Fpi Short stories

Fpi Short stories আপনার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো ফুটে উঠুক আমাদের রঙ্গিন পাতায়.

11/09/2023
জীবন থেকে নেওয়া....!
08/08/2023

জীবন থেকে নেওয়া....!

ক্যাম্পাস পরিচিতঃ- ❝ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট,❞ফেনী সদর, ফেনী। বাংলাদেশের সরকারি ৪৯টি পলিটেকনিকের মধ্যে  একটি ফেনী পলিট...
07/08/2023

ক্যাম্পাস পরিচিতঃ-

❝ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট,❞
ফেনী সদর, ফেনী।

বাংলাদেশের সরকারি ৪৯টি পলিটেকনিকের মধ্যে একটি ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট। এটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় ১৬ বিঘা। সবুজ শ্যামল ক্যাম্পাস আপনাকে একবারের জন্য হলেও মুগ্ধ করবে।

প্রতিষ্ঠানটি ফেনী সদর উপজেলার প্রায় ১ কিঃমিঃ ঢাকা -ছাগলনাইয়া মহা সড়কের পাশে অবস্থিত।

🔹 বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ৬ টি টেকনোলজিতে চার (৪) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।

⚠️টেকনোলজি সমূহ:

✅ মেকানিক্যাল টেকনোলজি।
✅ এ আই ডি টি টেকনোলজি।
✅ ইলেকট্রিক্যাল টেকনোলজি।
✅ সিভিল টেকনোলজি।
✅ পাওয়ার টেকনোলজি।
✅ কম্পিউটার টেকনোলজি।

🔴ক্লাশের সময়সূচী🔴

⭕১ম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১.১৫ টা পর্যন্ত।
⭕২য় শিফট দুপুর ১.১৫টা থেকে বিকাল ৬.১৫ টা পর্যন্ত।

🔴ভর্তির যোগ্যতা🔴

🔹এসএসসি/দাখিল/ভোকেশনাল /সমমানের পরিক্ষায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার পর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেধা তালিকা অনুসারে ভর্তির কার্যক্রম সম্পাদন হবে।

🔴শিক্ষাব্যবস্থা🔴

📜এখানে মোট শিক্ষাবর্ষ আটটি সেমিষ্টার
নিয়ে গঠিত। প্রতি শিক্ষাবর্ষে ২ সেমিষ্টার এর সমন্নয়।
৮ ম সেমিস্টার যে কোন ইন্ডাস্ট্রিতে নিজেকে সংযুক্ত করতে হয়।

ছাত্রাবাস-
নিজস্ব ছেলেদের দুইটি ও মেয়েদের একটি ছাত্রাবাস রয়েছে এবং ইন্সটিটিউট আশেপাশে অনেক ভালো মেস রয়েছে.!

✍️পড়াশোনা ব্যয়

🖌️সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানের তুলনায় এখানে পড়াশুনার ব্যয় অনেক কম তুলনামুলক। প্রতি সেমিস্টারে সেশন ফি এবং ফরম ফিলাপ মিলিয়ে ২০০০ এর একটু বেশি হতে পারে।

💰উপবৃত্তি

🔹সকল ছাত্র/ছাএিদের সরকার কতৃক নির্ধারিত সেমিষ্টারে ৪০০০/- উপবৃত্তি প্রদান করা হয়। ৭০% ছেলে ১০০%মেয়ে।

অন্যান্য সুবিধাসমূহ/ পরিচিতিঃ

🙆‍♀️রোভার স্কাউট
📷ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
📚আধুনিক লাইব্রেরী
🏰 মসজিদ ১টি
🔬⚒️বিভিন্ন টেকনোলজির নিজস্ব ল্যাব ।
🏵️ শহীদ মিনার ১টি
🧑‍🍳 শাহীন চত্তর।
🏝️ একটি বিশাল আয়তনের পুকুর।
🗺️ কয়েকটি খেলার মাঠ।

📍

বন্ধুর বিয়ে হচ্ছে, আমি ছোট বলে কি আমার বিয়ে হবেনা 🐸
28/06/2023

বন্ধুর বিয়ে হচ্ছে, আমি ছোট বলে কি আমার বিয়ে হবেনা 🐸

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fpi Short stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category



You may also like