মহিলাদের বিদেশ না পাঠানোই ভাল।জাপার নারী এমপি
Breaking news
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। প্রবাসী কল্যাণমন্ত্রী তা বললেন। Malaysia Labor market
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট || সমঝোতার আভাস বায়রা সভাপতি আবুল বাশারের | পক্ষ বিপক্ষ গ্রুপ কী এক হয়ে যাচ্ছেন?
#শ্রমবাজার
#সিন্ডিকেট
#ঐক্যের_সুর
#ব্যবসায়ীদের
#Malaysia #Labour_market #Syndicate #PROBASH #BAIRA
মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই গ্রুপে বিভক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের পক্ষ বিপক্ষে অবস্থানকে কেন্দ্র করে দুই ধারায় বিভক্ত রয়েছেন জনশক্তি ব্যবসায়ীরা। ২০১৭ সালে ১০ সিন্ডিকেট এবং পরবর্তীতে ২৫ সিন্ডিকেট নিয়ন্ত্রণ পায় মালয়েশিয়ার শ্রমবাজার। কথিত এই সিন্ডিকেটের হোতা হিসেবে বায়রার সাবেক মহাসচিব ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী রুহুল আমিন স্বপনের নামই সর্বাগ্রে। একদিকে স্বপন এবং অন্যদিকে বায়রার বর্তমান সভাপতি আবুল বাশারের অনুসারীরা অবস্থান নেন। গত বায়রা নির্বাচনেও প্রধান ইস্যু হয় এই মালয়েশিয়া সিন্ডিকেট। ওই নির্বাচনের পর ২৫ সিন্ডিকেট থেকে ১০০ জনে রূপ নিয়েছে। যার মধ্যে আবুল বাশার গ্রুপ তথা সিন্ডিকেট বিরোধী
চট্টগ্রাম শাহী জামে মসজিদ | ইতিহাস তুলে ধরলেন এমপি ফখরুল ইমাম | ধর্ম প্রতিমন্ত্রী | ফরিদুল হক খান
#চট্টগ্রাম_শাহী_জামে
#মসজিদ_আইন_পাশ
সামরিক আমলে করা আইন বাতিল করে চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদের নামে একটি তহবিল থাকবে। তাতে সরকার, কোনো ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান, দান বা মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মসজিদের সম্পত্ত
পার্লামেন্টে নুর
মোসাদের সাথে গোপন বৈঠক নিয়ে ডাকসুর ভিপির ভাইরাল ছবি নিয়ে জাতীয় সংসদে আলোচনা তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্ক না থাকলেও নুর কীভাবে মোসাদের কথিত এজেন্ট মেন্দির সাথে বৈঠক করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই ঘটনা তদন্ত করে সংসদে বিবৃতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিও অনুরোধ জানিয়েছেন মিসবাহ।
#দেশকে_বাঁচানোর_একটাই_উপায়
#প্রবাসী_রেমিট্যান্স|
জাতীয় পাটির সংসদ সদস্য ব্যারিস্টার #শামীম হায়দার #পাটোয়ারি আজ ৯ জানুয়ারি,২০২৩ জাতীয় সংসদে বলেন, অর্থনৈতিকভাবে দেশের যে অবস্থা, দেশকে বাঁচানোর একটাই উপায় আছে। সেটা হলো প্রবাসীদের রেমিট্যান্স বাড়ানো। সরকার ২.৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করার পর রেমিট্যান্স বেড়েছিল। রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে হলে প্রণোদনা ১০ শতাংশ করা উচিত। আর বৈধ প্রবাসীদের পাশাপাশি অবৈধরাও যাতে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।
সরকারের মাইগ্রেশন ফ্রেন্ডলি তা বলার সুযোগ নাই উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের জন্য আলাদা একটা প্রবাসী ইউনিভার্সিটি করা প্রয়োজন।যেখানে প্রবাসীদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে। ওয়ান সিঙ্গেল ডেস্ক থেকে যেন প্রবাসীদের সেবা দেয়া হয়, সেটা নিশ্চিত করতে হবে। বিদেশে যাওয়ার সময় এবং বিদেশে যাওয়া
সৌদির ড্রপবক্সের কী অবস্থা এখন..ঃ
মালয়েশিয়ার পর সৌদি আরবের শ্রমবাজার সিন্ডিকেট চেষ্টা| নেতাদের উপর চেতলেন জনশক্তি ব্যবসায়ীরা। BAIRA | Malaysia | Saudi
সৌদি ড্রপবক্স সিন্ডিকেট নিয়ে বায়রা
সৌদি ড্রপবক্স সিন্ডিকেট নিয়ে বায়রা
শ্রমবাজার সিন্ডিকেট | গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নুর আলী | সাবেক ও বর্তমান মন্ত্রীদের সমালোচনা
#মালয়েশিয়ার #শ্রমবাজার #বায়রা #নির্বাচন
মালয়েশিয়ার শ্রমবাজার | সবার জন্য উন্মুক্ত হবে | রুহুল আমিন স্বপন | BAIRA ELECTION | সিন্ডিকেট ইস্যু
আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচন। এই নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন স্বপন। যার বিরুদ্ধে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর অভিযোগ। বায়রার সাবেক এই মহাসচিব আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বি বায়রার সাবেক সভাপতি আবুল বাশার। নির্বাচনে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমবাজারে সিন্ডিকেট ইস্যু প্রাধান্য পাচ্ছে। রুহুল আমিন স্বপন প্যানেল বলছে, তারা নির্বাচিত হলে বায়রাকে একটি উচ্চতায় নিয়ে যাবেন। এমন কী দুই দেশের সরকারের সাথে কথা বলে আস্তে আস্তে মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন
#probash_sangbad
#malaysia_calling_start
#malaysia_syndicate
#৫৩জনকে_নিয়ে_কুয়ালালামপুরে_বিমান
মালয়েশিয়ার শ্রমবাজার: ৫৩ কর্মীকে স্বাগত জানালেন হাইকমিশনার
, মালয়েশিয়া:
2018 সালে কর্মী নেওয়া বন্ধের পর প্রথমবারের মতো ৫৩ জন কর্মী মালয়েশিয়ায় আসছেন। ৯ আগষ্ট মঙ্গলবার মালয়েশিয়া সময় সকাল সোয়া ১০ টায় বিমান বন্দরে (কেএলআইএ) তাদেও স্বাগত জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়র। ৮ আগষ্ট সোমবার রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কে ৭০ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা এ ৫৩ জন কর্মী। ভোর সাড়ে ৫ টায় মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্টানিক কার্যক্রম শেষে হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান। এ সময় হাইকমিশনার বলেন, দুই দেশের আনুষ্টানিক প্রক্রিয়ার মধ্যদিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উম্মোক্ত হয়েছে। মালয়েশিয়া
মালয়েশিয়ায় যেতে ৭৯ হাজার টাকা খরচ নির্ধারণ || কিন্তু সেটা কতটা সম্ভব? বিদেশগামীদের অভিজ্ঞতা কী..? ভিন্ন সুর বায়রা’র সাবেক সভাপতির