Md. Kobad Hossen

Md. Kobad Hossen Md. Kobad Hossen is ready to give you full computer skill and freelancing services. I am a professional digital marketer expert. I have a highly skilled team.

I have been working successfully for five years. I've accepted online work as a hobby and profession. My main resource is efficiency and honesty. We provide highly satisfying service.

My Little One
15/01/2024

My Little One

31/12/2022
I am admission officer of Success Biz Family. If you want to learn freelancing,Inbox for details
07/12/2022

I am admission officer of Success Biz Family.
If you want to learn freelancing,
Inbox for details

 #দারুন_সুযোগ_নিজেকে_একজন_সফল_ফ্রিল্যান্সার_হিসাবে_গড়ে_তোলার #আমি_Harbour_IT এর "Success Biz Family" এর Admission Office...
03/12/2022

#দারুন_সুযোগ_নিজেকে_একজন_সফল_ফ্রিল্যান্সার_হিসাবে_গড়ে_তোলার

#আমি_Harbour_IT এর "Success Biz Family" এর Admission Officer হিসাবে কর্মরত আছি।

আপনি আপনার বর্তমান পেশার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখে লোকাল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদিন আয়ের উপায় হিসাবে বেছে নিতে পারেন আমাদের কোর্স।

১ম মাস থেকেই থাকছে আয়ের উপায়। ডিজিটাল মার্কেটিং কোর্সে Level-1 পাচ্ছেন সম্পুর্ন স্কোলারশিপ।

বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন।

আসসালামু আলাইকুম,আমি Md. Kobad Hossen,  Success Biz Family এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম।আমি Success b...
17/11/2022

আসসালামু আলাইকুম,
আমি Md. Kobad Hossen, Success Biz Family এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম।
আমি Success biz family এর একজন ছাত্র।
আলহামদুলিল্লাহ এই পরিবারে যুক্ত হয়ে আমি জানতে পেরেছি অনলাইন ক্যারিয়ার সম্পর্কে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মাশআল্লাহ গোল সেটাপ পার্ট-২ গতকাল সম্পন্ন করলাম। অনেক স্বপ্ন হাতছানি দিচ্ছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ Success Biz Family...
12/11/2022

মাশআল্লাহ গোল সেটাপ পার্ট-২ গতকাল সম্পন্ন করলাম। অনেক স্বপ্ন হাতছানি দিচ্ছে। সবাই দোয়া করবেন।
ধন্যবাদ Success Biz Family কে।

 #এফিলিয়েট_মার্কেটিং_কি(What is affiliate marketing)? আপনি আপনার সোস্যাল মিডিয়া(Social media) তে অন্য কোনো কোম্পানির পন্...
09/11/2022

#এফিলিয়েট_মার্কেটিং_কি(What is affiliate marketing)?

আপনি আপনার সোস্যাল মিডিয়া(Social media) তে অন্য কোনো কোম্পানির পন্য(Product) বিক্রয় প্রচারনা করার মাধ্যমে বিক্রয় কমিশন পাওয়াকে এফিলিয়েট মার্কেটিং বলে।

যদি আপনার একটি ব্লগ ওয়েবসাইট থাকে বা আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) করে অনলাইনে আয় করার সুযোগ হতে পারে। ব্লগ এবং ইউটিউবের মাধ্যমে অনলাইন ইনকামের অনেক মাধ্যম আমাদের কাছে রয়েছে। সেগুলির মধ্যে Google adsense সেরা।
কিন্তু এফিলিয়েট মার্কেটিং করে আয় করাটা বেশি লাভজনক এবং ব্লগারদের মধ্যে সবচেয়ে প্রচলিত উপায় হিসেবে আমরা বলতে পারি।

#এফিলিয়েট_মার্কেটিং_কিভাবে_শুরু_করবেন?

