LIFEin

LIFEin ভালো থাকতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়।

16/05/2024

Late upload 😑,
Boishakhi ghuraghuri apur basay🥰😍,
She holds immense significance in my life❤️

21/02/2024
21/02/2024

মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানবিকতা না থাকে
তাহলে
Congratulations আপনি ইচ্ছাধারী কোন জানোয়ার। ✌️😄

So TRUE
29/01/2024

So TRUE

যে ভালবাসে সে প্রচন্ড মায়া দিয়ে কথা বলে, তার কথাতেই ভালোবাসা প্রকাশ পায়। #মানুষ মানুষের  কথার প্রেমে পরে।যে ভালবাসে সে দ...
28/01/2024

যে ভালবাসে সে প্রচন্ড মায়া দিয়ে কথা বলে, তার কথাতেই ভালোবাসা প্রকাশ পায়।
#মানুষ মানুষের কথার প্রেমে পরে।

যে ভালবাসে সে দোষ গুলি ভুল গুলি যখন বলে তখনো ভালো ভাষা আদুরে আদুরে স্বরে বলে।

#ভালো ভাষা মরে গেলে ভালোবাসা ও মরে যায়।

19/01/2024

ভালো থাকতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়।

27/12/2023

পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে , খালি নিজে শক্ত হয়ে সাহস করে খুজে নিতে হয়।

যে জিনিস গুলি মানুষকে বদার করে তা চাইলেই ভুলে থাকা যায় না, বার বার একি ব্যাপার মাথায় বার বার ঘুরতে থাকে আর একটা অস্বস্তি...
26/12/2023

যে জিনিস গুলি মানুষকে বদার করে তা চাইলেই ভুলে থাকা যায় না, বার বার একি ব্যাপার মাথায় বার বার ঘুরতে থাকে আর একটা অস্বস্তিকর সিচয়েশান হয়,
তাই ভুলার চেস্টা বন্ধ করে নিজেকে এতো ব্যাস্ত করতে হবে যে একটার পর একটা কাজ নিয়ে ভাবনা আসে।

18/12/2023

# just random thought

একটা সময় পর কেনো যেনো হই হুল্লোড় ভালো লাগে না
কোন জাজমেন্টাল ফ্রেন্ড /এনভায়রনমেন্ট ভালো লাগে না,
কে কি বললো কেনো বললো এগুলি ইগনোর করে মানুষগুলো থেকে দূরে থাকতে ভালো লাগে,

মন খুলে কথা বলার একটা ফ্রেন্ড যার সাথে বিচার বিবেচনা ছাড়া কথা বলা যায় শেয়ার করা যায়। 🤞

স্বাধীন নিজের মত থাকতে ভালো লাগে, ভালোবাসা পাওয়ার আক্ষেপ এটেনশন পাওয়ার আক্ষেপ কাজ করে না।

একটু শান্তি স্বস্তি এটাই মেইন খোজ হয়ে যায় সব চিন্তা ভাবনা বাদ দিয়ে।
🤔

28/04/2023

আমরা অদ্ভুত জাতি।

চাই ভালোবাসা কিন্তু নিজেই ভালোবাসতে জানি না,
আলহামদুলিল্লাহ বলতে জানি না
অভিযোগ আর হতাশা নিয়ে বাচি,
অন্যের প্রশংসা করতে জানি না আবার চাই মানুষ আমাদের প্রশংসা করুক,

তবে হ্যা,
কেউ কষ্ট করে বা কষ্ট ছাড়াই আমাদের জন্য কিছু করলে তার appreciate করা উচিৎ,
আপনার যে তার কাজটা ভালোলেগেছে এটা তাকে বোঝানো উচিৎ,

যখন নিজে হতাশ হবেন তখন হতাশার কারণ কষ্ট বা মন খারাপের কারণ খুজে বের করে আসে পাসে একটু তাকাবেন অন্যের জীবনের দিকে তাকাবেন দেখবেন এমন একজন না হাজার জন আপনার কষ্টটাকে তারা গায়েই লাগাচ্ছে না কারণ তারা আপনার থেকেও অনেক গুন বেশি sufferer।

27/04/2023

হত্যা শুধু ঐটা না যেটা শরির থেকে রুহ আলাদা করার জন্য করা হয়,
একটা মানুষের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করা বার বার তার মন ভেংেগ দেয়া প্রতারণা করাও একপ্রকার হত্যা যা রুহের হত্যা।

বেচে থেকে মন মরে গেলে এর চেয়ে মরে যাওয়া সুন্দর।

21/04/2023

Extramarital affair is a CRIME....

কোন সিচুয়েশনকে ভালো করার বা কোন মানুষকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই,তাই যা হচ্ছে হোক তা নিয়ে বেশি মাতামাতি করে চিন্তার...
08/04/2023

কোন সিচুয়েশনকে ভালো করার বা কোন মানুষকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই,
তাই যা হচ্ছে হোক তা নিয়ে বেশি মাতামাতি করে চিন্তার সমুদ্রে ঝাপ দিয়ে কোনো ফলাফলই পাওয়া যায় না, যে ফলাফল পাওয়া যায় তা হলো নিজের অশান্তি।
সিচুয়েশন একি থাকে সাথে আরো যুক্ত হয় নিজের মনের অসুস্থতা।

08/04/2023

Expectations একদম রাখা যাবে না,
কোনো কিছুর উপর কোনো মানুষের উপর।

07/04/2023

self respect
নিজেকে গুরুত্ব দেয়া উচিৎ, কেউ কিছু বললেই তা গায়ে লাগাতে নেই।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIFEin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All