Tahamina Zinat Saba

Tahamina Zinat Saba -যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি"🙂
তাইতো মানুষ সূর্যকে নয়"☀️
চাঁদকে ভালোবাসে"🌙

ধৈর্যশীলকে আল্লাহ তা'আলা কখনোই নিরাশ করেন না 😌💖
29/04/2024

ধৈর্যশীলকে আল্লাহ তা'আলা কখনোই নিরাশ করেন না 😌💖

28/04/2024

.-𝗬𝗼𝘂 𝗰𝗮𝗻 𝗮𝘀𝗸 𝗺𝗲 𝗮𝗻𝘆 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻 🙃
𝟏.𝗥𝗲𝗮𝗹 𝗡𝗮𝗺𝗲 𝗸𝗶?
𝟐. 𝗞𝗼𝗻 𝗰𝗹𝘀 𝗮 𝗽𝗼𝗿𝗼?
𝟑. 𝗕𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝗸𝗼𝗯𝗲 ?
𝟒. 𝗙𝗮𝘃𝗼𝗿𝗶𝘁𝗲 𝗳𝗹𝗼𝘄𝗲𝗿 ?
𝟓. 𝗔𝗺𝗶 𝘁𝗺𝗿 𝗸𝗶?
𝟔. 𝗞𝗲𝗺𝗼𝗻 𝗟𝗶𝗳𝗲 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿 𝗰𝗵𝗮𝗼?
𝟕. 𝗕𝗶𝘆𝗲 𝗸𝗼𝗯𝗲 𝗸𝗼𝗿𝗯𝗮?
𝟖. 𝗕𝗲𝘀𝘁 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱 𝗮𝗰𝗵𝗲?
𝟗. 𝗙𝗮𝘃𝗼𝗿𝗶𝘁𝗲 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝗸𝗲?🙂
𝟏𝟎. 𝗙𝗿𝗹𝘁 𝗸𝗼𝗿𝘁𝗲 𝗽𝗮𝗿𝗼 ?🙂
𝟏𝟏. 𝗖𝗵𝗲𝗸𝗮 𝗸𝗵𝗮𝘆𝗰𝗵𝗼?
𝟏𝟐. 𝗙𝘃𝗿𝗱 𝗮𝗻𝗶𝗺𝗮𝗹 ?
𝟏𝟑.𝗧𝗺𝗿 𝗡𝗶𝗰𝗸𝗻𝗮𝗺𝗲 𝗸𝗶? 😊
𝟏𝟒. 𝗞𝗶 𝗸𝗵𝗲𝘁𝗲 𝗹𝗶𝗸𝗲.𝗸𝗿𝗼 ?
15.. 𝗧𝗺𝗿 𝗰𝗿𝘂𝘀𝗵 𝗲𝗿 𝗻𝗮𝗺𝗲 𝗸𝗶? 🙂
16. 𝗧𝗺r 𝗮𝗴𝗲 𝗸𝗼𝘁𝗼?
17. 𝗙𝘃𝗿𝗱 𝗰𝗹𝗿?
18. 𝗧𝗺𝗸 𝗸𝗲 𝗯𝗲𝘀𝗵𝗶 𝘃𝗵𝗮𝗹𝗼𝗯𝗮𝘀𝗵𝗲?
19. 𝗔𝗺𝗮𝗸𝗲 𝗱𝗲𝗸𝗵𝘁𝗲 𝘁𝘂𝗺𝗮𝗿 𝗸𝗲𝗺𝗼𝗻 𝗹𝗮𝗴𝗲? 😁
20. 𝗔𝗺𝗸 𝗸𝗶 𝗯𝗮𝗻𝗮𝘁𝗲 𝗰𝗵𝗮𝘄 ?🩶🤝

28/04/2024

- প্রতিটা লাইন ঠিক মনের মত করে আজকে উপস্থাপন করলাম 😊🌸

28/04/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।

28/04/2024

Cuteness overload 🤗😻

পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাওয়ার পরও যেই ছেলেটির চোখে বিন্দু পরিমাণ পানি আসে না। সেই ছেলেটি কিনা তার শখের নারীর জন্য কা...
27/04/2024

পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাওয়ার পরও যেই ছেলেটির চোখে বিন্দু পরিমাণ পানি আসে না। সেই ছেলেটি কিনা তার শখের নারীর জন্য কান্না করে ।
যত্নবান পুরুষের ভালোবাসা অসম্ভব সুন্দর🤗🌸

আমি : শুনো একটা কথা বলি 🥺শখের বেডা : ঢং ছাড়া আর কি পারো?  তারপরও বলে ফেলো শুনি কি বলবা? আমি : ভালো লাগছে না 🥲শখের বেডা ...
27/04/2024

আমি : শুনো একটা কথা বলি 🥺
শখের বেডা : ঢং ছাড়া আর কি পারো? তারপরও বলে ফেলো শুনি কি বলবা?
আমি : ভালো লাগছে না 🥲
শখের বেডা : কেন কি হইছে? তোমার আম্মু কি তোমাকে পিটাইছে?
আমি : 🙂
শখের বেডা : না আমার শাশুড়ি সব সময় তোমাকে একটু বেশি ভালোবাসে তো। তাই জিজ্ঞাসা করলাম ধোলাই খাইছো নাকি। আমার ধারণা আবার ভুল হয় না। আজকে ধোলাই মনে হয় একটু বেশি খাইছো। থাক এগুলা কিছু না।
আমি :গোলামের পুত সব সময় আমার চেয়ে এক লাইট বেশি বুঝে 🙄
শখের বেডা : বেডি মানুষের সাথে কথা কইয়া পারা যায় না 🤦‍♂️।থাক বইন আমার ভুল হইছে। আমারে মাফ কইরা দে 🙁
আমি : এইতো সোনার ময়না পাখি তুমি লাইনে আসছো 🙆‍♀️

দিনশেষে যেখানে নিজের ছায়াও পাশে থাকে না। সেখানে অন্য মানুষ থাকবে ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না।
27/04/2024

দিনশেষে যেখানে নিজের ছায়াও পাশে থাকে না। সেখানে অন্য মানুষ থাকবে ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না।

Address

Dhaka
1207

Telephone

+8801879742677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahamina Zinat Saba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahamina Zinat Saba:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All