Rifat Hridoy

Rifat Hridoy Hey everyone,
This is Rifat Sheikh Hridoy,
Welcome to my ride experience vlog video page.

24/10/2024

হতে পারতো বড় কোনো দুর্ঘটনা 😢


















টেকনিক টা কিন্তু খুব মারাত্মক কাজ করে 😜😜😜
22/10/2024

টেকনিক টা কিন্তু খুব মারাত্মক কাজ করে 😜😜😜

09/10/2024

বাইক মালিকানা পরিবর্তন করার সকল নিয়ম | Name Transfer For Bike in BD | Rifat Hridoy










#বাইকনামট্রান্সফার
#নামট্রান্সফার
#মালিকানাপরিবর্তন




#দালালছাড়ানামট্রান্সফার

06/10/2024

পুরাতন বাইক বিক্রির পর ক্রেতা নাম ট্রান্সফার না নিলে কি করনীয়। Rifat Hridoy



#মালিকানাপরিবর্তন


.

বৃষ্টির ভিতর কিংবা বৃষ্টি শেষে ভেজা রাস্তায় বাইক চালানোর কিছু সতর্কতা:-১) চাকার হাওয়া কমিয়ে দিন,পারলে ২২/২৫ সামনে আর পিছ...
04/10/2024

বৃষ্টির ভিতর কিংবা বৃষ্টি শেষে ভেজা রাস্তায় বাইক চালানোর কিছু সতর্কতা:-

১) চাকার হাওয়া কমিয়ে দিন,পারলে ২২/২৫ সামনে আর পিছনে ৩২/৩৫ রাখবেন,এজন্য টুলস বক্সে এয়ার প্রেশার মাপার যন্ত্র রাখবেন। রেকোমেন্ড প্রেশার থেকেও হাওয়া কমিয়ে দিন যাতে চাকার গ্রিপ এবং ব্রেকিং ভালো হয়। তেলখরচ কিছুটা বাড়বে তবে মনে রাখবেন জীবনের চেয়ে অকটেনের মূল্য অনেক কম।

২) যতটুকু সম্ভব কম গতিতে চালান তাতে ব্যালেন্স ভালো থাকবে, পড়ে গেলেও ব্যাথা কম পাবেন। জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি।

৩) ভেজা রাস্তায় পিচ্ছিল জাতীয়/ময়লা স্হানে রাইড পরিহার করুন। শর্টকাট নিতে গিয়ে অনেকেই পিচ্ছিল স্হানে পিছলিয়ে যেতে পারেন।

৪) বেশি পানি জমা স্থান পরিহার করুন, আপনি জানেন না সেই পানির নিচে কোথায় গর্ত আছে বা কোথায় ড্রেন আছে, ঘূরে যেতে হলে ঘূরে যাবেন তারপরও পানিতে যাবেন না,আর গেলেও পিকাপ হাল্কা চেপে রাখুন যাতে সাইলেন্সারে পানি না ঢুকে। পানিতে চালালে পরবর্তীতে হেয়ার ড্রায়ার দিয়ে অবশ্যই এয়ার ফিল্টার শুকিয়ে ফেলবেন।এফ আই এর জন্য চেঞ্জ করে ফেলা উত্তম।

৫) বৃষ্টিতে হেলমেট এর গ্লাস পুরোপুরি বন্ধ করে চালাবেন না, তাতে সামনের রাস্তার ছোটো ছোটো জিনিষ দেখা যায় না আর অনেকটা আন্দাজের উপর বাইক চালাতে হয়।

৬) বৃষ্টির ভিতর হঠাৎ করে কোনো ব্রেক জোরে চাপবেন না তাতে চাকা স্লিপ খাবে। বাইকও পাল্টি খেতে পারে। দুটো ব্রেক আস্তে আস্তে চাপুন।

৭) বৃষ্টির ভিতর দৃষ্টিক্ষমতা কমে যায় তাই,সর্বদা হেডলাইন অন করে রাখবেন, যাতে সবাই আপনাকে দেখতে পায়।

৮) সবশেষে বলবো আমাদের দেশের যে রাস্তা সে রাস্তায় বৃষ্টির ভিতর কোনো যানবাহন চালানোর উপযোগী না, পারলে রাইড এভয়েড করুন, আর না এড়াতে পারলে গতি ম্যাক্সিমাম ৪০/৫০ রাখলে ভালো হবে।আর উপরের নিয়মগুলো ফলো করুন। আর কারো যদি এ সম্পর্কে কোনো টিপস্ থাকে দয়া করে কমেন্ট বক্সে শেয়ার করুন, যাতে আমি এ পোষ্টই তা এড করে দিতে পারি,ধন্যবাদ।

আর বাইক চালানোর সময় অন্ততপক্ষে ফুলফেস সার্টিফাইড হেলমেট প্লাস জুতা পড়ে বাইক চালাবেন।

03/09/2024

ট্রাফিক পুলিশদের মন খা'রাপ! কেমন যেনো মনমরা একটা ভাব নিয়ে ডিউটি করছেন উনারা!!

