Expost

Expost যতদূর চোখ যায় অশ্রু ও আগুনের গহণ অরণ্? যতদূর চোখ যায় অশ্রু ও আগুনের গহণ অরণ্যে......

27/05/2025

🫶❤️

08/05/2025
বিজিবিকে আন্তরিক  ধন্যবাদ!নিরাপত্তা আরো জোরদার করা হোক:-
08/05/2025

বিজিবিকে আন্তরিক ধন্যবাদ!
নিরাপত্তা আরো জোরদার করা হোক:-

08/05/2025

ভা’রতীয় ড্রোন ভূ’পা’তিত করে পাকিস্তানি জনগণ আনন্দ-উল্লাসে মাতোয়ারা!

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।উত্তরা আ...
08/05/2025

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।
উত্তরা আজমপুর রেল গেট পার হলেই দেখা যায় তিনি ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন।
ওনার সাথে কথা বলার কৌতূহল থাকলেও ওনার ব্যস্ততার কারণে সেই সুযোগ হয় না।
আজকে অবশেষে কথা বলার সুযোগ হলো, জানতে পারলাম অনেক কিছু।
ওনি ওই জায়গাতে কাপড় বিক্রি করার কারণ হলো, ওখানে একটা স্কুল আছে, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল।
ওই স্কুলে তার একটা ছেলে পড়ে, ছেলেকে স্কুলে নিয়ে আসেন এবং এই সময়টাতে তিনি কাপড় বিক্রি করেন।
অনেক ভাবিরা কিন্তু শরমে শেষ হয়ে যেতো। মনে আছে আমিও আমার স্কুলে, আমাদের গাছের পেয়ারা বিক্রি করতে নিয়ে যেতাম। এটা কিছুটা চ্যালেঞ্জিংও বটে।
রিপা আপুকে নিয়ে লেখার কারণ হলো, ওনারা বেশ স্বচ্ছল, ওনাদের এই গাড়ীটা ছাড়াও আরো ২ টা গাড়ী আছে। রিপা আপু জানালো ছেলেদের পড়াশোনা সংসারের খরচ মিলে মাসে লাখ টাকা ছাড়িয়ে যায়।
আর এটা ওনার কাপড় বিক্রির টাকা থেকেই উঠে আসে।
কি দারুণ তাই না?
আমাদের প্রজন্মের সবাই ছুটছি চাকরির পিছনে, চাকরি করে কত টাকা পাই? আজকে ২০ টাকা বাঁচানোর জন্য তিন কিলোমিটার হেঁটে বাসায় আসলাম।
© সার্জেন্ট জুয়েল

Important!সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২০ অনুযায়ী জু*য়া সংক্রান্ত অপরাধ এবং শাস্তিঃ-
08/05/2025

Important!
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২০ অনুযায়ী জু*য়া সংক্রান্ত অপরাধ এবং শাস্তিঃ-

nice video 🫶❤️
07/05/2025

nice video 🫶❤️

আশা করি, বিএনপির হাইকমান্ড দ্রুত ব্যবস্থা নেবে—অপরাধীর পরিচয়, সে অপরাধী। সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
07/05/2025

আশা করি, বিএনপির হাইকমান্ড দ্রুত ব্যবস্থা নেবে—
অপরাধীর পরিচয়, সে অপরাধী। সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

07/05/2025

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা! আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা | সর্বশেষ খবর
📌 আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারতের সরকার। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো।

India Pakistan Missile Attack 2025, Azad Kashmir Attack, India strikes Pakistan, Pakistan ISPR News, Kotli Mosque Attack, Muridke Attack, Shakargarh hospital attack, India Pakistan Border Tension, Breaking News Pakistan India, Geo News, Bangladesh news update, পাকিস্তান-ভারত যুদ্ধ, আজাদ কাশ্মির হামলা, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা

pakistan India

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when Expost posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expost:

Share

Category