NAMAJ নামাজ

NAMAJ        নামাজ মানুষ মৃত্যুর পরেই সবার আগে হিসাব করা হবে নামাজের।
আসুন নামাজ আদায় করি। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি।

কোরবানির ঈদ। ঈদুল আজহা তথা কোরবানির দিনে পালনের জন্যর রাসুল (স.) এর বেশ কিছু সুন্নত আছে। যে সুন্নতগুলো সওয়াবের পাল্লা ভা...
16/06/2024

কোরবানির ঈদ। ঈদুল আজহা তথা কোরবানির দিনে পালনের জন্যর রাসুল (স.) এর বেশ কিছু সুন্নত আছে। যে সুন্নতগুলো সওয়াবের পাল্লা ভারি করে।
যেমন-
> অতি দ্রুত ঘুম থেকে জেগে ওঠা। (বায়হাক্বি ৬১২৬)

> সুন্দর মতো মিসওয়াক করা (তাবয়িনুল হাকায়েক ১/৫৩৮)

> উত্তমরূপে গোসল করা (মুয়াত্তায়ে মালিক ৪২৬; ইবনু মাজাহ ১৩১৫)

> শরিয়াহসম্মতভাবে নিজেকে সজ্জিত করা (বুখারি ৮৮৬; মুসলিম ২০৬৮)

> নিজের সবচেয়ে উত্তম ও শালীন পোশাক পরিধান করা (বুখারি ৭৫৬০)

> সুগন্ধি ব্যবহার করা (মুসতাদরাক হাকিম ৫৬০)

> দ্রুত ঈদগাহে যাওয়া (আবু দাউদ ১১৫৭)

> ঈদগাহে যাওয়ার পূর্বে খাবার না খাওয়া (বুখারি ৯৫৩; আহমাদ ১৪২২)

> ঈদগাহে যাওয়া-আসার রাস্তা পরিবর্তন করা (বুখারি ৯৮৬; ইবনু মাজাহ ১৩০১)

> পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া (আবু দাউদ ১/১৬৪; ইবনু মাজাহ ১০৭১)

> ঈদগাহে যাওয়া-আসায় উচ্চকণ্ঠে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহির হামদ) পাঠ করা (সূরা হাজ্জ ৩৭; বায়হাক্বি ৩/২৭৯; ইবনু আবি শায়বাহ ১/৪৮৭)

> ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। কোনো দুর্যোগ থাকলে মসজিদে ঈদের জামাত জায়েজ (বুখারি হা/৯৫৬)

> ঈদের সালাতের আগে কিংবা পরে কোনও নফল সালাত আদায় না করা (বুখারি ৯৮৯; ইবনু মাজাহ ১২৯১)

> নামাজ শেষে বিলম্ব না করে পশু জবাই করা (বুখারি ৯৬৫)

> কোরবানির পশু নিজ হাতে জবাই করা (প্রয়োজনে অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ) (মুসলিম ৫১৯৯)

> কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাদ্য শুরু করা (তিরমিযি ৫৪৩; ইবনু মাজাহ ১৭৫৬)

> ঈদের শুভেচ্ছা বিনিময়ে ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম’ বলা (ফাতহুল বারি ২/৫১৭)

এভাবেই ধর্মীয় বিধান মেনে ত্যাগের মহিমায় পালিত হোক আমাদের ঈদ। আল্লাকপাক সবাইকে এগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমিন

ঈদ মোবারক
16/06/2024

ঈদ মোবারক

16/06/2024

'আল্লাহর কাছে ওদের গোশত–রক্ত পৌঁছায় না; বরং পৌঁছায় তাঁর কাছে তোমাদের তাকওয়া।' (সূরা হাজ্ব, আয়াত: ৩৭)।

16/06/2024

বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত।' (সূরা আনআম, আয়াত: ১৬২)

হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধর ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও। সুরা আল ইমরা...
29/05/2024

হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধর ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও। সুরা আল ইমরান- ২০০।

বায়তুল্লাহ অর্থাৎ কাবা ঘর তাওয়াফের নিষেধাজ্ঞা নিয়ে সহীহ বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস।মুসলিম উম্মাহ সবাইকে জেনে ...
24/05/2024

বায়তুল্লাহ অর্থাৎ কাবা ঘর তাওয়াফের নিষেধাজ্ঞা নিয়ে সহীহ বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস।

