যে, খুব খুব বাজে লাগছে আপনাকে

★★মায়াঃ কি 😡

★★আমিঃ জি😁😁

★★মায়াঃ আমি যদি আম্মাকে না বলি এ কথা দেখিস

★★আমিঃ 😝🤪😝🤪বলেন গা

তারপর হারামি দুইটা আমার কাছ থেকে ফোনটা নিয়েই মায়ার সাথে কথা বলছে

★★আসিকঃ আরে ভাবি আপনাকে দেখতে তো সেই লাগছে,

★★সানিঃ ভাবি কি বলব বলেন আর আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে

★★মায়াঃ কি সত্যি,

★★হারামি দুইটা ঃ জি ভাবি

★★মায়াঃ কিন্তু দেখ তোমাদের বন্ধুর তো আমাকে নাকি বাজে দেখাচ্ছে

★★হারামি দুইটাঃ আরে ভাবি ওর কি আর চোখ আছে নাকি, কথায় আছে না বান্দার কেছে জানেগে আনদার কা সয়াদ

★★আমিঃ কি আমি বান্দর,

★★সানিঃ হুম

তারপর মায়া বলছে

★★মায়াঃ তোমরা কি পরছো দেখি

★★হারামি দুইটাঃ লুঙ্গি

★★মায়াঃ ও খুব সুন্দর লাগছে তোমাদের।

★★সানিঃ ভাবি আপনাকে একটা হাসির কথা বলি

★★মায়াঃ হুম বল

★★সানিঃ মাহিন তো লুঙ্গিই পরতে পারে না আমরা ওকে পরিয়ে দিছি,

★★মায়াঃ কি 😆😆

★★সানিঃ ভাবি আপনি মাহিনকে একটু শিখিয়ে দিয়েন,!!

★★আমিঃ ঐ তোরা এ কথা কেন বললি

★★আসিকঃ কেন দোস্ত লজ্জা লাগলো নাকি

★★আমিঃ চুপ যা ভাগ এখান থেকে

★★সানিঃ ওই সালা,সম্মান দিয়ে কথা বল,নাহলে কিন্তু

★★আমিঃ নাহলে কি

★★আসিকঃ নাহলে তোর লুঙ্গি খুলে দিব😁😁

★★আমিঃ যা সালা

তারপর ওদের ডাক দিলো নিচ থেকে ওরা চলে গেল

তারপর একটু মায়ার সাথে কথা বললাম

★★মায়াঃ কি লুঙ্গি পরতে পারিস না 😀

★★আমিঃ না😔

★★মায়াঃ আমি শিখিয়ে দিব নি,

★★আমিঃ থাক লাগবে না,

★★মায়াঃ কেন

★★আমিঃ এমনি

★★মায়াঃ ফালতু

★★আমিঃ আপনি

এভাবে আর প্রায়৫ মি. ঝগড়া করলাম

তারপর মায়া বললো

★★মায়াঃ আমাকে কেমন লাগলো বললি না কিন্তু

★★আমিঃ খুব সুন্দর, পুরাই হলুদ,পরির মতো,

★★মায়াঃ সত্যি

★★আমিঃ না মিথ্যা

★★মায়াঃ যা শয়তান আমি জানি সত্যি, তোকেও সুন্দর লাগছে।

★★আমিঃ tnx

★★মায়াঃ wlc,আর ওই by আম্মু ডাকছে

★★আমিঃ আচ্ছা

তারপর ফোন কেটে দিলাম,

কিছুক্ষন পর আমাকেও নিচে যেতে হলো

গায়ে হলুদ হলো সব শেষ হওয়ার পর আমি dnr করে শুয়ে পরলাম, শুয়ার আগে দেখি মায়া ওর গায়ে হলুদের সব ভিডিও দিছে তা আমি দেখলাম,আমি ও
ওকে আমার সব ভিডিও দিলাম।

তারপর ঘুমিয়ে পরলাম,রাতে আর মায়ার সাথে কোনো কথা হল না,

চলবে,,,,,,,,,,,,,,

Waiting for next part,,,,, ❤️

গল্পে ভুলএুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। nxt part তারাতাড়ি দিব, ইনশাআল্লাহ

আল্লাহাফেজ 💞

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashahadi's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashahadi's Dairy:

Share

Category