05/11/2024
আমার হাজবেন্ড এর জন্য যেদিন প্রথম মোরগ পোলাও রান্না করি সেদিন একটু ভয়ে ভয়ে ছিলাম,কেননা আমি এই খাবার টি নিজে কখনই রান্না করি নাই।
রান্না শেষে যখন হাজবেন্ড রে খাইতে দিলাম সে চুপচাপ করে খাবরটা শেষ করে আর আমাকে বলে যে রান্না টা ভালো হইছে।কিন্তু আমি যখন খাইলাম আমার কাছে ততোটাও ভালো লাগে নাই।এরপর থেকেই খেয়াল করলাম আমার কোনো রান্না ভালো না হইলেও আমার হাজবেন্ড রে জিগ্যেস করলে সে বলে যে ভালো হইছে।
একদিন আমি তারে জিগ্যেস করলাম যে রান্না খারাপ হইলেও ভালো বলো কেনো,(উত্তরে সে বললো তুমি আমার জন্য এতো কষ্ট করে, পরিশ্রম করে, আমার জন্য ভালোবেসে রান্না করো।এই যে আমি যখন বলি তোমার রান্না করা খাবারটা মজা হইছে তখন তুমি যে খুশি হও তোমার এই খুশি মুখটা দেখার জন্য কখনো রান্না খারাপ হইলেও আমি তোমাকে বলি না,আর প্রতিদিনই যে কারো রান্না এক হয় না,তুমি যে কষ্ট করে আমার জন্য রান্না করো,যত্ন করে খাবার বেরে দাও এইটা তেই আমি খুশি।)
বিঃদ্রঃ-( ভালোবাসার মানুষের ছোট ছোট অনুপ্রেরণা গুলোই সাংসারিক জীবনে সুখ বয়ে আনে।একে অন্যের দোষ না খুঁজে বরং দোষ গুলোকে সংশোধন করলে সংসারে শান্তি বজায় থাকে।)