Sheikh Muhammad Abdul Halim

Sheikh Muhammad Abdul Halim Assalamoalikum, This is Sheikh Abdul Halim Business Page. Sheikh Abdul Halim provides daily needs and travel vlog.

ডেলিগেট ইন্টারভিউ ১১ নভেম্বর ২০২৪VIC Globalসুবাস্ত টাওয়ার, ৫ বি৭৯/১, পান্থপথ, ঢাকা।অফিস:-0189644221301896442214018964422...
04/11/2024

ডেলিগেট ইন্টারভিউ ১১ নভেম্বর ২০২৪
VIC Global
সুবাস্ত টাওয়ার, ৫ বি
৭৯/১, পান্থপথ, ঢাকা।

অফিস:-

01896442213
01896442214
01896442215

01888088840
01888088843
01888088844

01511933483
01811933483

জ্ঞান অর্জনের জন্য সদূর চীন দেশে...
17/10/2024

জ্ঞান অর্জনের জন্য সদূর চীন দেশে...

China Business tour…
14/10/2024

China Business tour…

মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী ১ মাসের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্...
05/10/2024

মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী ১ মাসের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (৫ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনশাআল্লাহ South Korea Agriculture ভিসা নিয়ে দ্রুতই সুখবর দিব।  🤲
04/10/2024

ইনশাআল্লাহ South Korea Agriculture ভিসা নিয়ে দ্রুতই সুখবর দিব। 🤲

আলহামদুলিল্লাহ! আপনাদের সহযোগিতায়ই সম্বব হয়েছে আজকের ইন্টারভিউ। আল্লাহ সবাইকে কবুল করুন।
03/07/2024

আলহামদুলিল্লাহ! আপনাদের সহযোগিতায়ই সম্বব হয়েছে আজকের ইন্টারভিউ। আল্লাহ সবাইকে কবুল করুন।

আলহামদুলিল্লাহ! মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও দুবাইয়ের শেখদের সাথে মিটিং শেষে প্রেস ব্রিফিং....
27/06/2024

আলহামদুলিল্লাহ! মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও দুবাইয়ের শেখদের সাথে মিটিং শেষে প্রেস ব্রিফিং....

মরহুম এস এম মেহেদী হাসান (জিকু) স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের এর শুভ উদ্ভোদন। আমরা আমাদের প্রিয় ভায়ের আত্বার মাগফিরাত কাম...
18/06/2024

মরহুম এস এম মেহেদী হাসান (জিকু) স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের এর শুভ উদ্ভোদন। আমরা আমাদের প্রিয় ভায়ের আত্বার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ভাইকে জান্নাত বাসি করেন। পবিত্র ঈদ-উল আযহার সময় এ খেলার মাধ্যমে ইনশাআল্লাহ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে।

16/06/2024

ক্ষণস্থায়ী পার্থিব জীবনে মানুষ এক ও অদ্বিতীয় স্রষ্টার অধীনতা স্বীকার করে তার বিধান অনুসারে চলবে, এটিই ধ্রুব সত্য। ইবরাহিম (আ.)-এর প্রেরণায় উজ্জীবিত হয়ে জীবনের সর্বক্ষেত্রে ও সর্বপর্যায়ে নিজের প্রাপ্য, অভিমত আর প্রস্তাবের প্রাধান্যের দাবি পরিহার করলে তার প্রকৃত অনুসরণ করা হয়। আল্লাহপ্রেমের পরম নিদর্শন উপলক্ষ্যে বায়তুল্লাহর হজ আর তার রাহে নিজের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের বিধান হিসেবে কোরবানি বিশ্বাসীর ইহজাগতিক জীবনে উল্লেখযোগ্য দিক। ত্যাগের এ মহিমায় উজ্বিবিত হোক সবার জীবন। দেশ ও প্রবাসের সকল রেমিটেন্স যোদ্বাসহ সকলের জন্য ভিআইসি Global পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযাহার শুভেচ্ছ।

শুভেচ্ছান্তে
শেখ আব্দুল হালিম
ব্যাবস্থাপনা পরিচালক
VIC Global
Visa Information
Visa Information Holidays
VIC Education

Today’s the best photo…
05/06/2024

Today’s the best photo…

কানাডা থেকে আমার মেয়ে কাল একটা ছোট্ট চিঠি পাঠিয়েছে তার লেখা একটা প্রতিবেদন আমার ফেসবুকে জানান দিতে। হুবহু চিঠিটা-আব্বু ,...
29/05/2024

