Sihab Rahman

Sihab Rahman Hello, This is Sihab Rahman. I make different kind of videos. I am originally from Bangladesh

আজকে আপনার দেখা সেরা ছবি কোনটা?ভদ্র মহিলা পাশের বাসায় যেয়ে লবন চাচ্ছিলেন।যা তার চাকুরীজিবী ছেলে দেখে ফেললেন।আম্মুঃ গত কা...
17/04/2024

আজকে আপনার দেখা সেরা ছবি কোনটা?
ভদ্র মহিলা পাশের বাসায় যেয়ে লবন চাচ্ছিলেন।

যা তার চাকুরীজিবী ছেলে দেখে ফেললেন।

আম্মুঃ গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম, প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো?

মাঃ প্রিয় বৎস, এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে, চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই।

তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়।

চাওয়াটা যে একটা লজ্জার বিষয় এটা তাদের মন থেকে উঠে যাক। এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া যে কোন লজ্জার বিষয় নয় এটা তারা বুঝুক।

এবং নির্দিধায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক।

এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক্ব।

এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম।

এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো মা এ দুনিয়াতে তুমি আছো বলেই আল্লাহ পাক আমাদের এতো এতো গুনাহের পরও তার রহমত থেকে বঞ্চিত করছেনা।
©

Flying to other side of Atlantic
16/04/2024

Flying to other side of Atlantic

15/04/2024

গাড়ির কাজ শিখে এসে ফিনল্যান্ডে কিভাবে কাজ পাবেন।

14/04/2024

বাড়লে বয়শ সবাই মানুষ হয় কি?

13/04/2024

ঈদ অনুষ্ঠানের জন্য গানের অনুশীলন: বাড়লে বয়শ সবাই মানুষ হয় কি?

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

বাসের মধ্যে আমার পাশের সিটে একজন লুঙ্গি পরা লোক এসে বসলেন (লুঙ্গি নিয়ে আমার কোন সমস্যা নেই,আমি শুধু উনার বর্ণনা দিতে গিয়...
09/04/2024

বাসের মধ্যে আমার পাশের সিটে একজন লুঙ্গি পরা লোক এসে বসলেন (লুঙ্গি নিয়ে আমার কোন সমস্যা নেই,আমি শুধু উনার বর্ণনা দিতে গিয়ে এভাবে লিখলাম)

দেখেই কেমন যেনো লাগতেছিলো, কারন উনার গা থেকে তীব্র একটা ঘামের গন্ধ আসছিলো।আমার জায়গায় আপনি থাকলেও কিছুটা অস্বস্তি লাগতো।কেমন যেনো দেখতে অপরিষ্কার, আর ঘামে ভিজে চুপচুপা আলাভোলা কিছিমের মানুষ উনি।

আমার মাথায় বারবার কাজ করছিলো যে, প্যান্ট শার্ট পরা ভদ্রলোকেরাই বাসে উঠলে মেয়েদের গুতা মারে উনি না জানি কি করে। আলাভোলা বলার কারন বাসে যে কোন মুরুব্বি ঢকের মানুষ উঠে উনার পাশ কাটিয়ে গেলেই উনি তাকে সালাম দিচ্ছিলেন। এই বৈশিষ্ট্যটা অবশ্য আমার জড়তাটা অনেকাংশেই কমিয়ে দিচ্ছিলো❤

প্রথমে ভেবেছিলাম উনি হয়তো চিনেই সালাম দিচ্ছেন কিন্তু পরে বুঝলাম উনি না চিনে এমনিতেই দিচ্ছেন!

আমি খুবই অবাক দৃষ্টি নিয়ে উনার কান্ড কারখানা দেখছিলাম, হঠাৎই খেয়াল করলাম উনি আমার সাথে যথেষ্ট গ্যাপ দিয়েই বসে আছেন আর আমার গায়ের সাথে যেন তার হাতও না লাগে সেজন্য অনেকটাই কাঁচুমাচু হয়ে আছেন। এইবার আমার মায়া হলো..

