ভোলা বিভাগীয় শিক্ষক সমাবেশে জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব এর জ্বালাময়ী বক্তব্য। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল।
ভোলায় শিক্ষক সমাবেশের বক্তৃতা রাখছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব কামরুল হাসান স্যার।
ভোলায় বিভাগীয় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব জনাব ইমরান হোসেন স্যার
ভোলায় বিভাগীয় শিক্ষক সমাবেশ চলছে।
ভোলার ইলিশা ঘাটে পৌঁছে শিক্ষক কর্মচারী ভাই-বোনদেরকে বার্তা দিতে চাই কাল দেখা হবে আপনাদের সাথে
২৪ তারিখে লক্ষাধিক শিক্ষক জড়ো হতে চাই এই শ্লোগানে। "প্রতিষ্ঠানের আয় গুলো বুঝে নিন, আমাদেরকে জাতীয়করণ উপহার দিন"। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পেলে কোন প্রকার আমলাতান্ত্রিক জটিলতা কাজে আসবেনা।
বিভাগীয় শিক্ষক সমাবেশ সফল করতে যাচ্ছি ভোলা জেলায়। লক্ষ্য এবং উদ্দেশ্য ২৪ তারিখ থেকে লাগাতার কর্মসূচি সফল করা।
শত চেষ্টা, তদবিরের পর মহাজোট তৈরি করে আমরা যে একটি অধিকার আদায়ের মঞ্চ তৈরি করেছি। 24 তারিখ থেকে লাগাতার কর্মসূচি। সেই কর্মসূচিতে আপনার আশা উচিত কি উচিত নয়? ভিডিওটা দেখলে তা উপলব্ধি করতে পারবেন।
সম্মানিত শিক্ষ ক শিক্ষিকা মন্ডলী এবং কর্মচারী ভাই ও বোনেরা আপনাদের নিকট দুটি সুসংবাদ নিয়ে এসেছি। প্রথমে ক্লিয়ার করে নেই। প্রাপ্তির কোন সুসংবাদ নয় তবে প্রাপ্তির জন্য যে রাস্তা তৈরীর সুসংবাদ তা তুলে ধরছি।
মহাজোটের অগ্র সৈনিকেরা যে আন্দোলন বাস্তবায়ন করার জন্য বিরামহীন কাজ করে যাচ্ছে। তার স্বাক্ষর স্বরূপ আজকে তাদের সাক্ষাৎকার নিলাম কূটনৈতিক তৎপরতা চালানো অবস্থায়। কোন সংগঠনের সাথে বিভাজন নয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা সফলতা চাই।
ছেলে বাবার কাছে গান শুনতে চাইলো একটু গান শুনালাম।
২৪ ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচিতে কে কোন জেলা থেকে আসছেন ফোন নাম্বার দিয়ে এলাকার নাম উল্লেখ করে কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি ব্যাপক শেয়ার চাই।
কোন দরবেশ বা কবিরাজের কাছে যদি এমন একটা তাবিজ পেতাম! যে তাবিজ দ্বারা সকলকে একত্রিত করা যায়। তাহলে তাই করতাম। না না দরবেশ বা কবিরাজকে আমি বিশ্বাস করি না। দরবেশ বা কবিরাজের কোন ক্ষমতা নেই। ক্ষমতা আছে শুধু আল্লাহর কাছে। তাই প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের বৈষম্য দূরীভূত করে দেন।
আজ আমার মন ভালো নেই। তাই একটা জনপ্রিয় গান গাওয়ার চেষ্টা করছি। জানিনা কতটুকু আপনাদের ভালো লাগবে।
বৈষম্য নিমজ্জিত সকল কর্মচারী শিক্ষক ভাই-বোনেরা। বৈষম্যের কয়েকখানা থেকে মুক্তি চান। আসেন ২৪ তারিখ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা মুক্তির রাস্তা খুঁজে নেই।
সফলতা নিয়ে ঘরে ফিরতে চাই। আপনি কি চান আমরা সকলে সফল হই?
#প্রতিষ্ঠানেরআয়বুঝেনিনআমাদেরকেজাতীয়করণদিন
জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অগ্র সৈনিকেরা বসে নেই কর্মসূচি দিয়ে। নিজ নিজ অবস্থান থেকেই কর্মসূচি সফল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আপনিও একটু এগিয়ে আসলে আমরা এবার সফল হবই ইনশাল্লাহ।
জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের ২৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি শুরু থেকে শেষ অব্দি দেখবেন। শেয়ার করে সারা বাংলাদেশের শিক্ষক সম্প্রদায়কে জানানোর চেষ্টা করবেন।
এটা চূড়ান্ত যে,জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অবস্থান কর্মসূচি 24 ফেব্রুয়ারি থেকে লাগাতার হবে। স্লোগান হলো প্রতিষ্ঠানের আয়গুলো বুঝে নিন আমাদেরকে জাতীয়করণ উপহার দিন।
আল্লাহ পাক ধনী ব্যক্তি কে গরিব বানিয়ে রাস্তায় ভিক্ষার প্লেট হাতে দিয়ে নামিয়ে দিতে এক সেকেন্ডও সময় লাগে না।