Update Job News

Update Job News Update Job News page is the largest Job Finding Source in Facebook community.
(4)

18/09/2024

অনেকে সেনাবাহিনীকে দেওয়া নতুন পাওয়ার কে "সামরিক শাসন " বইলা চালাইয়া দিতেছেন তাদের জন্য এই পোস্টটি।

এটা কোন "সামরিক শাসন" নয়।

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবেঃ

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

02/09/2024

ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটরদেরকে এক ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ ২ বছরের বেশি রাখা যাবে না।
মানুষের হয়রানির জায়গা এটি।

৫ আগস্ট বাংলাদেশের ২য় বিজয় দিবস। আল্লাহু আকবর।
05/08/2024

৫ আগস্ট বাংলাদেশের ২য় বিজয় দিবস। আল্লাহু আকবর।

03/08/2024

নতুন একটি সূর্য অপেক্ষা বাংলাদেশ

08/07/2024

🥀🥀হিজরী নববর্ষের শুভেচ্ছা”🥀🥀
আজ থেকে ১৪৪৫ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে,😰 মহান রাব্বুল আ’লামীনের নির্দেশক্রমে জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর সেদিন থেকেই হিজরী সালের গণনা শুরু হয়। 💜💜
হিজরী 1446..💞💕
আজ ১লা মুহাররম, হিজরী 1446
নতুন হিজরী সন হোক উম্মাহর ঐক্য ও কল্যাণের বছর। নতুন বছরের সকল পরিকল্পনা আল্লাহ তায়ালা সহজ করুন।যারা পেরেশানীতে আছে, তাদের পেরেশানী বিপদ, দুর্দিন সবকিছুই দূর হোক।
আমরা‍ ইংরে‌‍জি,বাংলা নববর্ষ সম্পর্কে জানলেও আরবি সম্পর্কে অনেকেই জানিনা।
1445 কে বিদায় জানিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে1446 হিজরি। আলহামদুলিল্লাহ।💚💚
এই নতুন‌ বছর বরকতময় হোক সবার জন্য।
নতুন বছর হোক মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন সবাইকে হেফাজত করে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন।
প্রতিবছর 🤍(1)🤍মহররম কাবা শরিফের কালো কাপড়ে মোড়ানো গিলাফ পরিবর্তন করা হয়🥀🥀
#হিজরী_নববর্ষ
িজরী

29/06/2024

আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভূ, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভূ- চরণটি"-
🔴 কাজী নজরুল ইসলাম
🟢 রবীন্দ্রনাথ ঠাকুর
🟣 জসীমউদ্দীন
🔵 জীবনান্দ দাশ

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮ Deadline: 8 Aug 2024🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে...
25/06/2024

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮
Deadline: 8 Aug 2024
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩৩৮টি
👉 আবেদন ফীঃ ২২৩/- এবং ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১ জুলাই ২০২৪
👉 আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৮ আগস্ট ২০২৪
বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদের নিয়োগ বিজ্ঞপ্তি।

16/06/2024

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

08/06/2024

Don't lose heart in time of danger👈

07/06/2024

⭕ আলহামদুলিল্লাহ পবিত্র যিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল শনিবার থেকে যিলহজ্ব মাসের রোজাগুলো রাখা শুরু করতে পারবেন ইন শা আল্লাহ। সাহরীর শেষ সময় ৩ঃ৪০ [ঢাকা]
🔸 রাসূল ﷺ বলেছেন, আল্লাহ তা'য়ালার নিকট যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর অন্য কোনো দিনের আমল নয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে রোজা পালন করো এবং অধিক পরিমানে তাসবীহ, তাহলীল ও যিকির আযকার (সুবহা-নাল্ল-হ, আলহামদুলিল্লাহ, লা- ইলাহা ইল্লাল্ল-হ, আল্ল-হু আকবার) পাঠ করো। [মুসনাদে আহমাদ- ৫৪৪৬]
🔹 রাসূল ﷺ আরো বলেন, যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের প্রতিদিনের রোজা ১ বছর রোজার সমতূল্য এবং প্রতিটি রাতের তাহাজ্জুদ লাইলাতুল কদরের তাহাজ্জুদের সমতূল্য। [জামে তিরমিযী- ৭৫৮]
🔸 যিলহজ্ব মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা হচ্ছে সুন্নত তথা মুস্তাহাব আমল। বিশেষ করে ৯ ই যিলহজ্ব [অর্থাৎ ১৬ ই জুন রবিবার] ঈদের পূর্বের দিনের রোজাটি আরাফার রোজার নিয়তে রাখা। এই রোজাটির বরকতে আল্লাহ তা'য়ালা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ সমূহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ। [মুসলিম- ২৬৩৬]
🔲 তাই সাধ্য মোতাবেক নফল রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে এবং ৯ ই যিলহজ্ব তথা ঈদের পূর্বের দিনের রোজাটি আরাফার নিয়তে রাখতে হবে ইন শা আল্লাহ।
⭕ আরো বিশেষ কিছু ফজিলতপূর্ণ আমল করার মাধ্যমে যিলহজ্ব মাসের দিন এবং রাত্রগুলো অতিবাহিত করাঃ-
🔸 সুবহা-নাল্ল-হ, আলহামদুলিল্লাহ, লা- ইলাহা ইল্লাল্ল-হ, আল্ল-হু আকবার, সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী, আস্তাগফিরুল্ল-হ, লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে তাসবীহগুলো পাঠ করা।
🔹 অধিক পরিমানে দুরূদ শরীফ পাঠ করা। এক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত দুরূদ হচ্ছেঃ- “আল্লহুম্ম সল্লি 'আলা মুহাম্মাদ ওয়া 'আলা আ-লি মুহাম্মাদ”, “আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”, “সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম”
🔸 মনযোগ সহকারে কুরআন তিলাওয়াত করা। এক্ষেত্রে যেই সূরাগুলো সহীহ শুদ্ধভাবে আয়ত্ত্বে রয়েছে, সেগুলো বেশি বেশি তিলাওয়াত করা। যেমনঃ- সূরা ইয়াসিন, মুলক, আর-রহমান, ওয়াকিয়া, আয়াতুল কুরসী, বাকারার শেষ দুই আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস এবং সূরা ফাতিহা।
🔹 “সূরা ইখলাস” ১০ বার পাঠ করার দ্বারা জান্নাতে একটি বাড়ি তৈরি করা হয় এবং “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী” পাঠ করার দ্বারা জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হয়। তাই এই দিনগুলোতে প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে আমলটি করে জান্নাতটাকে সুসজ্জিত করা।
🔸 মধ্যরাতে ৮-১২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর মধ্যরাতে সজাগ না পেলে এশার নামাজের পর [বেতের নামাজের পূর্বে] ২-৪ রাকাত নফল নামাজ আদায় করা, তাহলে এই নামাজটাও তাহাজ্জুদের নামাজ বলে গন্য হয়ে যাবে ইন শা আল্লাহ। তাহাজ্জুদের পাশাপাশি সালাতুল হাজত, সালাতুত তওবা, ইশরাক, চাশত, যাওয়াল এবং পূর্বের ছুটে যাওয়া কাজা নামাজ আদায় করা।
⭕ যিলহজ্ব মাসের প্রতিটি দিন এবং রাত অত্যন্ত দামী এবং ফজিলতপূর্ণ। তাই এই ১০ দিন অধিক পরিমানে দোয়া করা, পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করা। কারন মহান আল্লাহ তা'য়ালা এই ১০ দিনে তার অসংখ্য, অগনিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করে নিবেন। তাই প্রতিটি মূহুর্তকে কাজে লাগানো এবং বেশি বেশি করে দোয়া করা।
🔲 আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে এবং ছবিটি সেভ করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ।
🔹 এতে করে যতজন মানুষ আপনাদের উছিলায় আমলগুলো সম্পর্কে জেনে আমল করতে পারবে তাদের আমলের সম-পরিমান সওয়াব আপনাদের আমল নামাতেও লিপিবদ্ধ করা হতে থাকবে ইন শা আল্লাহ 💝✅
✍️ Muhammad Osman Goni

03/05/2024

ক্ষমতা না থাকলে শত্রুর মুখোমুখি হয়ো না।
—হযরত আলী (রাঃ)🫡

02/05/2024

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা |
___ হুমায়ূন আহমেদ

International Labour Day, also known as May Day, is celebrated on 1 May every year to honour the contributions of worker...
01/05/2024

International Labour Day, also known as May Day, is celebrated on 1 May every year to honour the contributions of workers and labour movements worldwide.

11/03/2024

Ramadan Mubarak 🌙

25/02/2024

আজ পবিত্র শবেবরাত!

❤️ 'আলহামদুলিল্লাহ..!' 💖

Al-Nassr vs Inter Miami Prediction and Betting Tips | February 1, 2024..Today 12.00am🫡🫡🫡🫡
01/02/2024

Al-Nassr vs Inter Miami Prediction and Betting Tips | February 1, 2024..Today 12.00am🫡🫡🫡🫡

    course gov harpower project only for female apply.  ফ্রি ল্যাপটপ পাবেন💻💻😁🤣চলুন.২৫টি ধাপে আবেদন করার প্রক্রিয়া এবং সা...
24/01/2024

course gov harpower project only for female apply. ফ্রি ল্যাপটপ পাবেন💻💻😁🤣
চলুন.২৫টি ধাপে আবেদন করার প্রক্রিয়া এবং সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে যা যা লাগবে- আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, ফোন নাম্বার, ইমেইল।
আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে ব্রাউজার এর ৩ডট মেনু থেকে Desktop site অপশন অন করে নিন।
১. লিংকে প্রবেশ করুনঃ https://herpower.gov.bd/
২. আপনি যে কোর্স করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। ৬ টি কোর্স আছে।
৩. নিবন্ধনে ক্লিক করুন
৪. বিভাগ বাছাই করুন। পর্যায়ক্রমে জেলা এবং উপজেলা বাছাই করুন।
৫. আপনার উপজেলায় কোর্সটি থাকলে আবেদন করার অপশন আসবে। আবেদন করুন লেখায় ক্লিক করুন।
৬. অতঃপর আপনাকে লগিন বা নিবন্ধন করতে বলবে। নিবন্ধন করুন লেখায় ক্লিক করুন।
৭. শর্তাবলি সম্পর্কে অবগত করা হবে, একটি ছোট ডায়ালগ বক্স আসবে, ঠিক চিহ্ন দিয়ে এগিয়ে যান।
৮. আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলবে, আপনার সচল নাম্বারটি দিন।
৯. ক্যাপচা পুরন করতে বলবে। ছোট অংক থাকবে, উত্তরটা ফলাফলের যায়গায় লিখুন।
১০. ওটিপি পাঠান-এ ক্লিক করুন। ৫ মিনিটের মাঝে ফোনে আসা কোডটি দিয়ে ওটিপি যাচাই করুন।
১১. জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ দিতে বলবে। দিয়ে তথ্য যাচাই করুন। জন্মতারিখে প্রথমে মাসের নাম দিতে হবে। যেমন আপনার জন্মতারিখ ২৬/০৫/২০০০ হলে এটা ০৫/২৬/২০০০ এভাবে দিন।
১২. যদি তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আপনাকে ইমেইল দিতে বলবে। আপনার একটি ইমেইল এড্রেস দিন।
১৩. পাসওয়ার্ড দিতে বলবে, একটি পাসওয়ার্ড দিন। খেয়াল রাখবেন যাতে এতে capital letter, small letter, number, special character থাকে। যেমনঃ আপনার নাম নাফিসা, তাহলে পাসওয়ার্ড দিতে পারেন এরকম !24 #
এটি একান্তই আপনার উপর।
১৪. আবারও একই পাসওয়ার্ড দিন। যদি পাসওয়ার্ড মনে না থাকে অন্য কোথাও লিখে রাখতে পারেন।
১৫. আপনার স্থায়ী ঠিকানা দিন, দিয়ে নিবন্ধন করুন।
১৬. আপনার দেওয়া ইমেইলে একটি ইমেইল প্রেরণ করা হয়েছে, ইমেইলটি খুঁজে বের করে ইমেইলে থাকা লিংকে ক্লিক করুন।
১৭. ইমেইল খুঁজে না পেলে স্পাম চেক করতে হবে। এজন্য আপনার মেইল এপের উপরে বামদিকে ৩ডটে ক্লিক দিয়ে Spam-এ যেতে হবে। জাতীয় প্রশিক্ষন বাতায়ন থেকে কোনো ইমেইল পেলে সেখানে ক্লিক দিয়ে স্ক্রল করুন। যাচাই করুন লেখায় ক্লিক করুন।
১৮. আপনাকে training.gov.bd এর হোমপেজে নিয়ে আসবে। আপনার একাউন্ট ওপেন কমপ্লিট!!
১৯. এখন আপনার দেওয়া ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
২০. লগিন করার পর একটু স্ক্রল করলে দেখবেন হারপাওয়ার প্রকল্পের নাম এবং লোগো আছে, এখানে ক্লিক করুন।
২১. আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন সেটায় ক্লিক করুন। আবারও আগের মতো বিভাগ, জেলা এবং উপজেলা বাছাই করুন।
২২. আবেদন করুন-এ ক্লিক দিলে আবেদন করার পেইজে নিয়ে যাবে।
২৩. স্ক্রল করে নিচে/সাইডে আবেদন জমা দিন খুঁজে বের করুন। এই লিখার ঠিক উপরে পুর্বশর্ত সম্পর্কিত সম্মতি চাইবে, সম্মতি প্রদান করতে বক্সে ক্লিক করুন।
২৪. আবেদন জমা দিন তে ক্লিক করুন।
২৫. অভিনন্দন! আপনি সবগুলো নিয়ম ফলো করে সফলভাবে আবেদন সম্পন্ন করতে পেরেছেন।
এখন অপেক্ষা করুন, সময় হলে আপনাকে এক্সামের জন্য কল+মেসেজ করা হবে।
এক্সট্রাঃ আপনি আপনার প্রোফাইলে লগিন করে ড্যাশবোর্ড থেকে আপনার ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সনদ আপ্লোড করে নিয়েন।
কিছু সাধারণ প্রশ্নঃ
প্রশ্ন-১ঃ কারা করতে পারবে এ প্রশিক্ষণ?
উত্তরঃ ১৮ থেকে ৪০ বছর বয়সী মেয়েরা করতে পারবে।
প্রশ্ন-২ঃ সিলেকশন কিভাবে হবে?
উত্তরঃ এক্সাম নেওয়া হবে। রিটেন, ভাইবা এবং ক্ষেত্রবিশেষে প্র্যাক্টিক্যাল। সে অনুযায়ী সেরা ২০ জনকে সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আইসিটি ডিভিশন এবং নির্বাচকদের সিদ্ধান্তই চুড়ান্ত।
প্রশ্ন-৩ঃ ক্লাস কিভাবে হবে?
উত্তরঃ আপনার এলাকার বিভিন্ন কম্পিউটার ল্যাবে ক্লাস হবে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৪ ঘন্টা করে সর্বমোট ১১০ ক্লাস হবে।
প্রশ্ন-৪ঃ আমার এলাকায় হবে কিনা জানবো কিভাবে?
উত্তরঃ আবেদন প্রক্রিয়ার ১ থেকে ৪ নং ধাপ অনুসরণ করুন। কোর্স হলে আপনার উপজেলা পেয়ে যাবেন।
প্রশ্ন-৫ঃ নেক্সট ব্যাচ কবে হবে?
উত্তরঃ এক ব্যাচ শেষ হওয়ার পর অন্য ব্যাচ শুরু হবে। এক্ষেত্রে কোর্স অক্টোবরে শুরু হলে পরবর্তী কোর্স শুরু হওয়ার সম্ভাব্য সময় এপ্রিল-মে মাস।
প্রশ্ন-৬ঃ আমি যে কোর্সের এপ্লাই করলাম সেটা কখন হবে?
উত্তরঃ এটা আসলে অথোরিটি বলতে পারবে। তবে আমার জানামতে চলমান কোনো ব্যাচ থাকলে সেইম কোর্স একইসাথে পরেরবার হওয়ার সম্ভাবনা কম।
প্রশ্ন-৭ঃ আবেদন করছি কিন্তু আইডিতে লগিন হচ্ছেনা কেন?
উত্তরঃ এটা হয়তোবা মেইল-পাসওয়ার্ড ভুলের জন্য হয় বা কোনো টেকনিক্যাল এরর। পাসওয়ার্ড রিসেট করে দেখতে পারেন এক্ষেত্রে। এর বাইরেও মাঝেমাঝে সমস্যা হলে পরে চেস্টা করিয়েন।
আশা করি আপনারা এ বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন।

#এই এলাকা গুলো অ্যাপ্লাই করতে পারবে ।
ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নবীনগর, চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কক্সবাজার সদর, চকরিয়া, রামু, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, মাটিরাঙ্গা, বান্দরবান সদর, লামা, রোয়াংছড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, আক্কেলপুর, পাঁচবিবি, জয়পুরহাট সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, কলারোয়া, তালা, সাতক্ষীরা, মুজিবনগর, মেহেরপুর, গাংনী, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ, মোংলা, ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া, ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, আমতলী, বরগুনা সদর, তালতলি, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, নরসিংদী, রায়পুরা, শিবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা, আড়াইহাজার, নারায়নগঞ্জ, রূপগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন, মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, মাদারীপুর, শিবচর, রাজৈর, গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, কালীগঞ্জ, আদিতমারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, সাদুল্লাপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী, কেন্দুয়া, পূর্বধলা, নেত্রকোণা। joy bangla 💻

প্রত্যেক জেলায় ২৫ জন করে ৪৩টি জেলায় ১,০৭৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। লেভেল-১ এ প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ নেবে ২...

02/12/2023
02/12/2023

ভুমিকম্পের কম্পন অনূভুত হল 5.2

19/11/2023

ওস্তাদ এর মার শেষ রাতে 🤺 Australia 🏏India 🚫😄

পরবর্তী ৩টি ফিফা বিশ্বকাপের আয়োজক!🏆💥Hosts of the next 3 FIFA World Cups!🏆🏆🏆
04/11/2023

পরবর্তী ৩টি ফিফা বিশ্বকাপের আয়োজক!🏆💥

Hosts of the next 3 FIFA World Cups!🏆🏆🏆

২ হাজার ডেলিভারিম্যান নেবে দারাজ, নিয়োগ নিজ জেলায়
16/09/2023

২ হাজার ডেলিভারিম্যান নেবে দারাজ, নিয়োগ নিজ জেলায়

সাইকেল/মোটর বাইকের মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পন্য ডেলিভারি করা এবং পন্যের মূল্য সংগ্রহ করা। হোম ডেলিভারি পরিস.....

16/09/2023

শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।
Copy Paste

16/09/2023

01 Woman উম্যান ----- নারী
02 Restaurant রেস্টুরন্ঠ ----- রেস্তোরা
03 Development ডিভেপমেন্ঠ ----- উন্নয়ন
04 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
05 Information ইনফোমেইশন ----- তথ্য
06 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
07 Original অরিজিনাল ----- আসল
08 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
09 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
10 Schedule শেডিউল ----- সময়সূচী
11 Able এইবল ----- সক্ষম
12 Make মেইখ ----- তৈরি করুন
13 Jewelry জুয়েলরি ----- গয়না
14 Pizza পিঠজা ----- পিজা
15 Police ফলিস ----- পুলিশ
- পড়া শেষে done লিখুন..✍️

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Update Job News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Update Job News:

Share

Nearby media companies