কানাডা থেকে আমার মেয়ে কাল একটা ছোট্ট চিঠি পাঠিয়েছে তার লেখা একটা প্রতিবেদন আমার ফেসবুকে জানান দিতে। হুবহু চিঠিটা-
আব্বু ,This girl came to our house. Toronto’s situation is crazy. People are coming and seeking refuge but no job. Can you touch up the writing and share on your FB since you have quite a lot of people on your list.
সেই প্রতিবেদনটাও এখানে হুবহু কপি করে দিলাম। দেশের জন্য বোধকরি বিষয়টা মানুষের নজরে আনার জন্য সবাইকে শেয়ার করা এই মুহূর্তে জরুরী বলে মনে করছি।

মেয়েটার নাম আমিনা ।
Torontoর স্হানীয় BCCB নামের একটা ফেসবুক পেজে গৃহস্হালী কাজের জন্য সহযোগিতা চেয়ে পোস্ট দিয়েছে। ফিলিপিনো ক্লিনাররা আজকাল যেমন ব্যস্ত ,তেমনই দাম বাড়িয়ে দিয়েছে তাদের কাজের।
তাই বাঙালী এই মেয়েটার সাথে যোগাযোগ করলাম।
ফোনে সে ভীষণ আগ্রহ দেখালো , কিন্তু রাস্তাঘাট তো চেনে না।
ঠিকানা চেক করে দেখি আমাদের বাসা থেকে মাত্র ১০ মিনিটের ড্রাইভ। আমি ফোনে বললাম তোমাকে নিয়ে আসবো, এবং বাসের রুটটাও দেখিয়ে দিব।

বাসার সামনে দাঁড়িয়ে কল দিতেই যে বেরিয়ে এলো তাকে দেখে আমি অবাক। ফুটফুটে সুন্দর ২৫/২৬ বছরের একটা মেয়ে। দামী জামা-কাপড় পরা। বোঝাই যাচ্ছে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।
পরে শুনলাম বাবা ভুমি অফিসে চাকরী করেন। শ্বশুর ব্যাবসায়ী। স্বামী বাবা-মায়ের একমাত্র ছেলে। তাদের একটা ৪ বছরের মেয়ে আছে।
কানাডায় ভিসিট ভিসা নিয়ে এসে পলিটিকাল এ্যাসাইলাম আবেদন করেছে।

জিজ্ঞেস করলাম কানাডা কেমন লাগছে। সহজ উওর “কানাডা দূর থেকে সুন্দর”।
বললাম কেনো?
বললো “ আপু যা শুনে এসেছিলাম তার কিছুই ঠিক না। youtuber রা তাদের ভিউ বাড়ানোর জন্য যা বলে বা দেখায়, বেশীরভাগই মিথ্যা।এদেশে রাস্তাঘাট গাছপালা সুন্দর, তাতে আমার কি!”
এখানে আসবার পর বাংলাদেশী উকিল তাদের মিথ্যা কেস সাজিয়ে সাদা উকিল ( Canadian lawyer) দিয়ে কেস করিয়েছে।যে গল্পের পুরোটাই মিথ্যা।
তাদের পাসপোর্ট জমা রেখে বর্তমানে রিফিউজি হিসেবে আছে। সরকার তিনজনের জন্য মাসে ১১০০ ডলার দেয়। ক্রেডিট স্কোর, জব নেই বলে কেউ বাসা ভাড়া দিচ্ছিলো না। এক বাঙালী ভদ্রলোক দয়াপরবশ হয়ে তার বাড়ীর বেসমেন্ট ২৩০০ ডলারে ভাড়া দিয়েছে। বাড়ীভাড়া ২৩০০, বাচ্চাসহ তিনজনার খাওয়া খরচ অন্তত ৬০০, বিল, যাতায়াত এসব তো আছেই। তারা শুনে এসেছিল কানাডায় নামার সাথে সাথে কাজ রেডী। আসবার পর স্বামী এক দোকানে ১০ ডলার ঘন্টা হিসেবে দিনে তিন ঘন্টা কাজ করে। তারাও খারাপ ব্যবহার করে। চট্টগ্রামের উঠতি তরুন ব্যবসায়ী ঘন্টায় ১০ ডলারে কাজ করে । মেজাজ যায় বিগড়ে। প্রতিদিন ফিরে যেতে চাইলেও রিফিউজি বিধায় পাসপোর্ট নেই। ফিরে যাবার পথ বন্ধ। আমিনা তাই আর কোন উপায় না পেয়ে মানুষের বাসায় ঝাড়ু , মোছা,বাথরুম পরিস্কার-রান্নার কাজ খুঁজছে। ভাবা যায়! ছোট্ট মেয়েটাকে নিয়ে আসতে পারেনা। সবাই পছন্দ করেনা।
মনে পড়লো দেশে অনেক সময় বুয়ারা বাচ্চা বাইরে গ্যারেজে বসিয়ে কাজ করতো। এখানে ঠান্ডার দেশে তো সম্ভব না। অথচ এই বাচ্চাটা দেশে তার স্বচ্ছল দাদা-দাদীর চোখের মনি।
এই দম্পতি ইন্ডিয়া, মালয়েশিয়া, দুবাই বেড়িয়ে বেড়িয়েছে। আমাকে ছবি দেখিয়েছে। আজ অন্যের বাসায় কাজ করছে। এ দেশে সব কাজের সম্মান আছে সত্যি, তা বলে টাকার জন্য অন্যের বাথরুম ধোয়ার কাজ খুশীমনে কোনো বাংলাদেশী করবেনা। করতে পারেনা। মেয়েটার আদুরে মলিন মুখটা দেখে ওর মায়ের কথা মনে হোল। বেচারী যদি জানে তার আদরী কি কঠিন কাজ করছে শুধু বেঁচে থাকবার জন্য। যে পরিমান মানসিক অত্যাচার আর হতাশার মধ্যে দিয়ে এই তরুন দম্পতি যাচ্ছে, তাতে কোনদিন যদি অর্থনৈতিকভাবে গুছিয়ে উঠতেও পারে, তাদের সুন্দর সম্পর্ক, আত্মবিশ্বাস, স্বপ্ন- এসব বেঁচে থাকবেনা তা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি।
মেয়েটি আমাকে দু:খ করে বলছিল “কেউ সাহায্য করে না আপু”। কে সাহায্য করবে? এদেশে বেশীর ভাগ বাঙালী দিন আনে দিন খায়। ফেসবুকের ছবি দেখে তাদের আত্মীয়, বন্ধুদের ধারনা হয় তারা স্বপ্নের দেশে আছে। বাংলাদেশের বাবা মায়েদের ঘুস আর কালো টাকায় চলা কিছু ছেলেমেয়ে বাদে বেশীরভাগই বেসমেন্টে ভাড়া থেকে মানবেতর জীবন যাপন করে। এটা তারা social media তে দেখায় না বিধায আমরা দেখিনা।
বিদেশের মোহে অন্ধকারে ঝাঁপ দেবার আগে একটিবার ভাবুন। রিসার্চ করুন। রিফউজি হয়ে জীবনকে মুল্যহীন করে ফেলার আগে নিজেকে প্রশ্ন করুন , প্রয়োজনে অন্যের বাড়ীর বাথরুম পরিস্কার করার জন্য আপনি তৈরী? বাবা মা মারা গেলেও দেশে যেতে পারবেন না অনির্দিষ্টকাল। বাংলাদেশের অভিজ্ঞতায় সম্মানজনক কাজ পাওয়া রীতিমত অসম্ভব। কঠিনতম এ জীবন বেছে নেবার আগে নিজেকে প্রশ্ন করুন। স্বামী-স্ত্রী থাকলে দুজনকেই সমান আগ্রহী হতে হবে। নয়তো blame game এ জীবন আরো বরবাদ।

এমন আমিনা টরোন্টময়। শুনলাম এক ২৭ বছরের যুবক মারা গেছে কিছুদিন আগে। ডলার যা দেশ থেকে এনেছিল তা শেষ। খাবার টাকা নেই। বাড়ীভাড়া দেবার টাকা নেই, জব নেই। stress আর নিতে পারে নাই। কানাডা স্বপ্নের দেশ ছিল এক সময়।যখন আপনি এসেছিলেন পরিবার পরিজন নিয়ে । এখন নেই।
আমি কাউকে discourage করছি না। তবে জীবনের এত বড় সিদ্ধান্ত আমিনাদের মতো না জেনে বা স্বল্প জ্ঞানে নেবেন না। এই হতাশাময় জীবন কারো কাম্য হতে পারেনা গল্প নয়,সত্যি।

কানাডা প্রবাসী ছোটবোন শেয়ার করেছে।
©

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
11/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

স্বদেশ ছেড়ে প্রবাসে নীরবে নিভৃতে ঈদ উদযাপনকারী রেমিট‍্যান্স যুদ্ধাদের প্রতি রইলো অকৃত্রিম ভালবাসা।"তাকাব্বাল্লাহু মিন্না...
09/04/2024

স্বদেশ ছেড়ে প্রবাসে নীরবে নিভৃতে ঈদ উদযাপনকারী রেমিট‍্যান্স যুদ্ধাদের প্রতি রইলো অকৃত্রিম ভালবাসা।
"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"💞

প্রিয় বক্তা, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
05/04/2024

প্রিয় বক্তা, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

আলহামদুলিল্লাহ! আবার কর্মব্যাস্ততা শেষে আল্লাহ তার মেহমান হিসেব কবুল করেছেন। আল্লাহ সবইকে তার মেহমান হিসেবে কবুল করুন।
02/04/2024

আলহামদুলিল্লাহ! আবার কর্মব্যাস্ততা শেষে আল্লাহ তার মেহমান হিসেব কবুল করেছেন। আল্লাহ সবইকে তার মেহমান হিসেবে কবুল করুন।

জীবন হোক নিরন্তর ছুটে চলা ও কর্মতৎপরময়,বিশ্রামের জন্য তো কবর ই রয়েছে। 🤲
24/03/2024

জীবন হোক নিরন্তর ছুটে চলা ও কর্মতৎপরময়,বিশ্রামের জন্য তো কবর ই রয়েছে। 🤲

৩২তম বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সাধারণ সভা।
23/03/2024

৩২তম বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সাধারণ সভা।

20/03/2024

আসুন ঈদের খুশি ভাগাভাগি করি ভিডিওটি শেয়ার করি। ৫০০ প্রবাসী ও সাধারণ পরিবারের জন্য ভিআইসি গ্লোবাল দিবে ইফতার ও ঈদ সামগ্রী। যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নং আপনার এবং আপনার বাসার অথবা যাকে দিতে চান তার। এছাড়া আমাদের কমিটিতে যোগদিতেও আপনাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন।

আসসালামোআলাইকুম
যাদের অবিশ্বাস্য পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, সেই প্রবাসীদের কতটুকু খোঁজ রাখি আমরা? তারা কেমন আছেন, কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন? কিংবা যারা প্রবাসে যেতে চান, তারা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন?
এসব ভাবনা থেকেই ‘Visa Information’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু। বিদেশে যাওয়ার পূর্বে যেসব প্রস্তুতি নিতে হবে, পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে, এয়ারপোর্টে যেসব ব্যাপারের মুখোমুখি হতে হবে, প্লেনে প্রথমবার চড়লে যা যা জানতে হবে, কোন দেশে যাবেন, কোন দেশ আপনার জন্য ভালো হবে, যে দেশে যাচ্ছেন সেই দেশের শ্রম আইন, সংস্কৃতি; বিপদে পড়লে কোথায় যেতে হবে, কী কী নিয়ম মানলে বিপদে পড়বে না- এরকম সকল বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেব আমরা।
আপিন কি এসকল বিষয়ে সঠিক তথ্য চান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন। সহস্র মাইল দূরে, প্রবাসে আপনার পথচলাকে আরও সহজ করতেই আমাদের সব আয়োজন।
ধন্যবাদন্তে,
শেখ আব্দুল হালিম
https://www.facebook.com/SheikhHalimAbdul

মাত্র ১ মাসেই ট্যাক্সি ড্রাইভার ও ফুড ডেলিভারি বাইক রাইডারের ভিসা পাচ্ছি। কথা না আমরা কাজে বিশ্বাসী। ভিসা পেতে কত দিন লাগে, যাত্রীদের মুখ থেকেই শুনুন। আমরা সরকার অনুমোদিত রিক্রেটিং লাইসেন্স যুক্ত এজেন্সি। আমাদের আরএল RL2556 । আপনি যদি দুবাই ট্যাক্সি ভিসা ও বাইক রাইডার (ফুড ডেলিভারি)তে যেতে চান এখনই নিচের দেওয়া নাম্বারে যোগযোগ করুন।
সব সময় যেকোন একটি নাম্বারে কথা বলুন:
Call Now-
01896442216
01896442217
01888088840
01888088843
01888088844
01896442213
01896442214
01896442215
01511933483
01811933483
01611933483
অফিসের ঠিকানা:
৭০/ডি এসএস ভবন, পান্থপথ, ঢাকা।

Address

SS Bhaban, 3rd Floor, 70/D, Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Muhammad Abdul Halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Muhammad Abdul Halim:

Videos

Share

Nearby media companies