CTO Forum Bangladesh

CTO Forum Bangladesh CTO Forum Bangladesh is a community of CEO/CIO/CSO or equivalent position of major organization in B

Leaders Talk Session on “ Leading for Change: How Gen Z Can Shape Bangladesh's Economic Future"Seminar Date: 29 November...
28/11/2024

Leaders Talk Session on “ Leading for Change: How Gen Z Can Shape Bangladesh's Economic Future"

Seminar Date: 29 November 2024 (Friday), Time: 10:30 - 12:00 pm.
Venue: International Conference Hall, Knowledge Tower, Daffodil Smart City, Dhaka-1216,

CTO Forum is felling Proud of your success , Dear Professor Dr. Yusuf .
30/10/2024

CTO Forum is felling Proud of your success , Dear Professor Dr. Yusuf .

13/10/2024
আজ ২৭-৫-২৪, গাজীপুরের একটি রিসোর্টে  GIZ সোশালও প্রাইভেট সেক্টরডেভেলাপমেন্টের উদোগ্যে “ Digital Skill2Succeed in Asia “ত...
29/05/2024

আজ ২৭-৫-২৪, গাজীপুরের একটি রিসোর্টে GIZ সোশালও প্রাইভেট সেক্টরডেভেলাপমেন্টের উদোগ্যে “ Digital Skill2Succeed in Asia “তিন দিনের একটি অসাধারণ সেমিনার অনুষ্ঠিত হলো। যা একাডেমিয়া এবং ইনডাসট্রীর মধ্যে মূল্যবান সহযোগিতাকে উৎসাহিত করে। অনুষ্টানে সাবরিনা গার্সিয়া, প্রকল্প পরিচালক, ডক্টর ক্রিশ্চিয়ান বোচম্যান, কান্ট্রি হেড উপস্হিত ছিলেন।
এশিয়ায় একটি উজ্জ্বল ডিজিটাল ভবিষ্যতের জন্য পথ তৈরি করবেএই প্রকল্প।বিশ্ববিদ্যালয়ের সাথে CTO ফোরাম দেশ পরিকল্পনা কর্মশালায় আমি “এশিয়ায় সফলতার জন্য ডিজিটাল দক্ষতা" শীর্ষক একটি মূল বক্তব্য উপস্থাপন করি॥ আমাকে সহযোগিতা করেন সিটিও ফোরামের অর্থ সচিব, জনাব মোহাম্মদ মুসা।

শুভ হোক নববর্ষ 2024******************ভুল কে আজ দাও ছুটি,বিবাদ কে আজ দাও বিদায়।মনকে আজ শুদ্ধ কর,শত্রুকে আজ বন্ধু কর॥এই সম...
31/12/2023

শুভ হোক নববর্ষ 2024
******************
ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর॥
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন॥

১৯ ডিসেম্বর (মঙ্গলবার): উদ্ভাবন ও গবেষণায় দক্ষতা বাড়াতে সিটিও ফোরাম বাংলাদেশ ও এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের...
21/12/2023

১৯ ডিসেম্বর (মঙ্গলবার): উদ্ভাবন ও গবেষণায় দক্ষতা বাড়াতে সিটিও ফোরাম বাংলাদেশ ও এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। মঙ্গলবার এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের সভাকক্ষে সমোঝতা চুক্তি অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার ও এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারে চেয়ারম্যান জসীম উদ্দিনকে সিটিও ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

আজ ১৯-১২-২৩ তারিখে সকালে এফবিসিআই ইনোভেশান এন্ড রিসার্চ সেন্টার ও সিটিও ফোরামের মধ্যে  ইনোভেশান এন্ড রিসার্চ বিষয়ে যৌথ ভ...
19/12/2023

আজ ১৯-১২-২৩ তারিখে সকালে এফবিসিআই ইনোভেশান এন্ড রিসার্চ সেন্টার ও সিটিও ফোরামের মধ্যে ইনোভেশান এন্ড রিসার্চ বিষয়ে যৌথ ভাবে কাজ করার জন্য এক চুক্তি স্বক্ষরিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়রে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, জনাব মোঃ আক্তার হোসেন
বিশেষ অতিথি, জনাব মোঃ জসিম উদ্দীন,
এফবিসিআই ইনোভেশান এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান।
এফবিসিআই ইনোভেশান এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ বিকর্ন কুমার ঘোষ।
সিটিও ফোরামের সহসভাপতি, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সেলিম,যুগ্ম সাধারন সম্পাদক মো আসিফ , অর্থ সম্পাদক - মো মুসা , সদস্য মারুফুল রহমান সহ অন্যানযরা ।