এফিলিয়েট মার্কেটিং(Affiliate marketing) কিভাবে শুরু করবেন, এর দ্বারা কত টাকা আয় করতে পারবেন এবং কিভাবে এফিলিয়েট মার্কেটিং(Affiliate markeing) দ্বারা টাকা আয় করা যায়? সব প্রশ্নের উত্তর👇

এফিলিয়েট মার্কেটিং(Affiliate marketing) এর মাধ্যমে আয় করার জন্য আপনার একটি “ব্লগ, ইউটিউব বা ওয়েবসাইটের” প্রয়োজন হবে।

আপনি চাইলে ফেসবুক পেজ(page) বা যেকোনো সোশ্যাল মিডিয়া(Social media) পেজে এফিলিয়েট মার্কেটিং (affiliate marketing)করতে পারবেন।

এফিলিয়েট মার্কেটিং(Affiliate marketing)এটা একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল পন্য(Product), অনলাইন স্টোরের ফিজিক্যাল পন্য(Product) বা অনলাইনে কিনতে পাওয়া যেকোনো পন্য(Product) নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট করতে পারি। যখন সেই প্রোমোট করা পন্যটি আপনার দেয়া লিংকের মাধ্যমে লোকেরা ক্রয় বা প্রোমোট করা লিংকের মাধ্যমে পন্যের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো পন্য ক্রয় করবেন তখন আপনাকে সেই পন্যটি বিক্রি করানোর জন্য কিছু পরিমান কমিশন দেয়া হয়।

এই আয় করা কমিশনের পরিমান পন্যভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কমিশনের পরিমান বা আপনাকে কত টাকা কমিশন দেয়া হবে সেটা আপনি যে অনলাইন ওয়েবসাইট এর প্রোডাক্ট প্রোমোট বা শেয়ার করছেন একজন এফিলিয়েট হিসেবে সেই অনলাইন ওয়েবসাইট কোম্পানি নির্ধারন বা ঠিক করবে। যদিও এটা আপনাকে আগে থেকেই বিস্তারিত বলে দেয়া হয়।

তাহলে, সহজভাবে বললে –
এফিলিয়েট মার্কেটিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যম আপনি যেকোনো অনলাইন পন্য বা সেবা অন্যদের ক্রয় করার জন্য আগ্রহ তৈরী করেন। আপনার প্রমোট(Promot) করা পন্যটি(Product) যখন কেউ ক্রয় করে তখন আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেয়া হয়।

আপনি যেকোনো ডিজিটাল পন্য(Digital product) যেমন- ডোমেইন,হোস্টিং,ওয়ার্ডপ্রেস থিম, অনলাইন সফটওয়্যার” ইত্যাদির মার্কেটিং নিজের ব্লগ বা ওয়েবসাইট ব্যাবহার করে তাদের বিক্রি করতে পারেন।

#এফিলিয়েট_মার্কেটিং_এর_সবচেয়ে_সহজ_ও_প্রচলিত_উপায়-

আপনি ইন্টারনেটে থাকা যেকোনো একটি অনলাইন শপিং ওয়েবসাইটে (Online shopping website) একজন এফিলিয়েট মার্কেটার হিসাবে নিবন্ধন(Registration) করতে হবে। তারপর আপনি সেই শপিং ওয়েবসাইটে থাকা যেকোনো পন্য, সফটওয়্যার এফিলিয়েট লিংক( Affiliate link)এর দ্বারা প্রোমোট বা শেয়ার করে টাকা আয় করতে পারবেন।

এমন ভাবে, আপনি যেকোনো জিনিস এফিলিয়েট লিংকের মাধ্যমে প্রোমোট করে টাকা আয় করতে পারবেন।

তাহলে এফিলিয়েট মার্কেটিং কি সেটা হয়তো সামান্য হইলেও বুঝাতে সক্ষম।

#এফিলিয়াতে_মার্কেটিং_কিভাবে_শুরু_করবেন ? (How to start affiliate marketing ?)

কিছু উপায় অবলম্বন করে আপনারা এফিলিয়াতে মার্কেটিং এর মাধ্যমে কাজ শুরু করতে পারবেন-

আপনার একটি ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা অন্য সোশ্যাল মিডিয়া পেজ থাকতে হবে। সেই পেজ, ব্লগ বা ইউটিউব চ্যানেলে অনেক ট্রাফিক, ভিজিটর বা লাইক,কমেন্ট থাকতে হবে। কারণ, যেকোনো পন্যের (Product) এর মার্কেটিং করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে Audience বা Visitor যাদের কাছে আপনি পন্য শেয়ার বা মার্কেটিং করবেন।

ব্লগ,ইউটিউব চ্যানেল,ফেসবুক পেজ, এগুলির মধ্যে যদি আপনার একটিও থাকে তাহলে আপনি একটি ভালো এফিলিয়েট প্রোগ্রামে (Affiliate program) যোগদান করতে পারবেন। যেকোনো অনলাইন এফিলিয়েট প্রোগ্রাম(Affiliate program) এ যোগদান করার পর আপনি তাদের সামগ্রী বা প্রোডাক্ট প্রোমোট বা শেয়ার করতে পারবেন।
এখন এফিলিয়েট প্রোগ্রাম(Affiliate program)যোগদান করার পর আপনি কেমন সামগ্রী বা পন্য লোকেদের সাথে শেয়ার করবেন সেটা আপনার নির্ধারিত বা বাছাই করতে হবে।
আপনার বেছে নেওয়া পন্য বা সামগ্রীর বিনিময়ে আপনাকে একটি এফিলিয়েট লিংক(Affiliate link) দেওয়া হবে। এই এফিলিয়েট লিংক(Affiliate lingl) এর মাধ্যমে লোকেরা আপনার শেয়ার বা প্রোমোট করা পন্যের ওয়েবসাইট(Website) এ আসতে পারবে। তারা সেই পন্যটি সরাসরি কিনে নিতে পারবেন।

আপনাকে দেয়া প্রোডাক্টের এফিলিয়েট লিংক(Affiliate link) আপনি নিজের ব্লগ, ইউটিউবের চ্যানেল, ফেসবুক পেজ বা অন্য যেকোনো মাধ্যমে লোকেদের সাথে শেয়ার করে মার্কেটিং করতে পারবেন।
আপনার শেয়ার করা পন্যের এফিলিয়েট লিংকের মাধ্যমে যদি কেউ সেই সামগ্রী বা পন্যটি ক্রয় করে তাহলে আপনি এফিলিয়েট নেটওয়ার্ক(Affiliate network)টির তরফ থেকে কমিশন(Commission) পাবেন।

Md. Kobad Hossen

 #ফ্রিল্যান্সিং_নিয়ে_কিছু_কথা"ধর মুরগী কর জবাই" এই নিয়মে যারা আছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং না। এটা যথেষ্ট ধৈর্য আর অধ্য...
07/11/2022

#ফ্রিল্যান্সিং_নিয়ে_কিছু_কথা

"ধর মুরগী কর জবাই"
এই নিয়মে যারা আছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং না। এটা যথেষ্ট ধৈর্য আর অধ্যবসায়শীল কাজ।
ফ্রিল্যান্সার হতে হইলে নিজেকে ফ্রিল্যান্সার তৈরী করতে হবে।

অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে, নাহ এখন আর কাজ পাওয়া যায় না, ফ্রিল্যান্সিং শিখে কি হবে?
তাদের জন্য বলা- যে হোটেলের রান্না ভালো না সে হোটেলে কয়বার খেতে যাবেন?

আমার জানামতে Team work যেখানে আছে সেখান থেকে ফ্রিল্যান্সিং শিখুন, যারা লাইফ টাইম পাশে থাকবে এমন প্রতিষ্ঠান খুঁজে নেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

হ্যাঁ নিজে অনেক ভালো জানা স্বত্বেও নতুন পথে পথ হারাতে পারেন। তাই সাথে সাপোর্ট নেন(Team work)। ভালো কোনো প্রতিষ্ঠান বেছে নেন, নিজেকে স্বাবলম্বী করুন।

 💗💗💗
31/10/2022

💗💗💗

"পুঁচু" সারাদিন বাইরে বাইরে করে, ঘরে তার মন বসে না, সুযোগ পেলেই কান্না করে বের হওয়ার জন্য। আমি যখন খাঁচার কাছে যায় তা....

Hello everyone
24/10/2022

Hello everyone

Address

West Alipur
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Md. Kobad Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Kobad Hossen:

Videos

Share


Other Digital creator in Faridpur

Show All