Maha Diwali

Maha Diwali Thời Trang Quảng Châu Cao Cấp

14/11/2023
15/09/2023
প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য আবেদন আহবান।
05/02/2023

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য আবেদন আহবান।

আমরা অভিবাসন ব্যয় কমাতে চাই : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল বলে...
05/02/2023

আমরা অভিবাসন ব্যয় কমাতে চাই : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল বলেছেন,আমরা অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চাচ্ছি। আগামী দিনে দুই দেশের প্রতিনিধিরা বসবেন , তারা রিভিউ করবেন যে সমঝোতা চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা।
রবিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগের করা সমঝোতা চুক্তি নিয়ে কথা বলেছি। আজকের আলোচনার একটা বড় অংশ নিয়ে ছিল এই চুক্তি। মালয়েশিয়া সরকার প্রক্রিয়াকে সহজতর করতে চায় যাতে মূল লক্ষ্যে পৌঁছানো যায়। মূল লক্ষ্য হচ্ছে, চাহিদা পূরণ করা, ব্যয় কমানো, বিদেশি কর্মীদের সম্মান রক্ষা করা। যদি বর্তমান প্রক্রিয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো না যায়, আমরা পরিবর্তন আনতে প্রস্তুত। সেজন্য আমরা আলোচনায় বসবো।
তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ১৫ লাখ বিদেশি কর্মী আছে। এর মধ্যে সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী। সেই কারণেই বাংলাদেশ ১৫টি সোর্স কান্ট্রির মধ্যে প্রথম স্থানে আছে। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।
মালয়েশিয়ার মন্ত্রী বলেন, আমাদের আজকে দুটি ইস্যুতে ফলপ্রসূ আলাপ হয়েছে। প্রথমত রিক্যালিব্রেশন প্রোগ্রাম আরো দ্রুত করার বিষয়ে। দ্বিতীয়ত মালয়েশিয়া সরকার অভিবাসন ব্যয় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিক্যালিব্রেশন প্রোগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় অনেক অবৈধ কর্মী আছেন। তাদেরকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করা হচ্ছে। গত ২৭ জানুয়ারি থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। আমি জানতে চাই যে , এক সপ্তাহে বৈধকরণের যা অনুমোদন আমরা দিয়েছি তার ৫৫ শতাংশ বাংলাদেশি। আমি মন্ত্রী ইমরান আহমেদকে অনুরোধ জানিয়েছি সহযোগিতার জন্য, বাংলাদেশ যেন তাদের অংশটুকু পালন করে, যেন আমরা আমাদের কর্মীর চাহিদা পূরণ করতে পারি।

তিনি বলেন, আমরা অনুমোদন দেওয়ার সময় কমিয়ে এনেছি। আগে ২০-৩০ দিন সময় নেওয়া হতো। এখন ২-৩ দিনে অনুমোদন দেওয়া হচ্ছে। এটি একটি বড় নীতিগত পরিবর্তন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ দুই দেশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

05/02/2023

Breaking news
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। প্রবাসী কল্যাণমন্ত্রী তা বললেন। Malaysia Labor market

03/02/2023

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট || সমঝোতার আভাস বায়রা সভাপতি আবুল বাশারের | পক্ষ বিপক্ষ গ্রুপ কী এক হয়ে যাচ্ছেন?

03/02/2023

#শ্রমবাজার
#সিন্ডিকেট
#ঐক্যের_সুর
#ব্যবসায়ীদের

মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই গ্রুপে বিভক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের পক্ষ বিপক্ষে অবস্থানকে কেন্দ্র করে দুই ধারায় বিভক্ত রয়েছেন জনশক্তি ব্যবসায়ীরা। ২০১৭ সালে ১০ সিন্ডিকেট এবং পরবর্তীতে ২৫ সিন্ডিকেট নিয়ন্ত্রণ পায় মালয়েশিয়ার শ্রমবাজার। কথিত এই সিন্ডিকেটের হোতা হিসেবে বায়রার সাবেক মহাসচিব ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী রুহুল আমিন স্বপনের নামই সর্বাগ্রে। একদিকে স্বপন এবং অন্যদিকে বায়রার বর্তমান সভাপতি আবুল বাশারের অনুসারীরা অবস্থান নেন। গত বায়রা নির্বাচনেও প্রধান ইস্যু হয় এই মালয়েশিয়া সিন্ডিকেট। ওই নির্বাচনের পর ২৫ সিন্ডিকেট থেকে ১০০ জনে রূপ নিয়েছে। যার মধ্যে আবুল বাশার গ্রুপ তথা সিন্ডিকেট বিরোধী হিসেবে পরিচিতরাও ঢুকে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। চাউর হচ্ছিল, বায়রার দুই গ্রুপ ভেতরে ভেতরে এক হয়ে যাচ্ছেন। তার বাস্তব প্রমাণ মিলল গতকাল ২ ফেব্রুয়ারি হোটেল ইন্টার কন্টিনেন্টালে বায়রার মতবিনিময় সভায়। দুই পক্ষের সমর্থকদের উপস্থিতিতে সেখানে একই সুরে কথা বলতে শোনা যায় বায়রা সভাপতি আবুল বাশার ও সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনকে। তারা দুজনই সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের কথা বলেন।

