🚦 এই প্ল্যানে,প্যাকেজ এ উল্লেখিত লাইক গ্রাহককে সরবরাহ করা হবে।যদি কোন কারণে কম আসে সেইক্ষেত্রে পরবর্তী প্যাকেজে তা যোগ করে দেয়া হব।
🚦 এখানে শুধু মাত্র বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের লাইক সংযুক্ত হবে।
🚦 আপনাকে অতিরিক্ত কোন পেমেন্ট করতে হবে না। সকল খরচ এই প্যাকেজ এর অন্তরভুক্ত।
🚦 এখানে বয়সসীমা দেয়া থাকবে ১৩-৬৫।
🚦 এই প্ল্যানে জেন্ডার বা লিঙ্গ দেয়া থাকবে পুরুষ ও মহিলা।
🚦 কাভার হিসেবে আমরা আমাদের ইচ্ছামত আকর্ষণীয় ছবি ব্যবহার করব।অবশ্যই সেটি অশ্লীলতা মুক্ত। যেমনঃ- স্পোর্টস, ম্যাগাজিন, সেলিব্রেটি, ইত্যাদি।
🚦 প্যাকেজ অনুযায়ী লাইক পূর্ণ হতে প্যাকেজভেদে বিভিন্ন সময় লাগতে পারে, তবে বলে দেওয়া সময়ের মাঝে যদি লাইক পূর্ণ না হয় সেই ক্ষেত্রে সময় বাড়িয়ে দিয়ে পূর্ণ করে দেওয়া হবে।
🚦 আমাদের সকল প্যাকেজে রিয়েল লাইক দেয়া হয়। কেননা আমরা ফেসবুক থেকে প্রমোটের মাধ্যমে পেজে লাইক প্রদান করি। কোন প্রকার রোবট বা সফটওয়্যার ব্যবহার করে আমরা লাইক প্রদান করি না।
🚦 এই প্ল্যানে আপনি কোন কিছু চয়েস করতে পারবেন না, অর্থাৎ বয়স,জেন্ডার,লোকেশন,কাভার ছবি ইত্যাদি। আর এগুলো আমরা উপরে উল্লেখিত নিয়মে সেট করে দিয়ে থাকি।
টার্গেট প্ল্যানঃ
🚦 এই প্ল্যানে সকল কিছু আপনার ইচ্ছামত সেট করে দিতে পারবেন। যেমন-
🏹 বয়সসীমা
🏹 জেন্ডার
🏹 লোকেশন
🏹 ইন্টারেস্ট
এই প্ল্যানে বাজেট/খরচ প্যাকেজভেদে নির্দিষ্ট,
এই প্ল্যানে দিন/সময় প্যাকেজভেদে নির্দিষ্ট অর্থাৎ যেই প্যাকেজে যত দিন বলা হবে তত দিন পর্যন্ত প্রমোট চলবে।
কিন্তু এই প্ল্যানে আপনার পেজে কত লাইক আসবে তা আমরা নিশ্চিত করে বলতে পারিনা, শুধু আমরা নই সঠিক সংখ্যা কেউ বলে দিতে পারে না। এটি আপনার সেট করে দেওয়া বিষয়গুলোর (বয়স,জেন্ডার,লোকেশন,কাভার,ইন্টারেস্ট) উপর নির্ভর করে। আপনার পেজের প্রতি মানুষ কতটা আগ্রহী তা আমাদের চেয়ে আপনিই ভাল বুঝবেন। তবে আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ ফলাফল যেন থাকে।
✅✅✅✅ বুস্ট প্ল্যান ✅✅✅✅
🚦 এইক্ষেত্রে প্যাকেজভেদে রিচ/ভিউ নিদিষ্ট থাকবে।
🚦 এই প্ল্যানে বাজেট/খরচ প্যাকেজভেদে নির্দিষ্ট।কোনভাবেই কম দেয়া হবে না।
🚦 এই প্ল্যানে দিন/সময় প্যাকেজবেধে নির্দিষ্ট।
🚦 আপনার ইচ্ছামত সেট করতে পারবেনঃ-
🏹 বয়সসীমা
🏹 জেন্ডার
🏹 লোকেশন
🏹 ইন্টারেস্ট
✴পেমেন্ট পদ্ধতি
আমাদের পেমেন্ট পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে,
এখন থেকে গ্রাহকগন কোন (বুষ্ট/প্রমোট) প্যাকেজ অর্ডার করার পূর্বে পেমেন্ট সম্পূর্ণ করবেন, যেটা পূর্বে একটিভ হওয়ার পর নিয়ম ছিল,
✔পেমেন্ট কমপ্লিট করে গ্রাহক সেন্ড নাম্বার এর শেষের তিনটি ডিজিট জানিয়ে অর্ডার কনফার্ম করবেন,
🕐পেমেন্ট কনফার্ম হলে গ্রাহককে তার কাম্পেইন তৈরি
করার সময় এবং শুরু হবার পর তা পুনরাই জানানো হবে,
🔸পেমেন্ট করার পর অ্যাড যদি কোন কারনে রান না হয়,
✅সেই ক্ষেত্রে গ্রাহককে প্যাকেজ মূল্য নির্দিষ্ট নাম্বারে বিকাশ চার্জ
ব্যতীত আবশিষ্ট মূল্য রিফান্ড করা হবে,
✴ অ্যাড নীতিমালা
🚦 আপনি যেই পোস্ট বা পেজ প্রমোট করতে চাচ্ছেন তাতে ব্যবহৃত ছবি/টেক্সট অবশ্যই ফেসবুক অ্যাড পলিসি অনুযায়ী হতে হবে।
🚦 কোন প্রকার এডাল্ট কন্টেট প্রমোট করা হয় না।
🚦 অ্যাড চলাকালীন অবস্থায় অ্যাডভারটাইজার/এডিটর থেকে রিমুভ করা যাবে না।
🚦 কপিরাইট বা অন্য কোন কারণে অ্যাড চলাকালীন সময়ে যদি আপনার পেজ/পোস্ট রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে প্যাকেজ সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। প্যাকেজ মূল্য ফেরত যোগ্য নয়।
🚦 উপরের উল্লেখিত সকল শর্তে একমত হলে, প্যাকেজগুলো সম্পর্কে জানতে আমাদেরকে ইনবক্স করুন। এবং সেখান থেকে আমাদেরকে আপনার পছন্দের প্যাকেজটি কনফার্ম করুন।