05/03/2023
🎬ওয়েব ফিল্ম-ঃ দ্যা ডার্ক সাইড অফ ঢাকা (আলোর নিচে আঁধারের গল্প)
ধরনঃ ক্রাইম,থ্রিলার, ড্রামা।
রিলিজঃ ২০২১
দেশঃ বাংলাদেশ
অভিনয়ঃ মনোজ কুমার,রাশেদ মামুন,খাইরুল বাশার,নাজিফা তুশি,তমা মির্জা +.
আইএমডিবি রেটিংঃ ৭.৬/১০
ব্যক্তিগত রেটিং : ৯/১০
(🚫 ১৮ + সতর্কতা অবলম্বন করুন)
🚫 নো স্পয়লার 🚫
রাতের ঢাকা শহর অনেক বেশিই সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ঢাকার আছে অনেক অন্ধকার দিক।যেখানে আছে ক্রাইম,মাদক,খুন,ধর্ষণ,চোরাকারবারি,ছিনতাই,ডাকাতি পরকীয়া ইত্যাদি।
#দ্যা_ডার্ক_সাইড_অফ_ঢাকা ওয়েব ফিল্মে ঢাকার এমনই চিত্র গুলো তুলে ধরেছেন তরুণ পরিচালক Raihan Rafi
পুরো ফিল্মে মোট পাঁচটি গল্প আছে,যেগুলো খুব ভালোভাবে পরিচালক কানেক্টেড করছেন।
এই মুভিতে বড় কোন তারকা শিল্পি ছিলেন না।তবে এই মুভির সবথেকে ভালো লাগে অভিনয়, যা বাস্তবাতার আদলে তৈরি।
রাশেদ মামুন অপুর অভিনয় ছিল 🔥 তার একাটা ডায়ালগে পুরো গল্পটা উঠে আসে "আজিব এ ঢাকা শহর।অন্ধকার হইতে না হইতেই মানুষ মরার জন্য সব লাইন দিয়া পড়ে"।
শেষের দিকে তার আরো একটি সংলাপ ছিল এইরকম " আমি সালা সারাটা রাত এই মর্গে লাশ পাহারা দি,আর তুই আমার বাসায় গিয়ে আমার বউ এর সাথে শান্তিচুক্তি করস" (পরকীয়া বুঝানো হয়ছে)
মুভির অধিকাংশ দৃশ্য রাতের। সেই হিসেবে কালার,গ্রেডিং খুব ভালো ছিল। সিনেমাটোগ্রাফি,ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক দুর্দান্ত ছিল। বাংলাদেশের সিনেমা গুলোতে এমন দেখা যায়না বললেই চলে।
মুভিতে প্রচুর পরিমান অকাট্য ভাষায় গালি-গালাজ ব্যাবহার করা হয়ছে।অনেকের কাছে এটা নেগেটিভ লাগলেও আমি বলবো পজিটিভ, কারন বাস্তবে অন্ধকার জগতের মানুষরা এমন ভাষায় কথা বলে।
অনেক ওয়েব ফিল্মে নাটক নাটক ভাব চলে আসে।কিন্তু এখানে সেটা একদমই হয়নি। যতক্ষণ দেখবেন, ততক্ষণ চোখ সরাতে পারবেনা। এমন কিছু ভয়ংকর দৃশ্য আছে আপনি শিউরে উঠবেন।
পুরো ফিল্মের একটাই খারাপ দিক সেটা হলো রান টাইম । মুভিতে যে পাঁচটি গল্প দেখানো হয়ছে এক- একটা দিয়ে একটা করে ছবি বানানো যেত।কিন্তু এখানে মাত্র ১ ঘন্টা ১৭ মিনিটেই শেষ। দুইটা ঘন্টা হলেও অন্তত আরো ভালো হতো।
তো যাইহোক!মুভিটা যারা দেখছেন তারা তো খুব ভালোই উপভোগ করছেন আমার মত।আর যারা দেখেননি, তারা তাড়াতাড়ি দেখে নিন।
এই মুভি আপনাকে একটুও বোরিং করবে না।সময় কখন চলে যাবে আপনি বুঝতেও পারবেন না।আপনার কাছে মনে হবে আরো কিছু সময় হলে ভালো হতো।সম্পুর্ণ মুভিতে #সাসফেন্স ভরপুর, এমন কিছু টুইষ্ট আছে শেষের দিকে যা দেখে আপনি পরিচালকের প্রসংশা না করে পারবেন না। আপনার মাথা ঘুরিয়ে দিবে।
রায়হান রাফির সামনে আরো বেশ কিছু কন্টেন্ট আসছে,সেগুলো দেখার অপেক্ষায় রইলাম। আশা করি বাংলা সিনেমার দিন বদলের অন্যতম সারথি হবেন এই পরিচালক।
হ্যাপি ওয়াচিং 🎬