Selina

Selina আমি একজন ডিভোর্সী নারী। সমাজে আমাদের নানাভাবে কটাক্ষ করা হয়। এরবিরুদ্ধে দাঁড়াতে চাই। আপনার সমর্থন চাই
(86)

অর্জেন্ট USA ঘর জামাই থাকতে ইচ্ছুক পাত্র-চাই। নাম: Selina ওজন: 47উচ্চতা: 5.8যোগ্যতা: বিএসসি (রেস্টুরেন্ট ব্যাবসা)বিস্তার...
20/11/2024

অর্জেন্ট USA ঘর জামাই থাকতে ইচ্ছুক পাত্র-চাই।
নাম: Selina
ওজন: 47
উচ্চতা: 5.8
যোগ্যতা: বিএসসি (রেস্টুরেন্ট ব্যাবসা)
বিস্তারিত কথা বলার জন্য inbox

19/11/2024
কেমন লাগছে আমাকে?
14/11/2024

কেমন লাগছে আমাকে?

02/11/2024

অনেকেই জানেন না, আমি বিবাহিত :)

দেখি তো কার মনে কি চলছে...?
05/10/2024

দেখি তো কার মনে কি চলছে...?

28/09/2024

কাশফুলের সাথে ছবি তুলে নাই এমন মেয়ে একটাও পৃথিবীতে নেই 🙂

21/09/2024

যে মেয়ের প্রোফাইলে কাশবনে তোলা ছবি নেই, সেটা ফেইক আইডি! 🙂

21/09/2024

'গরম' এর 'গ' বাদ দিয়ে নিজের নামের প্রথম বর্ণ বসিয়ে দিন দেখি কারটা মজার হয়! 🙋‍♀️🥱

17/09/2024

আসলে কাকে বিয়ে করা উচিত?
যাকে আপনি ভালোবাসেন নাকি যে আপনাকে ভালোবাসে...? 🤔

14/09/2024

আপনি গরীব নাকি বড়লোকস? 🫵🙂

13/09/2024

আচ্ছা আপনার উনি দেখতে কেমন? 🙂

আমি যদি ছাত্রলীগের সুন্দরী নেত্রী হতাম, তাহলে আমাকে কাছে পেলে কি করতেন?😌
10/09/2024

আমি যদি ছাত্রলীগের সুন্দরী নেত্রী হতাম, তাহলে আমাকে কাছে পেলে কি করতেন?😌

04/09/2024

যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বস্তাভর্তি টাকা ফেলে না দিয়ে আমাকে নক দিও পিও... :)

29/08/2024

ইউএস-বাংলায় চাকরির সুযোগ...

ইউএস-বাংলা গ্রুপের হাব ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দিবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, বীমা, দুপুরের খাবারের সুবিধা (সম্পূর্ণ ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ই-কমার্সের বেসিক জ্ঞান, মাইক্রোসফট অফিসে দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট এক্সেল এবং ই-মেইল যোগাযোগে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা (যাত্রাবাড়ী, তেজগাঁও), গাজীপুর (টঙ্গী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, বীমা, দুপুরের খাবারের সুবিধা (সম্পূর্ণ ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪

27/08/2024

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট। এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেলো। আর সেসময় মুরুব্বিরা দেখলেন মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ Entertainment মাধ্যম গুলো একে একে বন্ধ করে দেয়া হল- এরা সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেলো। কোথাও কিশোর গ্যাং তৈরী হলো। তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, আরে এই জেনারেশনটা এমন যাচ্ছেতাই কেন!
একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল সমবয়সী কাজিনদের সাথে একাডেমিক রেজাল্ট কম্পেয়ার করারটা হেলদি কম্পিটিশন। এই র‍্যাট রেইসে ঠেলতে ঠেলতে আমরা মিউচুয়াল রেস্পেক্টের জায়গাটা নস্ট করলাম।

এরা এখন অন্যের success সহজে নিতে পারে না। প্রচন্ড শো-অফ করে রিকগনিশন চায়, ইনফিরিওরিটি কম্পপ্লেক্স থেকে উতরে আসতে চায়। বন্ধুদের নিয়ে হ্যাং আউট করলেও, ফ্যামিলি গ্যাদারিং থেকে দূরে দূরে থাকতে চায়।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, 'আরে এই জেনারেশনটা এমন এন্টি সোশ্যাল হয়ে যাচ্ছে কেন?'
প্যারেন্টিং এর নামে বড় বড় ব্লান্ডার করে ফেলার পর আমরা এখন ব্লেইম গেম খেলি, নিজেদের দোষটা চাপিয়ে দেই নিউ এইজ সাইকোলোজির উপর। অথচ, একটু আয়নায় ভালোকরে তাকান, দেখতে পাবেন একটা ফুল জেনারেশনকে সাইকোলজিক্যালি আন্সট্যাবল করে দেয়া রক্তচক্ষু দুটো এখনো আগের মতই হিংস্র...
©️

Address

House 47, Road 116
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Selina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies