যেই কাজ যত গুরুত্বপূর্ণ, সেই কাজের প্রস্তুতিও নিতে হয় তত সুন্দরভাবে। একজন মুসলমানের জীবনের সবচে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম একটি হলো হজ পালন। তাই তার জন্য প্রস্তুতিও হওয়া চাই সর্বোচ্চ মানের।
হজের প্রয়োজনীয় সামগ্রীর এই প্যাকেজটি একজন হাজীকে হাদিয়া দিতে পারেন, হজের সফরে সে যখন আপনার হাদিয়া দেওয়া জিনিসগুলো ব্যবহার করবে অবশ্যই আপনার কথা স্মরণ হবে আর দোয়া কবুলের বিশেষ বিশেষ স্থান গুলোতে হাজী যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন হয়তো আপনিও হাজির দোয়া পাওয়া সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন।
দেশের যেকোনো প্রান্তে অর্ডার করতে:
☎️01919-031917, 01631800221, 02-7541113
যেকোনো বইয়ের ডিস্কাউন্ট সম্পর্কে জানতে আমাদেরকে মেসেজ করুন।
📚 দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড
🏢 ৫/ডি শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪।
📧 [email protected]
#bookshop #islamicbooks #islamicknowledge #booklover #books #বায়তুল_মোকাররম #আদর্
✅ যাকাত সম্পদশালীদের জন্য একটি ফরয ইবাদত।
👉আপনি যাকাত দিচ্ছিন ঠিক ই, কিন্তু আপনার যাকাত সহিহভাবে আদায় হচ্ছে তো?
👉যারা যাকাত প্রদান করেন তারা ইসলামী শারইয়াহ অনুযায়ী যাকাত হিসাব এবং
কুরআন নির্দেশিত পন্থায় কতটুকু ব্যায় করেন তা চিন্তার বিষয়।
👉কিন্তু সঠিক হিসাব করে যাকাতের বিধান পরিপূর্ণভাবে আদায় এবং উক্ত অর্থ ব্যয়ের যথাযথ পরিকল্পনা কতোজন করেন বিষয়টি নিয়ে দীর্ঘ কয়েক বছরের ভাবনা থেকেই যাকাত ডায়েরিতে তুলে দেয়ার চেষ্টা করেছি।
👉তাছাড়া দেশবরেণ্য ইসলামিক স্কলারদের সুনজর ও সম্পাদনায় ডায়েরিটি সাজানো হয়েছে। আশা করি যাকাত দাতাগণ এ ডায়েরি ব্যবহারে উপকৃত হবেন।
#ইসলাম #ইসলামেরকথা #আদর্শ_জীবন #লাইব্রেরিসমূহে #ইসলামী_বিশ্ববিদ্যালয়ের #বাংলাবাজার #শিক্ষার্থী #বায়তুল_মোকাররম #bookforchildren #instadaily #likes #linkedin #business #model #s #marketingdigital #followme #n #photooftheday #live #followers #motivation #news #bookshop #muhammadsaw #islamicbooks #islamicknowledge #booklover #books
📚 বইয়ের নাম : সহীহ সুন্নার আলোতে আমি দেখেছি- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত
✒️লেখক ⤵️
☑️অধ্যাপক আ.ন.ম. রশীদ আহমাদ মাদানী
📖বই প্রসঙ্গ-⤵️
📑সালাত ইসলামের পরিচয় বহনকারী প্রধান ইবাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে আদেশ করেছেন, তাঁরা যেন তার সালাত দেখে সালাত আদায় করে। এ আদেশ কিয়ামাত পর্যন্ত সকল মুসলিমের জন্য প্রযোজ্য। আমরা সরাসরি তাঁর সালাত না দেখলেও হাদীস গ্রন্থগুলোতে সহীহ ও বিশুদ্ধ সূত্রে তাঁর সালাতের বিস্তারিত বিবরণ রয়েছে। তা অনুসরণ করেই আমাদের সালাত আদায় করতে হবে।
📃অধ্যাপক আ.ন.ম. রশীদ আহমাদ মাদানী সহীহ সুন্নার আলোতে আমি দেখেছি- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ার পদ্ধতি ও সালাত আদায়ে তাঁর নির্দেশনাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেছেন। কো
'যাকাত ডায়েরি'
যাকাত হিসাব এবং বন্টনের দশ বছরের রেকর্ড সংরক্ষণ।
আপনার যাকাত এর হিসাব সহজ করুন
যাকাত ডায়েরি
ব্যবহার করুন
দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড।
রমাদান উপলক্ষে বিশেষ
ছাড় ২৫%
হোম ডেলিভারি পেতে অর্ডার করুন
www.boibikri.com
কল দিতে পারেন
02 224458275, 01616 153435, 01919031917
১।ইহরামের কাপড় (প্রিমিয়াম কোয়ালিটি) ১ সেট (২ টুকরা)।
২। হাজী বেল্ট ১টি।
৩। সাত দানার তাসবিহ (তাওয়াফ ও সায়ীর হিসাব রাখার জন্য) ১টি।
৪। পাসপোর্ট ও টিকেট রাখার (গলায় ঝুলানোর) ব্যাগ ১টি।
৫। নুরী পাথর রাখার ব্যাগ (শয়তানকে নিক্ষেপের জন্য) ১টি।
৬। পিঠে ঝুলানোর ব্যাগ (হজ্জের দিনসমূহে সফরের জন্য) ১টি।
৭। সেন্ডেল রাখার জন্য ব্যাগ ১টি
৮। কাবার পথের যাত্রী (হজ ও ওমরা জিয়ারত সচিত্র নির্দেশিকা) বই ১ কপি।
৯। রাব্বানা (কুরআন মাজীদ থেকে দুআ) বই ১ কপি।
১০। হাসানা (জীবন গঠনে কুরআনের আহ্বান) বই ১ কপি।
১১। কুরআন সুন্নাহর দর্পণে একজন মুমিনের প্রতিদিনের আমল বই ১ কপি।
১২। মেসওয়াক (দাঁত ব্রাশের জন্য) ১টি।
১৩। রেজার (সায়ীর পর মাথা মুন্ডানোর জন্য) ১টি।
১৪। ডিজিটাল তাসবীহ (আল্লাহর জিকিরের জন্য) ১টি।
১৫। তাইয়াম্মুমের মাটি (সফরের সময় পানির সমস্যা হলে ব্যবহারের জন্য) ১ টুকরা।
যোগ
💥 % 🛒 অবিশ্বাস্য ছাড়!!! 🛒 % 💥
✅দেশবরেণ্য হাজারো আলেমে দীনের ওস্তাজ, এটিএন বাংলার নিয়মিত আলোচক, প্রখ্যাত আলেম আ.ন.ম রশীদ আহমাদ কর্তৃক রচিত জীবনঘনিষ্ঠ ৬টি অতি প্রয়োজনীয় বই একত্রে ১৩৯০ টাকার বই মাত্র ১,০০০ টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিসহ পাওয়া যাচ্ছে।
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: “আল্লা-হুম্মা বা-রিক লানা ফী রাজাবা ওয়া শাবা-না ও বাল্লিগনা রামাযা-ন।”
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছিয়ে দাও।” (মুসনাদ আহমাদ ১/২৫৯, হিলইয়াতুল আওলিয়া, তবাকাতুল আছফিয়া)
আলহামদুল্লিহ রজব মাস শুরু হয়ে গেছে। রমযান মাসের সুবাস পাওয়া যাচ্ছে।
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: “আল্লা-হুম্মা বা-রিক লানা ফী রাজাবা ওয়া শাবা-না ও বাল্লিগনা রামাযা-ন।”
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছিয়ে দাও।” (মুসনাদ আহমাদ ১/২৫৯, হিলইয়াতুল আওলিয়া, তবাকাতুল আছফিয়া)
📚 বইয়ের নাম : মুহাম্মাদ (স:) ;অমুসলিম বিশ্ব মনিষীর ১০০১ প্রশংসা ও মুল্যায়ন
✒️ লেখক : ড. মুহাম্মাদ আবুল লেইস
📚 মূল বই : Muhammad (SAW): 1001 Universal Appreciations and Interfaith Understanding and Peace .
📖বই প্রসঙ্গ⤵️
ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলের জন্য পড়া অত্যাবশ্যক।
বিগত শতাব্দীগুলোতে খ্রিস্টীয় ধর্মের অধিকাংশ অনুসারী অন্য ধর্মালম্বীগণের ধর্ম বিশ্বাস নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করতে তেমন কোনো রকম ইচ্ছুক ছিলেন না । লিপিবদ্ধ মানব ইতিহাস থেকে দেখা যায় যে, রাজনীতির সঙ্গে ধর্মীয় সম্পৃক্ততা গভীরভাবে সম্বন্ধিত ছিল-এমনকি রাষ্ট্রধর্মের প্রতি আনুগত্য নাগরিকগণের দায়িত্ব বলে পরিগণিত হতো এবং রাষ্ট্রধর্ম পরিত্যাগ রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচিত হতো । অধিকাংশ ক্ষেত্রে , বিশেষত : যখন খ্রিস্টধর্ম ও ইসলাম বিবেচ্য বিষয় ছিলো এবং যে ধর্মবিশ্বাস ছিলো শত্রুপক্ষের ও ভ্রান্ত বলে বিবেচিত তখন এ বিষয়ে তাদের