এর কারন কি হতে পারে কমেন্টে জানিয়ে যাবেন ??🙂

28/08/2024

অন্যের ভুলে দূর্ঘটনার মুখোমুখি | Facing accidents due to others' mistakes | | Rifat Hridoy

25/08/2024

এবারের বন্যা এতো ভয়াবহ কেন?

23/08/2024

২৪ ঘন্টার ভিতরে গ্যাস লাইন বন্ধ করে দিন, দেখবেন তারাও পানি বন্ধ করে দিয়েছে। প্লিজ সবাই একটা আওয়াজ তুলুন।

14/08/2024

Dhaka to Mymensingh highway Bike Tour | Motovlog |

Ok🙂
14/07/2024

Ok🙂

10/07/2024

ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা আটকিয়ে কোটা বিরোধী আন্দোলন | Motovlog | Rifat Hridoy

বাইক কেনা এককালীন খরচ,২ লাখ টাকায় ১৫০ সিসি বাইক কিনে ৫ বছর ব্যাবহার করে সেল করলে ৫০ হাজার টাকার মত লস হয়।প্রতিদিন যদি গড়...
06/07/2024

বাইক কেনা এককালীন খরচ,
২ লাখ টাকায় ১৫০ সিসি বাইক কিনে ৫ বছর ব্যাবহার করে সেল করলে ৫০ হাজার টাকার মত লস হয়।
প্রতিদিন যদি গড়ে ৫০ কিলো বাইক চলে আর
প্রতি লিটার তেলে যদি মাইলেজ দেয় ৩৫ কিলো তাহলে মাসিক তেল খরচ ৩৮০০ টাকা, আর ইঞ্জিন অয়েল ৪০০ টাকা = ৪২০০ টাকা, অন্যান্য খরচ ৮০০ মোট মাসিক খরচ সর্বোচ্চ ৫০০০ টাকা ।
তাহলে দৈনিক খরচ দাড়াচ্ছে ১৬০ টাকার মত ।
৮০-১০০ সিসির বাইকে এই খরচ নেমে আসবে ১০০ টাকার আশেপাশে ।
অর্থাৎ কিলো প্রতি খরচ ২.৮০ থেকে সর্বোচ্চ ৩.৭৫ টাকা ।
এইবার চিন্তা করেন যদি রিক্সা, লেগুনা আর বাসে ৫০ কিমি চলাফেরা করেন তাহলে ২৫০ টাকায় ও কভার করতে পারবেন কিনা, আর সময় যে কতটা নস্ট হয় সেইটা হিসাবে আনলে দিনের খরচ ৩০০ টাকা ছাড়িয়ে যাবে । [Time is Money]
মানুষের ঘামের গন্ধ, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, জ্যাম, রিক্সাওয়ালার চ্যাটে তেল মাখা এসবের ঝামেলা কমায় বাইক, সবদিক মিলিয়ে বাইক অনেক বেশি সাশ্রয়ি । আর রিসেলের ৫০ হাজার তেমন কোন লসই না ।
বি:দ্র: জিগাতলা থেকে ফার্মগেট এর দুরত্ব ৩ কিলোমিটার, এবং রিক্সাভাড়া ৭০ টাকা তাহলে কিলো প্রতি ২৩.৩৩ টাকা, অতএব রিক্সায় ৫০ কিলো গেলে কত খরচ হবে??? 😛
তাহলে বুঝেন বাইক আমাদের কতটা উপকারী বন্ধু !!
কে কে একমত???

29/06/2024

Talukder পাম্প স্টাফদের ব্যবহার খারাপ। Motovlog | Rifat Hridoy


03/06/2024

Suddenly On The Way To Uttara Diabari | Motovlog | Rifat Hridoy.

Address

Dhaka
1207

Telephone

+8801886559636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Hridoy:

Videos

Share

Category

Nearby media companies