Mars Associates

Mars Associates 40 Bijoynagor 5th floor, kakrail,Dhaka 1000

09/03/2022

দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন শ্রেষ্ঠ : ইসলাম ইহকাল ও পরকালের মধ্যে ভারসাম্য সৃষ্টি করেছে। একজন মুমিন শুধু পরকাল নিয়ে পড়ে থাকবে, ইসলাম এটা চায় না। ইসলাম চায় প্রয়োজন অনুসারে ইহকাল ধারণ করে মানুষ পরকালমুখী হোক। ইসলাম কখনো দুনিয়াদারি বাদ দিয়ে শুধু ধর্মকর্ম করার নির্দেশ দেয় না। সমাজে দুর্বল হয়ে কোনো মুসলমান বসবাস করবে, এটা ইসলাম পছন্দ করে না। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে..।’ (মুসলিম, হাদিস : ২৬৬৪)

সম্পদ সুরক্ষায় মৃত্যুবরণকারীর শহীদের মর্যাদা : তাই দুনিয়ায় এমনভাবে চলা যাবে না যে জালিম ও প্রভাবশালীরা তার সম্পদ নিয়ে ছিনিমিনি খেলবে। এ জন্য নিজের অর্জিত সম্পদের সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কী করব? রাসুল (সা.) বলেন, তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না। লোকটি বলল, যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে? রাসুল (সা.) বলেন, তুমি তার সঙ্গে মারামারি করবে। লোকটি বলল, আপনি কী বলেন! যদি সে আমাকে হত্যা করে? রাসুল (সা.) বলেন, তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে। লোকটি বলল, আপনি কী মনে করেন, যদি আমি তাকে হত্যা করি? রাসুল (সা.) বলেন, সে জাহান্নামি।’ (মুসলিম, হাদিস : ২৫৭)

তিন ধরনের শহীদ : শহীদ তিন ধরনের —

(১) ওই ব্যক্তি, যে ইসলামের জন্য কাফিরের সঙ্গে জিহাদ করে মারা যাবে। সে দুনিয়া ও আখিরাতে শহীদ হিসেবে বিবেচিত হবে। দুনিয়ায় তাকে গোসল ও জানাজা দিতে হবে না। আর আখিরাতে সে শহীদের মর্যাদা পাবে।

(২) ওই ব্যক্তি, যে আখিরাতে সওয়াবের দিক দিয়ে শহীদ হবে। কিন্তু সে দুনিয়ার নির্দেশাবলিতে শহীদ হবে না। যেমন—মহামারি বা পেটের অসুখে অথবা বাড়ি ধসে কিংবা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে। এমন ব্যক্তিকে গোসল দিতে হবে এবং সালাতে জানাজাও পড়তে হবে। তবে এরা আখিরাতে শহীদের সওয়াব পাবে। তবে এটা জরুরি নয় যে এমন ব্যক্তি প্রথম প্রকারের শহীদদের সমতুল্য হবে।

(৩) ওই ব্যক্তি, যাকে দুনিয়ার নির্দেশাবলির দিক দিয়ে শহীদ বলা হবে। তবে পরকালে শহীদের পুরোপুরি সওয়াব পাবে না। যেমন—যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করেছে, কিন্তু গনিমতের সম্পদের ক্ষেত্রে খিয়ানত করেছে। এ ধরনের লোক কাফিরদের সঙ্গে যুদ্ধ করার কারণে তাকে গোসল দিতে হবে না। জানাজার সালাত আদায় করবে না। কিন্তু আখিরাতে সে শহীদের পূর্ণ সওয়াব পাবে না। (শরহে নববী)

এভাবেই ইসলাম মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং প্রত্যেককে নিজ নিজ সম্পদ রক্ষায় সদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে।
ডেসটিনি-২০০০ এর প্রত্যেকটি ব্যবসায়ীক সেন্টার বা সি-আইডি নাম্বার আমাদের জীবনের গোল্ডেন লাইফ (সময়) এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠা। ডেসটিনির প্রত্যেকটি সেন্টার এবং বিনিয়োগে অর্থ আমাদের সম্পদ। আমাদের এই সম্পদকে প্রতারক চক্র বা বিস্ববাটপার গংদের হাত থেকে রক্ষা করা আমদের ঈমানী দায়ীত্ব এবং এই বাটপার গংদের প্রতিহত করা আমাদের নৈতিক দায়ীত্ব ও কর্তব্য।

04/03/2022
মানূষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ । রফিকুল আমিনের কথার ফুলঝুরির মোটিভিশনে এবং ডেসটিনিকে ভালোবাসার কারনে ক্যারিয়ার গড়ার...
11/10/2021

মানূষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ । রফিকুল আমিনের কথার ফুলঝুরির মোটিভিশনে এবং ডেসটিনিকে ভালোবাসার কারনে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ২০০০সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সেই মূল্যবান সম্পদ সময় বিনিয়োগ করেছে এবং ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তীর্থের কাকের মত অপেক্ষার প্রহর গুনেছে সুতরাং লাখো জনতার কর্মস্থল ডেসটিনিকে চালু করে সমাজে সুনাম এবং কর্মস্থল ফিরিয়ে দেয়াও দায়বদ্ধতার মধ্যে পরে।
সুতরাং বিনিয়োগের অর্থ ফেরত এবং ডেসটিনিকে চালু করে ডেসটিনির বর্তমান বোর্ড এবং শেয়ার হোল্ডারদের দায়মুক্ত হতে হবে।
অবশ্য বর্তমান বোর্ড, উপদেষ্টা মন্ডলী এবং ডেসটিনির কোর কমিটি উভয় দায় মুক্তির লক্ষ্যে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

 #ডেসটিনি_২০০০_লিঃ_এর_ম্যানেজমেন্টের_সাথে_  #ক্রেতা_পরিবেশক_দের_মতবিনিময়_সভা_অনুষ্ঠিত।.....................................
28/09/2021

#ডেসটিনি_২০০০_লিঃ_এর_ম্যানেজমেন্টের_সাথে_
#ক্রেতা_পরিবেশক_দের_মতবিনিময়_সভা_অনুষ্ঠিত।.....................................................................................
অদ্য 09/28/2021 ডেসটিনি-২০০০ লিঃ ম্যানেজমেন্ট, লিডার মতবিনিময় সভায় ডেসটিনি গ্রুপের প্রধান উপদেষ্ঠা সাবেক সেনাপ্রধান "লেঃ জেনারেল এম হারুন অর রশিদ" বীরপ্রতীক (অবঃ) স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কিসলু স্যারের সভাপতিত্বে কোম্পানির কর্পোরেট অফিস আলী'স সেন্টারে আজ বিকেলে ৩ঃ৩০ মিনিটে শুরু হওয়ায় মতবিনিময় সভা আসর ও মাগরিব নামাজের বিরতি দিয়ে চলে রাত পৌনে ৯ টা পর্যন্ত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য, ডেসটিনি গ্রুপের সিইও ডা. সামছুল হক ভূঁইয়া, ডেসটিনি-২০০০ লিঃ এর পরিচালক বিপ্লব বিকাশ শীল, সাইফুল আলম রতন, শাহজাদা আল-মাহমুদ, সায়মন হাসান শামীম, মঈন উদ্দিন আহম্মেদ, ডেসটিনি ট্রি প্ল্যানট্রেশান লিঃ এর শাহিনুর হাওলাদার শাহিন সহ ডায়মন্ড, পিএসডি, এক্সিকিউটিভ সহ শতাধিক ক্রেতা পরিবেশক বৃন্দ।

মতবিনিময় সভায় পিএসডি দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইদুর রহমান (ডাবল পিএসডি) আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, এমদাদুল হক(ত্রিপল পিএসডি) বোরহান উদ্দিন সিকদার, আসাদুল ইসলাম (আসাদ), আরফান খান, মাসুদ পারভেজ, এস আর ডন,এবং সিনিয়র পিএসডি ও ফোরাম সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।

ডায়মন্ড এক্সিকিউটিভ দের মধ্যে বক্তব্য রাখছেন, মোঃ সামছুল আলম।
ডেসটিনি-২০০০ লিঃ এর পরিচালক দের মধ্যে বক্তব্য রাখছেনঃ বিপ্লব বিকাশ শীল।

ডেসটিনি গ্রুপের সিইও সাবেক সংসদ সদস্য ডা. সামছুল হক ভূঁইয়া স্যার তার বক্তব্য বলেন, আমি "ডেসটিনির নিয়োগপাপ্ত" আমি কোন ব্যক্তির সেবক নই, আমি প্রতিষ্ঠানের সেবক। আমি আমার মেধা, শ্রম ও সময় দিয়ে "ডেসটিনি গ্রুপ" জন্য, কোন একক ব্যক্তির জন্য নয়।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ জেনারেল এম হারুন অর রশিদ বীরপ্রতীক (অবঃ) স্যার বলেন, আমরা সবাই ডেসটিনি পরিবারের সদস্য। কেউ পরিবারের বড় ভাই, কেউ ছোট ভাই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে ডেসটিনির দায়মুক্তির জন্য কাজ করি।

আজকের মতবিনিময় সভার সভাপতি "ডেসটিনি-২০০০ লিঃ" এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন (কিসলু) স্যার সমাপনী বক্তব্যে বলেন, লিডার দের উদ্দেশ্য বলেন, আপনারা আসুন, পরামর্শ দিন, সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ "ডেসটিনি গ্রুপ" সচল হবেই। সকল ভেদাভেদ ভুলে আসুন দায়মুক্তির লক্ষ্য কাজ করি।

স্ত্রীকে হাসপাতালে রেখে যে ব্যক্তি, কাজের মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করে।শারীরিক চাহিদা পুরন করার জন্য এই টুর সেই টুর করে ...
25/09/2021

স্ত্রীকে হাসপাতালে রেখে যে ব্যক্তি, কাজের মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করে।
শারীরিক চাহিদা পুরন করার জন্য এই টুর সেই টুর করে এবং বিনোদন মূখি থাকে তারা স্ত্রী প্রিতি দেখালে জ্ঞানী ব্যক্তিরা বুঝতে বাকি থাকেনা সেই স্ত্রীর স্বামীর চরিত্র ভালো কতটুকু।
যারা ডেসটিনির লাখ লাখ লোকের বিনিয়োগ এবং কর্মসংস্থানের কর্মকান্ডকে বন্ধ রেখে ডেসটিনির সাথে সাংঘর্ষিক কোম্পানি চালু করার মাধ্যমে লেবেল করে সাইকেল করে সেলিব্রেশন প্রোগ্রাম করে, টুর প্রোগ্রাম করে এবং ডোরা, আরডিসি করে নিয়মিত ব্যবসা বানিজ্য করে। দেশ-বিদেশে টুর প্রোগ্রাম করে। ডেসটিনির প্রতি লাখো মানুষের ভালোবাসাকে পুজি করে নিজেদের সার্থ হাসিল করে তাদের চরিত্র কতটুকু ভালো হতে পারে তা ৪৫ লাখ লোক হাড়ে হাড়ে চিনেছে।
এই সব ষড়যন্ত্রকারীদের দাত ভাংগা জবাব পাবে সময় মত। এইসব বাটপারদের সাথে তর্ক-বিতর্ক না করাই ভালো।

 #ডেসটিনি_গ্রুপের_কোন_ #প্রতিষ্ঠানের_বিরুদ্ধে_মামলা_নাই।***********************************ডেসটিনি-২০০০ লিঃ এর নামে ভূয়া...
20/09/2021

#ডেসটিনি_গ্রুপের_কোন_
#প্রতিষ্ঠানের_বিরুদ্ধে_মামলা_নাই।
***********************************
ডেসটিনি-২০০০ লিঃ এর নামে ভূয়া আইডি খুলে ডেসটিনি বিরোধী অপতৎপরতা চালানো হচ্ছে। ডেসটিনি-২০০০ লিঃ এর সকল পর্যায়ের ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো যাচ্ছে।

প্রতারণা মূলক অপ্রচারঃ
দুদক কর্তৃক "ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ" এর মামলা বলে গুজব ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে সংঘবদ্ধ জালিয়াতি চক্র।

প্রকৃত সত্যঃ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এ দূর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক কর্তৃক "তৎকালীন কর্মকর্তা দের বিরুদ্ধে দায়ের কৃত মামলায়" আজ দুদকের তদন্ত কর্মকর্তা মোজাহার আলী সরদার এর স্বাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হল। অর্থাৎ রাষ্ট্রপক্ষের একজনের স্বাক্ষ্য শেষ হল যা ২৭ সপ্তাহব্যাপী।

গত ৯ বছর প্রতিষ্ঠানের নামে মামলা আছে বলে গুজব ছড়িয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখনো তা অব্যাহত আছে। অথচ ডেসটিনি গ্রুপের কোন প্রতিষ্ঠানের নামে মামলা নাই।

বিস্ববাটপার রফিকুল আমিন লাখ লাখ লোকের টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা খরচ করে ডেসটিনি বিলুপ্ত করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষে...
17/09/2021

বিস্ববাটপার রফিকুল আমিন লাখ লাখ লোকের টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা খরচ করে ডেসটিনি বিলুপ্ত করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা খরচ করে তার দালালদের পিছনে। কারণ একটাই লাখো জনতার আত্মসাৎকৃত আমানতের টাকা ফেরত দিতে হবে। বর্তমান বোর্ড এবং বিনিয়োগকারীদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে ডেসটিনি গ্রুপ মুক্তির অহিংস আন্দোলন। এই আন্দোলনকে ঠেকাতে পারেবেনা এই বিস্ব প্রতারক চক্র ইনশাআল্লাহ। বিস্ব বাটপার রফিকুল আমিনকে ২০১২ সালের পূর্বের আত্মসাৎকৃত টাকা এবং ২০১২ সালের পর যেই টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকা কড়ায় গন্ডায় হিসেব করে ফেরত দিতে হবে। এই বাটপার কয়টা মামলা দিবে, তার বিরুদ্ধে মামলা হবে হাজারের উপরে। সেই দিন বেশি দূরে নয় জেলের বাহিরে যেই সকল প্রতারক চক্রের সদস্যরা আছে তাদেরকে খুজে পাওয়া যাবেনা।

