24/01/2024
course gov harpower project only for female apply. ফ্রি ল্যাপটপ পাবেন💻💻😁🤣
চলুন.২৫টি ধাপে আবেদন করার প্রক্রিয়া এবং সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে যা যা লাগবে- আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, ফোন নাম্বার, ইমেইল।
আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে ব্রাউজার এর ৩ডট মেনু থেকে Desktop site অপশন অন করে নিন।
১. লিংকে প্রবেশ করুনঃ https://herpower.gov.bd/
২. আপনি যে কোর্স করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। ৬ টি কোর্স আছে।
৩. নিবন্ধনে ক্লিক করুন
৪. বিভাগ বাছাই করুন। পর্যায়ক্রমে জেলা এবং উপজেলা বাছাই করুন।
৫. আপনার উপজেলায় কোর্সটি থাকলে আবেদন করার অপশন আসবে। আবেদন করুন লেখায় ক্লিক করুন।
৬. অতঃপর আপনাকে লগিন বা নিবন্ধন করতে বলবে। নিবন্ধন করুন লেখায় ক্লিক করুন।
৭. শর্তাবলি সম্পর্কে অবগত করা হবে, একটি ছোট ডায়ালগ বক্স আসবে, ঠিক চিহ্ন দিয়ে এগিয়ে যান।
৮. আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলবে, আপনার সচল নাম্বারটি দিন।
৯. ক্যাপচা পুরন করতে বলবে। ছোট অংক থাকবে, উত্তরটা ফলাফলের যায়গায় লিখুন।
১০. ওটিপি পাঠান-এ ক্লিক করুন। ৫ মিনিটের মাঝে ফোনে আসা কোডটি দিয়ে ওটিপি যাচাই করুন।
১১. জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ দিতে বলবে। দিয়ে তথ্য যাচাই করুন। জন্মতারিখে প্রথমে মাসের নাম দিতে হবে। যেমন আপনার জন্মতারিখ ২৬/০৫/২০০০ হলে এটা ০৫/২৬/২০০০ এভাবে দিন।
১২. যদি তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আপনাকে ইমেইল দিতে বলবে। আপনার একটি ইমেইল এড্রেস দিন।
১৩. পাসওয়ার্ড দিতে বলবে, একটি পাসওয়ার্ড দিন। খেয়াল রাখবেন যাতে এতে capital letter, small letter, number, special character থাকে। যেমনঃ আপনার নাম নাফিসা, তাহলে পাসওয়ার্ড দিতে পারেন এরকম !24 #
এটি একান্তই আপনার উপর।
১৪. আবারও একই পাসওয়ার্ড দিন। যদি পাসওয়ার্ড মনে না থাকে অন্য কোথাও লিখে রাখতে পারেন।
১৫. আপনার স্থায়ী ঠিকানা দিন, দিয়ে নিবন্ধন করুন।
১৬. আপনার দেওয়া ইমেইলে একটি ইমেইল প্রেরণ করা হয়েছে, ইমেইলটি খুঁজে বের করে ইমেইলে থাকা লিংকে ক্লিক করুন।
১৭. ইমেইল খুঁজে না পেলে স্পাম চেক করতে হবে। এজন্য আপনার মেইল এপের উপরে বামদিকে ৩ডটে ক্লিক দিয়ে Spam-এ যেতে হবে। জাতীয় প্রশিক্ষন বাতায়ন থেকে কোনো ইমেইল পেলে সেখানে ক্লিক দিয়ে স্ক্রল করুন। যাচাই করুন লেখায় ক্লিক করুন।
১৮. আপনাকে training.gov.bd এর হোমপেজে নিয়ে আসবে। আপনার একাউন্ট ওপেন কমপ্লিট!!
