বন্ধুদের আড্ডা

বন্ধুদের আড্ডা বিনোদন মিউজিক ও সংবাদ দেখতে - page Follow করে সাথে থাকুন |

24/04/2023

আলহামদুলিল্লাহ.....!

09/04/2023
05/04/2023

বঙ্গবাজারে ক্ষতি গ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিন,
দেশ দেশের বাহিরে থাকা প্রবাসী ভাই বোন ও ব্যবসায়ী বৃন্দ"!

04/04/2023

গুলিস্তানের বঙ্গবাজার মার্কেটে আগুন,,,
এর পাশে কোনো সুবিধা বাদীরা জড়িত নয়তো '?

04/04/2023
03/04/2023

ভারতের শামলিতে নাঈমা নামের আঠারো বছরের এক মুসলিম তরুণী আশু নামের এক হিন্দু যুবকের সাথে পালিয়ে, ধর্মান্তরিত হয়ে বিয়ে করে। নাঈমাকে বিয়ের প্রায় উনিশ দিন পরে হত্য| করে কূপের মধ্যে ফেলে দেয়া হয়।

আশুর পিতা অজিত নাঈমার বাবা-মাকে খবর দেয়। আশুকে আপাতত গ্রেফতার করা হয়। গত ৪৫ দিনে শুধুমাত্র মুম্বাইতে অফিশিয়ালি ১২ জন মুসলিম নারী বিশেষ আইনের মাধ্যমে হিন্দু ছেলেদের সাথে বিয়ের পীড়িতে বসে।
ব্যাপারটা কি পরিকল্পিত? কী উদ্দেশ্য থাকতে পারে?

রাষ্ট্রীয়ভাবে মুসলিম নারীদেরকে বিয়ে করতে পারলে বিভিন্ন পুরষ্কারের ঘোষণা দেয় বিজেপির বিভিন্ন মন্ত্রীরা। আপনি কি মনে করেন আশুর বিচার হবে? আপনি কি মনে করেন এই আদর্শ শুধুমাত্র ভ|রতীয়দের মধ্যেই আছে? যারা অখণ্ড ভ|রত প্রতিষ্ঠা করতে চায় তারা কি বসে আছে বলে মনে হয়?
‌‌
এই ঘটনা থেকে মুসলিম মেয়েদের কি কিছু শেখার আছে? ইন্টারফেইথ রিলেশনশিপের ব্যাপারে সাবধান হওয়ার প্রয়োজন আছে?

ফরিদপুরের সালথায় ২৯ মার্চ ২০২৩ সন্ধ্যায় শিলাবৃষ্টি ও ক‌াল বৈশা‌খি ঝ‌ড়ে মাঝার‌দিয়া গ্রা‌মে বেশ কিছু প‌রিবার ক্ষ‌তিগ্রস্...
01/04/2023

ফরিদপুরের সালথায় ২৯ মার্চ ২০২৩ সন্ধ্যায় শিলাবৃষ্টি ও ক‌াল বৈশা‌খি ঝ‌ড়ে মাঝার‌দিয়া গ্রা‌মে বেশ কিছু প‌রিবার ক্ষ‌তিগ্রস্থ‌্য হ‌য়ে‌ছে।
ছবি - Saiful Islam