আমিঃ আঙ্কেল আপনিতো পড়ে যাচ্ছেন,এদিকে চেপে বসেন।

- না মা, আমি এভাবেই বসি,তার কথা যথেষ্ট শুদ্ধ এবং মার্জিত।

- আজকাল অনেকেই এমনভাবে বসে,দেখা যায় কনুই মারতে মারতে বাসের জানালা দিয়ে ফেলে দেয়ার অবস্থা

- কি দরকার এসবের,এগুলি ভুল জীবন কিছুইনা। ২ দিনের আমরাও মেয়ে আছে বৌ আছে। আজকে আমি কারোর মেয়ের সাথে কিছু করলে,কেউ না কেউ আমার মেয়ের সাথে ও করবে!

- আপনি খুব ভালো আঙ্কেল, এমন খুব কমই দেখা যায়।

- সেদিন আমার বৌ বলছিলো যে, তাকে নাকি বাসে একজন নিজের সিট ছেড়ে দিয়ে উঠে,তাকে বসতে দিছে। তো আমি তাকে বললাম, আমি মানুষের বৌ মেয়েকে সম্মান করি বলেই তোমাকও কেউ একজন সম্মান করেছে। প্রতিফল আজ না হয় কাল পাওয়াই যায়। ভালোর প্রতিফল ভালো হয়, আর মন্দের সাথে মন্দ।

- আলহামদুলিল্লাহ বলে উঠলাম।

- আমি সবজি বিক্রি করি মা, আমার একটা মেয়ে আছে নাম সালমা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উনার নেমে যাওয়ার সময় হয়ে এলো।

উনে নেমে যাওয়ার সময় আমিও উনাকে সালাম দিলাম!

উনার মধ্যে স্মার্টনেসের "স" না থাকলেও সভ্যতার "স" ঠিকই আছে। সত্যিকারের স্মার্ট তো উনিই। হেটস অফ আঙ্কেল।

নিজের চিন্তা ভাবনার জন্য মনে মনে প্রচন্ড লজ্জিত ও অনুতপ্ত হলাম।

#আত্মউপলব্ধি

©

07/04/2024

জব ক্রাইসিসের মধ্যে কারা কেনো ফিনল্যান্ডে আসবেন

সবাই এই ছবির মর্ম বুঝবে না 😁😁😁😁
18/03/2024

সবাই এই ছবির মর্ম বুঝবে না 😁😁😁😁

আবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে!এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দ...
30/01/2024

আবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে!

এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায় ? শত হলেও তিনশো টাকা!

তাই এক মুদি দোকানে গিয়ে বলল, ভাই ৩০০ টাকার নোট ভাঙতি হবে ?

দোকানদার গোমড়া মুখে বললো, হবে।

দোকানদার তিনশো টাকার নোট ভাঙতি করে দিলো আবুলও বেশ তাড়াহুড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো।

বাসায় এসে আবুল মনে মনে বলছে, বলদ দেখছি জীবনে অনেক, এই মুদি দোকানদারের মতো বলদতো দেখি নাই কোনদিন!

তিনশো টাকার নোট দিলো ভাঙতি! এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে ৪টা ৭৫ টাকার নোট !!

©

একমত না হলে কারন জানান কমেন্টে।
22/01/2024

একমত না হলে কারন জানান কমেন্টে।

09/01/2024

ফিনল্যান্ডে জয়েন্ট এপ্লিকেশন শুরু হয়েছে ০৩.০১.২০২৪, এখনো অনেকে দ্বিধায় আছেন আবেদন করবেন কিনা, ফিনল্যান্ডে আসবেন কিনা। এই বিষয়ে কিছু প্রশ্ন পাবার পরে ভেবেছিলাম একটা পোস্ট দেব। কিন্তু ল্রখা অনেক বড় হয়ে যাবে, তাছাড়া বড় লেখা লিখতেও অলসতা লাগে, তাই ক্যামেরার সামনে আসলাম। ১৭.০১.২০২৪ পর্যন্ত আবেদন করা যাচ্ছে আইএল্টিস সহ এবং ছাড়া। যারা স্টুডেন্ট ভিসাতে ইউরোপে আসতে চান তারা ভিডিওটি দেখতে পারেন।

