Go With Akram

Go With Akram প্রতিদিন ১১ বার পড়ুন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম।

সুন্দর হইছে😁😁
12/06/2024

সুন্দর হইছে😁😁

কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে। কিছু অভিনেতা পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে- - কোক যে ঐ জায়গার আকা...
12/06/2024

কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে।
কিছু অভিনেতা পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে-
- কোক যে ঐ জায়গার আকাশ থেকে খবর পাইছো? কোক ঐ জায়গার না।
কোক ঐ জায়গার না, ভাসুরের নাম মুখে নিতে শরম লাগে? কোক ইসরায়েলের না?
চলেন দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের?
-Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar)
-Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং
-BlackRock। (303 million share, 18 Billion Dollar)
কাগজে কলমে এখানে তিনটা কোম্পানি দেখা গেলেও আসলে এখানে দুইটা কোম্পানিই । মূলত Berkshire Hathaway এর ইনভেস্ট করে Vanguard Group এবং Blackrock-ই।
অর্থাৎ এরা আপন দুই ভাই কোকাকোলার ৮০-৯০ শেয়ার নিয়ন্ত্রণ করে ।
তো এই দুই মেগা জায়ান্ট শেয়ার হোল্ডারের মালিক কারা?
১.
- BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত।
-BlackRock এর প্রেসিডেন্ট Robert S. Kapito,
একজন ইহুদি। তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়।
- মজার ব্যাপার হইলো এই ইহুদী প্রতিষ্ঠানের পরিচালক হইলো একজন আরব,নাম Bader M. Alsaad।
২. Vanguard গ্রুপের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি!
এছাড়া ছোট যেসব শেয়ার আছে, বেশিরভাগই ইসরায়েলের।
এখন বলেন, কোক কার? ঐ জায়গার না?
ঐ জায়গা না কইরা ভাসুরের নাম সরাসরি মুখে নেন, কোক ইসরায়েলেরই! কোক ইহুদীদেরই!
আর ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এটা দিয়া কি বোঝাইলেন? ফিলিস্তিনিরাও কোক পছন্দ করে?
ইসরায়েল কোকের ফ্যাক্টরি খুলছে মূলত ফিলিস্তিনিদের উৎখাত করে । স্বাধীন ফিলিস্তিনে না।
আমরা অভিনেতাদের ভেতর ধর্ম খুঁজি না। কিন্তু এদের কমন সেন্সটুকুও যে নাই, পকেটে দু'পয়সা পড়লে মানবতার ধারও যে এরা ধারে না তা দেখে বিস্মিত হই...
যাই হোক, আপনার বয়কট কাজে দিয়েছে। এটুকু মাথায় রাখুন, নাহয় তাদের বিজ্ঞাপন বানানোর প্রয়োজন পড়তো না ।
সামনে ঈদুল আযহা। নিজের মাংসের প্লেটের পাশে কোকাকোলা রেখে মাংসের সাথে রক্তের স্বাদ নিবেন না।
আমরা নিশ্চয়-ই এতটাও তৃষ্ণার্ত হয়ে পড়ি নি, নিজের ভাইদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর প্রয়োজন পড়বে।
বয়কট চলছে, চলবেই...
__অনিকেত প্রান্তর
তথ্য কৃতজ্ঞতাঃ ABID H Rahat

ফাস্ট ফুড গুলোতে যখনই যারা যাবেনতাদেরকে বলে আসবেনতোমরা কোকাকোলা কিনলে না ছাড়লে আমরা তোমাদেরকে ছেড়ে দিবো।
12/06/2024

ফাস্ট ফুড গুলোতে যখনই যারা যাবেন
তাদেরকে বলে আসবেন
তোমরা কোকাকোলা কিনলে না ছাড়লে আমরা তোমাদেরকে ছেড়ে দিবো।

প্রথম ছবিটি ২০২২ সালের বিমানবন্দর রেলওয়ে স্টেশনেরদ্বিতীয়  ছবিটি ২০২৪ সালের বিমানবন্দর রেলওয়ে স্টেশনেরতফাৎ টা দেখতে পাচ্ছ...
11/06/2024

