13/12/2023
হ্যাঁ সবইতো আল্লাহর ইচ্ছায় হচ্ছে আর হবেও আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজের হাতে মানুষ গুলোদের খুব যত্ন সহকারে বানিয়েছেন তাই মা-বাবার থেকে দয়া মায়া আল্লাহর তার বান্দা বান্দির উপর বেশি, আলহামদুলিল্লাহ।
।।।।।।।।।।।।।।।বিয়ে।।।।।।।।।।।।।।।।।
"বিয়ে, " সবার জীবনে শশুর বাড়ি / স্বামীর বাড়ি একরকম হয় না সবাই জানি তবুও এসব কিছু কথা লিখতে ইচ্ছে হইলো। কারো কপালে স্বামী হয় এমন:" আদর্শ স্বামী পায়।
কেউ পায়: " ভালো স্বামী
কেউ পায় : " মুটামুটি স্বামী
কেউ পায় : শাশুড়ীকে নিজের জন্ম দেওয়া মা এর থেকে ভালো, অনেক ভালো শাশুড়ী মা। আবার কেউ পায় : লোক দেখানো ভালো শাশুড়ী মা
কেউ পায় : দর্জাল "শাশুড়ী"।
কেউ পায় : আপন বোনের মতো ননদ, কেউ পায় : নেগেটিভ ননদ। কেউ পায় : মিচকে শয়তান ননদ।
-_-আজকে আমার এক আপুর তার হাসবেন্ড এর সাথে ফোনে কথা বলতে শুনলাম আমার পাশেই ছিলো আপু, কনফিডেন্স নিয়ে মুখ ফুটে অধিকার নিয়ে চাচ্ছিলেন " আমাকে হিসাব করে ভারার টাকা দিছো,কোনো খাবার কিনে সাথে আনতে দিলানা, এখন রাস্তা ঘাটে বিপদ আপদ বলা যায় নাকি!আমাকে ৫০০ টাকা দেও দেও,,,,আমি বাপ মার কাছে বাস- ভাড়া চেয়ে নিতে পারবো না, তুমি ইনকাম করো অনেক টাকা তোমার আমার সাথে এমন করতেছ কেনো, আমি ইনকাম করবো কেনো আমার স্বামী ইনকাম করে টাকা আছে কিপ্টামি করো না টাকা না দিলে বাসায় যেতে পারবো না, (দুলাভাই এর কথা আমার কানে ভেসে আসতেছে আপু ভলিয়ম বারানো ছিলো,বল্ল: "তাহলে তোমার বাড়ি আসার দরকার নাই তোমার আমার কাছে আসতে হবে না পিঠা ও আনতে হবে না টাকা আমি ১ পয়সাও দিবো না যা ইনকাম করি আমার নিজের খরচের জন্য ওকে,৩ কিলো: হেঁটে আসতেই পারতা।" আপুর দির্ঘশ্বাস ফেলা শুনতে পেলাম)" অনেকক্ষণ পর দেখলাম চুপচাপ, বুঝতে পারলাম দুলাভাই কল কেটে দিছে আপুর কথার মাঝেই, টাকা টা আপুর বিকাশে দুলাভাই দিবে না, বাকি পথ হেঁটে যেতে বল্লো।
সত্যি খুব খারাপ লাগলো ঔ আপুর জন্য, যতদূর দেখেছি ঔ আপুর বিয়ের আগে ওর বাবা-মার কাছে কিছু চাওয়ার আগেই সব কিছু পেয়ে যেতো আর বিয়ের পর, নিজের স্বামীকে সব উজার করে দিয়েও নিজের স্বামীর কাছে শুধু চেয়েই গেলো প্রয়োজন এর জিনিস গুলো,হয়তো আন্টি আংকেলই আপুর খরচ এখনো বহন করতেছে।
একটা মজার কথা কি জানেন?! শুনুন, সত্যি কারের ভালবাসা যারা খুঁজে খুজতেছে কিছু পায় সত্যি ভালবাসা খুব কম মানুষ আছে, আবার এমন মানুষ বহুত আছে যারা সত্যি ভালবাসা পেয়েও অবহেলা করতেছেন, যেমন আপু। এটা চরম ভুল,।।। নিজে ভাবুন আপনার সৃষ্টিকর্তা কে সরন করুন পবিত্র হয়ে চিন্তা করুন যা যা বলছেন করছেন আপনার প্রিয়তমাকে বুঝতে পারেন না কষ্ট দিয়ে কথা শুনান, আপনার বাড়ি অট্টালিকা আর প্রিয়তমার বাড়ি কুরেঘর তাই অহংকার করেন, হিংসা করেন এগুলোর বিচার হবে না আপনার?!আপনার এতটুকু ঈমান আছে কি??????? মৃত্যু বিশ্বাস করে আল্লাহ কে ভয় করে বা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বউয়ের সাথে ভালো আচরণ করেন, কেনোনা, এই স্ত্রীর জন্য আপনার জান্নাত।।। এখোনও সময় আছে নিজের বউকে যত্ন নেন স্ত্রীর যা খেতে,পরতে ইচ্ছে হয় দিয়ে দেন,স্ত্রীর হাতে দান সদকা করে সাহায্য করুন স্ত্রী কে, প্রতিরাতে ঘুমাতে গেলে স্ত্রী কে জড়িয়ে ঘুমান, সে শুধু আপনার স্ত্রী না ভবিষ্যতে আপনার বাচ্চার মা ও। আশা করি আপনার দাঁত থাকতে ও আপনার দাঁতের মূল্য দিতে অসুবিধা হবে না।।। 🥀
Everyone