05/01/2024

আজকে যে মানুষটা পরিবারসহ পুড়ে শহীদ হলেন উনি আসলে বাংলাদেশ নামক দোযখ থেকে মুক্তি পেলেন। বাংলাদেশ থেকে মুক্তি পাবার আরেক উপায় বিদেশ যাওয়া। পুড়ে মরতে না চাইলে বাংলাদেশ নামক দোযখ থেকে ভাগেন, আফ্রিকা হলেও চলে যান।

31/10/2023

বাংলাদেশ কত রান করবে সেটা আজকে আর জিজ্ঞেস করব না। আজ কত ব্যবধানে হারতে পারে বলে মনে করেন?

24/10/2023

ব্যস্ততার কারনে অনেক দিন ক্রিকেট খেলা দেখি না সেইভাবে। স্কোর চেক করার মাঝেই ক্রিকেট নিয়ে আমার একটিভি। ভাবছিলাম আজ খেলা দেখবো কিছুক্ষণ কারন কিছুটা সময় হাতে আছে। কিন্তু যে অবস্থা খেলা দেখলে এই সময়টা নষ্ট হবে। আমাদের উচিত ক্রিকেট খেলা বয়কট করা। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করা হোক।

24/10/2023

আজ সাউথ আফ্রিকা কত রান করবে বলে মনে করেন?

নিশীথ রাতে চাঁদ দেখতে দেখতে অনেক বার ড্রাইভ করেছি। তবে নর্দান লাইট বা অরোরা দেখতে দেখতে রাতে ড্রাইভ করার অভিজ্ঞতা এবারই ...
21/10/2023

নিশীথ রাতে চাঁদ দেখতে দেখতে অনেক বার ড্রাইভ করেছি। তবে নর্দান লাইট বা অরোরা দেখতে দেখতে রাতে ড্রাইভ করার অভিজ্ঞতা এবারই প্রথম। এর আগে অনেকবার অরোরা দেখলেও গাড়ি চালিয়ে যাচ্ছি আর সাথে যাচ্ছে অরোরা এমন হয়নি। আজকে সে অভিজ্ঞতা হয়ে গেলো। প্রায় ঘন্টা খানেক বিস্ময়কর এই আলোর খেলা নিসংগ রাস্তায় মুগ্ধ করে রেখেছিল।

শুভকামনা রইলো টিম বাংলাদেশের জন্য। আশা করি ভালো ফলাফল আসবে, তবে তামিম ইকবালকে মিস করব।
27/09/2023

শুভকামনা রইলো টিম বাংলাদেশের জন্য। আশা করি ভালো ফলাফল আসবে, তবে তামিম ইকবালকে মিস করব।

এশিয়া কাপের হিসাব নিকাশে হয়তো এই জয়ের গুরুত্ব নাই, তবে মোড়লদের গুরু ইন্ডিয়াকে হারানো সবসময় আনন্দের। অভিনন্দন বাংলাদেশ ক্...
15/09/2023

এশিয়া কাপের হিসাব নিকাশে হয়তো এই জয়ের গুরুত্ব নাই, তবে মোড়লদের গুরু ইন্ডিয়াকে হারানো সবসময় আনন্দের। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের জন্য শুভকামনা রইল।

😁😁😁😁
23/08/2023

😁😁😁😁

দেশের বাস্তবতা।ছবিঃ কালেক্টেড।
14/08/2023

দেশের বাস্তবতা।
ছবিঃ কালেক্টেড।

Address

Dhaka
1201

Alerts

Be the first to know and let us send you an email when Sihab Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sihab Rahman:

Videos

Share

Category

Nearby media companies