Fatickchari news

Fatickchari news ফটিকছড়ির সংবাদ জানতে আমাদের পেইজ এ লা?

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি ফোরাম আইআইইউসি...
09/12/2024

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি ফোরাম আইআইইউসি-এর বার্ষিক নির্বাচন এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার একটি রোস্তারাঁর হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ফোরামের সভাপতি ইরফানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংগঠনে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের একতাবদ্ধ থেকে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। নবীন সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ফোরামের ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

ফটিকছড়ি ফোরাম আইআইইউসি শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং ফোরামের ঐক্য ও সংহতিকে আরো দৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, বিবিএ অনুষদের লেকচারার আফজালুর রহমান আরাফাত এবং সিএসই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট লেকচারার মোবিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সরওয়ার আজম ফারুকী, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিভিশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর ইয়াসিন আবু হাসান।

এছাড়াও ফোরামের সিনিয়র সদস্য জহির রায়হান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল আলম পারভেজ, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল, জনাব সৈয়দ শরফ রাসেল, অ্যাডভোকেট আতিক উল্লাহ ও মোহাম্মদ ইফরাদ উদ্দিন। সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনিসুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল সাইদ চৌধুরী ও মোহাম্মদ সাদমান রাফিদ এবং সাবেক সহ'সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ ওসমান, আহসানুল হক রিফাত ও আলী মর্তুজাসহ ফোরামের সদস্য, নবীন শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর উপস্থিত ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকরী পরিষদ '২৫-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সিএসই ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দাউদ রহমান সভাপতি এবং ফার্মেসী ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তালেব হোসাইন রোমান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল। তাকে সহযোগিতা করেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, যারা সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি দাউদ রহমান বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমার ওপর আস্থা রেখেছেন। আমরা একসঙ্গে ফোরামকে আরো এগিয়ে নিয়ে যাব এবং সবাইকে একত্রিত রাখব।

সাধারণ সম্পাদক তালেব হোসাইন রোমান তার বক্তব্যে বলেন, এই সংগঠন আমার জন্য শুধু দায়িত্ব নয়, এটি একটি পরিবারের মতো। সবার সহযোগিতায় আমরা নতুন উচ্চতায় পৌঁছাতে পারব বলে আশা করছি।

নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সবাই নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং তাদের জন্য শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানানো হয় তাদের অবদানের জন্য এবং নবনির্বাচিত কমিটির জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

07/10/2023

কুরআনে যত গুলো নবীর নাম আছে সব গুলো ইহুদি...

07/10/2023

বানের পানির মতো সৈন্য ঢুকছে ...

07/10/2023
24/09/2023

কেমন হবে বিদায়ের পোশাক?

24/09/2023

নিজের চেষ্টা আর আল্লাহর উপর বিশ্বাস রিজিক বাডে

23/09/2023

😥😥😥

কতদিন পর
14/05/2023

কতদিন পর

15/04/2023

রক্ত এমনি হয় 😥😥

ঢাকার নিউ মার্কেটে আগুন লাগায় ছোট ভাই দোকানের ভিতরে থাকায় বড় ভাইয়ের আহাজারি।

15/04/2023

♥️♥️♥️

15/04/2023

5G speed 😱😱😱

Address

Fatickchari
Fatikchari
CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when Fatickchari news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share