Bijoyer Bani Online Media

Bijoyer Bani Online Media Newspaper keeps us connected to the society.

বগুড়ার শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী ও শিশু সন্তানকে জবাই করে হত্যা : ঘাতক আটকবগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে...
02/06/2024

বগুড়ার শাজাহানপুরে আবাসিক হোটেলে স্ত্রী ও শিশু সন্তানকে জবাই করে হত্যা : ঘাতক আটক

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের বনানীতে একটি আবাসিক হোটেলে স্ত্রী ও শিশুপুত্রকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আজিজুল হককে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে হোটেল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দিবাগত রাতের যেকোন সময় বনানীস্থ শুভেচ্ছা আবাসিক হোটেলে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।

আটক আজিজুল হক (২৪) বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের কৃষক হামিদুর রহমানের ছেলে এবং একজন সেনা সদস্য বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী আশা মনি (২০) ও শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে (০১) নিয়ে তিন দিন হোটেলে থাকবেন এমন কথা জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বনানীস্থ শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষে উঠেন আজিজুল হক। রাত ১০টার দিকে স্ত্রী-সন্তানকে রেখে বাইরে যান আজিজুল। পরের দিন আজ রোববার (২ জুন) সকাল ৯টার দিকে হোটেলে ফিরে ম্যানেজারকে বিল পরিশোধ করে সটকে পড়ার চেষ্টা করেন আজিজুল। কিন্তু তার সাথে স্ত্রী-সন্তান না থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে আজিজুলকে আটক করে পুলিশকে সংবাদ দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর থেকেই জোড়া খুনের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে।

নিহত আশামনির বাবা বগুড়া শহরের নারুলী পূর্বপাড়া এলাকার বাসিন্দা আশাদুল জানিয়েছেন, গত বৃহস্পতিবার মেয়ে জামাই তার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় আজিজুল। এরপর রাত ১০টার দিকে আজিজুল তার শ্বশুরকে ফোন করে জানায়, ‘শরীর খারাপ লাগায় আশামনিকে বাড়িতে পঠিয়ে দিয়ে সে ডাক্তারের কাছে গিয়েছিল।’ তখন তিনি বাড়িতে ফোন করে জানতে পারেন তার মেয়ে আশামনি বাড়িতে যায়নি। সারারাত চলে খোঁজাখুঁজি। আজ রোববার সকাল ১১টার দিকে লোকমুখে জানতে পারেন মেয়ে আশামনি ও নাতি রাফিকে বনানীস্থ একটি আবাসিক হোটেলে জবাই করে হত্যা করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

26/05/2024

মোংলায় ৬০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি

উপকুলে দেয়ে আসছে রেমাল রাত নাগাদ আছড়ে পড়ার পূর্বাআবাস উপকূল এলাকায় ১০ নাম্বার মহা বিপদ সংকেত
26/05/2024

উপকুলে দেয়ে আসছে রেমাল রাত নাগাদ আছড়ে পড়ার পূর্বাআবাস উপকূল এলাকায় ১০ নাম্বার মহা বিপদ সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ | ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিভারী বৃষ্টি!      bijoyer bani
26/05/2024

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ | ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিভারী বৃষ্টি!

bijoyer bani

25/05/2024

গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই- চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান

25/05/2024

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে হাল্কা দমকা হওয়া এবং বৃষ্টিপাত চলছে

আগামী ২৮শে, মে থেকেই আগামী ২৬শে, জুলাই পর্যন্ত কলকাতার মহানগরীর কিছু যায়গায় থাকবে ১৪৪,ধারা। একথা রুটিন বিজ্ঞপ্তি প্রকা...
25/05/2024

আগামী ২৮শে, মে থেকেই আগামী ২৬শে, জুলাই পর্যন্ত কলকাতার মহানগরীর কিছু যায়গায় থাকবে ১৪৪,ধারা। একথা রুটিন বিজ্ঞপ্তি প্রকাশ করেন কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস। কারণ হিসেবে কলকাতার নগরপাল জানান যে কিছু তথ্য র ভিত্তি করে তারা আশঙ্কা প্রকাশ করছে যে কলকাতার উপকন্ঠে নাশকতার কাজ করতে পারে উগ্রপন্থীদের দল। তাই কলকাতার হেয়ার স্ট্রিট থানা ও টিপু সুলতান মসজিদ এলাকা এবং রাজভবন এলাকা এবং ধর্মতলা এলাকায় বেআইনি সমাবেশ সভা সমিতি ও মিছিল এবং মিটিং করতে দেওয়া হবে না। সেই সঙ্গে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ঘোরা ও পাঁচ ব্যাক্তি র বেশি একসাথে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনার পর পশ্চিম বাংলা র বিজেপি দলের সভাপতি বলেন যে আগামী ২৮শে মে পশ্চিম বাংলা কলকাতায় আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাকে আটকাতে এই পথ নিয়েছেন কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bijoyer Bani Online Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Dhaka

Show All