প্রথম ছবিটি ২০২২ সালের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের
দ্বিতীয় ছবিটি ২০২৪ সালের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের
তফাৎ টা দেখতে পাচ্ছেন?
#সংগৃহীত

10/06/2024
আপনার মতামত কে সহবাস দিলাম 👏🤣😂
10/06/2024

আপনার মতামত কে সহবাস দিলাম 👏🤣😂

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে। প্রথমত, বয়কটে না...
10/06/2024

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।
প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?
শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?
আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।
অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।
সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।
যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।
- সাদিকুর রহমান খান

বিশ্রামে পাঠানো মানুষটাই আজকে আপনার কাধে হাত রেখে বাহবা দিচ্ছে। জয়ের নায়ক বলে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে। সবক...
08/06/2024

বিশ্রামে পাঠানো মানুষটাই আজকে আপনার কাধে হাত রেখে বাহবা দিচ্ছে। জয়ের নায়ক বলে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে। সবকিছুই সম্ভব হয়েছে আপনার একাগ্রতা, চেষ্টা এবং নীরবে করা পরিশ্রমের জন্য। কোটি কোটি স্যালুট সাইলেন্ট কিলার Mahmudullah Riyad .

গ্রামের মেলাতে হঠাৎ করে মিষ্টির বিক্রি বেড়ে যাওয়ায় মিষ্টির দোকানের মালিক তার ১৩ বছরের ছেলে পিন্টুকে পাঠিয়েছে বাড়ি থেকে আ...
08/06/2024

গ্রামের মেলাতে হঠাৎ করে মিষ্টির বিক্রি বেড়ে যাওয়ায় মিষ্টির দোকানের মালিক তার ১৩ বছরের ছেলে পিন্টুকে পাঠিয়েছে বাড়ি থেকে আরো মিষ্টি আনার জন্য। মেলা থেকে বাড়ির দুরত্ব বেশ!
পাতিল ভরে মিষ্টি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় রিন্টুর সঙ্গে দেখা হয়ে যায় পিন্টুর। রিন্টু পিন্টুর বন্ধু। রিন্টু ১ টাকা নিয়ে বের হয়েছে মেলায় যাবে বলে। পিন্টুও খুশি হয়। দূরের পথে একজন সঙ্গী পেলে মন্দ হয় না।
রিন্টুর পকেটে এক টাকা আর পিন্টুর মাথায় মিষ্টির হাড়ি। একটু হাঁটার পরে রিন্টুর খুব খিদে পায়। সে বন্ধুর কাছে থেকে এক টাকা দিয়ে একটি মিষ্টি কিনে খেয়ে নেয়। আরেকটু হাঁটার পরে পিন্টু রিন্টুকে বলে- বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেছি, তুই একটু পাতিলটা মাথায় নিবি। আমি একটু আরামে হাটবো! বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে, তাই এবার রিন্টু পাতিল মাথায় নিয়ে হাঁটতে থাকে।
এবার বন্ধুর কাছে মিষ্টির হাড়ি, পিন্টুর পকেটে এক টাকা। পিন্টুরও খিদে লেগেছে। যেহেতু পিন্টুর পকেটে টাকা আছে, তাই সেও রিন্টুর কাছ থেকে এক টাকা দিয়ে একটি মিষ্টি কিনে ক্ষিদে নিবারণ করে।
রিন্টু ক্লান্ত হয়ে পড়লে পিন্টু তার কাছ থেকে হাড়িটা নিজ মাথায় নিয়ে হাঁটতে থাকে। এবার রিন্টুর পকেটে এক টাকা। পিন্টুর কাছে মিষ্টি।
একটু দূরে গিয়ে রিন্টু আবার এক টাকা দিয়ে পিন্টুর কাছে থেকে মিষ্টি কিনে খায়। পিন্টু ক্লান্ত হয়ে বন্ধুর মাথায় মিষ্টির হাড়ি চাপিয়ে দেয়। রিন্টুর মাথায় মিষ্টির হাড়ি, পিন্টুর পকেটে এক টাকা।
দুই বন্ধু এভাবে পালাক্রমে মিষ্টির হাড়ি বয়ে নিয়ে যেতে থাকে। এক টাকা দিয়ে একটু পরপর মিষ্টি কিনে খেতে থাকে। একবার রিন্টুর মাথায় হাড়ি আরেকবার পিন্টুর মাথায়। একবার পিন্টুর পকেটে এক টাকা, আরেকবার রিন্টুর পকেটে। মেলার যত কাছাকাছি যেতে থাকে, হাড়ির ওজনও তত কমতে থাকে। মেলার গেটে গিয়ে দেখে- হাড়িতে কোনো মিষ্টি নেই, শুধু রয়ে গেছে মিষ্টির রস আর একটি টাকা!
অর্থনীতির ভাষায় হয়তো পিন্টু আর রিন্টুর মধ্যে ১০০ টাকা বিনিময় হয়েছে। মিষ্টি বিক্রির ভালো দামও পাওয়া গেছে, কিন্তু প্রকৃতপক্ষে দিনশেষে তারা পেয়েছে একটি টাকা আর ফাঁকা হাড়ি!
আমাদের মাথাপিছু আয়টাও এমনই। কেউ কেউ ভাবছেন- অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের হাড়ি খালি হয়ে যাচ্ছে...!
দ্রব্যমুল্যের গতি অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়ে
মাথাপিছু আয় ঐ একটাকা পকেটে নিয়ে
উন্নয়ন আর সমৃদ্ধির গান গাইতে গিয়ে দিনশেষে জনগনকে শুন্য হাড়ি মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে।
ছবি ও লেখা সংগৃহীত
😪😪❤️

