Shuborna Hasan Vlog

মজার মজার রান্না, ঘর গোছানো, সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন এবং অনুপ্রেরণামূলক কথাবার্তা নিয়েই আমাদের এই আয়োজন।
LIKE আর FOLLOW দিয়ে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ

20/12/2023

Big shout-out to those who've recently engaged with me!

Sadia Parvin, حسن المحويتي, Eleanor Arzobal, Rimi Rasel, Tawfique Azam, Santosh Chowdhury, Mohammad Yousuf, Md Anas, Mahfuza Akter

08/12/2023

আমি বাংলা বুঝিনা 🤣🤣🤣🤣

07/12/2023
02/12/2023

প্যাঁক প্যাঁক করা ভিডিও ভাইরাল প্রসঙ্গে ( এটা নতুন কারিকুলামের অংশ নয়। এটা ম্যাথ অলিম্পিয়াড প্রশিক্ষণের একটি আইডিয়া। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দশমিক ভগ্নাংশের ধারণা দেওয়া হয়)

-=★★প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত বিষয়ক প্রশিক্ষণ ও প্যাঁক প্যাঁকের দৌড়াদৌড়ি নিয়ে ফেসবুক ট্রল‌‌★★
প্যাঁক প্যাঁকের দৌড়াদৌড়ি নিয়ে ইদানীং ফেসবুকে কেউ কেউ ট্রল করছেন।
আমি জানিনা বিষয়টি তাঁরা জেনে নাকি না জেনে, না বুঝে এমনটি করছেন। কেউ কেউ লিখেছেন প্রশিক্ষণের নামে প্রাথমিক শিক্ষকদের এতোটা নিচে নামানো ঠিক হয়নি। কেউ কেউ লিখেছেন প্রশিক্ষণে Ice breaking ( জড়তা দূর করার জন্য বিভিন্ন কৌশল) প্রয়োজন আছে তাই বলে হাঁসের মতো প্যাঁক প্যাঁক করতে হবে। আবার কেউ লিখেছেন প্রশিক্ষণে মজা করার মতো আরও কত কিছু ছিল! আর এটি দিয়ে শিক্ষার্থীরাই বা কী শিখবে?
প্রাথমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ ছাড়া অন্যান্য শিক্ষকগণের বিষয়টি সম্পর্কে ধারণা না থাকা হেতু কোন কমেন্ট করতে না পারায় বিব্রতবোধ করেছেন । আবার অনেকে আমার কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছেন।
তাহলে আসুন জেনে নেই 'প্যাঁক প্যাঁকের দৌড়াদৌড়ি' আইডিয়াটা আসলে কী!
আগে একটি গল্প শুনুন -
এক বনে ছিল এক হাঁস আর তার এক ছানা। ছানাটি খুবই দুষ্ট প্রকৃতির আর চঞ্চল। সারাক্ষণ এদিক সেদিক লাফালাফি করত আর ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ খেলায় মেতে উঠতো। এ নিয়ে মা হাঁসটির চিন্তার অন্ত নেই। শুধু চিন্তা করে লাভ কি? ছানা হাঁসটিকে নিরাপদ রাখতে একটা উপায় বের করতে হবে! তাই মা হাঁসটি প্রতিদিন নতুন নতুন খেলা আবিষ্কার করত ও তার ছানার সঙ্গে খেলত। এতে দুষ্ট ছানাটি বেশিরভাগ সময়ই মায়ের সাথে ব্যস্ত থাকতো। সমস্যা হলো ছানা হাঁসটি প্রতিদিন একই খেলা খেলতে চায় না। আর মা হাঁসটিও নিত্য নতুন খেলা আবিষ্কার করতে গিয়ে খেলার ভান্ডার শেষ করে ফেলেছে । তবুও খেলাতো খেলতে হবে তাই এবারের খেলাটি একটু অন্যরকম।
মা হাঁসটি প্রথমে লম্বা লম্বা করে লাফ দিয়ে চলে যাবে আর ছানা হাঁসটিকে প্রতিটি লম্বা লাফ ১০ টি ছোট ছোট লাফে যেতে হবে। তবে ছানা হাঁসটির জন্য শর্ত হচ্ছে ১০টি লাফের প্রতিটি সমান সমান হতে হবে।
শুরুতে ছানা হাঁসটি খেলাটি খেলতে পারছিলো না। কারণ, সে ১টি লম্বা লাফ ১০ লাফে যেতে পারে কিন্তু লাফগুলো সমান হয় না। তাই তার মাকে বলে যে, "আমি এ খেলা খেলব না, মা।"
তখন মা হাঁসটি বলে যে ঠিক আছে আমার ১ লাফ কে আমি সমান ১০ টি ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি তুমি খেলতে থাকো ( পোস্টের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন)।
তখন খেলাটি খুব মজা করে চলতে থাকে।( Story to content)
মা হাঁস লাফানোর সময় প্যাঁক বলে আর ছানা হাঁসটি প্যাঁক প্যাঁক করে লাফায়।
গল্পটি শিক্ষার্থীদের শোনানোর পর শিক্ষক মেঝেতে দাগ টেনে শিক্ষার্থীদের খেলাটি খেলতে দিবেন (Content to real) ।
এরপর এটা জিজ্ঞেস করবেন যে, ছানা হাঁসটি যখন ১টি লম্বা লাফের ১০ ভাগের ১ ভাগ লাফায় তখন কতটুকু যায়?
শিক্ষার্থীরা খুব সহজেই উত্তর দেবে যে, ১/১০( দশের এক ভাগ)
এবারে শিক্ষক বলবেন যে, মা হাঁসটি কিন্তু ১/১০ কে ০.১ (শূন্য দশমিক এক) বলেন (Real to abstract) ।
তার মানে ১/১০ বলতে বুঝায় ০.১
এভাবেই ২/১০ বলতে ০.২( যখন ২/১০ ঘর লাফাবে)
৩/১০ বলতে ০.৩ ( পোস্টের ছবিতে দেখুন)
শিক্ষক এবারে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের একটি ছক বোর্ডে দেখাবেন (পোস্টের ছবিতে দেখুন)।
এরপর আরও কিছু খেলা আছে, যেমন, প্যাঁক ও প্যাঁক প্যাঁক দিয়ে শিক্ষার্থীরা উচ্চতা পরিমাপ করবে ইত্যাদি( knowledge to practice).
তাহলে এখান থেকে কী বোঝা গেল?
বোঝা গেল যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের ধারণা পাবে। আর এভাবে প্যাঁক প্যাঁকের দৌড়াদৌড়ির মাধ্যমে শেখালে তারা খুব সহজেই বুঝবে, মজা পাবে, কখনও ভূলবে না, হৃদয়ে গ্রথিত হবে। আমার মনে হয় না আর কোন উপায়ে কোমলমতি শিক্ষার্থীদের দশমিক ভগ্নাংশের মতো এমন একটি জটিল বিষয় সহজ করে শেখানো যেতে পারে?
আর এটিই হচ্ছে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দে গণিত শেখানোর পদ্ধতি।
উল্লেখ্য যে, দেশসেরা গণিতবিদ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র-ছাত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষক, বিজ্ঞ কর্মকর্তা, নেপ - এর গবেষক ও কর্মকর্তা, পি টি আই সমূহের দক্ষ ও অভিজ্ঞ ইন্সট্রাক্টর, ইউ. আর. সি ইন্সট্রাক্টর, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম ও মেধার ফসল হচ্ছে প্রাথমিক শিক্ষাক্রমের গণিত বিষয়ের এই আইডিয়াসমূহ।
এগুলো শুধু তাত্বিকই নয়, পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তবতাভিত্তিক সফলতার পর গৃহীত।
আর 'প্যাক' শব্দটি শিক্ষাক্ষেত্রে নতুনও নয়, হাস্যকরও নয়। এটি খুব মজার। কেননা, কাব-স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাটন পাওয়েল অফ গিলওয়েল প্রায় ২০০ বছর আগে 'প্যাক' প্রবর্তন করে গেছেন। কাব- স্কাউটের সাপ্তাহিক মিটিংয়ের আগে ইউনিক লিডারগণ প্যাক, প্যাক শব্দ করে ষষ্ঠকদের একত্রিত করেন। 'প্যাক' ইংরেজি শব্দের অনেকগুলি বাংলা অর্থের মধ্যে একটি হচ্ছে - তাড়া করা বা একত্রিত করা।
এটিতো শিক্ষকদের আনন্দ দেয়ার কোন বিষয় নয় বা Ice breaking এর জন্যও নয়। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী শিক্ষকগণকে শিক্ষার্থীদের মাঝে আইডিয়াটি
উপস্থাপনের কৌশল ও ধাপসমূহ হাতে- কলমে অনুশীলন করানো হয় মাত্র।
তাই আমি মনে করি, যাঁরা এটি নিয়ে ট্রল করছেন তাদের বিষয়টি ভালোভাবে জানা উচিত। আদ্যোপান্ত না জেনে মন্তব্য করা মোটেও সমীচীন নয়। আর আমি আশা করছি, আমাদের শ্রদ্ধেয় স্যারগণও বিষয়টি বুঝতে পেরেছেন ও অন্যদের এ বিষয়ে ভ্রান্তি দূর করতে সহায়ক হবেন।
(যারা মাস্টার ট্রেইনার কিংবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনারা পোস্টটি কপি করে নিজের টাইমলাইনে পোস্ট করুন অথবা শেয়ার করুন।)
কপি আবদুল হাকিম,প্রধান শিক্ষক, নুরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

Collected

Just looking like a wow
02/12/2023

Just looking like a wow

01/12/2023

Burger king song

Ready for prayer ❤️❤️☺️😘☺️
30/11/2023

Ready for prayer ❤️❤️☺️😘☺️

28/11/2023

Diy। hair band। recycle old cloth

26/11/2023

Diy। how to make hair band with old cloths। recycle।

26/11/2023

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন ওবায়দুল কাদের 🤩

আজকে ভোর ৪:টায় আকাশ এর এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি।দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ। কিন্তু আগে কখনো এমন টা দেখিনি।...
26/11/2023

আজকে ভোর ৪:টায় আকাশ এর এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি।দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ। কিন্তু আগে কখনো এমন টা দেখিনি। কি হতে পারে আই লাইন টা? আল্লাহ ই ভালো জানে কিসের আলামত।

24/11/2023

গাছ গুলো কে আজকে গোসল করিয়ে দিলাম।

পরিবারে সব cute বাচ্চারা 🥰😘😘😘
23/11/2023

পরিবারে সব cute বাচ্চারা 🥰😘😘😘

আমার ৩ জন ননদি আর তাদের husbend এর সাথে তুলা কিছু সুন্দর সময় ☺️☺️ছোট ননদীর বিয়ে ছিল অনেক মজা করেছিলাম সবাই।
23/11/2023

আমার ৩ জন ননদি আর তাদের husbend এর সাথে তুলা কিছু সুন্দর সময় ☺️☺️ছোট ননদীর বিয়ে ছিল অনেক মজা করেছিলাম সবাই।

Matching Colour drees 😘❤️
22/11/2023

Matching Colour drees 😘❤️

21/11/2023

ইস্কুলের আনন্দ গুলো কোন বাধা মানেনা। ছোট বেলার কথা মনে পরে গেল।আজকে মেয়ের স্কুলে class party ছিল। মাঠে পানি,হাল্কা বৃষ্টি, তারপরও পার্টি চলছে।😎🤗😘

17/11/2023

আর আসবেনা তেলাপোকা, ধুলাবালি,অনেক দিন যাবত ভাবছিলাম নিবো।আজ কিনে আনলাম।door bottom sealing ☺️

17/11/2023

Monitaization pawar jonno sobai koto kosto kortese.ami 1 bochor age peo bose achi.video dite vhalo lage na.🤔

15/11/2023

সবকিছু ফেসবুক এ শেয়ার করতে হয় না, কিছু বিষয় পারসোনাল রাখতে হয়।

15/11/2023

রেগুলার রান্না,ভ্লগ এর ভিডিও দিলে নামাজ,ঘরের কাজ ঠিক মত হয় না।
আর যদি নামাজ, কাজ, বাচ্চা সামলানো, এগুলো ঠিক মত করি তাহলে ভিডিও ঠিক মত করতে পারিনা।🤔🤔
আমার কাছে ২য় অপশন টা ভালো লেগেছে।এখন পেজ টা কি করবো বুজতে পারছি না।ওর বাবা বলেছে আরকাইভ হিসেবা রেখে দিতে, ভ্লগ ভিডিও মানেই হচ্ছে ওপেন বুক।পারসোনালিটি বলতে কিছুই থাকে না।আমি আমার সব পারসোনাল বিষয় গুলো শেয়ার করতে চাইনা। যদি মন চায় তাহলে, ভবিষ্যতে এমন কিছু ভিডিও দেয়ার চেষ্টা করবো, যেখানে আমি,আমার পরিবার, আমার কন্ঠ,ঘর,রান্না,কিছুই দেখাতে হবেনা।যদি না পারি, পেজ টা সেল করে দিবো।সবাই ভালো থাকবেন।❤️❤️

15/11/2023

ফেসবুক ঢুকতেই ভয় লাগে।এখনকার সময় যে যত বেশি ভাইরাল,তার শেষ পরিনতি তার চেয়েও ভয়ানক।

