The Flying Maverick

The Flying Maverick অনন্তকালের এক মহাযাত্রার অপেক্ষায় এক বোহেমিয়ান
(3)

16/06/2024

বুকে জমেছে মেঘ, ধূসর মলাটে
নির্ঘুম রাত্রি পুড়ছে কবিতা আর ধোঁয়াতে।

চোখে জেগেছে প্রেম, সহস্র কোটি প্রহরে
প্রহসনের হাঁসিতে বললে -
হয়তো আবার দেখা হবে কোনো এক উপন্যাসের শেষে।

১৫ই জুন, ২০২৪

13/06/2024

You need a hug? 🤗

05/06/2024

আর মাত্র কয়েকটা দিন 😌

Hasbunallahu Wa Ni’mal Wakeel(Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)).  Ame...
29/05/2024

Hasbunallahu Wa Ni’mal Wakeel
(Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)). Ameen! 🤲🏻

তুমি কি শিশির ভেজা ঘাসে ঘুরে বেড়ানো এক মুক্ত ঘাসফড়িং নাকি ইটের জগতের মতো নরকের মোহে পড়া এক চিত্রা হরিণ!
16/05/2024

তুমি কি শিশির ভেজা ঘাসে ঘুরে বেড়ানো এক মুক্ত ঘাসফড়িং নাকি ইটের জগতের মতো নরকের মোহে পড়া এক চিত্রা হরিণ!

12/05/2024

একটা দিঘি, তার শেওলা পড়া সবুজাভ জল-
যে জলে ভেসে আছে বাতাসে দুলতে থাকা কয়েকটি পদ্ম।
একটি জরাজীর্ণ ঘাট, ঘাটে বাঁধা একটি ডিঙ্গি -
যার পৃথিবী এই সবুজাভ জল।

দিঘির থেকেই কয়েক মিনিট দূরেই একটি নদী-
পলি মাটিতে গড়া বহমান এক নদী, যা সমুদ্রে মিশে।
ডিঙ্গি, বাতাসে দুলতে থাকা পদ্মর মায়ায় দিঘির সবুজাভ জলের জগৎ ছাড়া আর কিছু ভাবতে পারেনি।

যে আবদ্ধ জলের মোহে পড়ে তাকে কিভাবে সমুদ্র-স্বর্গ দেখাবে!

১২ই মে,২০২৪

🥹
09/05/2024

🥹

08/05/2024

মেট্রো Rapid Pass এ ৯২ টাকা আছে ভাবছি জাপান যাবো।🤧

08/05/2024

একটা হলুদ পাঞ্জাবী পড়ে সারাদিন ঢাকার রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে।😑

07/05/2024

আমরা সামান্য জ্ঞান অর্জন করে ভাবি জ্ঞানের শিকড়ে পৌঁছে গেছি। কিন্তু সামান্য পিঁপড়ার সমান হতাশাও হাতির মতো পিষিয়ে মারতে পারে।
- Hey Sinamika (2022)

28/04/2024

আমরা শত ঝড়- ঝাপটার পর চাই শান্তি, একদিন চিন্তা বিহীন রাতের ঘুম। আসলেই কি তা শেষ ঘুমের আগে পাই? হয়তো কেউ পায় আবার কেউ পায় না। তবে খুঁজে বেড়াই, একদিন নিজের মতো করে জাগতিক সব মোহ্ , চিন্তা, আক্ষেপ, হতাশাকে পাশে চাপিয়ে প্রকৃতির মাঝে ডুব দিয়ে অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে যাই প্রতিদিন। একটি পরিতৃপ্ত ঘুমের আশায়।

আমি হয়তো সে ঘুমের তৃপ্তিতে ভুগছি। মাথার ভিতর এক পারমাণবিক বোমার সম চিন্তা নিয়ে ঘুরছি। যা বিস্ফোরণে করবে আরেক পৃথিবী।

২৯শে এপ্রিল,২০২৪

21/04/2024

Alo Alo | Tahsan

#তাহসান #আলো_আলো #বাংলাগান

একটি হিজল গাছ। তার পাশে বয়ে চলা একটি মায়াবী নদী, একটি তুমি। কালবৈশাখী ঝড়ে ঝরে পড়া হিজল গাছের পাতা উড়ছে আর নদী তার গ...
21/04/2024

একটি হিজল গাছ। তার পাশে বয়ে চলা একটি মায়াবী নদী, একটি তুমি। কালবৈশাখী ঝড়ে ঝরে পড়া হিজল গাছের পাতা উড়ছে আর নদী তার গন্তব্যে ছুটছে। গন্তব্য! সে তো নীল জলরাশির অসীম আধার, সাগর। আমায় তুমি বললে সাগর হতে, অসীম সাগরের মতো বিশাল এক নীল জলরাশি।

কিন্তু আমি আকাশ, সীমাহীন এক নীল। সাগর কখনো কি নীল হয়? আকাশের নীল ধারণ করে সে নীল জলরাশি। যখন সাগর শুকিয়ে মরুভূমি কিংবা নদী শুকিয়ে ধুধু বালুচর তখন আমার বিশাল নীলে তা আটকে যায় সাদা, ধূসর, কালো কিংবা নীলচে রংয়ের মেঘে। আমি তখন বর্ষা নামাই। সে বর্ষায় হিজল গাছের পাতা ধুয়ে সবুজাভ হয়, তার পাশে বয়ে চলা নদী তার স্রোতের সঞ্চার পেয়ে আবার গন্তব্যে পৌঁছাতে মরিয়া- গন্তব্য, সাগর!