মুসলিম উম্মাহ সবাইকে জেনে রাখা উচিত। তাই শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল।

হাদিস নাম্বার - ৫১৫০
মূসা’দ্দাদ (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত যে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন। অথচ মক্কা প্রবেশ করার পূর্বেই সারিফ নামক স্থানে তার মাসিক শুরু হল। তখন তিনি কাদতে লাগলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার কি হয়েছে? মাসিক শুরু হয়েছে না কি? তিনি বললেনঃ হ্যা। তিনি বললেনঃ এটা তো এমন এক বিষয় যা আল্লাহ আদম (আলাইহি ওয়াসাল্লাম)-এর কন্যা সন্তানের উপর নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি আদায় করে যাও হাজীগণ যা করে থাকে, তুমিও অনুরুপ করে যাও। তবে তুমি বায়তুল্লাহ তাওয়াফ করবে না। এরপর আমরা যখন মিনায় ছিলাম, তখন আমার কাছে গরুর গোশত নিয়ে আসা হল। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? লোকজন উত্তর করলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন।

ইয়া রাসুলুল্লাহ! আমার ভাগে এসেছে একটি বকরীর বাচ্চা।মু’আয ইবনু ফাযালা (রহঃ) উকরা ইবনু আমির জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি...
22/05/2024

ইয়া রাসুলুল্লাহ! আমার ভাগে এসেছে একটি বকরীর বাচ্চা।

মু’আয ইবনু ফাযালা (রহঃ) উকরা ইবনু আমির জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগনের মধ্যে কতগুলো কুরবানীর পশু বণ্টন করলেন। তখন উকবা (রাঃ)-এর ভাগে পড়ল একটি বকরীর বাচ্চা। উকবা (রাঃ) বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমার ভাগে এসেছে একটি বকরীর বাচ্চা। তখন রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ সেটীই কুরবানী করে নাও।
হাদিস নাম্বার - ৫১৪৯

মূসা’দ্দাদ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি...
22/05/2024

মূসা’দ্দাদ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি সালাত (নামায/নামাজ) আদায়ের আগে যবাই করল সে নিজের জন্যই যবাই করল। আর যে ব্যাক্তি সালাত (নামায/নামাজ) আদায়ের পর যবাই করল। তার কুরবানী পূর্ন হল এবং সে ইসলামের নীতি অনুসরণ করল।
হাদিস নাম্বার - ৫১৪৮

বন্ধুকে নামাজি বানাও,না হয় নামাজীকে বন্ধু বানাও।
20/05/2024

বন্ধুকে নামাজি বানাও,
না হয় নামাজীকে বন্ধু বানাও।

জুমার দিনের বিশেষ যে পাঁচটি আমল সম্পর্কে জানতেই হবে১। গোসল করা জুমার দিন উত্তমভাবে গোসল করা।২। জুমার নামাজ পড়া এ দিনের ...
17/05/2024

জুমার দিনের বিশেষ যে পাঁচটি আমল সম্পর্কে জানতেই হবে

১। গোসল করা জুমার দিন উত্তমভাবে গোসল করা।
২। জুমার নামাজ পড়া এ দিনের প্রধান কাজ হলো- 'জুমার নামাজ পড়া।'
৩। বেশি বেশি দোয়া করা জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা।
৪। সুরা কাহফ তেলাওয়াত করা।
৫। বেশি বেশি দুরূদ পড়া।

যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা গুরুতরভাবে পা...
14/05/2024

যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা গুরুতরভাবে পাপকর্মে লিপ্ত রয়েছে।
সুরা ইব্রাহিম, আয়াত সংখ্যা ০৩।

আর আসমানসমূহ ও যমীনে তিনিই আল্লাহ, তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য এবং জানেন যা তোমরা অর্জন কর। সুরা আনআম-০৩।
13/05/2024

আর আসমানসমূহ ও যমীনে তিনিই আল্লাহ, তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য এবং জানেন যা তোমরা অর্জন কর। সুরা আনআম-০৩।

যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।সুরা মায়িদা, আয়াত সংখ্যা...
10/05/2024

যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
সুরা মায়িদা, আয়াত সংখ্যা-০৯।

আল্লাহ বলেছেন-নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে। আ...
07/05/2024