যাদের মস্তিষ্ক ঘুমন্ত, খেলাই যাদের ধর্ম কর্ম তাদেরকে আপনি আমি ঝাকি দিয়েও উঠাতে পারবোনা। তবুও বলার চেষ্টা করা। একজনও যদি ...
08/06/2024

যাদের মস্তিষ্ক ঘুমন্ত, খেলাই যাদের ধর্ম কর্ম তাদেরকে আপনি আমি ঝাকি দিয়েও উঠাতে পারবোনা। তবুও বলার চেষ্টা করা। একজনও যদি জাগ্রত হয়।

ইহাকেই বলে নিজেদেরটা ঠিক রেখে অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গা!
08/06/2024

ইহাকেই বলে নিজেদেরটা ঠিক রেখে অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গা!

রিয়াদের মিলিয়ন ডলারের ছক্কা, ফের জয়ের নায়ক; হৃদয়ের ছক্কার হ্যাটট্রিক, সুপার এইটের পথে বাংলাদেশ
08/06/2024

রিয়াদের মিলিয়ন ডলারের ছক্কা, ফের জয়ের নায়ক; হৃদয়ের ছক্কার হ্যাটট্রিক, সুপার এইটের পথে বাংলাদেশ

সবচেয়ে বড় টি-টোয়েন্টি ক্রিকেট মঞ্চের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ-পর্বের একটি গু...
07/06/2024

সবচেয়ে বড় টি-টোয়েন্টি ক্রিকেট মঞ্চের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ-পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে এবং তাদের প্রথম জয় নিশ্চিত করতে প্রস্তুত।
icc t20 world cup 2024 LIVE TV LINK 👇
sprotsavenue.blogspot.com

আর এইদিকে শূন্য পকেটে হিমু হয়ে যাওয়া আমি😁
07/06/2024

আর এইদিকে শূন্য পকেটে হিমু হয়ে যাওয়া আমি😁

icc t20 world cup 2024 Live Tv Link 👇 sprotsavenue.blogspot.comCanada vs Ireland, 13th Match, Group A - Live Cricket
07/06/2024

icc t20 world cup 2024 Live Tv Link 👇
sprotsavenue.blogspot.com
Canada vs Ireland, 13th Match, Group A - Live Cricket

পুলায় ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারে না, অথচ রাত ৪ টায় এদের খেলা দেখে,
07/06/2024

পুলায় ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারে না, অথচ রাত ৪ টায় এদের খেলা দেখে,

ফিফা যদিও সারা পৃথিবীর ফুটবল নিয়ন্ত্রক। কিন্তু ফিফা নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ। ইউরোপের কাছে সমকামীতা একটি বৈ...
07/06/2024

ফিফা যদিও সারা পৃথিবীর ফুটবল নিয়ন্ত্রক। কিন্তু ফিফা নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ। ইউরোপের কাছে সমকামীতা একটি বৈধ মানবাধিকার বিষয়।
ইসলামের সাথে পশ্চিমাদের দ্বন্দ্ব এখানেই৷ ইসলামে যা অবৈধ পশ্চিমাদের কাছে তা বৈধ। এবং পশ্চিমারা সেই অবৈধতা জোর করে হলেও সারা পৃথিবীকে গিলাতে চায়৷ কিন্তু ইসলাম তার মধ্যে দেয়াল হয়ে দাড়ায়! ইসলাম চির সুন্দর! সুন্দর সুস্থ পৃথিবী গঠনে ইসলামের ভূমিকা সবচেয়ে এগিয়ে।

কোন স*ম-কামী ব্যক্তি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করলেও সে আল্লাহ্ তা‘আলার সাথে অপবিত্র অবস্থায় সাক্ষাৎ করবে।
ফুযাইল্ ইবনু ’ইয়ায (রাহি.)
[দূরী/যম্মুল্লিওয়াত্ব : ১৪২]

icc t20 world cup 2024 Live Tv Link 👇 sprotsavenue.blogspot.com
06/06/2024

icc t20 world cup 2024 Live Tv Link 👇
sprotsavenue.blogspot.com

United States vs Pakistan, 11th Match, Group A -Live Tv Link 👇Series: ICC Mens T20 World Cup 2024 Venue: Grand Prairie S...
06/06/2024

United States vs Pakistan, 11th Match, Group A -Live Tv Link 👇
Series: ICC Mens T20 World Cup 2024 Venue: Grand Prairie Stadium,
Live Tv Link 👇
sprotsavenue.blogspot.com

India vs Ireland, 8th Match, Group A - Live Cricket Score, CommentarySeries: ICC Mens T20 World Cup 2024 Venue: Nassau C...
05/06/2024

India vs Ireland, 8th Match, Group A - Live Cricket Score, Commentary
Series: ICC Mens T20 World Cup 2024 Venue: Nassau County International Cricket Stadium, New York
Live Tv Link 👇
sprotsavenue.blogspot.com

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল। গল্পের খাতিরে যদিও কিছু কিছু পরি...
05/06/2024

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল।
গল্পের খাতিরে যদিও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে।তবুও তো ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
কি নেই এ সিরিজে!
মায়া,মহব্বত, আবেগ,রাগ, অভিমান,ষড়যন্ত্র, কলা-কৌশল, টেনশন,বিনোদন গাদ্দারী,অফাদারী,মারামারি, হারানোর বেদনা, পাওয়ার আনন্দ,এক কথায় সব আছে সব।
হ্যাঁ, একটা জিনিস নাই।
আর সেটা হলো-নগ্নতা বা অশ্লিলতা।অশ্লিলতার রেশ মাত্র নেই
এর থেকে শেখারও কিছু আছে-
➤১/ লক্ষ্য ও চেষ্টা অটুট থাকলে যাযাবর কবিলা থেকে উঠে এসেও সম্রাজ্য প্রতিষ্ঠা করা যায়
➤২/ আমার জন্য জীবন দিতে পারে এমন মানুষের কাছেও সব কথা বলা যাবে না।
➤৩/ কিছু কথা সময় মতো বলতে হয়,সময়ের এক মিনিট আগেও না।
➤৪/ প্রচন্ড ধৈর্য ছাড়া সফলতার চেহারা থেকে নিকাব সরানো যায় না।
➤৫/ দুশমন এর চাইতে কয়েকগুণ বেশি ক্ষতি করে আমাদের আশেপাশে থাকা বন্ধুরূপী কিছু বিশ্বাসঘাতক।
➤৬/ বিপদে ভেঙে পড়তে নেই।বিপদ যত বড়ই হোক,তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Go With Akram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go With Akram:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like