25/03/2023

```চুরে চুরে মাচুতু ভাই,,, তাই বুঝি গরীবের পেটে লাথি মেরে হয় কোটিপতি রাতারাতি লুটেরা,,,
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা তৈরি করে আড়ালে আছে যারা”

জিনিস পত্রের দাম বাড়ছে, দুর্নীতিবাজ, বড় লোক ও দরিদ্র মানুষদের কোন সমস্যা নেই। সাথে সাথে তাদের ইনকাম বেড়ে যায়। গুসখুর গুস...
22/03/2023

জিনিস পত্রের দাম বাড়ছে, দুর্নীতিবাজ, বড় লোক ও দরিদ্র মানুষদের কোন সমস্যা নেই। সাথে সাথে তাদের ইনকাম বেড়ে যায়। গুসখুর গুসের মাত্রা বাড়িয়ে দেয় এমনকি ভিক্ষুকেও ভিক্ষার মাত্রা বাড়িয়ে দিতে হয়। একদিন 2 টাকা ভিক্ষা দিয়ে তো সেই অপমানিত হয়ে ছিলাম।
যত সমস্যা মধ্যবিত্তদের। সামনে রমজান চোরা কারবারিরাতো চান্সে আছে,!!

21/03/2023

ডিজিটাল দুনিয়া,,, আধুনিক চোর,,,
বিশ্ব উন্নত প্রযুক্তির অন্ধকারে লুকানো চুরির ফাঁদ,!!
তো সাবধান'?

18/03/2023

এভিএম ভোট পদ্ধতি
ডিজিটাল বাটপারি ও চুরির নতুন কৌশল"

ব্রেকিংনিউজ  #যশোরনাম তার মাহদী হাসান (১৫)যশোর শার্শা সরকারী মডেল পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। তার বাবা ইটভাট্টার...
16/03/2023

ব্রেকিংনিউজ #যশোর

নাম তার মাহদী হাসান (১৫)
যশোর শার্শা সরকারী মডেল পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। তার বাবা ইটভাট্টার সাধারণ শ্রমিক।
তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলেকে ভর্তি করান ঐ স্কুলে। দিন মজুর বাবার এই সন্তানকে স্কুলের শিক্ষকরা ড্রেস তৈরী করার জন্য সময় দেন সাত দিন।এর মধ্যে অনেক কষ্টে স্কুল ড্রেস হিসেবে ছেলেকে শার্ট বানিয়ে দেন অভাবী বাবা। উক্ত সাত দিনের দুই দিনের মাথায় সোমবার সকালে স্কুল ড্রেস হিসেবে শুধু শার্ট পরিধান করে স্কুলে যাওয়ায় শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস থেকে ডেকে মাহদীকে নিয়ে যান স্কুল ল্যাব রুমে।
অতঃপর ১৫ বছর বয়সী শিক্ষার্থীর উপর চড়াও হন স্কুল শিক্ষক শহিদুল ইসলাম এবং নবম শ্রেণির ছাত্র মাহাদীর উপর শুরু করেন পাষবিক নির্যাতন।
মাহদীর ঘটনা আজ আড়ালেই থেকে গেলো,কারণ মিডিয়াকে ঘুমের বড়ি খাইয়ে ঘটনা ঘটানো হয়েছে।
তবে মূল বিষয় হলো শিক্ষক ভাগ্যবান
মাদ্রাসা শিক্ষক না হয়ে স্কুল শিক্ষক হওয়ায়,
আর ছাত্রও ভাগ্যবান হতো?
যদি সে স্কুলের ছাত্র না হয়ে কোনো মাদ্রাসার ছাত্র হতো।

হায়রে আমার জাতি? হায়রে আমার দেশ!

16/03/2023

শুভ সকাল
পেইজের সকল সদস্য বন্ধুদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

15/03/2023

দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল অনুস্থিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন, এরই মাঝে দেখা দিয়েছে দলীয় প্রতিক নিয়ে ক্রোন্দল"

15/03/2023

Good Morning Bangladesh

14/03/2023

ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতাদের নতুন চক্রান্ত'
লা ইলাহা ইল্লাল্লাহ -এর অর্থ তরজমা ভুল করে উপস্থাপনা করছে”

08/03/2023

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন সাধারণ দিনমুজুর মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, এই শোষণ থেকে সাধারণ মানুষের মুক্তি কোথায়,?

08/03/2023

এ দেশে রাজনৈতিক নেতাদের দৌরাত্মের পা-টা ঘেরাকলে
ধুকে ধুকে মরছে সাধারণ মানুষ"

04/03/2023

ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সারাদেশে চলছে ইউনিয়ন পর্যায়ে হানাহানি

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুদের আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Faridpur

Show All