Gold Art Media

Gold Art Media YouTube :

মিডিয়া জগতের সবকিছু সবার আগে আপন

ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্র...
12/06/2024

ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আগ্রহের কথা জানান।
তিনি ভুটানের প্রধানমন্ত্রীকে বলে, ‘এর জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং আমরা ইতোমধ্যেই ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত করছে তাসনিম-জিল্লুর চক্রচার দশকের কাছাকাছি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশ...
12/06/2024

বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত করছে তাসনিম-জিল্লুর চক্র

চার দশকের কাছাকাছি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (https://en.wikipedia.org/wiki/Bangladesh_UN_Peacekeeping_Force) বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দায়িত্বরত অবস্থায় শহীদ হয়েছেন বাংলাদেশের ১৬৬ জন শান্তিরক্ষী। (https://www.kalbela.com/opinion/sub-editorial/92127) বাংলাদেশের সদস্যদের নিয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা জাতিসংঘের বা নির্দিষ্ট মিশন সংশ্লিষ্টদের উত্থাপন করার কথা। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে প্রশংসা ছাড়া কখনও কোনো ধরণের আপত্তি বা অভিযোগ তোলা হয়নি। তবে আপত্তি জানাচ্ছে বিতর্কিত হলুদ সাংবাদিক জিল্লুর, আরাফাত এবং ভুয়া পোর্টাল খ্যাত নেত্রনিউজের (https://netra.news/2024/a-death-squad-in-blue-helmets/) কুশীলব তাসনিম খলিলরা।

গত ২১ মে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বা ডিডব্লিউ বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাব ফোর্সেস নিয়ে উদ্দেশ্যপ্রণোদির একটি রিপোর্ট প্রকাশ করেছে। (https://www.youtube.com/watch?v=kjgBccv8DP0)প্রতিবেদনে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সাথে বাংলাদেশকে মিলিয়ে অদ্ভুত গোঁজামিল যুক্তি দেখানো হয়েছে, যেখানে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা কতটা অবান্তর তা বলার অপেক্ষা রাখে না। তবে এটি সুস্পষ্ট যে, বাংলাদেশ বিরোধী তীব্র বিদ্বেষ থেকে এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।

প্রকাশিত ভিডিওতে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তাকে নির্যাতনের স্বীকারোক্তি দিতে দেখা গেছে। (https://www.dw.com/en/torturers-deployed-as-un-peacekeepers/a-69139732) অথচ তার নাম-পরিচয় ও ছবি প্রকাশ করা হয়নি। তাদের কাছে যদি আসলেই বিশ্বাসযোগ্য কোনো তথ্য থাকতো তাহলে তারা সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ উক্ত সদস্যের পরিচয় প্রকাশ করতো। কিন্তু তারা তা করেনি কারণ তাদের কাছে গ্রহণযোগ্য কোনো তথ্যপ্রমাণই নেই।

র‍্যাব কোনো নিয়মিত বাহিনী নয়, বরং সকল নিরাপত্তা বাহিনী থেকে স্বল্প সময়ের জন্য আসা সদস্যদের সমন্বয়ে এটি পরিচালিত হয়। র‍্যাব মূলত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মুলে কাজ করে থাকে। সুতরাং প্রকাশিত ভিডিওতে র‍্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে বাদ দেওয়ার দাবিও হাস্যকর। (https://www.bhorerkagoj.com/tp-editorial/716406 )

স্পষ্টতই ডকুমেন্টারিটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি বিশেষ মহলের প্ররোচনায় সম্পাদিত হয়েছে! জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের সৈন্য পাঠানো বন্ধের অপতৎপরতায় নেমেছে এই চক্রটি। (https://www.somoynews.tv/news/2024-05-22/GZV2VNZ2) জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে সেনা না নেওয়ার ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র জিল্লুর রহমানের সিজিএসকে ফান্ডিং করছে তথাকথিত গণতন্ত্র বিকাশের কথা বলে। (https://www.somoynews.tv/news/2024-05-29/YUF1F96D) আর তাসনিম খলিলের নেত্রনিউজকে ফান্ডিং করছে আইনি সহায়তা ও তথাকথিত মানবাধিকারের কথা বলে। এর আগেও ডয়েচে ভেলের মাধ্যমে এই চক্রটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একই রকম একটি ভিত্তিহীন ও গুজব নির্ভর ভিডিওচিত্র প্রকাশ করেছিল। (https://www.dw.com/en/death-squad-inside-bangladeshs-rapid-action-battalion/a-65209010)

নেত্রনিউজের সম্পাদক ২০০৬ সালে হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শদাতা ছিলেন। বাংলাদেশিদের দিয়ে পরিচালিত যেসব সংস্থা যুক্তরাষ্ট্রের টাকা পায় তাদের মধ্যে অন্যতম নেত্রনিউজ। এই টাকা দেয় দেশটির ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি। এই এনইডিকে বলা হয় আধুনিক সিআইএ। (https://www.youtube.com/watch?v=8PZQNdUGcOc)

মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন দেশে তৎপরতা চালায় এনইডি। এজন্য তারা অর্থের বিনিময়ে স্থানীয় বিভিন্ন সংগঠন এবং সংস্থাকে ব্যবহার করে। একইভাবে বাংলাদেশকে চাপে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনী, আর্থিক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে বিতর্ক উসকে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। (https://www.sherpurnews.com/ডয়চে-ভেলের-উদ্দেশ্যমূলক-ডকুমেন্টারিতে-নেত্র-নিউজ-সহায়তা-করলো-কেন/124147/124147)

বানোয়াট ও ভিত্তিহীন ভিডিওচিত্রটি তৈরিতে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে LGBTQ কর্মী তাসনিম খলিল তথা নেত্র নিউজ, যা যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা এনইডি-এর অর্থায়নে পরিচালিত। (https://www.banglarkolorob.com/print.php?nssl=32739) এদের সঙ্গে অপপ্রচারে যুক্ত হয়েছেন বাংলাদেশে মার্কিনপন্থী সাংবাদিক জিল্লুর রহমান (https://www.somoynews.tv/news/2024-06-05/ZV3OI8V8)। যুক্তরাষ্ট্র একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, (https://bd.usembassy.gov/bn/policy-history/) অন্যদিকে বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন করছে। (https://www.kalbela.com/national/88221) বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটানো চাইলে যুক্তরাষ্ট্রের উচিত জিল্লুর, আরাফাত, খলিলদের মতো বাংলাদেশবিরোধীদের এসব বিতর্কিত কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা বন্ধ করা।

11/06/2024

১১ জুন ২০২৪ পর্যন্ত ৪৩ লাখ ৪০ হাজার ভূমি ও গৃহহীন পুনর্বাসিত হয়েছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছে ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জন মানুষ। এ পর্যন্ত দেশের মোট ৫৮ টি জেলার সকল উপজেলাসহ মোট ৪৬৪ টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হয়েছে।

ভিডিও চিত্র: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠান, ১১ জুন ২০২৪ এ প্রদর্শিত ভিডিও চিত্র।

07/06/2024

সরকারি সব প্রতিষ্ঠানে নতুন পেনশন স্কিম চালু হবে।
পেনশন সুবিধা পাই এমন সকল সরকারী প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তদের সর্বজনীন পেনশন এর আওয়াতাই আনা হবে ।
স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইতিমধ্যে ( নতুন নিয়োগ) সর্বজনীন পেনশন এর আওয়াতাই আনা হয়েছে।
আগামি ১লা জুলাই ২০২৫ থেকে নতুন সরকারী ( সকল সেক্টর) নিয়োগ এর সবাইকে সর্বজনীন পেনশন এর আওয়াতাই আনা হবে ।
#পেনশন #সরকারী #চাকুরি

রেকর্ড উৎপাদনমে মাস পর্যন্ত প্রায় ১ মিলিয়ন কেজি চা রপ্তানিচলতি বছরের মে মাস পর্যন্ত ১৪টি দেশে প্রায় ১ মিলিয়ন কেজি চা...
06/06/2024

রেকর্ড উৎপাদন
মে মাস পর্যন্ত প্রায় ১ মিলিয়ন কেজি চা রপ্তানি

চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪টি দেশে প্রায় ১ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে। দেশে বর্তমানে ১৬৮টি বৃহৎ চা বাগান এবং প্রায় ৮ হাজার ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। চা শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীতের সব রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের চা বাগানগুলোতে ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

02/06/2024

বিএনপি-জামায়াতের গুজব ছড়ানোর হাতিয়ার ফেসবুক
----

নিজেদের তৈরি গাইডলাইনই মানতে পারছে না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

গত কয়েকটি নির্বাচনের আগে বাংলাদেশে ঘৃণাত্মক বক্তৃতা, সাম্প্রদায়িক সহিংসতার প্ররোচনা, অগ্নিসংযোগের আহ্বান রোধ করতে ব্যর্থ হয়েছে ফেসবুক। দেশের সুশীল সমাজও এর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বলে আসছে।

শত শত লিঙ্কে দেখা যায় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সামনে এসেছে। ওই পেজ এবং অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আইআরই-এনডিআই থেকে হওয়া জরিপও প্রমাণ করে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে। মেটার এ বিষয়টিকে আমলে নেওয়া উচিত।

