20/11/2023
'ভালোবাসার মানুষ' এর সাথে বিচ্ছেদ হলে সেটা সবাই কে বলা যায়, 'বেষ্টফ্রেন্ড' এর সাথে বিচ্ছেদ হলে কাউকে বলা যায় না। আমরা খুব ইজিলি ব্রেকাপের কথা সবাই কে বলতে পারি,কিন্তু বেষ্টফ্রেন্ড হারালে সেটা কাউকেই বলতে পারিনা। কি বলার থাকে আসলে? 'আমার বেষ্টফ্রেন্ড আমাকে রেখে চলে গেছে?'
বলতে গিয়েও তো গলা ধরে আসবে!
এই 'কষ্ট' টা কাউকেই বলা যায় না আসলে। কাউকেই না। কাউকে বলতে সে বিশ্বাস তো করবেই না,হাসাহাসিও করবে। হয়তো বলেও বসবে 'তোর ফ্রেন্ড ও তোর সাথে থাকতে চায় না? কেমন মানুষ তুই?'
যার 'বেষ্টফ্রেন্ড' হারিয়ে যায়,শুধুমাত্র সে বুঝে এই কষ্ট টা। বাইরের আর কারো সেটা বোঝার সামর্থ্য নেই। হয়তো ভালোবাসার মানুষ একজনের জায়গায় আরেকজন আসে কিন্তু এক বেষ্টফ্রেন্ড এর জায়গা অন্য কেউ নিতে পারে না। অন্য কাউকে দ্বিতীয়বার ফ্রেন্ড বানাতেও ভয় লাগে!
বেষ্টফ্রেন্ড হারিয়ে ফেলা মানুষজন ভিতরে ভিতরে কষ্ট পায়
না পারে কাউকে বলতে,না পারে সেটা সহ্য করতে না পারে সেই বেষ্টফ্রেন্ড কে গিয়ে বলতে 'সব ঠিক করে ফেল না প্লিজ! তুই ছাড়া আমার একলা লাগে খুব! আমি তোকেই চাই। প্লিজ আগের মতো বেষ্টফ্রেন্ড হয়ে যাই,আমার তোকে খুব দরকার!'