Rayhan Hosen Tonik

Rayhan Hosen Tonik Rayhan Hosen Tonik is ready to give you full computer skill and freelancing service

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
06/01/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

⚪ফ্রিল্যান্সিং এবং সমাজের ভুল ধারনা⚪▫️কম্পিউটার কিনলেই ফ্রিল্যান্সার হওয়া যায়।বেশিরভাগ মানুষ মনে করেন যে ফ্রিল্যান্সার হ...
04/01/2023

⚪ফ্রিল্যান্সিং এবং সমাজের ভুল ধারনা⚪

▫️কম্পিউটার কিনলেই ফ্রিল্যান্সার হওয়া যায়।
বেশিরভাগ মানুষ মনে করেন যে ফ্রিল্যান্সার হতে গেলে অবশ্যই কম্পিউটার কিনতে হবে। কম্পিউটার কিনে ফেললেই কাজ করা যাবে। অর্থাৎ কম্পিউটার ছাড়া ফ্রিল্যান্সিং করা অসম্ভব। এটি সম্পূর্ণ একটি ভুল ধারনা। যে কোনো ইন্টারনেট সংযুক্ত করা যায় এমন ডিভাইস হলেই কাজ করা সম্ভব; যদিনা কাজটি উক্ত ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা যায়। হতে পারে সেটা মোবাইল, হতে পারে ল্যাপটপ। তাই কম্পিউটার কিনলেই যে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন নতুবা পারবেন না; এমন নয়।

23/11/2022
🥰🥰Affiliate Marketing🥰🥰Affiliate Marketing টা হচ্ছে মার্কেটিং এর এমন একটি পদ্ধতি বা সিস্টেম যেখানে আমাদের নিজেদের কোন প্...
18/11/2022

🥰🥰Affiliate Marketing🥰🥰

Affiliate Marketing টা হচ্ছে মার্কেটিং এর এমন একটি পদ্ধতি বা সিস্টেম যেখানে আমাদের নিজেদের কোন প্রোডাক্ট নেই, আপনি সেখানে অন্য কোন ব্যক্তি বা তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে নিজের ওয়েবসাইট বা পেজ এনে প্রমোট করবেন, এবং কেউ যদি আপনার প্রমোট করা লিংক বা ব্যানার থেকে ক্লিক করে ঐ প্রোডাক্ট টি ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কিছু টাকা কমিশন হিসেবে পাবেন।🥰🥰

Affiliate marketing এর সাথে মূলত ৩ টা জিনিস জড়িত। আর জিনিস গুলো হচ্ছেঃ
*Merchants Or Advertiser
*Networks (Click Bank, Commission Junction, Amazon Affiliate)
*Publisher

1. Merchants or Advertiser
Merchant/বনিকদের কাজ হলো তাদের প্রোডাক্ট নির্ধারণ করা, এবং কখন মার্কেট এ কোন প্রোডাক্ট এর চাহিদা ভালো সে প্রোডাক্ট গুলো নির্বাচন করা।
2. Networks
Merchant রাই সাধারণত এই নেটওয়ার্ক গুলোর সাথে সংযুক্ত থাকেন, তারা তাদের প্রোডাক্ট গুলো অনলাইন ভিত্তিক এই সব Affiliate Network সাইট এ শেয়ার করে। কয়েকটি জনপ্রিয় Affiliate Network সাইট।
যেমনঃ
*Click Bank
*Share A Sale
*Amazon Affiliate
*eBay
*Market Health

3. Publisher
যারা Affiliate Market থেকে এই প্রোডাক্ট গুলোর সন্ধান নেয়, তাদের নিজেদের ওয়েবসাইট বা পেজ এ এই প্রোডাক্ট গুলো কে প্রমোট করে বিক্রি করার জন্য তাদেরকেই Publisher /প্রকাশক বলে।

17/11/2022

🤝 Welcome Post.🍁

👉আপনারা যদি ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হয়ে ইনকাম করতে চান। তাহলে অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং আপনাকে একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে। এইসব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। 💻

সুস্থ, সুখী ও সরল জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সঠিক খাদ্য ...
17/11/2022

সুস্থ, সুখী ও সরল জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সঠিক খাদ্য ব্যবস্থাপনা অপরিহার্য। সুস্বাস্থ্যের অধিকারী হলে প্রতিটি মানুষই সফল ও সুখী হতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে সঠিক নিয়ম অনুসরণ করলে জীবন সহজ, সুন্দর, গতিশীল, সফল ও আকর্ষণীয় হয়। যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন না তারা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। এরা অনেকেই ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এর মত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে এ ক্ষেত্রেও নিয়মতান্ত্রিক জীবন ও খাদ্য ব্যবস্থাপনা রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়ের জন্য অনেকাংশে সহায়তা করে থাকে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত, যা আপনাকে মানসিক উন্নতির পাশাপাশি বিষন্নতাকে দূরে রেখে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। সুস্থ শরীরের জন্য নয়, এনার্জি লেভেল বাড়াতেও এগুলো প্রতিদিন খাওয়া উচিত।

প্রতিদিন স্বাস্থ্যকর খাবার আপনাকে মানসিক উন্নতির পাশাপাশি বিষন্নতাকে দূরে রেখে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে

কন্টেন্ট রাইটিং করে সাবলম্বী হতে চান?কন্টেন্ট রাইটিং এটি একটি শিল্প! সবার আগে জানা দরকার কন্টেন্ট কি? সহজ কথায় বলতে গেলে...
10/10/2022

কন্টেন্ট রাইটিং করে সাবলম্বী হতে চান?

কন্টেন্ট রাইটিং এটি একটি শিল্প! সবার আগে জানা দরকার কন্টেন্ট কি?
সহজ কথায় বলতে গেলে বলা যায়, কন্টেন্ট হলো কোন বিষয় সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য সংগ্রহ করা। আবার তথ্যগুলিকে সুন্দর ভাবে স্বাবলিল ও প্রাঞ্জল ভাষায় লিখে উপস্থাপন করার চেষ্টা করাই হলো কন্টেন্ট রাইটিং। অর্থাৎ- ডিজিটাল ফরমেটে লিখে প্রকাশ করার প্রক্রিয়া।

এর মাধ্যমে ডিজিটাল মার্কেটে টপ অফ দা কিং হওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে। এটি মূলত: ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যোগাযোগের মাধ্যমগুলোতে উপস্থাপন করা হয়। উপস্থাপনের কিছু ধরণ রয়েছে যেমন- ভিডিও, অডিও, ছবি এবং লেখার মাধ্যমেও উপস্থাপন করা হয়।

কন্টেন্ট লিখার উদ্দেশ্য হলো- যে নির্দিষ্ট বিষয়টি নিয়ে কন্টেন্ট লিখা হচ্ছে তা যেন যাদের উদ্দেশ্য লিখা তারা যেন সহজেই বুঝতে পারে সেই সাথে তাদের কাছে আকর্ষণীয় হয় এবং শ্রোতাদের বিষয়টির প্রতি পদক্ষেপ নিতে চালিত করে। কন্টেন্টের উপর ভিত্তি করে শ্রোতার চাহিদাও তৈরি হবে।

কন্টেন্ট লিখার জন্য কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন-
১) প্রথমে এমন একটি শিরোনাম লিখতে হবে যাতে করে শিরোনাম দেখেই পুরো কন্টেন্টটি পড়ার আগ্রহ প্রকাশ করে।
২) শুরুতেই মনোযোগ আকর্ষণ করার মত কিছু পয়েন্ট তুলে ধরতে হবে।
৩) আপনার কন্টেন্টের সঠিকতার কিছু প্রমাণ উল্লেখ করতে পারেন।
৪) আপনার কন্টেন্টের মূল ফোকসটি তুলে ধরুন।
৫) আপনার বিষয়বস্তুর স্লোগান থাকতে পারে।
৬) অপটিমাইজের জন্য ২/৩ লাইন করে প্যারা প্যারা করুন।
৭) কন্টেন্ট লেখা শেষ করে দেখুন কোন বাক্যে ত্রুটি বা বানান ভুল আছে কিনা চেক করে দেখুন।
৮) শ্রোতা বাড়ানোর জন্য বিভিন্ন সোসাল মিডিয়া ব্যবহার করুন, যেমনঃ লিংদিন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইমেইল ইত্যাদি।
৯) যদি দেখা যায় লেখার বিষয়টি খুব বেশি হয় তাহলে ভাগ ভাগ করে ছবি বা ভিডিও ব্যবহার করতে পারেন।
১০) সর্বশেষ খুব সুন্দর করে উপসংহারটি টানুন যাতে কন্টেন্টটি দেখার পর অবশ্যই শ্রোতার আগ্রহ যেন খুব বেশি বেড়ে যায়।