আল্লাহ বলেছেন-
নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে। আর যারা আমার নিদর্শনাবলী হতে অমনোযোগী। তারা যা উপার্জন করত, তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। সুরা ইউনুস আয়াত সংখ্যা ৭ ও ৮। আল্লাহ 🤲 তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দাও। আমিন।

নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসীরা বল...
06/05/2024

নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসীরা বলবে, হায় আফসোস! যদি আমি মাটি হয়ে যেতাম।
সুরা- নাবা-৪০
#মাটি #আফসোস #অবিশ্বাসী োরআন #বাণী #আযাব #সতর্ক

ঋণগ্রস্থ লাশের জানাজা পড়ানো নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস।মক্কী ইবনু ইবরাহীম (রহঃ) ... সালামা ইবনু আকওয়া (রাঃ) থেকে বর্ণি...
05/05/2024

ঋণগ্রস্থ লাশের জানাজা পড়ানো নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস।

মক্কী ইবনু ইবরাহীম (রহঃ) ... সালামা ইবনু আকওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম, এমন সময় একটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করে দিন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কি কোন ঋণ আছে? তারা বলল, না। তিনি বললেন, সে কি কিছু রেখে গেছে? তারা বলল, না। তখন তিনি তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

তারপর আরেকটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করে দিন। তিনি বললেন, তার কি কোন ঋণ আছে? বলা হল হ্যাঁ, আছে। তিনি বললেন, সে কি কিছু রেখে গেছে? তারা বললেন, তিনটি দ্বীনার। তখন তিনি তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

তারপর তৃতীয় আরেকটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযা আদায় করুন। তিনি বললেন, সে কি কিছু রেখে গেছে? তারা বললেন, না। তিনি বললেন, তার কি কোন ঋণ আছে? তারা বললেন, তিন দ্বীনার। তিনি বললেন, তোমাদের এ লোকটির সালাত (নামায/নামাজ) তোমরাই আদায় করে নাও। আবূ কাতাদা (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করুন, তার ঋণের জন্য আমি দায়ী। তখন তিনি তার জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

সহীহ বুখারী শরীফ হাদিস নং ২১৪৪।

বিশ্ব নবী যখন বৃষ্টির জন্য দোয়া করতে বের হইতেন, তখন তাঁর চাঁদর পাল্টাইতেন।সহীহ্ বুখারী শরীফ হাদিস নং-৯৫১।
04/05/2024

বিশ্ব নবী যখন বৃষ্টির জন্য দোয়া করতে বের হইতেন, তখন তাঁর চাঁদর পাল্টাইতেন।
সহীহ্ বুখারী শরীফ হাদিস নং-৯৫১।

তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার কর? অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন ...
03/05/2024

তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার কর? অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদেরকে জীবন্ত করবেন, পরিণামে তোমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। সুরা বাক্বারা-২৮।

রিটার্ন টিকিট নিয়া পৃথিবী ভ্রমনে এসেছি, সহীহ সালামতে, ঈমানের সহিত আবার যেনো মহান রবের কাছে ফিরে যেতে পারি, এই দোয়া সব সম...
02/05/2024

রিটার্ন টিকিট নিয়া পৃথিবী ভ্রমনে এসেছি, সহীহ সালামতে, ঈমানের সহিত আবার যেনো মহান রবের কাছে ফিরে যেতে পারি, এই দোয়া সব সময় করি। আল্লাহ কবুল করুন। আমিন।

হাদিস নাম্বার - ২৫৯১হাসান ইবনু সাববাহ (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আল...
02/05/2024

হাদিস নাম্বার - ২৫৯১
হাসান ইবনু সাববাহ (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞাসা করলাম, ‘ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, ‘সময় মত সালাত (নামায/নামাজ) আদায় করা। আমি বললাম, ‘তারপর কোনটি? তিনি বললেন, ‘আল্লাহর পথে জিহাদ। ’ তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম। আমি যদি (কথা) বাড়াতাম তবে তিনি আরো অধিক বলতেন।

আজকে মে দিবস তাই শ্রমিকদের নিয়ে আল কোরআন ও হাদিসে কি বলা হয়েছে, সবাইকে পড়ার অনুরোধ রইল।ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌম...
01/05/2024

আজকে মে দিবস তাই শ্রমিকদের নিয়ে আল কোরআন ও হাদিসে কি বলা হয়েছে, সবাইকে পড়ার অনুরোধ রইল।

ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌমত্ব ও মালিকানা আল্লাহর, আর মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র। সুতরাং এখানে মালিক-শ্রমিক সবাই ভাই ভাই।
তাদের পারস্পরিক সম্পর্ক হবে শ্রদ্ধা-স্নেহ, সৌহার্দ ও বিশ্বস্ততায় ভরপুর। শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রয়েছে নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার।
উভয়কে বলা হয়েছে নিজ নিজ কর্তব্য পালনে দায়িত্বশীল হতে। শুধু মালিক বা শুধু শ্রমিক নয়; বরং উভয়কে সুসংহত আচরণ করার নির্দেশ দিয়েছে।
ইসলাম শ্রমের শ্রেণিবিন্যাসকে স্বীকার করলেও মানবিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে সবাই সমান। রাসুলুল্লাহ (সা.) ব্যবসা, কৃষি ও দ্বীনচর্চাকে উৎসাহিত করেছেন।
আবার মর্যাদার ক্ষেত্রে সব শ্রমিক সাধারণভাবে সমান ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শ্রমজীবী আল্লাহর বন্ধু। ইসলাম শ্রমিককে বলেছে, দক্ষ, বিশ্বস্ত ও দায়িত্ববান হতে। কোরআনে আদর্শ শ্রমিক হিসেবে হজরত মুসা (আ.)-এর বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে, হে পিতা! আপনি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিন। নিশ্চয় আপনার শ্রমিক হিসেবে সে-ই উত্তম যে সামর্থ্যবান ও বিশ্বস্ত। (সুরা কাসাস, আয়াত : ২৬)
পরবর্তী আয়াতে নিয়োগদাতা শোয়াইব (আ.)-এর সঙ্গে নিয়োগপ্রাপ্ত মুসা (আ.)-এর মজুরি নির্ধারণের বিবরণ এসেছে। পরে বিরোধ এড়াতে উভয়ের সম্মতিতে প্রথমেই মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। ইসলামী শ্রমনীতির শ্রেষ্ঠত্ব ও স্বাতন্ত্র্য এখানেই যে ইসলাম মালিক ও শ্রমিকের জন্য অভিন্ন খাবার ও বস্ত্রের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার আলোকে বোঝা যায়, ইসলাম একটি উচ্চ মানসিকতাসম্পন্ন শ্রমনীতির কথা বলেছে, যেখানে শ্রমিকের মানসম্মত জীবন-জীবিকা নিশ্চিত হয়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়ায় যা সে খায়, সে কাপড় পরিধান করায়, যা সে পরিধান করে। তাকে সামর্থ্যের অধিক কোনো কাজের দায়িত্ব দেবে না। যদি এমনটা করতেই হয়, তাহলে সে যেন তাকে সাহায্য করে। (বুখারি, হাদিস : ৫৬১৭)
শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকেরই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মালিকানাধীন (অধীন) ব্যক্তির জন্য খাবার ও কাপড়ের অধিকার রয়েছে। (মুসলিম, হাদিস : ১৬৬২)
অন্য হাদিসে তিনি বলেছেন, যে আমাদের কর্মী নিযুক্ত হয়েছে সে যেন (প্রতিষ্ঠানের খরচে) একজন স্ত্রী সংগ্রহ করে, সেবক না থাকলে সে যেন একজন সেবক খাদেম সংগ্রহ করে এবং বাসস্থান না থাকলে সে যেন একটি বাসস্থান সংগ্রহ করে। যে ব্যক্তি এর অতিরিক্ত কিছু গ্রহণ করবে সে প্রতারক বা চোর গণ্য হবে। (আবু দাউদ, হাদিস : ২৯৪৫)
বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩০)
অন্য হাদিসে পারিশ্রমিক ও প্রাপ্য অধিকার নিয়ে টালবাহানাকে অবিচার আখ্যায়িত করা হয়েছে। মহানবী (সা.) বলেন, ধনী ব্যক্তির টালবাহানা অবিচার। (সহিহ বুখারি, হাদিস : ২২৮৭)
অর্থাৎ সামর্থ্য থাকার পরও মানুষের প্রাপ্য ও অধিকার প্রদানে টালবাহানা করা অন্যায়।আর ঠুনকো অজুহাতে বেতন-ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা ভয়ংকর অপরাধ। মহানবী (সা.) বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব। ... আর একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তা থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি। (বুখারি, হাদিস : ২২২৭)
শ্রমিকের অধিকার ও মানবিক মর্যাদা এবং মালিকের প্রাপ্য সেবা লাভের এমন ভারসাম্যপূর্ণ শ্রমনীতি একমাত্র ইসলামই দিয়েছে।এই হাদিসে শ্রমিক ও মালিক পরস্পরকে ভাই সম্বোধন করে মূলত ইসলাম শ্রেণিবৈষম্যের বিলোপ করেছে। তবে শ্রেণিবৈষম্য বিলোপের নামে মালিক ও উদ্যোক্তার মেধা, শ্রম ও সামাজিক মর্যাদাকে অস্বীকার করেনি ইসলাম। চাপিয়ে দেয়নি নিপীড়নমূলক কোনো ব্যবস্থা। বরং তার ভেতর মানবিক মূল্যবোধ ও শ্রমিকের প্রতি মমতা জাগিয়ে তোলার চেষ্টা করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা জীবনোপকরণে তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীন দাস-দাসীদের নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? (সুরা নাহল, আয়াত : ৭১)
উল্লিখিত আয়াতে যেমন মালিকের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে, তেমনি তার অহংবোধ ও শ্রেণিবৈষম্যের ধারণার নিন্দা করা হয়েছে। পাশাপাশি সম্পদের প্রকৃত মালিকানা ও তা অর্জন করতে পারা যে একান্তই আল্লাহর অনুগ্রহ সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যেন সে মানবিক মূল্যবোধের জায়গা থেকে শ্রমিকের মর্যাদা ও অধিকার সংরক্ষণে মনোযোগী হয়।শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টি জঘন্যতম পাপ; বরং ইসলামের নির্দেশনা হলো, শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিবহাল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবে। মহানবী (সা.) এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে জাতির দুর্বল লোকেরা জোর-জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না সেই জাতি কখনো পবিত্র হতে পারে না। (ইবনে মাজাহ, হাদিস : ২৪২৬)

মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন।

তিনিই দুটি সাগরকে প্রবাহিত করেছেন, একটির পানি মিষ্ট, সুপেয় এবং অপরটির পানি লোনা, ক্ষারবিশিষ্ট। আর উভয়ের মধ্যে তিনি রেখে ...
30/04/2024

তিনিই দুটি সাগরকে প্রবাহিত করেছেন, একটির পানি মিষ্ট, সুপেয় এবং অপরটির পানি লোনা, ক্ষারবিশিষ্ট। আর উভয়ের মধ্যে তিনি রেখে দিয়েছেন এক সীমারেখা, এক অনতিক্রম্য ব্যবধান। সরা ফুরকান, আয়াত সংখ্যা-৫৩।

আল্লাহই স্তম্ভ ছাড়া আকাশমন্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন; তোমরা তা দেখছ। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন এবং সূর্য ও চন্দ্রক...
29/04/2024

আল্লাহই স্তম্ভ ছাড়া আকাশমন্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন; তোমরা তা দেখছ। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে বশীভূত করেছেন; প্রত্যেকে নির্দিষ্ট মেয়াদে আবর্তন করে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পার। সুরা রাদ-আয়াত সংখ্যা-২।

আবদুল্লাহ ইবনু মুহাম্মদ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্তা’আলা আদম...
26/04/2024

আবদুল্লাহ ইবনু মুহাম্মদ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্তা’আলা আদম আলাইহি ওয়া সাল্লাম -কে সৃষ্টি করেছেন। তাঁর দৈর্ঘ্য ছিল ষাট হাত। এরপর তিনি (আল্লাহ্) তাঁকে (আদমকে) বললেন, যাও। ঐ ফিরিশ্তা দলের প্রতি সালাম কর এবং তাঁরা তোমার সালামের জওয়াব কিরূপে দেয় তা মনোযোগ দিয়ে শোন। কেননা এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি। তারপর আদম আলাইহি ওয়া সাল্লাম (ফিরিশ্তাদের) বললেন, “আস্‌সালামু আলাইকুম”। ফিরিশ্তাগণ তার উত্তরে “আস্‌সালামু আলাইকা ওয়া রাহামাতুল্লাহ” বললেন। ফিরিশ্তারা সালামের জওয়াবে “ওয়া রাহ্‌মাতুল্লাহ” শব্দটি বাড়িয়ে বললেন। যারা জান্নাতে প্রবেশ করবেন তারা আদম আলাইহি ওয়া সাল্লাম -এর আকৃতি বিশিষ্ট হবেন। তবে আদম সন্তানদের দেহের দৈর্ঘ্য সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাপ পর্যন্ত পোঁছেছে। হাদিস নং-৩০৯১।

