14/09/2024
কানাডার সীমান্ত থেকে দিন দিন বিদেশীদের ফিরিয়ে দেবার সংখ্যা বাড়ছে। গত জুলাইয়ে কানাডা ৫হাজার ৮৫৩ জন ভ্রমণকারীকে দেশটিতে ঢোকার অনুমতি দেয়নি। তাদের মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থীর কর্মী ও পর্যটক ছিলেন। দেশটিতে এক মাসে এত সংখ্যক মানুষকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা ২০১৯ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। নতিতে দেখা যায়,দেশটির সীমান্ত কর্মকর্তারা চলতি বছরের প্রথম ৭ মাসের গড়ে ৩ হাজার ২৭২ জন করে বিদেশী ভ্রমণকারীকে ফিরিয়ে দিয়েছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ২০শতাংশ বা ৬৩৩ জন বেশি। এছাড়া পৃথকভাবে দেশটির কর্মকর্তারা গত জুলাইয়ের ২৮৫ জন ভিসাধারি কানাডায় প্রবেশের অযোগ্য বলে বিবেচনা করেন। বর্তমান ইমিগ্রেশনে নতুন নিয়ম কানুন ও কড়াকড়ি জোরদার করা হয়েছে । এদিকে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এড প্রকাশ করতেছে ব্যাপক সংখ্যক লোক কানাডায় নেবে।বিষয়টি একটি ভুয়া ও লোভনীয় অসাধারণ মানুষকে হয়রানি ও ঠকানোর প্রক্রিয়া। কানাডা থেকে নিজস্ব প্রতিনিধি জহিরুল ইসলাম