সঠিক তথ্য------------২০১২ সালের পর থেকেই চলছে মামলা বানিজ্য আর জামিন বানিজ্য এখনো চেষ্টা চলছে বানিজ্য করার সহযোগিতা করছে...
15/09/2021

সঠিক তথ্য
------------
২০১২ সালের পর থেকেই চলছে মামলা বানিজ্য আর জামিন বানিজ্য এখনো চেষ্টা চলছে বানিজ্য করার সহযোগিতা করছে রফিকুল আমিন গং।
মামলার শুনানি হলেই বলা হয় DMCL এর মামলা আর না হয় DTPL এর মামলা। বাস্তবতা হল ডেসটিনি মাল্টিপারপাসের বিরুদ্ধে এবং ট্রি প্লান্টেশনের বিরুদ্ধে কোন মামলা হয়নাই এবং ডেসটিনি গ্রুপের কোন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞাও ছিলনা। মামলার তদন্তের সার্থে ব্যাংক একাউন্ট এবং সম্পদগুলো জব্দ ছিল। মূল কাজ ছিল তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়ার পর নতুন বোর্ড গঠন করে আদালতের মাধ্যমে কোম্পানির জব্দ কৃত ব্যাং একাউন্ট এবং সম্পদ অবমুক্ত করে কোম্পানিকে সচল করা কিন্তু ২০১৩ তে বোর্ড গঠন হইছিল রফিকুল আমিনের তোপের মূখে বোর্ড কাজ করতে পারেনাই। ২০১৬ সালেও বোর্ড চেষ্টা করেছিল।
রফিকুল আমিন কোম্পানিকে বোর্ড শুন্য রেখে মামলার রায় নিতে চেয়েছিল যাতে করে কোম্পানিকে দেউলিয়া করা যায়। এই মামলা গুলো ব্যক্তিগত মামলা।প্রতিষ্ঠানের অর্থ আত্মসাধের মামলা। বর্তমানে ডেসটিনি মালটিপারপাস চালু করার জন্য মন্ত্রনালয় থেকে কমিটি গঠন করে দিয়েছে। ব্যংক একাউন্ট খোলা এবং জব্দকৃত সম্পদ আবেদনের মাধ্যমে নিয়ন্ত্রণে নিতে হবে।
আমার মূল ম্যাসেজ হল মামলার শুনানিগুলোতে প্রতিষ্টানের মামলা বলে বিনিয়োগকারী এবং ডেসটিনির ডিস্ট্রিবিউটরদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
যে সকল ব্যক্তিগন এই জাতিয় বিভ্রান্ত সৃষ্টি করছে তাদের এইসব বিভ্রান্তে বিভ্রান্ত হবেননা।
বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় ডেসটিনির ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারী, রফিকুল আমিন এবং তার গংদের কর্মকাণ্ড পরিষ্কার হয়ে গেছে। সেইদিন বেশি দূরে নয় প্রতারক চক্র ইঁদুরের গর্তে ডোকা শুরু করবে।

...দে দৌড়......RDC, DORA.. শুনতে পেলাম রফিকুল আমিন ২০১২ সালের পর থেকে মানুষের কাছ থেকে যেই টাকা নিয়েছে সেই টাকার কথা অস্...
15/09/2021

...দে দৌড়......RDC, DORA..
শুনতে পেলাম রফিকুল আমিন ২০১২ সালের পর থেকে মানুষের কাছ থেকে যেই টাকা নিয়েছে সেই টাকার কথা অস্বীকার করতেছে বলতেছে আমি জেলে থেকে কি ভাবে টাকা নিব, যেই ব্যক্তিরা টাকা নিয়েছে এর দায় দায়িত্ব তাদের। মূল বিষয় হল এই সব টাকার ব্যাপারে রফিকুল আমিনের কোন সাক্ষরও নাই এবং রফিকুল আমিনের বিরুদ্ধে পুলিশী মামলাও করা যাবেনা। এ ছাড়া রফিকুল আমিন কোন কোম্পানির সাথে সরাসরি মালিকানাও নাই। এই তথ্য শোনার পর রফিকুল আমিনের ভক্তদের ঘুম হারাম হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নাকি প্রতিবাদ শুরু হয়ে গেছে। এখন যেখানে যায় সেখান থেকেই দৌড়ের উপরে আছে।

13/06/2021
13/06/2021

Hi every one

Hi
13/06/2021

Hi

Address

Dhaka
Fulbaria

Telephone

+8801811763032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mars Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mars Associates:

Share

Nearby media companies


Other News & Media Websites in Fulbaria

Show All