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক বাহিনী ও এদেশের সহযোগী রাজাকার বাহিনীর হাতে শহীদ সকল বুদ্ধিজীবিদের প্রতি অতল শ্রদ্ধাজ্ঞলী 🙏
14/12/2023

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক বাহিনী ও এদেশের সহযোগী রাজাকার বাহিনীর হাতে শহীদ সকল বুদ্ধিজীবিদের প্রতি অতল শ্রদ্ধাজ্ঞলী 🙏

Congratulations 🎉 Bangladesh team and Great Captain.
16/09/2023

Congratulations 🎉 Bangladesh team and Great Captain.

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এ Inspiring Bangladesh আয়োজনে 12ই সেপ্টেম্বর'23 তারিখে অনুষ্টিত হবে “40 UNDER 40 SMART BANGLA...
11/09/2023

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এ Inspiring Bangladesh আয়োজনে 12ই সেপ্টেম্বর'23 তারিখে অনুষ্টিত হবে “40 UNDER 40 SMART BANGLADESH ICT SUMMIT & AWARDS 2023 “ যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় (MoFA) হল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার।
40 অনূর্ধ্ব 40 স্মার্ট বাংলাদেশ আইসিটি সামিট ও অ্যাওয়ার্ডের লক্ষ্য হল বাংলাদেশের তরুণদের চেতনাকে স্বীকৃতি দেওয়া এবং ৪০ বছরের কম বয়সী ৪০ জন মেধাবী তরুণ অবদানকারীকে পুরস্কার দেওয়া হবে। যাদের অবদানে স্মার্ট বাংলাদেশের রূপকল্প এবং পরবর্তী জ্ঞানভিত্তিক অর্থনীতি অর্জনে সহায়তা করা।

আগামী 05 অক্টোবর, 2023- ড্যাফোডিল প্লাজায় অনুষিটিত হবে AWS স্টার্টআপ ডে বাংলাদেশ 2023। সারাদিনের ইভেন্ট যারা বাংলাদেশের ...
10/09/2023

আগামী 05 অক্টোবর, 2023- ড্যাফোডিল প্লাজায় অনুষিটিত হবে AWS স্টার্টআপ ডে বাংলাদেশ 2023। সারাদিনের ইভেন্ট যারা বাংলাদেশের ছাত্র, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের লক্ষ্য অনুষিটিত হবে । যারা স্টার্টআপকে পরবর্তীতে বিলিয়ন-ডলারের কোম্পানি তৈরি করতে চান তারা আর দেরী না করে ১৫-৯-২৩ তারিখের মধ্যে রেজিষ্ট্রীল করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।https://aws.knowledgevale.com

এখানে হাতে-কলমে শিখিয়ে দেয়া হবে আমাজন ওয়েব সার্ভিসেস (AWS) প্লাটফর্ম ব্যবহার করে কিভাবে একটি স্টার্টআপ ডিজাইন থেকে শুরু করে বিলিয়ন ডলারের কোম্পানি’তে রুপান্তর করা যায়। AWS স্টার্টআপ ডে উদ্ভাবন এবং সহযোগিতার একটি যাত্রা, যা অগ্রগামী কোম্পানিগুলির পরবর্তী প্রজন্মকে গঠন করার জন্য ডিজাইন করা হয়েছে। কর্মশালার মাধ্যমে, অংশগ্রহণকারীরা ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন, পরিষেবা হিসাবে সফ্টওয়্যার, বিশ্লেষণ এবং মেশিন লার্নিংয়ের জন্য AWS প্ল্যাটফর্মের সম্ভাব্যতাকে কাজে লাগানোর বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবে। এই ইভেন্টটি শিল্প এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে মূল্যবান সংযোগ গড়ে তুলবে। আপনারা এই ইভেন্টে যোগদান করে স্টার্টআপকে অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন ।

Address

Concept Tower, 68-69 Green Road, Dhanmondi
Kalabaga
1205

Alerts

Be the first to know and let us send you an email when CTO Forum Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTO Forum Bangladesh:

Share

Nearby media companies