১৯. এখন আপনার দেওয়া ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
২০. লগিন করার পর একটু স্ক্রল করলে দেখবেন হারপাওয়ার প্রকল্পের নাম এবং লোগো আছে, এখানে ক্লিক করুন।
২১. আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন সেটায় ক্লিক করুন। আবারও আগের মতো বিভাগ, জেলা এবং উপজেলা বাছাই করুন।
২২. আবেদন করুন-এ ক্লিক দিলে আবেদন করার পেইজে নিয়ে যাবে।
২৩. স্ক্রল করে নিচে/সাইডে আবেদন জমা দিন খুঁজে বের করুন। এই লিখার ঠিক উপরে পুর্বশর্ত সম্পর্কিত সম্মতি চাইবে, সম্মতি প্রদান করতে বক্সে ক্লিক করুন।
২৪. আবেদন জমা দিন তে ক্লিক করুন।
২৫. অভিনন্দন! আপনি সবগুলো নিয়ম ফলো করে সফলভাবে আবেদন সম্পন্ন করতে পেরেছেন।
এখন অপেক্ষা করুন, সময় হলে আপনাকে এক্সামের জন্য কল+মেসেজ করা হবে।
এক্সট্রাঃ আপনি আপনার প্রোফাইলে লগিন করে ড্যাশবোর্ড থেকে আপনার ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সনদ আপ্লোড করে নিয়েন।
কিছু সাধারণ প্রশ্নঃ
প্রশ্ন-১ঃ কারা করতে পারবে এ প্রশিক্ষণ?
উত্তরঃ ১৮ থেকে ৪০ বছর বয়সী মেয়েরা করতে পারবে।
প্রশ্ন-২ঃ সিলেকশন কিভাবে হবে?
উত্তরঃ এক্সাম নেওয়া হবে। রিটেন, ভাইবা এবং ক্ষেত্রবিশেষে প্র্যাক্টিক্যাল। সে অনুযায়ী সেরা ২০ জনকে সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আইসিটি ডিভিশন এবং নির্বাচকদের সিদ্ধান্তই চুড়ান্ত।
প্রশ্ন-৩ঃ ক্লাস কিভাবে হবে?
উত্তরঃ আপনার এলাকার বিভিন্ন কম্পিউটার ল্যাবে ক্লাস হবে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৪ ঘন্টা করে সর্বমোট ১১০ ক্লাস হবে।
প্রশ্ন-৪ঃ আমার এলাকায় হবে কিনা জানবো কিভাবে?
উত্তরঃ আবেদন প্রক্রিয়ার ১ থেকে ৪ নং ধাপ অনুসরণ করুন। কোর্স হলে আপনার উপজেলা পেয়ে যাবেন।
প্রশ্ন-৫ঃ নেক্সট ব্যাচ কবে হবে?
উত্তরঃ এক ব্যাচ শেষ হওয়ার পর অন্য ব্যাচ শুরু হবে। এক্ষেত্রে কোর্স অক্টোবরে শুরু হলে পরবর্তী কোর্স শুরু হওয়ার সম্ভাব্য সময় এপ্রিল-মে মাস।
প্রশ্ন-৬ঃ আমি যে কোর্সের এপ্লাই করলাম সেটা কখন হবে?
উত্তরঃ এটা আসলে অথোরিটি বলতে পারবে। তবে আমার জানামতে চলমান কোনো ব্যাচ থাকলে সেইম কোর্স একইসাথে পরেরবার হওয়ার সম্ভাবনা কম।
প্রশ্ন-৭ঃ আবেদন করছি কিন্তু আইডিতে লগিন হচ্ছেনা কেন?
উত্তরঃ এটা হয়তোবা মেইল-পাসওয়ার্ড ভুলের জন্য হয় বা কোনো টেকনিক্যাল এরর। পাসওয়ার্ড রিসেট করে দেখতে পারেন এক্ষেত্রে। এর বাইরেও মাঝেমাঝে সমস্যা হলে পরে চেস্টা করিয়েন।
আশা করি আপনারা এ বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন।
#এই এলাকা গুলো অ্যাপ্লাই করতে পারবে ।
ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নবীনগর, চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কক্সবাজার সদর, চকরিয়া, রামু, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, মাটিরাঙ্গা, বান্দরবান সদর, লামা, রোয়াংছড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, আক্কেলপুর, পাঁচবিবি, জয়পুরহাট সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, কলারোয়া, তালা, সাতক্ষীরা, মুজিবনগর, মেহেরপুর, গাংনী, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ, মোংলা, ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া, ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, আমতলী, বরগুনা সদর, তালতলি, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, নরসিংদী, রায়পুরা, শিবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা, আড়াইহাজার, নারায়নগঞ্জ, রূপগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন, মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, মাদারীপুর, শিবচর, রাজৈর, গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, কালীগঞ্জ, আদিতমারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, সাদুল্লাপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী, কেন্দুয়া, পূর্বধলা, নেত্রকোণা। joy bangla 💻
প্রত্যেক জেলায় ২৫ জন করে ৪৩টি জেলায় ১,০৭৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। লেভেল-১ এ প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ নেবে ২...