22/08/2024
ফেনী লালপোল ওভারব্রিজ এলাকায়,,,
রাস্তায় শত শত নৌকা বোট আছে কিন্তু সব ট্রাকের উপরে জ্যামে।
৭০/৮০ কিলোমিটার জ্যামে সবাই বসে আছে।
লালপোলে পানির এতো প্রেশার যেখানে বাস ট্রাক ও দাড়াতে পারছে না।
এখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায় কান্নাকাটি করছে, ড্রাইভার ও যাত্রী রা এক মুঠো মুড়ি চাচ্ছে তাও কারো কাছে নাই ।
চট্টগ্রাম থেকে এই পথে আসলে আপনারা জেমের মধ্য পড়বেন ।
এই রাতে হাজার হাজার মহিলা শিশু বাথরুম করতে পারছেনা। খাবার পানি নাই বাচ্চার দুধ বানাতে পারছে না।
ইয়া রব, ইয়া আল্লাহ,, একমাত্র আপনি আছেন যাকে মন থেকে ডেকে কেউ নিরাশ হয়নি ।
আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক।