পান্থপথ এলাকায় ডাকাত, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর হাতে আটক ৮ জন। বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা! Sheikh Abdul Halim
ক্ষণস্থায়ী পার্থিব জীবনে মানুষ এক ও অদ্বিতীয় স্রষ্টার অধীনতা স্বীকার করে তার বিধান অনুসারে চলবে, এটিই ধ্রুব সত্য। ইবরাহিম (আ.)-এর প্রেরণায় উজ্জীবিত হয়ে জীবনের সর্বক্ষেত্রে ও সর্বপর্যায়ে নিজের প্রাপ্য, অভিমত আর প্রস্তাবের প্রাধান্যের দাবি পরিহার করলে তার প্রকৃত অনুসরণ করা হয়। আল্লাহপ্রেমের পরম নিদর্শন উপলক্ষ্যে বায়তুল্লাহর হজ আর তার রাহে নিজের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের বিধান হিসেবে কোরবানি বিশ্বাসীর ইহজাগতিক জীবনে উল্লেখযোগ্য দিক। ত্যাগের এ মহিমায় উজ্বিবিত হোক সবার জীবন। দেশ ও প্রবাসের সকল রেমিটেন্স যোদ্বাসহ সকলের জন্য ভিআইসি Global পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযাহার শুভেচ্ছ।
শুভেচ্ছান্তে
শেখ আব্দুল হালিম
ব্যাবস্থাপনা পরিচালক
VIC Global
Visa Information
Visa Information Holidays
VIC Education
আল্লাহ আমাদের কবুল করুন। VIC Global RL2556 ঈদ উপহার বিতরণ চলছে।
মাশাআল্লাহ! বাংলাদেশের স্বাধীনতা সাজে সুসজ্জিত পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফা #দুবাই
ঈদ উপহার পেতে ঠিকানা শেয়ার করুন
আসুন ঈদের খুশি ভাগাভাগি করি ভিডিওটি শেয়ার করি। ৫০০ প্রবাসী ও সাধারণ পরিবারের জন্য ভিআইসি গ্লোবাল দিবে ইফতার ও ঈদ সামগ্রী। যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নং আপনার এবং আপনার বাসার অথবা যাকে দিতে চান তার। এছাড়া আমাদের কমিটিতে যোগদিতেও আপনাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন।
আসসালামোআলাইকুম
যাদের অবিশ্বাস্য পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, সেই প্রবাসীদের কতটুকু খোঁজ রাখি আমরা? তারা কেমন আছেন, কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন? কিংবা যারা প্রবাসে যেতে চান, তারা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন?
এসব ভাবনা থেকেই ‘Visa Information’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু। বিদেশে যাওয়ার পূর্বে যেসব প্রস্তুতি নিতে হবে, পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে, এয়ারপোর্টে যেসব ব্যাপারের মুখোমুখি হতে হবে, প্লে
আসুন ঈদের খুশি ভাগাভাগি করি ভিডিওটি শেয়ার করি। ৫০০ প্রবাসী ও সাধারণ পরিবারের জন্য ভিআইসি গ্লোবাল দিবে ইফতার ও ঈদ সামগ্রী। যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নং আপনার এবং আপনার বাসার অথবা যাকে দিতে চান তার। এছাড়া আমাদের কমিটিতে যোগদিতেও আপনাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন।
আবারও দুবাইতে জায়েদ খানের ডিগবাজী