30/01/2023

চট্টগ্রাম শাহী জামে মসজিদ | ইতিহাস তুলে ধরলেন এমপি ফখরুল ইমাম | ধর্ম প্রতিমন্ত্রী | ফরিদুল হক খান
#চট্টগ্রাম_শাহী_জামে
#মসজিদ_আইন_পাশ
সামরিক আমলে করা আইন বাতিল করে চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদের নামে একটি তহবিল থাকবে। তাতে সরকার, কোনো ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান, দান বা মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোনো সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে তা হবে অপরাধ। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

https://youtu.be/ofnkYyyUrks
17/01/2023

https://youtu.be/ofnkYyyUrks

YT #দক্ষিণাঞ্চল_হতে_পারে_বাংলাদেশের_নেদারল্যান্ড শস্যভান্ডার ছিল দক্ষিণাঞ্চল তথা খুলনা এব.....

11/01/2023

পার্লামেন্টে নুর

মোসাদের সাথে গোপন বৈঠক নিয়ে ডাকসুর ভিপির ভাইরাল ছবি নিয়ে জাতীয় সংসদে আলোচনা তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্ক না থাকলেও নুর কীভাবে মোসাদের কথিত এজেন্ট মেন্দির সাথে বৈঠক করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই ঘটনা তদন্ত করে সংসদে বিবৃতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিও অনুরোধ জানিয়েছেন মিসবাহ।

09/01/2023

#দেশকে_বাঁচানোর_একটাই_উপায়
#প্রবাসী_রেমিট্যান্স|

জাতীয় পাটির সংসদ সদস্য ব্যারিস্টার #শামীম হায়দার #পাটোয়ারি আজ ৯ জানুয়ারি,২০২৩ জাতীয় সংসদে বলেন, অর্থনৈতিকভাবে দেশের যে অবস্থা, দেশকে বাঁচানোর একটাই উপায় আছে। সেটা হলো প্রবাসীদের রেমিট্যান্স বাড়ানো। সরকার ২.৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করার পর রেমিট্যান্স বেড়েছিল। রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে হলে প্রণোদনা ১০ শতাংশ করা উচিত। আর বৈধ প্রবাসীদের পাশাপাশি অবৈধরাও যাতে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।
সরকারের মাইগ্রেশন ফ্রেন্ডলি তা বলার সুযোগ নাই উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের জন্য আলাদা একটা প্রবাসী ইউনিভার্সিটি করা প্রয়োজন।যেখানে প্রবাসীদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে। ওয়ান সিঙ্গেল ডেস্ক থেকে যেন প্রবাসীদের সেবা দেয়া হয়, সেটা নিশ্চিত করতে হবে। বিদেশে যাওয়ার সময় এবং বিদেশে যাওয়ার পর পাসপোর্ট সেবা দ্রুত করতে হবে। বিদেশগামীদের ড্রাইভিং লাইসেন্স দ্রুত ও সহজতর করতে হবে। উপজেলা পর্বায়ে কোটা ভিত্তিক বিদেশে পাঠানো উচিত। অনেক প্রবাসীর জন্ম তারিখ ভুলসহ ছোট খাটো নানা ভুলের কারণে পাসপোর্ট পাচ্ছে না। এটা সহজতর করা উচিত।

09/01/2023

সৌদির ড্রপবক্সের কী অবস্থা এখন..ঃ

https://bengalnews24.com/news/2509
27/10/2022

https://bengalnews24.com/news/2509

কাতারের ‘ওয়ার্ক পারমিট’ ভিসা পেয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার তোফাজ্জল আলী। রাজধানীর কাকরাইলে ‘এস. কে. এন. হেলথ...

https://bengalnews24.com/news/2241
20/10/2022

https://bengalnews24.com/news/2241

সরকারের নির্ধারিত খরচে বিদেশ যেতে পারছেন না শ্রমিকরা। কোনো কোনো দেশের ক্ষেত্রে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেতে সরক....

15/10/2022

মালয়েশিয়ার পর সৌদি আরবের শ্রমবাজার সিন্ডিকেট চেষ্টা| নেতাদের উপর চেতলেন জনশক্তি ব্যবসায়ীরা। BAIRA | Malaysia | Saudi

15/10/2022

সৌদি ড্রপবক্স সিন্ডিকেট নিয়ে বায়রা

বায়রা নির্বাচনে জিতেছে সাবেক সভাপতি আবুল বাশার প্যানেল। মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট বিরোধী অবস্থান নিয়ে তারা প্রচার প্...
04/09/2022

বায়রা নির্বাচনে জিতেছে সাবেক সভাপতি আবুল বাশার প্যানেল। মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট বিরোধী অবস্থান নিয়ে তারা প্রচার প্রচারণা চালান।

26/08/2022

শ্রমবাজার সিন্ডিকেট | গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নুর আলী | সাবেক ও বর্তমান মন্ত্রীদের সমালোচনা
#মালয়েশিয়ার #শ্রমবাজার #বায়রা #নির্বাচন

25/08/2022

Address

Cầu Giấy Hanoi
Dhaka
<<NOT-APPLICABLE>>

Telephone

+8801868413595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maha Diwali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maha Diwali:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All