যারা ভ্রু প্লাক করেন বা শরীরের কোনো অংশ বিকৃত করেন, আল্লাহ তাদের উপর লা'নত দেন।বুখারী শরীফের হাদিস নাম্বার - ৪৫২১মুহাম্ম...
25/04/2024

যারা ভ্রু প্লাক করেন বা শরীরের কোনো অংশ বিকৃত করেন, আল্লাহ তাদের উপর লা'নত দেন।

বুখারী শরীফের হাদিস নাম্বার - ৪৫২১
মুহাম্মদ ইবনু ইউসুফ (রহঃ) আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন- আল্লাহ লা’নত করেছেন ঐ সকল নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকন করে, নিজ শরীরে উল্কি অংকন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। এরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে। এরপর বনী আসা’দ গোত্রের উম্মে ইয়াকুব নামে এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছালে সে এসে বলল, আল্লাহর রসূল যার প্রতি লা’নত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লা’নত করা হয়েছে, আমি তার প্রতি লা’নত করব না কেন? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝে যা আছে তা (পূর্ণ কুর’আন) পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো এতে পাইনি। আবদুল্লাহ (রহঃ) বললেন, যদি তুমি কুর’আন পড়তে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি? “রসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা তোমাদের নিষেধ করেন তা হতে বিরত থাক”। (সূরা ৫৯, আয়াত ০৭) মহিলা বলল, হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। আবদুল্লাহ (রহঃ) বললেন, রসূল এ কাজে নিষেধ করেছেন। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালোভাবে দেখে এসো। এরপর মহিলা গেল এবং ভালোভাবে দেখে এলো। কিন্তু তার প্রয়োজনীয় কিছুই দেখতে পেলো না। তখন আবদুল্লাহ (রহঃ) বললেন, আমার স্ত্রী যদি এমন করত, তবে সে আমার সাথে একত্রে থাকতে পারত না।

22/04/2024

হাদিস নাম্বার - ৪০৩৫
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম এমতাবস্থায় (স্বপ্নে) আমার নিকট যমীনের সমুদয় সম্পদ উপস্থাপন করা হল এবং আমার হাতে দু’টি সোনার খাড়ু রাখা হল। আমি আমার মনে ব্যাপারটি গুরুতর অনুভূত হলে আমাকে ওহীর মাধ্যমে জানানো হল যে, এগুলোর উপর ফুঁ দাও। আমি ফুঁ দিলাম, খাড়ু দু’টি উধাও হয়ে গেল। এরপর আমি এ দু’টির ব্যাখ্যা করলাম যে, এরা সেই দু’ মিথ্যাবাদী (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবীকারী) যাদের মাঝখানে আমি অবস্থান করছি। অর্থাৎ সানআ শহরের অধিবাসী (আসওয়াদ আনসী) এবং ইয়ামামা শহরের অধিবাসী (মূসা য়লামাতুল কাযযাব)।

পাখির চোখে এলাকার রাস্তার ফুটেজ
21/04/2024

পাখির চোখে এলাকার রাস্তার ফুটেজ

চাঁদ সুরুজ, গ্রহ নক্ষত্র সবই একজনের হুকুমেই চলমান।তিনি একমাত্র সর্বশক্তিমান আল্লাহ।
21/04/2024

চাঁদ সুরুজ, গ্রহ নক্ষত্র সবই একজনের হুকুমেই চলমান।
তিনি একমাত্র সর্বশক্তিমান আল্লাহ।

সুরা বাক্বারা ৩৫ নং আয়াত
21/04/2024

সুরা বাক্বারা ৩৫ নং আয়াত

Address

Islampur
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when NAMAJ নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAMAJ নামাজ:

Videos

Share

Nearby media companies