Taha

Taha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taha, Magazine, Feni.
(1)

10/03/2024

যেসব কারণে রোজা ভাঙে না...

🎙️ Mizanur Rahman Azhari

সেহরি ও ইফতারের সময়সূচি মাহে রমজান  2024
10/03/2024

সেহরি ও ইফতারের সময়সূচি

মাহে রমজান 2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
25/02/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।¤ রফিক -- কই যাও?¤ আমি -- জি, শহীদ ...
21/02/2024

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

¤ বরকত -- হা হা হা,
কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম,
প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার
অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা
আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,,
রাসূলের আদর্শ )

হে আল্লাহ !
আমার জানা অবস্থায়
তোমার সাথে শিরক করা হতে,,
তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে
আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও।

21/02/2024
05/01/2024

যে ইউরোপ ন্যাটোর মাধ্যমে মুসলিম নিধন করছে, সেই ইউরোপের প্রাণকেন্দ্র থেকেই তাকবিরের ধ্বনি ছড়িয়ে পড়ছে- আল্লাহু আক্ববার !

মুসলিম উম্মাহ ঘুরে দাড়াঁবেই! এটা মুসলিমদের বিজয়ের শতাব্দি। হতাশার কারণ নেই।

জীবনে মাঝে মাঝে কঠিন সময় আসে আল্লাহ তা'আলার পক্ষ থেকে আসা নিয়ামত গ্রহণের জন্য আমাদের উপযুক্ত বানাতে। বাহ্যিকভাবে আমরা স...
15/11/2023

জীবনে মাঝে মাঝে কঠিন সময় আসে আল্লাহ তা'আলার পক্ষ থেকে আসা নিয়ামত গ্রহণের জন্য আমাদের উপযুক্ত বানাতে। বাহ্যিকভাবে আমরা সেটাকে কষ্টকর মনে করলেও তা আসলে কষ্ট নয়; বরং প্রাপ্তি!

30/10/2023

দ্বীনি বোন | জামসেদ মজুমদার (হাফিয্বাহুল্লাহ)

পূজা উপলক্ষ্যে পণ্যের ডিসকাউন্ট এবং আমাদের অবস্থান..
23/10/2023

পূজা উপলক্ষ্যে পণ্যের ডিসকাউন্ট এবং আমাদের অবস্থান..

অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণ উপল‌ক্ষে একজন মু‌মিন যা কর‌তে পা‌রে না...১) অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণে আন‌ন্দিত হ‌তে পা‌রে না।...
22/10/2023

অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণ উপল‌ক্ষে একজন মু‌মিন যা কর‌তে পা‌রে না...

১) অমুস‌লিম‌দের পূজা-পার্ব‌ণে আন‌ন্দিত হ‌তে পা‌রে না।

২) শু‌ভেচ্ছা, অ‌ভিনন্দন জা‌না‌তে পা‌রে না। চি‌ঠি, বার্তা বা উইশ পা‌ঠি‌য়ে তা‌দের আনন্দিত কর‌তে পা‌রে না।

৩) কো‌নোরূপ সমর্থন, সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না।

৪) টাকা-পয়সা বা কো‌নো কিছু দান কর‌তে পা‌রে না। এমন‌কি পূজার কা‌জে এক টাকাও দান করাও গুনাহ। ত‌বে আর্তমান‌বিক সাহায্য দি‌তে কোনো অসু‌বিধা নেই।

৫) শুধু পূজার কা‌জে ব্যবহৃত হয়,‌ এমন জি‌নিস যোগান বা বি‌ক্রি কর‌তে পারে না। যেমন, পূজা উপল‌ক্ষে আতশবা‌জির দোকান খোলা বা বি‌ক্রি করা ইত্যা‌দি।

৬) প্র‌তিমা তৈ‌রি বা বি‌ক্রি কর‌তে পারে না।

৭) পূজামণ্ডপ তৈ‌রি‌, ডেকা‌রেশন ইত্যা‌দি‌ কর‌তে পারে না। এগু‌লো‌তে শ্র‌মিক হিসা‌বে কাজ কর‌তে পা‌রে না।

৮) পূজানুষ্ঠান উপ‌ভোগ করার জন্য দেখ‌তে যে‌তে পার‌বে না।

৯) পূজানুষ্ঠা‌নে উপ‌স্থিত থাক‌তে পারে না।

১০) তা‌দের অনুকর‌ণে নি‌জেরাও কো‌নো কাজ কর‌তে পার‌বে না। যেমন, ফটকা ফুটা‌নো, আতশবা‌জি করা, রং‌ছিটা‌নো, তা‌দের সৌজ‌ন্যে নতুন জামাকাপড় পরা ইত্যা‌দি।

১১) তা‌দের নিমন্ত্রণ গ্রহণ করা যা‌বে না।

১২) তা‌দের যবাই করা কো‌নো জি‌নিস ‌বিলকুল খাওয়া যা‌বে না।

১৩) হা‌তে তৈ‌রি ‌পিঠা-পা‌য়েশ ও অন্যান্য জি‌নিসও প‌রিহার করা উ‌চিত, য‌দিও সেটা হারাম নয়।

১৪) মুস‌লিম ব্যবসায়ী পূজা উপল‌ক্ষে তা‌দের সৌজ‌ন্যে বি‌শেষ ছাড় বা অফার ঘোষণা কর‌তে পা‌রে না। বরং ইসলা‌মের প্র‌তি আগ্রহসৃ‌ষ্টির জন্য এসব ছাড় ও অফারের ঘোষণা ঈদ, রমাযান ও অন্য কো‌নো উপল‌ক্ষে কর‌তে পারে।

১৫) মুস‌লিম কর্মচারী বা‌ লেবার তার অমুস‌লিম মা‌লিকপ‌ক্ষের পূজার কা‌জে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে না। যেমন পূজার ফুল পা‌নি এ‌গি‌য়ে দেওয়া, সান্ধ্যবা‌তি বা ধো‌নি দেওয়া ইত্যা‌দি।

উপরুক্ত বিষয়গু‌লোর কো‌নো কো‌নো‌টি দ্বারা ঈমান নষ্ট হ‌য়ে যা‌বে এবং মুশ‌রিক হ‌য়ে যা‌বে। আর কো‌নো কো‌নো‌টি হারাম ও কবীরা গোনাহ। কো‌নো‌টি মাকরূহ ও নিন্দনীয়। আত্মমর্যাদাবান কো‌নো মু‌মিন এগু‌লো‌তে জড়া‌তে পা‌রে না। বরং এসব কুফরী‌-শিরকী কর্মকা‌ণ্ডের প্র‌তি থাক‌বে তার প্রচণ্ড ঘৃণা‌বোধ। পাশাপা‌শি ওসব মুশ‌রিক‌দের প্র‌তি থাক‌বে দাঈসুলভ করুণা ও দরদ, যা তা‌দের‌কে শিরকমুক্ত করার চেষ্টা সাধনা কর‌তে মুস‌লিম‌কে উদ্বুদ্ধ কর‌বে।

কা‌ফির-মুশ‌রিক‌দের ধর্ম

20/10/2023

Ai Dua porle Nabi k shopne dekha jabe
Alhamdulillah 🥰

20/10/2023

নামাজকে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি | জামসেদ মজুমদার (হাফিয্বাহুল্লাহ)

20/10/2023

আল্লাহুম্মাগফিরলি 🌸 🙂

Address

Feni
3902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category