02/06/2024

মেটাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এর কোনো বিকল্প নেই ।
তথ্য প্রতিমন্ত্রী
মোহাম্মদ এ আরাফাত

#মেটা

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুর্নমিলনী- ২০২৪ ...
02/03/2024

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুর্নমিলনী- ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’–এ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করে দোয়া-মোনাজাত করেন।

06/01/2024
ফ্রান্স বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ ও অ্যারোনটিকসসহ কয়েকটি কৌশলগত প্রকল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। ফরা...
18/09/2023

ফ্রান্স বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ ও অ্যারোনটিকসসহ কয়েকটি কৌশলগত প্রকল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেসগে আসার প্রাক্কালে তাঁর সরকারি বাসভবন এলিসি প্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়।

গত ৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টের বাসভবনের এক কর্মকর্তা ব্রিফিংয়ে ব্যাখ্যা দিয়ে বলেন যে, ফ্রান্স এখন বাংলাদেশকে কতটা ভিন্নভাবে দেখছে।

ওই কর্মকর্তা বলেন, 'বাংলাদেশ বিপুল জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করছে। তবুও দেশটি গত ১০-১৫ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে।'

তিনি আরও বলেন, 'এসব চ্যালেঞ্জ বাংলাদেশকে ভবিষ্যতের দিকে তাঁকাতে বাধা দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা "স্মার্ট বাংলাদেশ" নামে বিস্তৃত উন্নয়ন কর্মসূচি গড়ে তুলেছেন। তিনি কৌশলগত মিত্র ভারতের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করছেন। তিনি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অংশ হতে চান।'

#ফ্রান্স #বাংলাদেশ #ইমানুয়েল_ম্যাক্রোঁ #বিনিয়োগ #শেখহাসিনা

গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির ভূমিকা প্রশংসনীয়। ব...
18/09/2023

গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশ সফরে এসে এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

#ফ্রান্স #বাংলাদেশ #ইমানুয়েল_ম্যাক্রোঁ #শেখহাসিনা

16/08/2023
29/07/2023

বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল!
তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই স ন্ত্রা সী কাজে নিয়োজিত হলো বিএনপি নেতা-কর্মীরা।
আসুন দেখে আসি তাদের গণতন্ত্র রক্ষার নামে সহিংস তাণ্ডব।

#বিএনপি #সন্ত্রাস #অগ্নিসন্ত্রাস #একাল_সেকাল

11/07/2023
06/07/2023
06/07/2023
06/07/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। গত ১৪ বছরে দেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে। এখন গ্রাম আর গ্রাম নেই, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। তাই গত ১৪ বছরে দেশ বদলে গেছে। বিএনপি যতই অপপ্রচার করুক তাতে দেশের যা উন্নয়ন হয়েছে তা ঢাকার উপায় নেই।

#বাংলাদেশ #আওয়ামীলীগ #প্রধানমন্ত্রী #শেখহাসিনা

11/06/2023
দুইটাই তাদের পছন্দের মার্কা, একটা ১০% এর পছন্দ, অন্যটা রিজভি ও তাদের ম্যাডামের পছন্দ।দেখার বিষয় আগামি নির্বাচনে কোন প্রত...
11/06/2023

দুইটাই তাদের পছন্দের মার্কা, একটা ১০% এর পছন্দ, অন্যটা রিজভি ও তাদের ম্যাডামের পছন্দ।
দেখার বিষয় আগামি নির্বাচনে কোন প্রতিক দেয়!

বিএনপি ঠিক-ই বলেছে,
শেখ হাসিনা তাদের নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন।

বিএনপির পরবর্তী মার্কা কি হওয়া উচিত?
ক) হারিকেন খ) খাম্বা

কমেন্ট করে জানান!

#বিএনপি #খাম্বা #হারিকেন #মার্কা #লোডশেডিং

07/06/2023
07/06/2023
06/06/2023

বিএনপির কাছে হারিকেন এতো এতো প্রিয়?
২৭ ফেব্রুয়ারি ২০০৬ সালের এই ছবিটিই তার প্রমাণ।

হারিকেনের স্মৃতির সেই ট্রমা থেকে আজও বিএনপি
বের হতে পারেনি।

তাই হারিকেনেই তাদের ভরসা।
#বিদ্যুৎ #লোডশেডিং #জ্বালানী #বাংলাদেশ #হারিকেন

30/05/2023

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাল্টিলেন রোড টানেল নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে সার্বিক কাজের অগ্রগতি ৯৭.২০ ভাগ।

২.৪৫ কিলোমিটার ও দুইপ্রান্তের তীরসহ টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার আর নদীর পূর্ব ও পশ্চিম উভয় পাশের সংযোগ সড়কসহ এই প্রকল্পের সর্বমোট দৈর্ঘ্য ৯.৩৩ কিলোমিটার। আর প্রতিটি টিউবের ভেতরের অংশে প্রশস্ত ১০.৮ মিটার করে।

আনোয়োরা প্রান্তে ৭০০ মিটারের একটি উড়াল সড়ক বা ফ্লাইওভারসহ ৫.৪৫ কিলোমিটার দৈর্ঘ্যের চারলেন সড়ক নির্মিত হয়েছে যা আনোয়ারা চাতুরী চৌমুহনীতে এসে চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের সাথে মিলিত হয়েছে। অপর প্রান্তে .৫৫ কিলোমিটার সংয়োগ সড়ক মিলিত হয়েছে নগরীর পতেঙ্গা নেভাল একাডেমি পয়েন্ট দিয়ে মূল সড়কের সাথে।

#টানেল #কর্ণফুলী #বাংলাদেশ #শেখহাসিনা #উন্নয়ন #যোগাযোগ

30/05/2023

সেপ্টেম্বরে উদ্বোধন হবে
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্প

প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৯০ ভাগ। জুলাইয়ের প্রথম সপ্তাহে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করা হবে।

#রেললাইন #ডুয়েলগেজ #আখাউড়া #আগরতলা #বাংলাদেশ

29/05/2023

জয় বাংলা, জয়তু শেখ হাসিনা।
সত্য বিশ্বের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা

29/05/2023

জয় বাংলা, জীতবে আবার নৌকা।
উন্নয়নের মার্কা, নৌকা মার্কা
আমার মার্কা নৌকা মার্কা

29/05/2023
https://youtu.be/TdkPSudlhKw
01/08/2021

https://youtu.be/TdkPSudlhKw

একটি বাড়ি থেকে প্রাই ১০০ বিষাধর সাঁপ পাওয়া গেলো। সাঁপ দেখতে গ্রামের হাজার হাজার মানুষের ভীড়। #বিষাধরসাঁপ #হা...

Survey theke ki vabe income korben promansoho bistarito video te       https://youtu.be/XMw67Ki089s
29/07/2021

Survey theke ki vabe income korben promansoho bistarito video te


https://youtu.be/XMw67Ki089s

শুধু মাত্র মোবাইল বা ল্যাপটপ দিয়েই প্রতিদিন আয় করুন ১০$ ডলার, ঘরে বেকার বসে না থেকে আপনি এঈ কাজটি করতে পারেন .যারা ক.....

05/06/2021

ছয় দফা থেকে স্বাধীনতা | Freedom from the six points | Bangladesh Awami League by Gold Art Media
ছয় দফা থেকে স্বাধীনতা

ফেব্রুয়ারি ১৯৬৬
লাহোরে পাকিস্তানের বিরোধীদলের সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলনে ছয় দফা পেশ করেন বঙ্গবন্ধু ।

মে ১৯৬৬
৮ মে থেকে একটানা ৩৩ মাস কারাবন্দি ছিলেন বঙ্গবন্ধু। ১৪ বছরের কারাজীবনে এটাই ছিল তার দীর্ঘ কারাবাস।

জানুয়ারি ১৯৬৮
পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের কণ্ঠ স্তব্ধ করে দিতে তাকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।

জুন ১৯৬৮
ঢাকার এক বিশেষ ট্রাইব্যুনালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের বিচার শুরু হয়। বিচারের প্রথম দিনেই বঙ্গবন্ধু একজন বিদেশি সাংবাদিককে বলেন, তারা আমাকে ছয় মাসের বেশি এখানে রাখতে পারবে না।

জানুয়ারি ১৯৬৯
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব পাকিস্তানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

২২ ফেব্রুয়ারী, ১৯৬৯
আগরতলা ষড়যন্ত্র মামলায় জেল থেকে মুক্তির পর কন্যা শেখ হাসিনার সাথে হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু

ডিসেম্বর ১৯৭০
৭ ডিসেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয় লাভ করে।

মার্চ ১৯৭১
৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লাখো বাঙালির উদ্দেশ্যে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

ডিসেম্বর ১৯৭১
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের স্বাধীনতা, জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের।

#ছয়দফাথেকেস্বাধীনতা

Address

Kushtia
Kushtia
7020

Alerts

Be the first to know and let us send you an email when Gold Art Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gold Art Media:

Videos

Share

লাখ লাখ দামের লাখ লাখ গরু

আসছে নতুন কিছু চমক নিয়ে

Nearby media companies