আমি সেই হিজল গাছের পাশে বয়ে চলা তুমি নামক মায়াবী নদীর প্রেমে পরেছি, বারংবার পড়ি। যতবার সে সাগর খোঁজে ততবার পড়ি।

সে কি জানে? সাগর ও নদী আমার এই অসীম নীলেরই ছায়াতে!

২২.০৪.২০২৪

আবার বৃষ্টি এলে একটা নদী কিনে ফেলব, কিনে ফেলব ছই আর বৈঠাবিহীন একখানা নৌকোও। জলের ভেতর খইয়ের মতন ফুটতে থাকা বৃষ্টিফোটার দ...
20/04/2024

আবার বৃষ্টি এলে একটা নদী কিনে ফেলব, কিনে ফেলব ছই আর বৈঠাবিহীন একখানা নৌকোও। জলের ভেতর খইয়ের মতন ফুটতে থাকা বৃষ্টিফোটার দিকে তাকিয়ে আমার হয়তো ডুবে যেতে ইচ্ছে করবে। ডুবে যেতে ইচ্ছে করবে জলের গভীর শরীরে। সেখানে নদী। সেখানে অন্ধকার। কিন্তু পৃথিবীতে ঝপ করে নেমে আসা গাঢ় বনের মতন অন্ধকার আকাশ হঠাৎ থমকে যাবে নৌকার গলুইয়ে। সেখানেও ভিজে যাচ্ছে আকাশ, কিংবা সেখানে ভিজে যাচ্ছো তুমি। তোমার কিংবা আকাশের মতন ভিজে যাচ্ছে শাড়ির আঁচল। নীল।

আমার তখন সেখানেও ডুবে যেতে ইচ্ছে হবে।

ডুবে যেতে ইচ্ছে হবে বেপরোয়া ঢেউয়ের মতন, মাতাল ঝড়ের মতন কিংবা মেঘ বা বৃষ্টিরর মতন। আমার তখন ডুবে যেতে ইচ্ছে হবে। খুব। আমি হয়তো তখন সত্যি সত্যিই ডুবে যাবো। নদীতে কিংবা নারীতে। নারীতে কিংবা নদীতে।

শুনেছি নদীই নারী, কিংবা নারীই নদী...

19/04/2024

আমরা কি আমাদের ভিতর অন্তর্নিহিত সত্তায় ভ্রমণ করি? যে সত্তা আগলে রেখেছে আমাদের নিজেদেরই সৃষ্টি করা নিজস্ব এক মহাকাশ। আর তাতে জমাট বাঁধা রয়েছে রহস্যের এক মহাকাল। এ মহাকাশ আমাদের জন্মলগ্নের সাথে সৃষ্টি হলেও এর ধ্বংস আমাদের বিনাশের পরও থেকে যায়। নিজের ভিতর নিজেরই ঘুরে বেড়ানো কিংবা নিজ জগৎ থেকে অন্যের জগতে ভ্রমণই আমাদের বিলীনের পরও বাঁচিয়ে রাখে স্মৃতিতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভ্রমণ হলো নিজের ভিতর লুকিয়ে রাখা নিজের ভিতর ভ্রমণ। যেমনটা পৃথিবীর ৮০০ কোটি মানুষের চোখ হয়ে পৃথিবীটাকে ৮০০ কোটি রকম ভাবে দেখা।

আমার মাঝে মাঝেই সবার চোখ হতে ইচ্ছে হয়, নিজস্ব‌ সৃষ্টি করা এ মহাকাশের সবচেয়ে গভীর রহস্যের ভিতরে ডুব দিতে ইচ্ছে হয়। যে ভ্রমণে আমি মানব মনের সবচেয়ে জটিলতম রহস্যকে খুঁজে নিবো, যা বলে দিবে ভালবাসার সংজ্ঞা কি!

২০শে এপ্রিল,২০২৪
#আমার_অলস_মস্তিষ্কের_বুদ্ধিজীবিতা

10/04/2024

🎞️ | Last Defenders of Monogamy দেখতাছিলাম। দেখে মনে হলো এডাল্ট দৃশ্যবিহীন পরকিয়ার একটি দুষ্টু গল্প।😵‍💫

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Flying Maverick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Flying Maverick:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All