Safa Sheikh

Safa Sheikh Allah Is Enough For Everyone

আমার হাজবেন্ড এর জন্য যেদিন প্রথম মোরগ পোলাও রান্না করি সেদিন একটু ভয়ে ভয়ে ছিলাম,কেননা আমি এই খাবার টি নিজে কখনই রান্না ...
05/11/2024

আমার হাজবেন্ড এর জন্য যেদিন প্রথম মোরগ পোলাও রান্না করি সেদিন একটু ভয়ে ভয়ে ছিলাম,কেননা আমি এই খাবার টি নিজে কখনই রান্না করি নাই।
রান্না শেষে যখন হাজবেন্ড রে খাইতে দিলাম সে চুপচাপ করে খাবরটা শেষ করে আর আমাকে বলে যে রান্না টা ভালো হইছে।কিন্তু আমি যখন খাইলাম আমার কাছে ততোটাও ভালো লাগে নাই।এরপর থেকেই খেয়াল করলাম আমার কোনো রান্না ভালো না হইলেও আমার হাজবেন্ড রে জিগ্যেস করলে সে বলে যে ভালো হইছে।

একদিন আমি তারে জিগ্যেস করলাম যে রান্না খারাপ হইলেও ভালো বলো কেনো,(উত্তরে সে বললো তুমি আমার জন্য এতো কষ্ট করে, পরিশ্রম করে, আমার জন্য ভালোবেসে রান্না করো।এই যে আমি যখন বলি তোমার রান্না করা খাবারটা মজা হইছে তখন তুমি যে খুশি হও তোমার এই খুশি মুখটা দেখার জন্য কখনো রান্না খারাপ হইলেও আমি তোমাকে বলি না,আর প্রতিদিনই যে কারো রান্না এক হয় না,তুমি যে কষ্ট করে আমার জন্য রান্না করো,যত্ন করে খাবার বেরে দাও এইটা তেই আমি খুশি।)

বিঃদ্রঃ-( ভালোবাসার মানুষের ছোট ছোট অনুপ্রেরণা গুলোই সাংসারিক জীবনে সুখ বয়ে আনে।একে অন্যের দোষ না খুঁজে বরং দোষ গুলোকে সংশোধন করলে সংসারে শান্তি বজায় থাকে।)

পছন্দনীয় একটা খাবার🌼🌸।
05/11/2024

পছন্দনীয় একটা খাবার🌼🌸।

30/09/2024

ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি অভিমানী ও আবেগময়ী হয়,কেননা আল্লাহ মেয়েদের আবেগ বেশি দিয়ে তৈরি করেছেন।
একটা মেয়ে তার আপনজন, আপন ঘর ছেড়ে বিয়ের পর এক নতুন জায়গায় আসে,সে চায় তার নিজের পরিবারের মতো তার এই নতুন পরিবারের সদস্যরাও তাকে আপনজনদের মতো ভালোবাসুক।
তার হাজবেন্ড তাকে ভালোবাসবে,তার পরিবারের সদস্যদের সুনাম করবে।
মেয়েরা চায় সারাদিনের কাজ শেষে তার হাজবেন্ড তাকে একটু আলাদা সময় দেক।

মেয়েরা বিয়ের আগে এক রকম থাকে, আর বিয়েরপর অন্যরকম,কারণ যে মেয়ে বাবার বাসায় সকাল ১০ টায় ঘুম থেকে উঠতো সে মেয়ে এখন বিয়ের পর সকাল ৫ টায় উঠে ঘুম থেকে। বিয়ের আগে যে মেয়ে বলতো আম্মু ভাত বেড়ে দাও এখন বিয়ের পর সে মেয়ে সবাইকে নিজ দায়িত্বে টেবিলে খাবার পরিবেশন করে।

মেয়েরা শুধু চায় তার হাজবেন্ড এর পরিবারটাও যেন তার নিজ পরিবারের মতো হয়। মেয়েরা যেমন অল্পতে কষ্ট পায়,তেমনি অল্পতেও খুশি হয়।

13/09/2024

সকল কষ্টের কথা শুধু আল্লাহকেই জায়নামাজে বসে বলা যায়।
# Safa_Sheikh

23/08/2024

# # # ধেয়ে আসছে গজওয়াতুল হিন্দ!!

◾পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!
◾ কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!
যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!
◾আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!
◾পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি”হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি”হ|দ চালিয়ে যাবে।
মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।
◾অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!”
◾রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে।
◾রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)।
আল্লাহ আমাদের সবাইকে সাহসী হওয়ার তৌফিক দান করুক।

"প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে"।[১০জুলাই, ২০২২]
22/08/2024

"প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে"।
[১০জুলাই, ২০২২]

টিনের ঘরে বৃষ্টি বিলাস।
17/08/2024

টিনের ঘরে বৃষ্টি বিলাস।

17/08/2024

ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয়!

আমাদের পরিবারের ছোট সদস্য।
14/08/2024

আমাদের পরিবারের ছোট সদস্য।

09/08/2024

মেঘলা আকাশ

ছক দাগায়তে দাগায়তে দাগায়তে জীবন শেষ
09/08/2024

ছক দাগায়তে দাগায়তে দাগায়তে জীবন শেষ

আজ যেন আকাশে শান্তি বিদ্যমান
05/08/2024

আজ যেন আকাশে শান্তি বিদ্যমান

05/08/2024

২০২৪ সালে ৫ই আগষ্ট আমাদের দেশটা আবারও স্বাধীন হলো।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোটি কোটি মানুষের দোয়া কবুল করেছেন

02/08/2024

জীবনে যত গুনাই করি না কেন সে সব গুনাহ্ র জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ।

02/08/2024

যদি কখনো জানতে পারি আমার পেছনে কেউ আমার সমালোচনা করছে তবে আমার খুব আনন্দবোধ হয়।শুয়ে বসে যদি আরেকজনের আমলনামা থেকে আপনা আপনি কিছু নিজের কাঁধে চলে তবে কার না ভালো লাগে।!

01/08/2024

ইসলামের পথে নিজের জীবনকে ত্যাগ করতে সবাই পারে না!!

01/08/2024

কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহতায়ালা তার ক্ষতিসাধন করবেন।

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safa Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies