ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের এই গ্রুপ। একসাথে ঘুরতে ঘুরতেই এই গ্রুপ আস্তে আস্তে বড় হচ্ছে, পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। আর সে কারণেই এই বন্ধন অটুট রাখতে গ্রুপেও কিছু নিয়ম কানুন থাকা উচিৎ।
অনেকেই আমাদের পরিচিত বলে গ্রুপে নিজেদের প্রতিষ্ঠানের কিংবা ভ্রমণের বাইরের অন্য কোন বিষয়ে পোষ্ট দিতে চান, বা না বুঝে দিয়ে ফেলে গ্রুপ থেকে ব্লক/ব্যান খেয়ে যান। এক্ষেত্রে গ্রাউন্ড রুলস সকল মডারেটরকে দেয়া থাকে, এবং এর উপ
র নির্ভর করে সেই ব্যবস্থাও নিয়ে থাকে। তাই রুলসগুলো আপনাদের জেনে রাখা উচিৎ।
আপনাদের কারোও যদি কোন বিষয়ে এখানে এড করার প্রয়োজনীয়তা মনে করেন, আমাদেরকে জানাবেন।
১/ গ্রুপে বানিজ্যিক বা অন্য কোন বিষয় সম্পর্কিত পোষ্ট করা যাবেনা।
২/ টিজিবি ব্যাতিত অন্য কোন গ্রুপ কিংবা কোম্পানীর পেজ, ইভেন্ট, অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে শেয়ার করা যাবে না।
৩/ ধর্ম, বর্ণ, জাতী, কোন মানুষ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানকে আঘাত করে, এমন কিছু গ্রুপে লিখা বা শেয়ার করা যাবেনা।
৪/ একসাথে বড়জোর ৫ টি ছবি আপলোড করতে পারবেন, তবে ১ টি করাই উত্তম। আর অবশ্যই প্রতিটি ছবিতে আলাদা করে ক্যাপশন দিতে হবে।
৫/ ছবি আপলোড করার সাথে সেই ছবি কোথা থেকে তোলা হয়েছে, কিভাবে সেখানে যেতে হয় সেটার সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
৬/ কারো জন্মদিন, মৃত্যুবার্ষিকী নিয়ে গ্রুপে কোন পোষ্ট করবেন না। এমনকি এই গ্রুপের এডমিনদের জন্মদিন বা তাদের কোন ব্যক্তিগত বিষয় নিয়েও এই গ্রুপে পোষ্ট করা যাবে না।
তবে ট্রাভেলিং সেক্টরের পথিকৃৎ ব্যক্তিদের ক্ষেত্রে হলে সেই বিষয়ে পোষ্ট করা যাবে।
৭/ ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পোষ্ট করুন, কিংবা ইনফরমেশন শেয়ার করুন গ্রুপে যেনো অন্যরাও জানতে পারে।
৮/ এই গ্রুপের কোন গেট টুগেদার বা কোন পার্টি হলে গ্রুপে পোষ্ট করবেন না। কেবল ভ্রমণ এবং ভ্রমণ সংক্রান্ত পোষ্ট যা মানুষকে ভ্রমণে উৎসাহী করে তেমন ইনফরমেটিভ পোষ্ট শেয়ার করুন। তবে টিজিবিকে এবং পর্যটনকে রিপ্রেজেন্ট করে, এমন কিছু হলে শেয়ার করা যাবে
৯/ কোন এরিয়া সম্পর্কে আপনার জানা শোনা ভাল থাকলে আপনি সেখানকার সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইল তৈরি করতে পারেন, যেন আপনার দেয়া তথ্য নিয়ে যে কেও সহজে কোথাও যেতে পারে।
১০/ নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পোষ্ট করতে পারবেন। ভ্রমণে গিয়ে কি ভাল লেগেছিলো, কি বিপদে পড়েছিলেন কিংবা কোন কোন কাজগুলো বিপদজনক হতে পারে, এই সম্পর্কিত ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন গ্রুপে। এতে অন্যরা ভ্রমণে উৎসাহী হয়, সেই সাথে আগে থেকে সাবধান থাকতে পারে।
Adders: Ta-254 boishaki saroni, Middle Badda, Gulshan Badda Link Road, Dhaka-1212.Bangladesh