সুন্দর সুন্দর কন্টেন্ট লিখুন, নিজে সাবলম্বী হউন, দেশ গড়ার কাজে অংশ নিন।

আলহামদুলিল্লাহ 🌺Class:05Class Topic - Content Creating.ক্লাসটি করিয়েছেন  Rafiqul Mahmud Sir from Harbour IT DMC...♥️আজকে...
10/10/2022

আলহামদুলিল্লাহ 🌺

Class:05

Class Topic - Content Creating.

ক্লাসটি করিয়েছেন Rafiqul Mahmud Sir from Harbour IT DMC...♥️

আজকে বিষয় ছিল কনটেন্ট কিভাবে তৈরি করবো বা লিখবো।যে কোন নিদিষ্ট বিষয় বা বস্তুু নিয়ে যার সম্পকে সঠিক ধারণা নিয়ে নিজের মত করে। কি ভাবে প্রকাশ করে কিভাবে লিখবো তা বিস্তারিত আলোচনা করে শিখিয়েছেন স্যার।..ধন্যবাদ স্যার এবং সকল সদস্যদের❤️

26/09/2022

কনটেন্ট রাইটিং কাকে বলে?
কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরাই হলো কনটেন্ট রাইটিং।
কনটেন্ট রাইটিং কত প্রকার ও কি কি?
কনটেন্ট রাইটিং সাধারণত ৪ প্রকার,যেমন -
১)Video content -কোনো ভিডিও কনটেন্ট আকারে তুলে ধরাই ভিডিও কনটেন্ট। তবে,কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে হতে হবে যা থেকে কোন বিষয় শেখা যায়।
২)Image content - কোন ছবি কনটেন্ট আকারে প্রকাশ করাই হলো ইমেজ কনটেন্ট।
৩)Text content -কোন লিখা কনটেন্ট আকারে প্রকাশ করাই হলো রাইটিং কনটেন্ট বা টেক্সট কনটেন্ট।
৪)Audio content - কোন বিষয় অডিও আকারে প্রকাশ করাই হলো অডিও কনটেন্ট। তবে কনটেন্ট এমন হতে হবে যা থেকে কোন কিছু শেখা যায়।

এছাড়াও কনটেন্ট অনেক প্রকার হতে পারে,যেমন -
১)Social media content -কোনো কোম্পানি তাদের পণ্য প্রচার করার যে সমস্ত ছোট ছোট মজার মজার কনটেন্ট তৈরি করে ইন্টারনেটে প্রচার করে তাকে সোশ্যাল মিডিয়া কনটেন্ট বলে।
২)Expert writing content -কোন বিখ্যাত লেখক যখন কোন কিছু গবেষণা করে লেখেন তখন তাকে এক্সপার্ট রাইটিং কনটেন্ট বলেকনটেন্ট বলে।
৩)Blogging content -যখন কোন বিষয়ে ওপর বিস্তারিত আলোচনা করা হয় তখন তাকে ব্লগিং কনটেন্ট বলে।
৪)Journalistic writing content -আমরা টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদিতে যেসব খবর দেখি সেগুলোকে Journalistic কনটেন্ট বলে।
৫)Copywriting content -কোন কোম্পানি তাদের প্রোডাক্ট প্রচারের জন্য যে সমস্ত কনটেন্ট তৈরি করে তাকে কপিরাইটিং কনটেন্ট বলে।
৬)Creative writing content - নিজের কেটিভি প্রকাশের জন্য যে কনটেন্ট ব্যবহার করা হয় বা তৈরি করা হয় তাকে ক্রিটিভ রাইটিং কন্টেন বলে।
এছাড়াও কনটেন্ট দুই প্রকার,যেমন -
১)Tutorial type content -যে সমস্ত কনটেন্ট দ্বারা কাউকে কোন কাজ শেখানো হয় তাকে Tutorial type content বলে।
২)Product review content -যে সমস্ত কনটেন্ট দ্বারা কোন প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং করা হয় তাকে প্রডাক্ট রিভিউ কন্টেন বলে।

