Nazmul Hasan

Nazmul Hasan জীবনের অমসৃন পথ পারি দিতে সময়ের প্রয়োজন...
(2)

21/12/2023

সত্য কথন

18/12/2023

আপনি কি জানেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বিশ্বের সেরা রাজনীতিবিদদের একজন।
তাঁর বাবা একজন মুচি ছিলেন। সংসার ঠিকমতো চলত না বলে আব্রাহাম নিজেও একসময় মুচির কাজ করেছেন।

06/12/2023

হেমন্তের সাথে মুড়ি মাখা রাইড...

🙄  স -মা -লো- চ- না...১. এত হাসে কেন ! ২. দুই কাপ চা টাকা গাবায় ! ৩. ইস কুয়াকাটা গেছে তাতেই এত ছবি আপ দেয় ফুকেট গেলে না ...
27/10/2023

🙄 স -মা -লো- চ- না...

১. এত হাসে কেন !
২. দুই কাপ চা টাকা গাবায় !
৩. ইস কুয়াকাটা গেছে তাতেই এত ছবি আপ দেয় ফুকেট গেলে না জানি কি করত !
৪. বেহায়া হাফ প্যান্ট পরে ঘুরে !
৫. মনে এত সুখ ফেসবুক খুললেই দেখি ঘুরে এত ট্যাকা পায় কই !
৬. এত সাইকেল চালায় পেট কমেনা কেন !

👆এমন আরো ৫০০ রকম মন্তব্য আপনার জীবনে আসবে। আপনাকে বিব্রত করবে। আপনার কনফিডেন্ট লেবেল লো তে এনে দিবে।

👇 কথা হলো এগুলো কারা করে ❓

☑️ যারা জীবনে কখনই আনন্দ খুঁজে পাননি
✅ যারা অন্যের একটু বেশি সহ্য করতে পারে না
☑️ যারা উপর থেকে আসা নিয়ামতে সন্তুষ্ট নয়
✅ যারা সব কিছুই অর্থ কিংবা সম্পদ দিয়ে মাপেন
☑️ যারা সফলতা আর ব্যর্থতা আলাদা করতে পারেনা
✅ যারা মনে করে আমিই ঠিক বাকি সব মিথ্যা

জীবনের পাতা ঘেটে দেখুনতো মনে কোন আফসোস বছরের পর বছর জীয়ায়ে রেখেছেন কিনা...

তবে আপনি শয়তানে'র পায়ের ছাপ ফলো করছেন !

#নাজমুলের_মনের_ডায়েরি

26/10/2023

ইতনাস শোরুমের বর্ষপুর্তি উপলক্ষে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট ।
https://shorturl.at/JY056

"Anxiety" বড্ড বেশি খারাপ জিনিস...আপনি একে যত বেশি প্রশ্রয় দিবেন, তত বেশি সে আপনাকে গ্রাস করবে।আমরা পয়সা খরচ করে ঔষুধ খে...
17/07/2023

"Anxiety" বড্ড বেশি খারাপ জিনিস...
আপনি একে যত বেশি প্রশ্রয় দিবেন, তত বেশি সে আপনাকে গ্রাস করবে।

আমরা পয়সা খরচ করে ঔষুধ খেয়ে এটা দুর করতে চাই, অথচ প্রকৃতির মাঝে এর ঔষুধ বিরাজমান।

সময়কে একবার হ্যা বলুন, না বলুন সমাজকে, ইচ্ছেটাকে স্বাধীনতা দিন, বেড়িয়ে পরুন নির্বিঘ্নে !

জীবনমুখী গান আব্দুল মালেক দেওয়ান এর কন্ঠে !
01/07/2023

জীবনমুখী গান আব্দুল মালেক দেওয়ান এর কন্ঠে !

More info: www.facebook.com/truenazmul 🌿

14/06/2023
02/06/2023
07/05/2023

পৃথিবীর অনেকগুলো কর্মের ভিতর এটা একটা কঠিন কর্ম যা আমার আপনার মত মানুষের পক্ষে সম্ভব না !!!

আমার বড় ছেলের খুব প্রিয় একটা খেলার আইটেম !  ম্যাজিক বল, কি একটা জিনিস ছোট ছোট বিন্দু কে পানি দিলে তা বড় হয়ে যায় হরেক রকম...
18/04/2023

আমার বড় ছেলের খুব প্রিয় একটা খেলার আইটেম ! ম্যাজিক বল, কি একটা জিনিস ছোট ছোট বিন্দু কে পানি দিলে তা বড় হয়ে যায় হরেক রকম রং এর সম্মিলনে।

মাঝে মাঝে নিজেকেও এমন ম্যাজিক বলের মত বানাতে ইচ্ছে হয়। একটু পানি ঢালবো মুহুর্তেই পরিবর্তন হয়ে যাবে সময়, চাওয়া-পাওয়া, ভালো-লাগা, সুখ-বিলাস, দুঃখ-বেদনা !
কিন্তু বৈচিত্র্যময় এই সংক্ষিপ্ত সফরকে আমরা "জীবন" বলে বার বার হোচট খাই... হেরে যাই ।

তবুও মহান রবের পানে চেয়ে থাকি আর মনে মনে বলি এই বুঝি আমার সমস্যা কিংবা খারাপ অনুভূতি গুলো পরিবর্তন হবে...! তারপর কতশত পাপের বেড়াজাল বেধ করে নিজেকে সঁপে দিতে হবে তার আরশে ।

‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’
-হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো।

29/03/2023
একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইডিয়া টাইমস।

যদি লাইগা যায়...!
02/03/2023

যদি লাইগা যায়...!

26/02/2023

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।

শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!

আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!

মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!

এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।

ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

ফিআমানিল্লাহ  🌿
11/02/2023

ফিআমানিল্লাহ 🌿

এখনো তোমার হৃদয় বিগলিত হয়নি... 😔
30/01/2023

এখনো তোমার হৃদয় বিগলিত হয়নি... 😔

28/12/2022

Energypac congratulates the Honorable Prime Minister Sheikh Hasina on the inauguration of the country’s first-ever metro rail. We are proud to be a part of it by providing type tested panels.

Address

60 Feet Mirpur/2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Hasan:

Videos

Share

Nazmul Hasan’s Diary

Welcome to Nazmul Hasan's Diary

Creating this page for sharing my life style blog with lots of Fun, enjoyment of friends and family togetherness.

To

-Sharing my personal travel blog and videos.

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All