14/11/2023

টিভি এগুলো কি যে দেখে আমি বুঝিনা।আর হাসতে হাসতে অস্থির হয়ে যায় 🤣🤣🤣

13/11/2023

বেগুন ভর্তা এভাবে বানালে অনেক ভালো লাগে 😋মা মেয়ে মিলে কতবেল খেলাম মজা করে।

Today's photo 🥰😘❤️
12/11/2023

Today's photo 🥰😘❤️

12/11/2023

হাটতে গিয়ে বাজার ও করে নিয়ে এসেছি। সাথে আছে চটপটি।ফুচকা। ভেলপুড়ি।

05/11/2023

গ্রামের ভিতরে অনেক দূরে হাটতে গিয়েছিলাম। পথে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখেছি।ওর বাবা যেহেতু সাথে গেছে কিছু তো খেতেই হবে 🫣🫣😁😁

Happy Friday Everyone ❤️
03/11/2023

Happy Friday Everyone ❤️

03/11/2023

বাচ্চাদের কে নিয়ে হাটতে বের হলেই কিছু না কিছু খাওয়াতে হয়।ঝালমুড়ি হলে ত কোন কথাই নেই😋

হাটতে গিয়েছিলাম বাসায় আসার সময় স্কুল গেটের খাবার দেখে লোভ সামলাতে পারলাম না 😁😁😁😁
02/11/2023

হাটতে গিয়েছিলাম বাসায় আসার সময় স্কুল গেটের খাবার দেখে লোভ সামলাতে পারলাম না 😁😁😁😁

02/11/2023

হাটতে গিয়েছিলাম আমরা সবাই, বাসায় আসতে আসতে খিদে পেয়ে গেছে। হেটে যতটুকু লাভ হল খেয়ে তার চেয়ে বেসি ক্ষতি হলো 😋😋😁😁🫣🫣

20/10/2023

দুই দিন পানি না দেয়া তে গাছ গুলো কেমন শুকিয়ে গেছে।

17/10/2023

Happy birthday arosh baba 🥮🍮🍨🎂🍰

16/10/2023

Exercise time🤣🤣🤣🤣

কিছু মানুষ ভালো ব্যবহার এর মূল্য দেয় না।যে দূরে থাকতে চায় তার থেকে দূরে থাকাই ভালো। expectation কমিয়ে দিন কস্ট ও কমে যাব...
12/10/2023

কিছু মানুষ ভালো ব্যবহার এর মূল্য দেয় না।যে দূরে থাকতে চায় তার থেকে দূরে থাকাই ভালো। expectation কমিয়ে দিন কস্ট ও কমে যাবে।

২য় হওয়াতে মেয়ের মন খারাপ😔কিন্তু আমি তো খুশি☺ 😀মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ 😘😘❤️ congratulations mamuni
10/10/2023

২য় হওয়াতে মেয়ের মন খারাপ😔কিন্তু আমি তো খুশি☺ 😀মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ 😘😘❤️ congratulations mamuni

08/10/2023

প্রতিদিন সকালে আমার নিজের জন্য রাখা সময় টা আমার বারান্দায় কাটাই।Every morning Spend some time in my balcony

08/10/2023

Every morning i spend some peaceful time in my balcony। প্রতিদিন সকালে আমার নিজের জন্য রাখা কিছু সময়।

আজকে একটু সাজিয়ে নিলাম।সব সুন্দর জিনিস শুধু সোকেসে থাকে। বাচবো আর কতদিন, তাই সব ব্যবহার এর জন্য নামিয়ে নিয়েছি।
07/10/2023

আজকে একটু সাজিয়ে নিলাম।সব সুন্দর জিনিস শুধু সোকেসে থাকে। বাচবো আর কতদিন, তাই সব ব্যবহার এর জন্য নামিয়ে নিয়েছি।

06/10/2023

সব সময় English এ কথা বলা বাচ্চার মুখে যখন আরবি শুনি তখন বুক টা ভরে যায়। মাসাল্লাহ, আমার কাছ থেকে শুনে শুনে অনেকগুল সুরা মুখস্থ করেছে।আমি ওর সাথে বাংলাতে কথা বলি।আরবি ও আমি শেখাচ্ছি।❤️😘

Hello everyone❤️❤️❤️ মাসাল্লাহ, আমার ছেলের ঢং দেখলে আমার নিজের ই নজর লেগে যায় 😘😘😘
05/10/2023

Hello everyone❤️❤️❤️ মাসাল্লাহ, আমার ছেলের ঢং দেখলে আমার নিজের ই নজর লেগে যায় 😘😘😘

Address

Uttora 4 No Sector
Dhaka
514788

Alerts

Be the first to know and let us send you an email when Shuborna Hasan Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuborna Hasan Vlog:

Videos

Share