সুতরাং বলা যায় কনটেন্ট বিভিন্ন রকমের হতে পারে। এবং এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে।

ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ 🇧🇩🇧🇩💁‍♀️💁‍♀️নিজেকে বেকারত্ব ও অর্ধ বেকারের জীবনকে বিদায় জা...
11/09/2022

ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ 🇧🇩🇧🇩

💁‍♀️💁‍♀️নিজেকে বেকারত্ব ও অর্ধ বেকারের জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন।

💁‍♀️💁‍♂️💁‍♀️ বর্তমানে নারী পুরুষ সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনিও হতে পারেন একজন টপ ফ্রীল্যান্সার।🏆🏆

Suceess biz family- সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের বেসিক ৪র্থ ক্লাসের শুভ-সুচনা সুন্দর ভাবে উপস...
09/09/2022

Suceess biz family- সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের বেসিক ৪র্থ ক্লাসের শুভ-সুচনা সুন্দর ভাবে উপস্থাপন করলেন, আমাদের প্রিয় Anannya Naha ম্যাম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন মোঃ ইমরান খান। সেই সাথে আজকের ক্লাসকে সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করলেন Any Prova Sushil, Marketing Officer ম্যাম। আজকের টপিক ছিলঃ “Content Writing.”

Suceess biz family-র সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক ক্লাস-02 এর হোস্ট ম্যামঃ Anannya Naha এবং ইনস্ট্...
08/09/2022

Suceess biz family-র সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক ক্লাস-02 এর হোস্ট ম্যামঃ Anannya Naha এবং ইনস্ট্রাকটরঃ MD Imranul Hoque স্যারের আন্তরিকতার সাথে ও সহজ সরল হাস্যউজ্জ্বল ক্লাসের Topic ছিলঃ “ক্যানভা ডিজাইন”।

08/09/2022

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি। ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম ‘ফ্রিল্যান্সার’ শব্দটি ব্যবহৃত হয়। মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এসব ওয়েবসাইটে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন, যার মধ্যে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।

07/09/2022

#বেকারত্বের হার কমাতে ফ্রিল্যান্সিং

বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। বিশেষ করে শিক্ষিত বেকারত্ব।
প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে ঢোকেন, যার সিংহভাগই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বেকার। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ বিশেষজ্ঞরা এর অন্যতম প্রধান কারণ হিসেবে ‘চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতার’ কথা উল্লেখ করেছেন। এভাবে ক্রমে বেড়েই চলেছে শিক্ষিত বেকারের হার। এই বেকারত্বের হার কিছুটা হলেও কমাতে পারে ফ্রিল্যান্সিং।

একজন ডিজিটাল মার্কেটার হিসাবে তৈরি হবার জন্য একটি সনামধন্য প্রতিষ্ঠান Success biz family তে প্রথম ক্লাসে অংশ গ্রহণ করে খ...
07/09/2022

একজন ডিজিটাল মার্কেটার হিসাবে তৈরি হবার জন্য একটি সনামধন্য প্রতিষ্ঠান Success biz family তে প্রথম ক্লাসে অংশ গ্রহণ করে খুব ভালো লাগলো। ক্লাসের খুব সুন্দর পরিবেশ ও সাবলিল ভাষায় সহজ করে বুঝিয়ে দেবার কৌশল আমাকে মুন্ধ করেছে! আজকেরে হোস্ট ছিলেনঃ অনন্যা নাহা ম্যাম এবং ইন্সট্রাক্টর ছিলেনঃ তাসকিয়া ম্যাম।

Address

Boalmari, Dhaka
Faridpur
7860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Hosen Tonik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rayhan Hosen Tonik:

Share


Other Digital creator in Faridpur

Show All